আসসালামু আলাইকুম

শনিবার, ৩০ জুন, ২০১২

এখন থেকে আপনিও হতে পারবেন একজন প্রগ্রামার । জাভা সফট বানান মনের মত করে । যত খুশি ।

আজ শিখাবো কি ভাবে জাভা মোবাইলের সফট বানাতে পারবেন । তাও আবার মনের মত করে । যাক মুল কথাই আসি ।
প্রথমে নিচের দেওয়া লিন্কে যান ।
http://ownmidlet.com
একটা ফ্রি একাউন্ট করুন । লগইন করুন । Project এ কিল্ক করুন । তারপর Create new project এবার ফরম পুরোন করুন ।পেজ বানান ।এবার মনের মত করে আপনার সফটকে ধাপে ধাপে সাজান । সব কাজ শেষ হলে build এ কিল্ক করুন । তারপর Download to divice এ । এবার কোড নিতে গেট কোডে মারুন । কোডটি ওয়াপ সাইটে দিয়ে ডাউনলোড করুন । এবং উপভোগ করুন । যাই হোক এবার কমান্ড তো করবেন । ভালো থাকুন । আপনারা দোয়া করবেন যাতে আরো ভালো ভালো টিউন করতে পারি ।

“Print Screen” এর দিন শেষ !!

Windows XP’র যুগে স্ক্রীনের কোনো snapshot নেয়ার প্রয়োজন হলে (যা প্রায়ই হয়, বিশেষ করে কোনো webpage’র অংশ বিশেষের snapshot নেয়া) “Print Screen” বাটনে চাপ দিয়ে MS Paint’এ তা paste করে তারপর cut/edit ইত্যাদি বহু ঝামেলা পোহাতে হত….Windows 7 এ এসে “Snipping tools” কাজটিকে অনেক সহজ করে দেয়….আর এখন “Duck Capture” এটিকে আরো সহজ ও Feature Rich বানিয়ে ফেলেছে..

পুরা একটি window capture করতে পারেন:
capture window1 Print Screen এর দিন শেষ !!

কিংবা শুধু একটি নির্দিষ্ট অংশও কেটে নিতে পারেন:
capture region1 Print Screen এর দিন শেষ !!
অথবা অনেক লম্বা webpage’র পুরোটা নেয়া যায়:
capture scrolling1 Print Screen এর দিন শেষ !!
আরো জটিল feature হলো এর built-in editing tool
DuckCapture Image Editor Print Screen এর দিন শেষ !!

আপনার টেক্সটে দিন বারো রকমের স্টাইল | MFOHS Text Style ডাউনলোড করুন

বিভিন্ন স্টাইলের টেক্সট ইউস করার জন্য কম্পিউটার ক্লাব বিডির পাবলিক ব্লগে একটি সাইডবার যোগ করি। যদিও সেটি দিয়ে ১২ রকমের টেক্সট জেনারেট করা যেত তবুও সবাই শুধু সফটওয়্যার খুঁজছিল এই জন্য। তাই আজকে বানিয়ে ফেললাম একবার বসেই এই সফটওয়্যারটি।
এটি ব্যবহার করা খুবই সোজা। আপনি শুধু এটি ডাউনলোড করে ওপেন করুন। ব্যাস এবার Enter Text বক্সে টেক্সট লিখুন তাহলেই বারো স্টাইলে পেয়ে যাবেন আপনার লেখা। এবার যেই স্টাইলটি পছন্দ হয় তার ডানের C নামক কপি বাটনে ক্লিক করুন তাহলেই কপি হয়ে যাবে। এবার যেখানে প্রয়োজন পেস্ট করুন।
MFOHS Text Style আপনার টেক্সটে দিন বারো রকমের স্টাইল | MFOHS Text Style ডাউনলোড করুন
এক নজরে স্টাইলগুলো দেখে নেই-
  1. ѕσнαg
  2. ⓢⓞⓗⓐⓖ
  3. ƃɐɥos
  4. śőhág
  5. SOhAG
  6. ร๏ђคﻮ
  7. söhäġ
  8. 丂oんムg
  9. ƧӨΉΛG
  10. ˢᵒʰᵃᵍ
  11. ŚŐĤÁĞ
  12. 50h49
নিচে এর একটি স্ক্রীনশট দিয়ে দিলাম-
 আপনার টেক্সটে দিন বারো রকমের স্টাইল | MFOHS Text Style ডাউনলোড করুন
 আপনার টেক্সটে দিন বারো রকমের স্টাইল | MFOHS Text Style ডাউনলোড করুন
সাইজ ৭১ কেবি
আশাকরি আপনাদের চাহিদা পূরণ করতে পেরেছি। এবার আপনাদের মতামত জানান। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম।
ধন্যবাদ।
এই লেখাটি এই সাইটে পূর্বে প্রকাশিত হয়েছিল

অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)

কোন কারণে পিসিতে ভাইরাস আক্রমন করলে বা বিদ্যুতের কারণে পিসি বন্ধ হয়ে গেলে ফাইল মিসিং দেখায় বা উইন্ডোজ  রানিং হতে না হতেই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে নতুন করে উইন্ডোজ সেটআপ করতে হবে। আপনি উইন্ডোজ সেটআপ করলেন। কিন্তু সমস্যা দাঁড়ায় তখন, যখন দেখলেন যে আপনার মাদারবোর্ডের ড্রাইভার সিডি বা ডিভিডি। কারণ মাদারবোর্ডের ড্রাইভার ছাড়া আপনার গ্রাফিক্স বা সাউন্ড শুনতে পাবেন না এবং অন্য প্রয়োজনীয় ড্রাইভার সেটআপ করতে পারবেন না।
এর ফলে প্রয়োজনীয় অনেক সফট বা গেম খেলতে গেলে অথবা কোন ভিডিও গান দেখতে গেলে তা পারবেন না। যাইহোক বর্তমান বাজারে অনেক মাদারবোর্ড ড্রাইভার ডিভিডি/সিডি পাওয়া যায়। যেখানে অনেক ড্রাইভার এর ফাইল থাকে। কিন্তু এতগুলো ড্রাইভারের মধ্যে আপনার মাদারবোর্ড ড্রাইভার কোনটি বুঝবেন কিভাবে? তাই আজকে আমি আপনাদের দেখাব কিভাবে অন্য কোন মাদারবোর্ডের ড্র্রাইভার সিডি/ডিভিডি দিয়ে মাদারবোর্ড সেটআপ করতে হয়। মানে হলো আপনার পরিচিত অনেকের পিসি আছে। তাদের সকল সিডি বা ডিভিডি সংগ্রহ করে সেইখান থেকে বাছাই করে আপনি আপনার পিসিতে সেটআপ দিবেন।
ধরে নিলাম আপনি  নতুন করে উইন্ডোজ এক্সপি সেটআপ করেছেন। এখন আপনি স্টার্ট এ ক্লিক করে মাই কম্পিউটারে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি লিষ্ট আসবে তাতে একদম নিচে প্রোপ্রাটিজ এ ক্লিক করুন। নিচে আমার ছবিতে লক্ষ করুন।
 2 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
ক্লিক করার সাথে সাথে সিস্টেম প্রোপ্রারটিজ নামে একটি বক্স ওপেন হবে আমার ছবির মত। লাল দাগ দেয়া হার্ডওয়্যার এ ক্লিক করুন, নিচে আমার ছবিতে লক্ষ করুন।
3 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
তারপরে নিচে আমার দেয়া ছবিত্রে লক্ষ করুন যে লাল দাগ দেয়া ডিভাইজ প্রোপ্রারটিজে এ ক্লিক করুন।
4 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
এর ফলে ডিভাইজ ম্যানেজার নামে বক্স আসচে আমার ছবির মত।
5 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
ধরে নিমাল আমরা প্রথম গ্রাফিক্স ড্রাইভার সেটআপ করব। এই জন্য আমার ছবির মত ভিডিও কন্ট্রোলার(ভিজিএ) এ ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপডেট ড্রাইভারে ক্লিক করুন।
7 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
তারফলে হার্ডওয়্যার আপডেট ইউজার্ড নামক একটি বক্স আসবে।
8 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
নিচে দেয়া আমার ছবিতে লক্ষ করুন লাল বর্ডার দেয়া নো নট দিস টাইম এর ক্লিক করে নেক্সট এ ক্লিক করুন।
9 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
তারপরে নিচের মত ছবিটি আসলে পূনরায় নেক্সট এ ক্লিক করুন।
10 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনার সিডি/ডিভিডি রোমে দেয়া সিডি/ডিভিডি থেকে তার প্রয়োজনীয় ড্রাইভারটি খুজবে। এতে অনেক সময় লাগতে পারেন। তাই ধৈর্য্য ধরে বসে থাকুন। যদি আপনার ড্রাইভার টি খুজে পায় তখন নিচের মত ছবিটি আসবে
12 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
এখানে আপনার ভিজিএ এর ড্রাইভার এর প্রয়োজনীয় ফাইল কপি হবে। কপি শেষ হলে নিচের মত ছবিটি আসবে।
13 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
এখানে আপনাকে ফিনিস এর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নিচের মত ছবিটি আসবে
14 অর্জিনাল সিডি/ডিভিডি ছাড়া মাদারবোর্ড ড্রাইভার সেটআপ দেয়া (না দেখলে মিস)
এই ছবিটি আসলে আপনার কাছে জানতে চাইবে যে পিসি রি-স্টার্ট নিবে কিনা? আপনি ইয়েজ বাটনে ক্লিক করে পিসি রি-স্টার্ট দিন। তারপরে পূনরায় আপনার পিসি চালু হলে দেখবেন যে ভিজিএ ড্রাইভার সেটআপ হয়ে গিয়েছে।
আমি এখানে দেখালাম শুধু মাত্র ভিজিএ। ঠিক একই নিয়মে আপনরা অন্য সব ড্রাইভার সেটআপ করুন। ধন্যবাদ

উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিক করে ড্রাইভ না খুললে যা করবেন

উইন্ডোজে অনেক সময় ডাবল ক্লিক করে ড্রাইভ খোলা যায় না। সাধারণত Autorun.inf ফাইলটির কারণে এ সমস্যা হয়ে থাকে। ড্রাইভ থেকে এ ফাইলটিকে ডিলেট করে দিলেই সমস্যা শেষ। এই ফাইলটিকে ডিলেট করার জন্য নীচের কাজগুলো করুন।
C: ড্রাইভ থেকে ডিলেট করার জন্য
1221212 উইন্ডোজ এক্সপিতে ডাবল ক্লিক করে ড্রাইভ না খুললে যা করবেন
১) Start থেকে Run এ গিয়ে টাইপ করুন cmd এবং enter চাপুন
২) টাইপ করুন cd.. এবং এন্টার চাপুন
৩) আবার টাইপ করুন cd.. এবং এন্টার চাপুন
৪) টাইপ করুন, attrib -r -h -s autorun.inf এবং এন্টার চাপুন
৫) টাইপ করুন , del autorun.inf এবং এন্টার চাপুন
D: ড্রাইভ থেকে ডিলেট করার জন্য
১) Start থেকে Run এ গিয়ে টাইপ করুন cmd এবং enter চাপুন
২) টাইপ করুন, d: এবং এন্টার চাপুন
৩) টাইপ করুন, attrib -r -h -s autorun.inf এবং এন্টার চাপুন
৪) টাইপ করুন , del autorun.inf এবং এন্টার চাপুন
সবগুলো ড্রাইভ থেকে এইভাবে autorun.inf ফাইলটি ডিলেট করে কম্পিউটার রিষ্টার্ট দিন। রিষ্টার্ট দেয়ার আগে ড্রাইভে না ঢুকাই ভাল।
চলুন এবার দেখি আসলে কমান্ডগুলো দিয়ে কি হচ্ছে-
run এ cmd টাইপ করাতে command prompt চালু হয়। এসময় ফোকাস c: ড্রাইভের ইউজার এর ভেতর থাকে। দুইবার cd.. টাইপ করে এন্টার চাপাতে c: ড্রাইভের Root এ প্রবেশ করা হল (মাই কম্পিউটার থেকে কোন ড্রাইভে প্রবেশ করার পর প্রথম যে উইন্ডোটি তাই ড্রাইভের Root । কিন্তু ড্রাইভে প্রবেশ করে অন্য কোন ফোল্ডারে ডাবল ক্লিক করে সেই ফোল্ডারে প্রবেশ করা মাত্র আপনি Root থেকে সরে গেলেন)। attrib দ্বারা attribute বুঝায় যার বাংলা অর্থ গুণ বা ধর্ম। এখানে attrib টাইপ করার পর স্পেস দিয়ে দিয়ে -r -h -s টাইপ করার অর্থ হল আপনি ফাইলটির Read only, Hidden, System এই তিনটি attribute তুলে দিলেন (অনেক সময় এ তিনটি attribute এর সাথে -a ও দেয়া হয় যার দ্বারা archive বুঝায়) । এ ক্ষেত্রে ফাইলটি হল autorun.inf যার এই attribute গুলো তুলে দেয়া হল। del কমান্ড দ্বারা ডিলেট বুঝায়।

লগ ইন স্ক্রিন এ নিজের ইচ্ছা মত ছবি সেট করুন & বুট স্ক্রিন পালটানোর কী ছারা ছোট একটা সফটওয়্যার ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । শুভেচ্ছা সবাই কে । কেমন আছেন আপনারা । আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমার পোষ্টটি সম্পর্কে অনেকে হয়ত জানেন আবার অনেকেই জানেন না ।
আমারা অনেকেই নিজের পিসির স্ক্রিনকে অনেক সুন্দর করতে চাই ।
এর জন্য অনেকে হয়ত আমরা বিভিন্ন Skin Pack ব্যবহার করি এখানে ক্লিক করে আপনারা ২০০ Skin Pack পেতে পারেন ।
যাই হোক কাজের কথায় আসি কিছুক্ষন আগে একটা টিউনে Boot Screen সম্পর্কে একটা টিউন করা হয়েছে ।
আমি আমার আগের টিউনটি প্রকাশিত না হওয়ায় অই টিউনটির উপর ভিত্তি করে বাধ্য হয়ে টিউনটি করলাল ।
আচ্ছা যেটা সম্পর্কে বলতে ছিলাম আপনি এখন  Windows 7 Logon Background Changer  ব্যবহার করে আপনার লগ ইনে যে কোনও ছবি দিয়ে দিতে পার বেন ।
win7bg লগ ইন স্ক্রিন এ নিজের ইচ্ছা মত ছবি সেট করুন & বুট স্ক্রিন পালটানোর কী ছারা ছোট একটা সফটওয়্যার ।
তার জন্য আপনাকে যা যা করতে হবে :-
  1. প্রথমে সফটওয়্যার টি এখান থেকে Download করে নিন ।
  2. তার পর স্ক্রীনশট দেখুন এবং পরবর্তী লেখা আনুসরন করুন ।
>> প্রথেমে সফটওয়্যার টি ইন্সটল করুন (১ ক্লিক ইন্সটল এবং রান) ।
>>সফটওয়্যার টি ওপেন করুন ।
দেখুন উপরের ছবিটার মত আসছে কিনা ।
তার পর ছবির মত করে
1 লগ ইন স্ক্রিন এ নিজের ইচ্ছা মত ছবি সেট করুন & বুট স্ক্রিন পালটানোর কী ছারা ছোট একটা সফটওয়্যার ।
এবার ফোল্ডার নির্বাচন করুনঃ-
2 লগ ইন স্ক্রিন এ নিজের ইচ্ছা মত ছবি সেট করুন & বুট স্ক্রিন পালটানোর কী ছারা ছোট একটা সফটওয়্যার ।
এরপর আপনার ছবিটি নির্বাচন করুনঃ-
3 লগ ইন স্ক্রিন এ নিজের ইচ্ছা মত ছবি সেট করুন & বুট স্ক্রিন পালটানোর কী ছারা ছোট একটা সফটওয়্যার ।
এবার অ্যাপ্লাই দিলে কাজ শেষ । ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না । আর আমার আগের টিউনটি Techtune প্রকাশিত না হলেও আমি আমার ব্লগে দিয়ে দিয়েছি । চাইলে এই লিঙ্কেগিয়ে দেখতে পারে । ধন্যবাদ ।
আর বুট স্ক্রিনের সফটওয়্যার টির কথা এর আগের টিউনে যে সফটওয়্যার টি দেওয়া হয়েছে সেটি অনেক ঝামেলা পূর্ণ আপনি চাইলে ১.০ MB Windows 7 Boot Updater ডাউনলোড করে নিতে পারেন ।
ছোট একটা স্ক্রিনশটঃ-
boot+updater লগ ইন স্ক্রিন এ নিজের ইচ্ছা মত ছবি সেট করুন & বুট স্ক্রিন পালটানোর কী ছারা ছোট একটা সফটওয়্যার ।

আপনার মোবাইলে সবকিছু পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন।

আসসালামু আলাইকুম।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনেদিন পর কয়েকটা পোষ্ট লিখতে শুরু করছি।
শিরোনাম দেখেই আশা করি বুঝতে পারছেন বিষটা কি?
এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মোবাইলের যেকোন ধরনের সফটওয়্যার পাসওয়ার্ড দিয়ে লক  করে রাখতে পারেন।
ফোনবুক, গ্যালারী, নোটস সহ প্রায় সব ধরনের কন্টেন্ট-ই আপনি লক করে রাখতে পারেন।
সফটওয়্যাটির বিশেষ বৈশিষ্ট হল এটা একটা ফ্রী এপ্লিকেশন কোন সিরিয়াল এর দরকার নাই।
webcam 000004 আপনার মোবাইলে সবকিছু পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন।
তাহলে,
প্রথেম এখান থেকে সফটওয়্যাটি ডাউনলোড করে নিন।
ঠিক-টাক মত ইন্সটল করুন।
ইনস্টল হলে চালু করুন এপ্লিকেশনটি।
webcam 000002 আপনার মোবাইলে সবকিছু পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন।
একটা পিন নাম্বার দিন এবং কনফার্ম করুন।
একটা প্রশ্ন সিলেকট করুন এবং উত্তর দিন ওকে প্রেস করুন।
webcam 000003 আপনার মোবাইলে সবকিছু পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন।এখন আপনি আপনার মোবাইলের যে কন্টেন্ট লক করতে চান সেটা ক্লিক করুন। এবং বেরিয়ে আসুন।
সেট একবার রিস্টার্ট করে নিন।
সবাই ভাল থাকবেন।

How to write Bangla/Bengali in facebook or any webpage?


To write bangla from your computer in any website, at first download this software from here.

Then install it and run in your computer.

Press F12 to change Bangla/English mood.

Now you can write Bengali and English easily.
If you need to change keyboard layout press drop down arrow in avro keyboard like down picture and change layout on your own demand.

Now OK. If any problem please comment here.

Hacked all impute password in firefox without keylogger


Hacking Photo
There is a easy way to hacked any password in firefox without any keylogger or others big software.
Just Download this component and extract it.
Then copy and past (replace) in C:/> Programs files> Firefox> Component.
Different firefox version may few different.
That's OK.
Now if anyone impute any password in your firefox it's automatically saved.
To find this saved password click Tools> Options> Security> Save Password> Show Password.

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

FACEBOOK, জিমেইল সহ যেকোন সাইটের একাধিক আইডিতে একই সাথে লগইন করার গোপন ট্রিকস।

LOG ON MORE ID IN SAME TIME

সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নিজে জেনেছি, মনে করলাম অনেকের হয়তো জানানো দরকার। তাই পিসি হেল্পলাইন বিডির মাধ্যমে জানাতে চাই সবাইকে।

বর্তমানে যা দিন কাল পড়ছে, তাতে দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনে আমাদের একই সাইটে একাধিক একাউন্ট থাকে। যেমন ফেসবুক যারা নিয়মিত ব্যবহার করেন, তারা না বললেও আমি জানি, অবশ্যই তাদের একের অধিক আইডি আছে। আইডি বেশি থাকার কিছু সুবিধা আছে। কিন্তু সেই সুবিধা নিয়ে আমার এই পোস্ট নয়। আমার পোস্ট হলো এই একের অধিক আইডি থাকার কারনে যে অসুবিধা হয় তার একটা সমাধান দেয়া। সাধারনত আপনি একই সময়, একই ব্রাউজারে, একের অধিক আইডিতে লগইন থাকতে পারবেন না। কিন্তু লগইন থাকাতো দরকার। ঠিক আছে তাহলে নিচের পদ্ধতি অনুসরন করে সমস্যার সমাধান নিজেই করুন।
আমি এখানে শুধু মজিলা ফায়ারফক্স নিয়ে কথা বলব

#     প্রথমে  একটা এ্যাড অন্স ইন্সটল করতে হবে আপনার মজিলাতে। যার নাম multifox.
#     এই লিংকে ক্লিক করুন। আপনার ব্রাউজারের ভার্সন অনুযায়ী প্রযোজ্য multifox ইন্সটল করুন।
#      আপনার Firefox টি  রিস্টার্ট দিন।
#          এখন আপনার প্রখম ফেসবুক আইডিতে লগইন করুন। আর যদি অলরেডি লগইন করেই থাকেন তাহলে পরবর্তি ধাপ অনুসরণ করুন।
#      আপনার দ্বিতীয় ফেসবুক আইডি তে লগইন করার জন্য নিউ ট্যাবে মাউসের রাইট ক্লিক করে “Open in a New Identity Profile”  বা File এ ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন।

OPEN MULTI FACEBOOK ID
#      নতুন একটি উইন্ড্রো খুলে যাবে। তাতে আপনি আবার ফেসবুক খুলে আপনার দ্বিতীয় আইডির ইমেইল, পাসওয়ার্ড দিয়ে ওপেন করুন আপনার দ্বিতীয় আইডি।
#      একই পদ্ধতি ফলো করে আপনি যত খুশি আইডি ওপেন করুন।
#      এইখানে একটা গোগন জিনিস। যদি আপনি আপনার এই আইডিগুলো হতে লগআউট না হয়ে Firefox বন্ধ করেন। তাহলে পরবর্তিতে যখন ফায়ারফক্স ওপেন করবেন তথন খেয়াল করে দেখবেন যে আপনার প্রথম উইন্ড্রোতে প্রথম ফেসবুক আইডি, দ্বিতীয় উইন্ড্রোতে দ্বিতীয় আইডি….. এই রকম ভাবে ওপেন হবে। কি মজার তাই না।
#      উপরের একই পদ্ধতি অনুসরন করে আপনি অন্যান্য যেকোন সাইটে একাধিক আইডি নিয়ে একই সাথে একই ব্রাউজারে লগইন করতে পারবেন।
প্রথম প্রকাশিত হয়েছে যে লিংকে তা দেখারও আমন্ত্রন রইল।
ধন্যবাদ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More