আসসালামু আলাইকুম

শুক্রবার, ১১ মে, ২০১২

**এখন থেকে মোবাইলেই পড়ুন বাংলা ডকুমেন্ট(doc, docx) ফাইল সমুহ**


TRICKS TO SEE BANGLA DOC FILE IN MOBILE
সবাইকে শুভেচ্ছা।
আমরা এতদিন অপেরা মিনি এর মাধ্যমে ইন্টারনেটে বাংলা দেখেছি। কিন্তু মোবাইল সেটের কোথাও যদি কোন বাংলা অক্ষর থাকতো তবে তা দেখা সম্ভব হতো না। কিন্তু আমার এই ট্রিকসের মাধ্যমে আপনি শুধু আপনার সেটে ডকুমেন্টই নয় আপনি আপনার প্রিয় UC BROWSER দিয়েও ইন্টারনেটেও বাংলা পড়তে পারবেন।
একটা কথা বলে নেই, এইখানে যে সফটওয়্যারটা ব্যবহ্রত হয়েছে তা এখনও বেটা ভার্সনে আছে। তাই ডকুমেন্টের যুক্তাক্ষর গুলো একটু এলোমেলো থাকতে পারে। তবে একটু কষ্ট করলেই ডকুমেন্টের লিখাগুলো বুঝা যাবে।
প্রথমে মিডিয়াফায়ার হতে এই সফটওয়্যারটা ডাউনলোড করুন এবং সেটে ইন্সটল দিন। সাইজ মাত্র ৪.৪ মেগাবাইট।
এর পর এই ইউনিকোড ফ্রন্ট গুলো  ডাউনলোড করুন। ইচ্ছা করলে নিচের যেকোন একটা ডাউনলোড করলেই হবে। সব গুলোরই সাইজ মাত্র ১১০-৩৫০ কিলোবাইটের মধ্যে।
৪. VRINDA.TTF
এর পর এইখান থেকে X Plore  সফটওয়্যার ডাউনলোড করুন এবং ইন্সটল দিয়ে নিচের কাজ গুলো করুন।
১.  X Plore ওপেন করে ডিলেট করুন  c/data/fontzoomer ফোল্ডারটি
২. এবার E ড্রাইভে একটা ফোল্ডার তৈরী করবেন যার নাম দিবেন fontzoomer যা দেখতে হবে এইরকম  E/fontzoomer
৩. এখন ডাউনলোড করা ইউনিকোড ফ্রন্ট গুলো ঐ ফোল্ডারে( E/fontzoomer) কপি-পেষ্ট করুন।
৪. ফোন রিস্টার্ট দিন।
৫. এখন আপনার সেটে ইন্সটলকৃত fontzoomer সফটওয়্যারটি ওপেন করুন। go to option > show font list >select your Unicode fonts > select > option > apply > yes > then restart your phone.
এইখানে ইউনিকোড ফ্রন্ট হিসেবে Siyamrupali.ttf ব্যবহার করুন। মোটামুটি ভালই।
 সেটের ফ্রন্ট  আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে fontzoomer সফটওয়্যারটি ওপেন করুন। go to option > reset to defaults  করে সেট রিস্টার্ট দিন

এভাবে আপনি যেকোন ব্রাউজারে বাংলা দেখতে পারবেন এমন কি আপনার সেটের যে সকল বাংলা ডকুমেন্ট থাকবে তা দেখতে পারবেন। এবং আপনার ব্রাউজারের স্পিডও বেড়ে যাবে।

বি:দ্র:

১ এই পদ্ধতি শুধুমাত্র নকিয়া S60 3rd এবং S60 5th  সিম্ব্রিয়ান সেটের জন্য।
২ আবারও বলছি যে উপরের সফটওয়্যারটি বেটা ভার্সনে আছে তাই ডকুমেন্টের যুক্তাক্ষরগুলো এলোমেলো দেখাতে পারে, সেট ভেদে।
ধন্যবাদ।

৮০টি+ ফাইল ওপেন করতে একটি সফ্টওয়্যারই যথেষ্ট !!


এমন একটি ফ্রী সফ্টওয়্যার নিয়ে আসলাম আপনাদের জন্য যা দিয়ে কিনা অগনিত ফরম্যাটের ফাইল ওপেন করতে পারবেন নির্দিধায়।
তাহলে কি আর এক একটা ফাইল ওপেরে জন্য আলাদা আলাদা সফ্টওয়্যার এর দরকার আছে ?
কোন দরকার নাই; কারন এটা দিয়ে যেসব ফাইল ওপেন করতে পারবেন তার লিষ্ট নিচে দেওয়া হলো :
Microsoft® Word Documents (.doc, .docx)
Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint® Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)
আরো অনেক ধরনের ফাইল অপেন করতে পারবেন মাত্র ২৫ মেগাবাইটের এই ফ্রী সফ্টওয়্যার দিয়ে।
ডাউনলোড লিংক >http://www.mediafire.com/?pj9w0w6v095qwai
আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম প্রায়; যাহোক এটা চালানোর জন্য অবশ্যই আপনার ডট নেট ফ্রেমওয়ার্ক আপডেট থাকতে হবে।
ধন্যবাদ সবাইকে; নিজে জানুন অন্যকে জানান।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More