আসসালামু আলাইকুম

শনিবার, ২৮ এপ্রিল, ২০১২

নিয়ে এলাম জব্বার কাগুর ২০১২ সালের মোট ১১০৫০ টাকার বিজয় সফটওয়্যার এর Bundle একদম ফ্রী!!

প্রথমেই বলে নেই Avro is the Best and BOSS for Bangla Writing
“জীবনে বেচে থাকতে বিজয় দিয়ে লেখার কোন ইচ্ছা নাই”


আসেন এই স্লোগানের  সাথে জব্বার চাচাকেও সম্পৃক্ত করি…
জব্বার
চাচার
চিন্তাও
উন্মুক্ত
হোক…
আসুন দেখে নেই জব্বার কাগুর বিজয় এর বর্তমান বাজার দর
বিজয় একাত্তর ২০১২=৫০০০ টাকা
বিজয় একুশে ২০১২=৫০০০ টাকা
বিজয় বায়ান্ন ২০১২= ১৫০ টাকা।
সর্বমোট ১১৫০ টাকা।
চিন্তা করসেন একবার বাংলা ভাষা নিয়ে কি রকম Buissness শুরু করে দিয়েছেন আমাদের জব্বার কাগু।
ওনার ভাষা নিয়ে Buissness করার গুষ্ঠি কিলাই।
হা হা হা হা হা হা
নিয়ে নিন সব গুলো সফটওয়্যার এর ফুল ভার্সন কিজেন সহ
যাদের দরকার তারা তারাতারি লইয়া লন

“Bijoy Ekushe 2012 Full CD Version With only installer” Windows XP, Vista, Seven & Windows 8 (32 & 64) Bit Supported.

বিজয় একুশে-এর ২০১২ সালের উইন্ডোজ সংস্করণ হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাংলা সফটওয়্যার। এতে সম্ভাব্য ও প্রচলিত যে কোন এনকোডিং ব্যবহার করে বাংলা লেখার সুযোগতো আছেই, এটিতে বাংলা লেখার বিভিন্ন কাজের জন্য নানা অপশনও খোঁজতে হবে না। হাতের কাছে শুধুমাত্র কীবোর্ড কমান্ডের মাঝে যুক্ত করা হয়েছে সকল সুবিধা। এতে আছে বর্তমান ও আগামী দিনের অতি প্রয়োজনীয় পাঁচটি ধারার এনকোডিং দিয়ে বাংলা লেখার সুবিধা। এগুলো হলো বিজয় ক্লাসিক, বিজয় সাবরিণা, বিজয় গোল্ড এবং ইউনিকোড।
Screenshot of Keygen
How to use:
  1. Download and install Bijoy Ekushe 2012.
  2. Start Bijoy Ekushe, copy the Machine ID from there.
  3. Launch the keygen and enter the Machine ID you have copied.
  4. Click Generate Password.
  5. Copy the Password and paste it to Bijoy Ekushe’s Password Field, then click OK
  6. All done. Now Your Bijoy Ekushe 2012 is Activated.
  7. Enjoy.
Software Overview
Software Name:
Bijoy Ekushe 2012
Software Version:
2012
Supported Systems:
Windows XP, Vista ,7 (32 and 64 Bit)
License Type:
Full Version
Category:
Bangla Software
Size:
Full CD: 222.17 MB
Activation Key/Crack/Patch:
Bijoy Ekushe 2012 Keygen
  

Bijoy Ekattor  2012 Full Version for Windows 8 and  7 (32 & 64) Bit Operating System

বিজয় একাত্তর ২০১২  উইন্ডোজ সংস্করণ হচ্ছে একটি পূর্ণাঙ্গ বাংলা সফটওয়্যার। এতে সম্ভাব্য ও প্রচলিত যে কোন এনকোডিং ব্যবহার করে বাংলা লেখার সুযোগতো আছেই, এটিতে বাংলা লেখার বিভিন্ন কাজের জন্য নানা অপশনও খোঁজতে হবে না। হাতের কাছে শুধুমাত্র কীবোর্ড কমান্ডের মাঝে যুক্ত করা হয়েছে সকল সুবিধা। এতে আছে বর্তমান ও আগামী দিনের অতি প্রয়োজনীয় তিন ধারার এনকোডিং দিয়ে বাংলা লেখার সুবিধা। এগুলো হলো বিজয় ক্লাসিক, বিজয় একাত্তর এবং ইউনিকোড। এটি উইন্ডোজ ৮ এবং ৭ (৩২/৬৪) বিট সমর্থিত).
Screenshoot of Bijoy Ekattor 2012 Keygen
How to use:
  1. Download and install Bijoy Ekattor 2012.
  2. Start Bijoy Ekattor , copy the Machine ID from there.
  3. Launch the keygen and enter the Machine ID you have copied.
  4. Click Generate Password.
  5. Copy the Password and paste it to Bijoy Ekattor’s Password Field, then click OK.
  6. All done. Now Your Bijoy Ekushe 2012 is Activated.
  7. Enjoy.
Software Overview
Software Name:
Bijoy Ekattor 2012
Software Version:
2012
Supported Systems:
Windows XP, Vista ,7, 8 (32 and 64 Bit)
License Type:
Full Version
Category:
Bangla Software
Size:
Full CD: 235.77 MB
Activation Key/Crack/Patch:
Bijoy Ekattor 2012 Keygen
  

Bijoy Bayanno 2012

Download Completely Free Bangla Soft Bijoy Bayanno 2011 Full Version. In Bijoy Bayanno 2012 is more effective from previous version. Previous version of Bijoy Bayanno Does not work properly in Windows 7. In this new version you can run it windows 7 without any problem.
 ***You should install Net Framework 4 in your pc.
Software Overview
Software Name:
Bijoy Bayanno 2012
Software Version:
2012
Supported Systems:
Windows XP, Vista & 7 32 and 64 Bit
License Type:
Full Version
Category:
Bangla Software
Size:
125.44 MB
Activation Key/Crack/Patch:
RN28-T29S-K1XM-J6XY-LK24
Note: If your keygen does not run or open then you should install (Microsoft Net Framework 4) in your Pc.
Click Here To download (Microsoft Net Framework 4)

সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ

বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

::. ফেসবুকে এখন যেকোন লেখা লিখুন নীল কালিতে .::


আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের ফেসবুকের একটা ছোট্ট ট্রিক্স দেখাবো। অনেকেই হতো এটা জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা একটা মজার ট্রিক্স। একটি ছোট ট্রিকসের মাধ্যমে ফেসবুকের ওয়ালে ও কমেন্টে নীল রঙে সব লেখা যাবে।
নিচের কোডটি ভেতরের ‘এখানে লিখুন’ লেখাটি মুছে দিয়ে যা খুশি তাই লিখুন। তারপর @ এর পরের + গুলো ঊঠিয়ে দিয়ে পোস্ট করুন। দেখবেন লেখাটি নীল হয়ে গেছে।
@+[1: ]@+@+[1:[0:1: এখানে লিখুন]]
মনে রাখবেন লেখাটিতে ক্লিক করলে আপনার প্রোফাইলের লিঙ্ক দেখাবে। কমেন্টে লিখে প্র্যাকটিস করুন।

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২

IDM দিয়ে ডাউনলোডরত অবস্থায় Play করুন মিউজিক/ভিডিও ফাইলটি।

সালাম জানিয়ে আজ নতুন একটি টিপস শেয়ার করতে চললাম। আশা করি আপনাদের ভাল লাগবে টিপসটি।

আমরা ম্যাক্সিমাম IDM (Internet Download Manager) দিয়ে ফাইল ডাউনলোড করে থাকি।। অনলাইনে বেস্ট ডাউনলোডার IDM. কিন্তু মাঝে মধ্যে আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি নিয়ে একটু মনের ভিতরে সন্দেহ থেকেই যায়। যেমনঃ ফাইলটির মিউজিক/ ভিডিও কোয়ালিটি কেমন?? ফাইলটি ঠিক মত ডাউনলোড হচ্ছে তো?? না, ফাইলটি ফেইক ফাইল।।
যারা অনলাইন থেকে IDM দিয়ে মুভি ডাউনলোড করেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে বেশ ভালই পরিচিত।।

অনলাইনে মুভি/ ভিডিও / গান পাওয়া যায় এমন লাখের উপরে ওয়েবসাইট আছে। কিন্তু কোয়ালিটির প্রশ্ন কিন্তু মনের ভিতরে থেকেই যায়। তাই আজ আপনাদের জন্য এই টিপসটি শেয়ার করছি।



কথা আর না বারিয়ে সামনের দিকে আগাই।।

আমরা মোটামুটি সবাই জানি, টরেন্ট ফাইল ডাউনলোড করার সময় ফাইলটি প্লে করা যায়।
আজ শিখাবো IDM দিয়ে কিভাবে ডাউনলোড হচ্ছে এমন ফাইলকে প্লে করানোর টিপস।

১. প্রথমে IDM দিয়ে যেকোনো ফাইল ( Video / Mp3 ) ডাউনলোড দিন।
২. IDM ওপেন করুন এবং Options এ ক্লিক করুন।
৩. এবার Save To ট্যাব এ যান।
৪. সেখান থেকে Temporay Directory তে দেয়া Path (Text) টি কপি করুন।

৫. My Computer ওপেন করে উপরে Windows Explorer address bar এ Path ( Text) টি পেস্ট করে Enter চাপুন।

৬. এবার DwnlData তে ক্লিক করে বের করুন ফাইলটি ও প্লে করুন আপনার ডাউনলোড হচ্ছে এমন ফাইলটি।।

বিঃদ্রঃ আপনি শুধু মাত্র মিউজিক / ভিডিও যেকোনো ফাইল ডাউনলোড এর সময় প্লে করতে পারবেন। কিন্তু, rar / zip / iso এই টাইপের ফাইল গুলো প্লে করতে পারবেন না।

۞ ফাইল প্লে করতে প্রব্লেম হলে KM Player ইউজ করুন। ۞
↓ লেটেস্ট ভার্সন ডাউনলোড লিংকঃ ↓

USB drive যদি write protected দেখায় তাহলে কি করবেন?

মাঝে মাঝে আমাদের ব্যবহৃত USB drive (pen drives, memory cards, iPod and other USB massstorage devices) টি write protected দেখরি। তখন আমরা কিছুটা হতাশ হয়ে পরি। ফলে দরকারী ফাইল প্রয়োজনমত copy বা delete করতে পারি না।সাধারনত যে সব Message সাধারনত দেখায়:
* Cannot copy files and folders, drive is write protected * Cannot format the drive, drive is write protected * The disk is write protected * Remove write protection or use another disk * Media is write protected

বন্ধুরা আসুন আমরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার

সম্ভাব্য উপায়গুলো দেখি।
১। USB Device টি physical lock থাকে তাহলে এই সমস্যায় পতিত হবেন।

সমাধানঃ শুরুতেই- physical lock চেক করতে হবে। physical lock থাকলে, Unlock করার চেষ্টা করতে হবে।২।Virus জনিত কারনে আপনার PC registry hack হতে পারে। ফলে আপনার USB Device টি write protected দেখায়।

সমাধান:
1. Start Menu থেকে Run গিয়ে লিখুন regedit এবং Enter দিয়ে registry editor এ ঢুকুন।
2. এখন নিচের path টি Navigate করুন।
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Contro l\StorageDevicePolicies
Note: যদি Storage Device Policies না থাকে তাহলে Control এর উপর Right click করে New>Key – Select করে আপনাকে এটি create করতে হবে।
3. right pane থেকে WriteProtect এর উপর Double click করে Data Box থেকে Value “0″ করুন এবং OK করুন।
4. Registry close করে আপনার computer টি Restart করুন, তারপর পুনরায় connect করুন আপনার USB drive।

ব্রাউজার এ সেভ করা পাসওয়ার্ড জেনে নিন ১ সেকেন্ডে

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
আমরা অনেকে ব্রাউজার এ পাসওয়ার্ড সেভ করে রাখি ।
কিন্তু ব্রাউজারে এ সব পাসওয়ার্ড ****** দিয়ে শো করে । আজকে এ সব পাসওয়ার্ড জানার সহজ একটা উপায় বলব ।

প্রথমে সেভ পাসওয়ার্ড দেয়া ওয়েবপেজ এর Log In পেজ ওপেন করুন ।
তারপর আপনার ব্রাউজার এর এড্রেস বারে নিচের java script টি পেস্ট করে এন্টার চাপুন ।

এবার দেখুন Alert Box এ আপনার পাসওয়ার্ড টি দেখাচ্ছে ।

এভাবে আপনি যে কোন ওয়েবপেজ এর সেভ পাসওয়ার্ড জানতে পারবেন ।
কি খুব সহজ উপায় মনে হচ্ছে না ? ? ?

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

কম্পিউটার কিনেছেন কত তারিখে তা মনে নেই ! তো কোন সমস্যা নেই। এবার কম্পিউটারকেই জিঞ্জাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তার সারমর্ম হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা হয়েছিল তার ডেট জানা। আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই। কিন’ অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে। তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই কম্পিউটার-এর মাধ্যমে জানা যায়। কিভাবে জানা যায় এবার তা দেখুন।

প্রথমে যান—

Start

All Program

Accessories

System Tools

System Information— ক্লিক দিন। তারপর একটি ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date -এ দেখুন। ব্যাস ওকে।

উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে- Control Panel\All Control Panel Items\Performance Information and Tools\Advanced Tools – থেকে View Advanced System Details in System information এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন।

ফেসবুক এর ম্যাক্সিমাম স্মাইলি !!! দরকারি

পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ,

আশা করি এই পোস্ট টা ভাল লাগবে । ফেসবুক এ স্মাইলি কিভাবে ব্যবহার করবেন

আমরা সবাই কিছু না কিছু শিখছি । আসুন আমরা সকলে তা শেয়ার করি

এসব স্মাইলি সব ত আর মনে রাখা সম্ভব না তাই যারা জানেন না তারা সংগ্রহে রাখতে পারেন


Alt + 1☺ শুভ স্মাইলি প্রতীক

Alt + 2 ☻ বিষন্ন স্মাইলি বা কালো স্মাইলি প্রতীক
Alt + 3 ♥ হার্ট প্রতীক / হৃদয় ফেইসবুক প্রতীক
Alt + 4 ♦ ডায়মন্ড প্রতীক / ফেসবুক হীরা চিহ্ন
Alt + 5 ♣ ক্লাব চিহ্ন
Alt + 6 ♠ কোদাল চিহ্ন
Alt + 7 • বুলেট 1 চিহ্ন
Alt + 8 ◘ বুলেট 2 চিহ্ন
Alt + 9 ○ বুলেট 3 চিহ্ন
Alt + 10 ◙ বুলেট 4 চিহ্ন
Alt + 11 ♂ পুরুষদের সাইন ইন করে বা পুরুষদের প্রতীক
Alt + 12 ♀ নারী সাইন ইন করে বা নারী চিহ্ন
Alt + 13 ♪ কম্পন
Alt + 14 ♫ কম্পন স্ট্যাটাস
Alt + 15 ☼ ভয়াতুর সূর্য বা তারকা চিহ্ন
Alt + 16 ► এগিয়ে খেলুন
Alt + 17 ◄ খেলা আবার গুটিয়ে নেওয়া
Alt + 18 ↕ ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী তীর
Alt + 19! ডাবল বিস্মযোক্তি
Alt + 20 ¶ বহন রিটার্ন চিহ্ন
Alt + 21 § অনুচ্ছেদ
Alt + 22 ▬ ড্যাশ
Alt + 23 ↨ ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী তীর
Alt + 24 ↑ উপর তীর
Alt + 25 ↓ নিম্নমুখী তীর
Alt + 26 → ডান তীর চিহ্ন
Alt + 27 ← বাম তীর চিহ্ন
Alt + 28 ∟ ট্যাব চিহ্নিতকারী
Alt + 29 ↔ রাইট বাম তীর
Alt + 30 ▲ বুলেট
Alt + 31 ▼ বুলেট
এখানে কিছু সাধারণভাবে ব্যবহৃত স্মাইলি মুখভঙ্গি
স্মাইলি হাসি মুখ
:] :3 :c) :> =] =) :}

:^) C: ≧◡≦   ᵔ.ᵔ   :◅)   ≕)   ≔)   ≠)   |:-)   =)

দুঃখী মুখ চিহ্ন
এখানে কিছু সাধারণভাবে ব্যবহৃত বিষণ্ণ ফেইসবুক উপর মুখ চিহ্ন

=(   =((    :[   :-C   ๏̯͡๏   ̃๏̯̃๏   ๏̯̃๏   'Ω'
:'(   :'<   :"<   :=◐   ◄.►   <:(   <:-(   <:'-(   <:"(   ╯.╰   ಥ_ಥ   (╥﹏╥)

অথবা আলিঙ্গন যাকে সাধারনতঃ বলা হয় ফেইসবুক জন্য হিসাবে cyberhug
এই cyberhug হয়.
()
হাস্যোদ্রেককর স্মাইলি মুখভঙ্গি বা বড় দাঁত বার করে হাসা
এগুলো কিছু হাস্যময় স্মাইলি মুখভঙ্গি ..
8D xD XD =D =3 <=3 <=8

C:

বেহায়া বা ক্রীড়নশীল মুখভঙ্গি
তাদের কিছু জিহ্বা হয় দেখাচ্ছে, জিহবা এবং অন্যদের আউট কিছু স্টিকিং হয় বেহায়া এক ..
=P   =-P    :=P   :Þ   :-Þ   B-Þ   B=Þ   X-p   Ж-p   ≧ω≦

XP :-p :p =p :-Þ :Þ :-b :b

বুদ্ধিমান স্মাইলি মুখভঙ্গি বা ফেইসবুক জন্য চতুর মুখভঙ্গি
এগুলি হল স্মাইলি মুখভঙ্গি যে আপনি ফেইসবুক ব্যবহার করতে পারেন কিন্তু তারা খুব চালাক

✿◕ ‿ ◕✿   ❀◕ ‿ ◕❀   ❁◕ ‿ ◕❁   ✾◕ ‿ ◕✾   -=#:-)
শুভ =^_^= =>.>= =<_<= =>.<= লজ্জাপরায়ণ
ভ্রূকুটি সম্মুখীন
এই ভ্রূকুটি তুলনা বনাম স্মাইলি মুখভঙ্গি সম্মুখীন

:c :< :[ :{

আশ্চর্ষাণ্বিত মুখভঙ্গি এবং বিস্মিত মুখভঙ্গি
এগুলো কিছু আশ্চর্ষাণ্বিত মুখভঙ্গি ..
❁_❁ ☢.☢   ⊙.☉   ○.◎   ▧.▨   ❂.❂   @.@   ≥⁰,⁰≤   ≧⁰,⁰≦   Oo   O.o   O_o   ̃o.O   (O.O)

(̃⊙.o   ⊙.◎)

টুপি এবং অনুন্নত টুপি
d:-) qB-)
এবং এগুলি ফেরেশতাগণ বা নির্দোষ O:-) 0:3 O:)
কাঁদতে কাঁদতে মুখভঙ্গি
:'( ;*( T_T TT_TT T.T Q.Q Q_Q ;_;
এবং এই এক চুম্বন করা হয়: - *: *

এবং এগুলি রাগ মুখভঙ্গি D: <>: (>: C D-: <>: - @; (`_ 'D <
এখানে কিছু বেশী ফেসবুক Smilies
Winky. );- ( এটা উল্টো করে দিন )
: -> ব্যঙ্গাত্মক স্মাইলি.
>: - মাত্র> ব্যবহারকারী একটি সত্যিই শয়তানসুলভ মন্তব্য প্রণীত.
>; -> Winky এবং শয়তান একাট্টা. একটি খুব বাজে মন্তব্য করা ঠিক ছিল.
% -) ব্যবহারকারী একটি সবুজ পর্দায় 15 ঘন্টা হয়েছে অনিমেষনেত্রে সোজা হয়েছে.
# -) ওহ, কি একটি রাত!
:-আমি উদাসীন স্মাইলি.

:-O উফ / বিস্ময় / Yelling / ধাক্কা.
:-O Uh উহু!
: *) ব্যবহারকারী হল মাতাল.

: '- (ব্যবহারকারী ক্রন্দিত হয়.
: '-) ব্যবহারকারী এতই খুশি, গুলি / তিনি ক্রন্দিত হয়.
(:-) পালকহীন / পণ্ডিত.
: - @ বেদম হাসির / কুবচন অত্যন্ত / অ্যাংরি বিষয়ে / বমি করতে পারে.
: - # মাউথ ইঞ্চি / Smacked একটি বক্রবন্ধনী পরেন / যাবত আমার ঠোঁট নামমুদ্রাম্কিত করা হয়.
: -0 কোন Yelling! (নীরবতাই হলো ল্যাব).

:-S ব্যবহারকারী মাত্র একটি অসংলগ্ন বিবৃতি.
:-X চুম্বন / আর নামমুদ্রাম্কিত হয়.
Omigod! O 8- ( এটা উল্টো করে দিন )

: - & ব্যবহারকারী হল রসনা সংযত.
: - ঝাল বাক্শক্তি / আপনার টাকা কোথায় আপনার মুখ দেওয়া.
: - "স্মাইলি Whistling.
|-আমি ব্যবহার ঘুমন্ত.
|-O উদাস.
|-O ব্যবহারকারী / জৃম্ভমান snoring হয়.

( - :- রিয়েল বারবনিতা rockers না হাসা না.( এটা উল্টো করে দিন )

':-) এক ভুরু.

:-Q ব্যবহারকারী একটি ধূমপায়ী.
: -? ব্যবহারকারী একটি নল smokes.
: - {গোঁফ.
: - {) ব্যবহারকারী একটি গোঁফ আছে.
{:-) ব্যবহারকারী একটি পরচুলার ক্ষুদ্র গুচ্ছ পরেন.

B-) ব্যবহারকারী পশুশৃঙ্গসদৃশ ঘেরছাড়া চশমা পরেন.
: - {} ব্যবহারকারী লিপস্টিক পরেন.
:: -) ব্যবহারকারী চশমা পরেন.
[:-) ব্যবহারকারী একটি walkman পরেছে.
[:] ব্যবহারকারী একটি রোবট.
[] Hugs এবং …
]: -> শয়তান.

; ^) Smirking.
- (চোখের কালি.

$ -) Yuppie / মাত্র প্রচুর অর্থ বিজয়ী.
% – আমাকে হ্যাংওভার কাটানোর আছে.
-6% ব্যবহারকারী braindead হয়.
ও – | এই প্রণীত আমাকে চীত্কার.
ও ই স্মাইলি হতাশ.
(-) চুল কাটার প্রয়োজন.

(+) একটি বিগ নাক আছে.

(:-D একটি অনর্থক বহুভাষী আছে.

) O-) স্মাইলি স্কুবা.
* <:-) ব্যবহারকারী একটি স্যান্টাক্লজ হ্যাট পরা হয়.
* <:-)> সান্তা.

+ <:-| সন্ন্যাসী / মঠবাসিনী.

, -) এক কানা Winky.
, -} বিকৃত এবং স্মাইলি চোখের পিট্পিট্ – করণ.

. -) শুধুমাত্র ব্যবহারকারী এক চোখ আছে.
: #) মাতাল স্মাইলি.
: ‘(স্মাইলি থাকার একটি আপনার সম্মান মধ্যে দু: খের বিষয় পার্টি হয়.
: (SAD-কচ্ছপ স্মাইলি.
: * Kisses.
: (Crying.
: -? একটি মুখের মধ্যে ধুম্রপান্ / শহিদুল.

: – * আমার কিছু চুকা / তিক্ত টেলিভিশন / কিস Ate.

: -} মিথ্যাবাদী / Pinnochio.
: -8 – গঙ্গা – ফড়িং স্মাইলি.
:-/ ব্যবহারকারী হল অবিশ্বাসী.
: -: Mutant স্মাইলি; অদৃশ্য স্মাইলি.
: – <সিন্ধুঘোটক স্মাইলি.
: – [একটি রক্তচোষা / কাউন্ট Dracula / বিস্ফুরিত / শ্লেষ.
: - অমীমাংসিত স্মাইলি.
: -] স্মাইলি নিরেট.
: – `ব্যবহারকারী নিষ্ঠীবন – নিক্ষেপ এর জর্দা আউট.

: -} Toasted, inebriated, স্মাইলি sloshed.
: -} X নম টাই পরা-স্মাইলি.
: – ~) ব্যবহারকারী ঠান্ডা আছে.
: -3 Handlebar গুম্ফ স্মাইলি.
: -6 স্মাইলি কিছু মসলাযুক্ত খাবার খাওয়ার পরে.
: -7 ব্যবহারকারী juust একটি বিকৃত বিবৃতি.
: -8 (Condescending.
: -9 ব্যবহারকারী তাঁর / তার ঠোঁট হয় পরাজয়.
:-একটা স্মাইলি তার নাক থেকে তার জিহ্বা স্পর্শ.
:-C রিয়েল অসুখী স্মাইলি.

:-ই Bucktoothed রক্তচোষা.
:-F একটি দাঁত অনুপস্থিত সঙ্গে Bucktoothed রক্তচোষা.
:-O> – [] হাঁ করে ক্যামেরার সঙ্গে আমেরিকান টুরিস্টের.
:-R স্মাইলি ফলবিশেষ.
:-T হাসি সংবরণ করিয়া রাখা / মুড়ে অধরোষ্ঠবিশিষ্ট.
:-T বিস্ফুরিত স্মাইলি.
:-সময় উকিল স্মাইলি.
:-V স্মাইলি Shouting.
:-W কাঁটাত্তয়ালা জিহ্বা সাথে কথা বলুন.
:-Y একটি হাসা সাথে বলছেন.
:/ ) অত্যন্ত bignosed স্মাইলি.
: = বীবর স্মাইলি.
: =) ত্তরানগ্ুটাং / দুটি মাথাগুনতি আছে.
: = | বেবুন স্মাইলি.
:> কি?
: @ কি?
: [রিয়েল মানসিক বিষণ্নতা এনে দেয় এমন ওষুধ.
: / একটি কাঠঠোকরা.
:] Gleep. একটি বন্ধুত্বপূর্ণ বামন স্মাইলি glady যারা আপনার বন্ধু হবে.
: ^) ব্যবহারকারী একটি ভাঙা নাক আছে.
: ^ ডি টক শো স্মাইলি.
: _) একটি মুষ্টিযোদ্ধা / একটি ফাইট / নাক ছিল মুখ সহচরী হয়.
: {কি?
: কি} আমরা কল এই উচিত?
: ~ (~ ~ কাঁদতে কাঁদতে.
: ~ – (ক্রন্দিত / একটি টিয়ার গুমটী.
: ~ |ধূমপানের.স্মাইলি

: C-কি?
: D হাসি.
: আমি Hmmm …
: O Yelling.
: প্রশ্ন?
: V) ব্যবহারকারী একটি ভাঙা নাক আছে, কিন্তু এটা অন্য কোন উপায়ে.
<:-| কেবল স্মাইলি.
<:- ব্যবহারকারী একটি নিরেট.
<| -) ব্যবহারকারী হল চীনা.
<| – (ব্যবহারকারী হল চীনা এবং না ঢামালি এই ধরনের চাই না.
<| | |: | | |) স্মাইলি একাধিক গল্প অ্যাপার্টমেন্ট বিল্ডিং মধ্যে বসবাস.
> <*: ODX একটি বিদূষক.
> <:> == একটি তুরস্ক.
>>: – << ম্যাড.
>>>> (:-) একটি Hat ভ্রমণকারী বিক্রয় প্রতিনিধি.
? – (চোখের কালি.

@: -} স্মাইলি ঠিক পিছনে থেকে নরসুন্দর.
@: আমি প্রেত স্মাইলি.
@ = হল পারমাণবিক যুদ্ধ.
^ O Snoring.

| – (কনট্যাক্ট লেন্স হারিয়ে গেছে.
| -) Hee hee.
| ত্রিমাত্রিক ভোঁ ভোঁ.
|:-O Flattop বাক্যবাগীশ স্মাইলি.
| ^ O Hepcat স্মাইলি.
| ~ (কেউ আমার নাক busted.
| আমি ঘুমন্ত.
} ^ #) সূচালো-সনাসিক স্মাইলি একটি updraft মধ্যে.
~: শিশুর O.
~ ~: – [নিট শিখা.
0 -) স্মাইলি ধূমপানের পর.
3: একটি গরুর-O.
3: [বেসরকারি শিক্ষক স্মাইলি .
8: আমি Net.unix-উইজার্ড.
8 - # ডেড স্মাইলি.
8:] গরিলা.

8 <:-) স্মাইলি একটি উইজার্ড.

C=:-) ব্যবহারকারী একটি প্রধান পাচক.
d:-) বেসবল প্লেয়ার স্মাইলি.
d8 = আপনার পোষা জন্তুর বীবর গগলস এবং একটি হার্ড টুপি পরেছে.
E-:-) ব্যবহারকারী একটি হ্যাম রেডিও অপারেটর.

K: P ব্যবহারকারী একটি পাখা beenie সঙ্গে সামান্য ছাগলছানা.
O | -) Net.religion.
O-) প্যাট্রোল অন Megaton ম্যান! / জলফুসফুস ডুবুরি.
O-<: – {{{ সান্তা.
O | -) তাওধর্মী সন্ন্যাসী.
P-( জলদস্যু স্মাইলি.
P-) একটি জলদস্যু
R-) ভগ্ন চশমা.
X-(ব্যবহারকারী মরা / মস্তিষ্ক মৃত.

আপনার পিসি থেকে run হারিয়ে গেলে কি করবেন ?

আসসালামুয়ালাইকুম ,

আশা করি সবাই অনেক ভাল আছেন । আমার এই পোস্ট টা নিজে জেনে অন্যকে জানাবার চেষ্টাই ।

আমি বলতে চাচ্ছি মানে , run আমাদের জন্য কত দরকার ।

আমরা দরকারি অনেক কাজ run command দিয়ে করে থাকি ।

যদি আপনার পিসি থেকে run গায়েব হয়ে যায় তাহলে কি করবেন । নিচের পদ্ধতি অনুশরন করুন ,

1. start মেনু খুলুন.
2. স্টার্ট মেনুর একটি উন্মুক্ত জায়গায় right ক্লিক করুন এবং Properties সিলেক্ট করুন.

3. স্টার্ট menu ট্যাবে ক্লিক করুন তারপর customize..

4.Run কমানডে টিক দিয়ে

5.Ok করুন ।
নিজে জানুন অন্যকে জানান । বিদায়
আসসালামুয়ালাইকুম।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More