আসসালামু আলাইকুম

শনিবার, ৫ মে, ২০১২

Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে


সবাইকে আসসালামু ওয়াআলাইকুম।আমি জীবনের প্রথম কোথাও কিছু লিখছি।এর আগে কোথাও কোনোদিন কোনোকিছু লিখি নাই। তাই দয়া করে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
Windows81 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
আমরা সকলেই উইন্ডোজ ৮ এর জন্য প্রতীক্ষা আছি। আবার এরই মধ্যে অনেকেই নিজের পিসিতে এক্সপি বা উইন্ডোজ ৭ কে উইন্ডোজ ৮ এর সাজে সাজানোর চেষ্টা করছে।আমিও অনেক খোজাখুজির পর সফল হয়েছি। তাই আমি আজ দেখাব কীভাবে উইন্ডোজ ৭ বা এক্সপি এর ডেক্সটপকে সম্পূর্নভাবে উইন্ডোজ ৮ করা যায়।
এর জন্য প্রয়োজন মাত্র দুটি সফটওয়্যারের,
১)Rainmeter 2.1 or higher  (এর নাম আপনারা আগেই শুনে থাকবেন) 
২)Omnimo 4.1
ধাপঃ‍১
প্রথমে ফাইল দুটি ডাউনলোড করে নিন। তারপর Rainmeter  এর উপর ডাবল ক্লীক করেন নিচের চিত্রের মতো দেখতে পাবেন।এখানে ভাষা সিলেক্ট করে  OK করুন।
Untitled14 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর নিচের চিত্রের মতো আসলে Next> করুন।
Untitled15 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর আপনার উইন্ডোজ ৩২ বিট না ৬৪ বিট তা সিলেক্ট করে Next> করুন।
Untitled16 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর Install এ ক্লীক করুন। তাহলে Rainmeter  ইন্সটল হবে।
Untitled17 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় ধাপঃ‍
এবার Omnimo 4.1 ফাইলটি Extract করুন। তাহলে SETUP (new users).rmskin  নামে একটা ফাইল দেখতে পাবেন।
SETUP (new users).rmskin ওপেন করুন। তাহলে নিচের চিত্রের মতো দেখতে পাবেন। সবকিছু অপরিবর্ততি রেখে Install এ ক্লিক করুন।
Untitled18 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এটি আসলে Rainmeter এর একটা স্কিন প্যাক। Install হলেই নিচের মতো  স্কিন দেখতে পাবেন। এখন Dextop Icons এ ক্লিক করলে Dextop –এর আইকন গুলো উধাও হয়ে যাবে।
Untitled20 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর ডানদিকের তীর চিহ্নে ক্লিক করুন।
Untitled6 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার আপনি Language সিলেক্ট করতে হবে, যে Language চান তার উপর ক্লিক করুন।
untitled11 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এরপর নিচের চিত্রের মতো স্কিন আসবে । সেখানে ৩টি থিম থাকবে আপনার পছন্দ মতো যে কোনোটি সিলেক্ট করুন।
untirled2 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
১ম টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানে আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
Untitled41 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে নিচের মতো থিম ওপেন হবে।
gdfgdfg Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, সেখানেও আপনার পিসির রেজুলেশন সিলেক্ট করতে হবে।
Untitled51 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে নিচের মতো একটা থিম ওপেন হবে।
easftrasdg Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
৩য় টি সিলেক্ট করলে নিচের মতো আসবে, এরপর Apply এ ক্লিক করুন।
Untitled61 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
তাহলে একটা Style Manager আসবে সেটার ডানপাশে CLOSE এ ক্লিক করুন।
Untitled211 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার দেখছেন শুন্য স্কিন, তাহলে এটা কীসের থীম, তাই ভাবছেন তো? ভালো করে দেখেন পুরো স্কিন শুন্য না ডানপাশে ওপরে কোনায় একটা বৃত্তের ভেতর তীর চিহ্ন আছে।সেখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে নিচের মতো তিনটি চিহ্ন পাবেন। এই চিহ্নগুলো ১ম ও ২য় থিম দুটিতেও পাবেন ডানপাশে ওপরে।
Untitled23 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
১ম চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানে আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
Untitled10 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
২য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে।এখানেও আপনি যে যে অ্যাডঅনে ক্লিক করবেন সেই গুলো আপনি আপনার ডেস্কটপে পাবেন এবং অ্যাডঅনগুলো কাস্টমাইজও করতে পারবেন। ডানপাশে নিচে MORE ADD-ONS –এ ক্লিক করে আপনি আরো অ্যাডঅন ডাউনলোড করতে পারবেন।
Untitled24 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
৩য় চিহ্নে ক্লিক করলে নিচের প্যানেলটি ওপেন হবে এবং ১ম,২য় প্যানেলগুলো থেকে নেওয়া আইকন গুলোর কালার চেন্জ করতে পারবেন, সবগুলো একসাথে আবার আলাদা আলাদা ভাবেও।
Untitled12 Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
নিচে কয়েকটি ভিন্ন কালারের থিম দিলাম।
stgsgd Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
dhysd Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
dhdh Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে
এবার টাস্কবারটা হাইড করে নিন তাহলেই হয়ে গেল।
আর সম্পূর্ন টিউনটি অফলাইনে পড়তেdownload now Xp/ Windows 7 কে সাজিয়ে নিন Windows8 এর সাজে ক্লিক করুন।
আবারো বলছি ভুল গুলো ক্ষমা করে দিয়েন।

বদলে ফেলুন পুরান এক্সপি-র BOOT স্ক্রীন-কে উইন্ডোজ ৮-এর BOOT স্ক্রীন-এ


আসসালামু আলাইকুম।
আপনারা হইত উইন্ডোজ এক্সপি-র সেই পুরান BOOT স্ক্রীন দেখতে দেখতে হাপিয়ে উঠেসেন
আজ আমি আপনাদের মাত্র ৪টি ধাপে পুরান এক্সপি-র BOOT স্ক্রীন-কে উইন্ডোজ ৮-এর BOOT স্ক্রীন-এ কিভাবে বানাবেন তা শিখাব
১ম-এ এইখান থেকে ফাইল ডাউনলোড করুন।
ফাইল টি ওপেন করুন এবং নিম্নের ধাপ গুলা অনুসরন করুন।
১ম ধাপ
Snap61 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ

২য় ধাপ
Snap71 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ
৩য় ধাপ
Snap9 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ

৪র্থ ধাপ
Snap10 বদলে ফেলুন পুরান এক্সপি র BOOT স্ক্রীন কে উইন্ডোজ ৮ এর BOOT স্ক্রীন এ

ব্যাস কাজ শেষ
এখন উইন্ডোজ রিস্টার্ট দিন এবং দেখুন আপনার বুট স্ক্রীন বদলে গেছে

RAR/ZIP File Download এর সময় Preview করে প্রয়োজনমত যে কোন File Download করুন জটিল একটি..


ধরুন আপনি একটি সফটওয়্যার ব্যবহার করেন যেটার Full Version আপনার কাছেনেই।কেবলমাত্র Setup File আছে।কিন্তু আপনার দরকার  Full Version।এবং নেটে সার্চ দিয়ে পেয়োও গেলেন।যেমনঃ-DU Meter 5.20 Full  বা DU Meter  5.20+Serial/keygen/Crack/patch.RAR ইত্যাদি।এখন কি আপনি ওই RAR File টি সম্পূর্ণ Download করবেন?যদি আপনি আগে এই কাজটি করে থাকেন তাহলে আমি বলবো আজ থেকে আপনি আর এই কাজটি করবেন না। কারণ আপনারতো RAR File টি সম্পূর্ণ প্রয়োজন নয়। আপনার প্রয়োজন RAR File এর ভিতরে থাকা Serial,keygen,Crack,patch। আর তাই RAR File এর ভিতরে থাকা প্রয়োজনীয় এই File গুলোর Prview দেখে  প্রয়োজনমত যেকোনো File Download করুন। ঠিক যেমনটি আমি করি।
কিভাবে কাজটি করতে হবে দেখেনিনঃ-
STEP 1:-Download এ ক্লিক করে Download করা শুরু করুন
STEP 2:-File টি কথায় সেভ হবে দেখিয়ে দিন।
STEP 3:-Download শুরু হলে কিছুক্ষন wait করুন এবং Pause করুন।
STEP 4:- এবার ডানপাশে উপরে Preview Archive click করে কিছুক্ষন wait করুন। দেকতে পাবেন যে RAR File এর ভিতরে থাকা File গুলো Show করছে। এবার প্রয়োজনীয় File টি Select করে Start এ click করুন।ব্যস আপনার কাজ শেষ। এবার দেখুন মজা।
scrn 4fa45bdc 4 RAR/ZIP File Download এর সময়  Preview করে প্রয়োজনমত যে কোন File Download করুন জটিল একটি..
scrn 4fa45c96 5 RAR/ZIP File Download এর সময়  Preview করে প্রয়োজনমত যে কোন File Download করুন জটিল একটি..
আর যদি Download এ ক্লিক করলে IDM এ  Download শুরু হয় তবে File টি Propertise থেকে  Download Address copy করে MASS DOWNLOADER Open করে New Projict এ click করে Address বারে Pest করুন এবং ওকে করুন। পরে কি করতে সেটাতো উপরে লেখাই আছে।
আর মনে রাখবেন এটা কিন্তু IDM এর প্রায় সমকক্ষ।
ফিচার অনেকটা IDM এর মতই।আশাকরি সকলের উপকারে আসবে।কোথাও বুঝতে সমস্যা হলে comment করবেন।ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেনা কিন্তু।
অবশ্যই Full version দেয়া হয়েছে।

DOWNLOAD করুন Direct Mediafire link

অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)


আজ আপনাদের সাথে অনলাইনে রেডিও শোনার চমৎকার একটি সফটওয়্যার শেয়ার করব।
এটি থেকে আপনি অনলাইনে রেডিও শুনতে পারবেন এবং পছন্দের গান রেকর্ড করতে পারবেন।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে http://www.screamer-radio.com/download/
এখানে ২টি ফাইল আছে একটি Installation এবং অপরটি  Portable
আপনার ইচ্ছামত ফাইল ডাউনলোড করুন(Potrable ডাউনলোড করেছি)
এবার সফটওয়্যারটি সেটআপ করুন এবং চালু করুন (Potrable ডাউনলোড করলে সেটআপ দিতে হবে না)
pic1 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
এখন ফাইল মেনু থেকে Open url ক্লিক করুন,
pic2 300x174 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
আপনার কাঙ্ক্ষিত Radio Streaming link বাসান,
আমি কিছু Radio Streaming link দিয়ে দিচ্ছি……
Radio foorti=http://96.44.147.234:7710/
Radio amar=http://103.4.146.54:8000/;stream.mp3
Radio 2fun=http://67.228.101.162:7600/;stream.mp3
ABC radio=http://184.107.144.218:8282/;stream.mp3
Bangla Radio24=http://live.banglaradio24.com:8237/;stream.mp3
eTUNE 24=http://174.141.229.7:9998/;stream.mp3
Radio goongoon=http://184.107.144.218:8040/;stream.mp3
Radio today=http://96.44.147.234:7710/
Voice of America=http://www.voanews.com/wm/voa/sca/bang/bang1600a.asx
Washington bangla=http://banglaradio.homeip.net:8000
BBC bangla=http://wsdownload.bbc.co.uk/generateasx.esi?file=bengali/tx/nb/bengali_1330.wma&BBC-UID=14ca3d686f3a911461041077c11f713b1660922e4080f19414df39478d96614f&SSO2-UID=
PIC3 300x89 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
এবার Play button ক্লিক করুন,
pic4 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
রেকর্ড করতে চাইলে Rec তে ক্লিক করুন,
pic5 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
রেকর্ড শেষ করতে হলে Stop এ ক্লিক করুন,
pic6 300x177 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)
Recorded ফাইল খুজে পেতে Recording>Open recording Folder,
pic7 300x179 অনলাইনে রেডিও শুনুন এবং রেকর্ড করুন(High quality sound)

ধন্যবাদ সবাইকে, পোস্টটি ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

উইন্ডোজের এডমিনেস্ট্রেটর পাস ভাঙ্গা (xp+7+vista) না দেখলে মিস :)


আসসালামুয়ালাইকুম সবাইকে , কেমন আছেন , দুঃখিত অনেক দিন পরে আসার জন্য ।
আমাদের ওনেকের ই সাথে ঘটে যে আপরা পিসির এডমিনেশট্রেটর পাস ভুলে জাই , তাই নিয়ে আজ কে আমার এই টিউন , যদি অন্য কেউ এটি আগে পোস্ট করে থাকেন তাহলে আমি আন্তরক ভাবে দুঃখিত .
আমাদের মধ্যে যারা উইন্ডোজ (এক্সপি/ভিসতা/৭) ইউজ করি তাদের অনেককেই বিভিন্ন কারনে এডমিন পাসওয়ার্ড দিয়ে রাখি। যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাই তখন নতুন করে সেটাপ দেয়া ছাড়া উপায় থাকেনা। এই পোষ্টে আপনাদের বলব কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলেও সেটাপ না দিয়েই লগ ইন করবেন।
প্রথমেই আপনাদের 4 মেগাবাইটের এই সফট টি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করুন এখান থেকেঃ http://pogostick.net/~pnh/ntpasswd/bootdisk.html

এই সফটের সুবিধা হচ্ছেঃ
১| নতুন পাসওয়ার্ড দিতে পুরাতন পাসওয়ার্ড জানার দরকার নেই।
২| এটা অটোমেটিক আপনার পুরাতন এডমিন পাসওয়ার্ড ডিটেক্ট করবে এবং আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে।
৩| এটা দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা ছারাও রেজিষ্ট্রি এডিটরের কাজ করতে পারবেন।এমনকি লিনাক্স/ইউনিক্সেও।
এটা যেভাবে কাজ করেঃ
প্রায় প্রত্যেক উইন্ডোজ ওএস তাদের পাসওয়ার্ড SAM(Security Accounts Manager) নামের একটি ফাইলে সেইভ করে রাখে।ফাইলটি থাকে \windows\system32\config এ। কিন্তু ওএস চলাকালে এটা কেউ খুলতে পারেনা।এজন্য আপনাকে পিসি বুট অফ করতে হবে এরপর ফাইলটি অপেন করতে হবে যা প্রায় অসম্ভব।Offline NT pw & reg editor সফটটি এই কাজটি করে এবং এডমিন সহ যেকোনো ইউজার একাউন্টের পাসওয়ার্ড রিসেট/রিমুভ করতে পারে।
যেভাবে করবেনঃ
প্রথমে সফট টি ডাউনলোড করুন। এরপর জিপ ফাইল টি ওপেন করুন। সেখানে আপনি একটি বুটেবল ইমেজ পাবেন (cd100627.iso)। এরপর এটি একটি সিডিতে বার্ন করুন। ব্যাস তৈরী হয়ে গেল। এরপর ওই সিডি দিয়ে ওএস বুট করুন ও সেখানে দেখানো ইন্সট্রাকশন মত পাসওয়ার্ড রিসেট বা রিমুভ করুন।
ওই সিডি দিয়ে আপনার বা যে কারও পাসওয়ার্ড প্রটেক্ট পিসিতে ঢুকতে পারবেন।
সো একটা সিডি বানায়া রাখেন আর অপকর্ম চালান যে কারও পিসিতে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More