আসসালামু আলাইকুম

সোমবার, ২৩ জুলাই, ২০১২

অফিস এপ্লিকেশনে ট্যাব আনুন ফটোশপ বা ইন্টারনেট ব্রাউজারের মতো...

অফিস এপ্লিকেশন যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল কিংবা পাওয়ার পয়েন্ট ইত্যাদি প্রোগ্রামগুলোতে আমরা একাধিক ফাইল খুললে এগুলো অন্যান্য প্রোগ্রামগুলোর সাথে টাস্কবারে জমা
হতে থাকে। যখন যে ডকুমেন্ট প্রয়োজন তার উপরে ক্লিক করে আমরা কাজগুলো করে থাকি। এতে সমস্যা হলো খুঁজে বের করতে সমস্যা হয়। আর সময়ও অপচয় হয়। কিন্তু এমন যদি হয়, ফটোশপ কিংবা ইন্টারনেট ব্রাউজারগুলোর মতো উপরের দিকে ট্যাব করে অনেকগুলো ডকুমেন্ট খুলে রাখা যায় তাহলে নিশ্চয়ই খুব ভাল হবে। এ কাজটি করতে হলে ১২ মেগাবাইটের একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তাহলেই নিচের ছবির মতো ট্যাব তৈরি হবে।
ডাউনলোড করুন: লিংক ১, লিংক ২,
লিংক ৩

হার্ডডিস্কের পার্টিশন বাড়াতে চান কিংবা কমাতে চান......

হার্ডডিস্কের পার্টিশন কম আরো বাড়াতে চান কোন ডাটা নষ্ট না করেই অথবা অনেকগুলো পার্টিশন হয়ে গেছে কমাতে চান কোন সমস্যা নেই। ব্যবহার করুন Partition Wizard Home Edition 5.2, পার্টিশন ভাঙা গড়ার জন্য এর চেয়ে কোন সহজ উপায় মনে হয় নেই। একবার পরীক্ষা করেই দেখুন। ডাউনলোড করুন
এর চেয়েও আরেকটি ভাল সফটওয়্যার হচ্ছে EaseUS Partition Master Home Edition ডাউনলোড করুন (১১ মে.বা)

হারানো পার্টিশন ফিরিয়ে আনুন...

Easeus Partition Recovery এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডডিস্ক থেকে হারিয়ে যাওয়া ড্রাইভ ফিরিয়ে আনে। ভাইরাসের কারনে হোক, অসাধবধানতা বসত হোক, অন্য যেকোন কারনেই হোক ড্রাইভ যদি মুছে যায় তবে এই সফটও্য়্যার কাজ লাগান। মাত্র ৭ মে.বা. । ডাউনলোড করুন

বিজয় ২০০৩ বা ক্লাসিক কীবোর্ডে লেখা ইউনিকোডে রূপান্তর করুন

ইউনিকোড ফন্টে একটি ডকেুমেন্ট তৈরি করা উচিৎ ছিল কিন্তু আপনি ভুল করে বিজয় ২০০৩ বা ক্লাসিক বা অন্য কীবোর্ড দিয়ে তৈরি করেছেন। এখন কী আবার ইউনিকোড ফন্ট দিয়ে তৈরি করবেন
নাকি এটাকে কনভার্ট করে নিবেন একটা ছোট সফটওয়্যার দিয়ে। দেখুন তো চেষ্টা করে কনভার্ট করতে পারেন কিনা?
নিকস কনভার্টার ডাউনলোড করুন (15 মে.বা) recommended
অভ্র কনভার্টার ডাউনলোড করুন (2.4 মে.বা)
নিকস ২ ফন্ট ডাউনলোড করুন

পেনড্রাইভে লুকিয়ে থাকা হিডেন ফাইল বা ফোল্ডার খুঁজে বের করুন

পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে ভাইরাস থাকলে তা লুকানো অবস্থায় থাকে এবং খোলার সাথে সাথেই তা পিসিতে ছড়িয়ে পড়ে। তাই তা খোলার আগেই যদি খুঁজে বের করে ডিলিট করে ফেলতে পারি তাহলে
ঝামেলা থেকে রেহাই পেতে পারি। অনেক সময় Show hidden files & folder এই অপশনটি চালু করেও খুঁজে পাওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ইন্সটল করার প্রয়োজন নেই। পেন ড্রাইভ পিসিতে লাগিয়ে touchpad-blocker.exe এ ডাবল ক্লিক করলেই অযাচিত ফাইলগুলো দেখাবে। সেখান থেকে ডিলিট করে দিলেই হবে। ডাউনলোড করুন এখানে

ইউএসবি মেমোরি (পেন ড্রাইভ, মেমোরি কার্ড) ফরমেট হচ্ছেনা?

) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ
এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি
এক্ষেত্রে, যা করতে হবেঃ

  • প্রথমে Start থেকে Run গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন
  • যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: " লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে
  • এন্টার দিন
  • একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে
) এনটিএফএস ফরম্যাটঃ
পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 সমস্যা হলে ডিস্কটিকে  NTFS ফরম্যাট করা যায়
এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properties> Hardware গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে
এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে
) উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট বা ডস ফরম্যাট ব্যবহার করেঃ
এক্ষেত্রে Start থেকে Control Panel গিয়ে Administrative Tools দুই বার ক্লিক করতে হবে। তারপর Computer Management দুই বার ক্লিক করতে হবে। এখন বাঁ পাশ থেকে Disk Management ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ/ মেমরি কার্ডসহ সব কটি ড্রাইভের লিস্ট দেখাবে। সেখান থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে
) সফটওয়্যার ব্যবহার করেঃ
উপরের কোন পদ্ধতিতে ইউএসবি ডিস্ক ফরম্যাট না হলে HP USB Disk Storage Format Tool সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এই টুল দিয়ে ইউএসবি ডিস্ককে ডস স্টার্টআপ ডিস্কও বানানো যাবে। সফটওয়্যারটির ব্যবহার খুবই সহজ। মাত্র মেগাবাইটের সফটওয়্যারটি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজেই ব্যবহার করে দেখুন
আরো একটি সফটওয়্যার ডাউনলোড করুন FormatMyUSB

প্রিন্টারে Legal Page প্রিন্ট করার অপশন নেই?

For printing the Legal Size (8.5″x14″) , follow the instruction: 
 
Step 1- Go to start 
Step 2-printer and faxs 
Step 3-select printer(Canon LASER SHOT LBP-1210)
Step 4-go to file 
Step 5-select Server properties 
Step 6-select creat new form (for legal page) 
Step 7-give form name legal 1 
Step 8-give paper size width 8.50in, hight 14.00 
Step 9-give paper margin top 0.30in, left 0.30in, right 0.30in, bottom 0.30in 
Step 10-select save form Step 11-then select advanced 
Step 12-select informational notifications for local printers 
Step 13-select apply 
Step 14-then close 
Step 15-select Canon Laser Shot LBP-1210 
Step 16-select printer 
Step 17-select properties 
Step 18-select-select forms 
Step 19-select change forms 
Step 20-select legal 1 
Step 21-select OK 
Step 22-select apply 
Step 23-select OK
Remember: 1 U need to set paper size (8.5″ x 14″) manually in the word documents and befor printing you need to set in printer properties "Legal 1″ for printing. Print preview may not show the whole page but the printer will print the whole page.

প্রিন্টিং সমস্যা

 ** প্রিন্ট করতে গিয়ে ভুল কমান্ড দিয়ে ফেলেছেন। এক পাতা দেয়ার পরিবর্তে অন্যা পাতা দিয়েছেন অথবা সব পাতা দিয়ে ফেলেছেন। এখন আর বন্ধ করতে পারছেন না, একটার পর একটা প্রিন্ট হচ্ছেই।
এই কমান্ড বাতিল করতে চাইলে প্রথমেই দেখুন আপনার প্রিন্টারে কোন Stop আছে কিনা, যদি থাকে তাহলে সেখানে দুইবার চাপ দিন, ব্যাস হয়ে গেল। আর যদি না থাকে তাহলে নিচের লোকেশনে যান।

Start Menu >>> Settings >>> Printers & Faxes (For windows XP)
Start Menu >>> Devices & Printers (For windows 7)

এখানে আপনার প্রিন্টারের নাম লেখা আইকনটির উপর ডাবল ক্লিক করুন। এবার Printer Menu হতে Cancel All Documents এ ক্লিক করে Yes এ ক্লিক করুন। এবার দেখুন বক্সের ভিতরে আর কোন কমান্ড দেখায় কিনা? যদি দেখায় তাহলে পিসি রিস্টার্ট করুন, তাহলেই হবে।

** প্রিন্ট কমান্ড দিচ্ছেন কিন্তু কাগজ টানছে না প্রিন্টও হচ্ছেনা :
Start Menu >>> Settings >>> Printers & Faxes (For windows XP)
Start Menu >>> Devices & Printers (For windows 7)
এখানে দেখুন আপনার যে প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছেন তার নাম লেখা আইকন আছে কিনা এবং সেই আইকনটির উপর টিক চিহ্ন আছে কিনা। যদি আইকন-ই না থাকে তাহলে প্রিন্টারের ড্রাইভার ইন্সটল করতে হবে। আর যদি আইকন থাকে টিক চিহ্ন না থাকে তাহলে বুঝতে এটি ডিফল্ট প্রিন্টার হিসেবে সেট করা নেই। তার জন্য নির্দিষ্ট আইকনটির উপর রাইট বাটনে ক্লিক করে Set as default Printer এ ক্লিক করুন। এবার প্রিন্ট দিয়ে দেখুন। এতেও যদি না আসে তাহলে আবার ঐ পিন্টারের আইকনের উপর রাইট বাটনে ক্লিক করে দেখুন Pause Printing এ টিক দেয়া আছে কিনা যদি থাকে আবার একটা ক্লিক করুন তাহলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

নিটরে যা দেখতে পাচ্ছেন তার কিছু অংশ প্রিন্ট নিতে চান?

আমরা এমএস ওয়ার্ডে কোন কাজ করার সময় অথবা কোন ওয়েব সাইট ভিজিট করার সময় অথবা কোন মেইল চেক করার সময় ওই পেজের কিছু অংশ প্রিন্ট নিনে চাই। কিন্তু
প্রিন্ট কমান্ড দিলে পুরো পাতায় যা আছে সবটা প্রিন্ট হয়ে যায়। যদি আংশিক প্রিন্ট নিতে চাই তাহলে যে অংশটুকু প্রিন্ট নেয়ার প্রয়োজন ওই অংশটুকু মাউস বা কীবোর্ড এর সাহায্যে সিলেক্ট করে প্রিন্ট কমান্ড দিতে হবে। প্রিন্ট ডায়ালগ বক্স থেকে Print Range এর অধীনে থাকা Selection সিলেক্ট করে Ok তে ক্লিক করলে শুধু ওই অংশটুকুই প্রিন্ট হবে। এভাবে আমার পোস্ট করা ব্লগগুলোও প্রিন্ট করতে পারেন।

অটোরান (Auto Run) বন্ধ করুন যেকোন ধরণের ড্রাইভের

আমরা জানি যেকোন ধরণের ড্রাইভ যেমন: হার্ডডিস্ক ড্রাইভ, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, রিমোভেবল ড্রা‌ইভ (পেন ড্রাইভ, মেমোরী কার্ড) ইত্যাদি ড্রাইভে যদি ভাইরাস থাকে আর সেটা পিসিতে লাগানোর

সাথে সাথে অটোরান (Auto Run) হয় অর্থাৎ নিজে থেকেই চালু হয়ে যায় তাহলে সেই ড্রাইভের ভেতরে লুকিয়ে থাকা ভাইরাসগুলোও পিসিতে ইন্সটল হয়ে পিসির বারোটা বাজায়। তাই আমরা এই ড্রাইভগুলোর অটোরান (Auto Run) বন্ধ করে রাখতে চাই। কিন্তু আমরা অনেকেই জানিনা বা খুঁজে পাইনা কোথা থেকে এটা বন্ধ বা চালু করব। এর জন্য ৬৭৭ কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করতে পারি। এটা ইন্সটল করতে হয়না শুধু রান করালেই চলে। তারপর পছন্দের অপশনটিতে টিক চিহ্ণ দিয়ে Apply করে পিসি রিস্টার্ট করলেই হলো। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

undefined

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More