আসসালামু আলাইকুম

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের খবর এবার প্রথম আলোতে প্রকাশ পেল

বাংলাদেশ ও ভারতের কম্পিউটার হ্যাকাররা সাইবার-জগতে ওয়েবসাইট বেদখল ও অকার্যকর করার প্রতিযোগিতায় নেমেছেন। বিষয়টিকে এখন বলা হচ্ছে সাইবার-যুদ্ধ।

হ্যাকারদের ফেসবুক গ্রুপ, বিভিন্ন বাংলা ব্লগসাইটের একাধিক ব্লগে বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশি হ্যাকার পরিচয় দানকারীরা বলছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্তে হত্যকাণ্ড ও অত্যাচার বন্ধের দাবিতে বাংলাদেশি হ্যাকাররা এই সাইবার-যুদ্ধ শুরু করেছেন। টিপাইমুখ বাঁধসহ অন্যান্য বিষয়ের কথাও তাঁরা বলছেন।

৯ ফেব্রুয়ারি ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউবে ভারত সরকারের প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’। ভিডিওতে মুখোশ পরা একজন হ্যাকারকে যান্ত্রিক (রোবটিক) গলায় কথা বলতে দেখা যায়। তাঁর বক্তব্য হলো, ‘হ্যালো বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকারস। এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশি। অপহূত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা অবিচার করছে। সংকটময় এ মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে, আমরা চাই ভারত সরকার নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা বন্ধ করুক। নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার-যুদ্ধ শুরু করব। এটি চলতেই থাকবে।’

তথ্যমতে, গত ১৫ দিনে ভারতের বিভিন্ন ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকাররা টুকটাক আক্রমণ চালালেও শুক্রবার রাত থেকে ব্যাপকভাবে আক্রমণ চলে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটে। পাল্টা আক্রমণ হিসেবে ভারতীয় হ্যাকাররাও বাংলাদেশের সরকারি-বেসরকারি বেশ কিছু সাইট অচল করে দেন। তবে গতকাল রোববার দেখা যায় বাংলাদেশের বেশির ভাগ আক্রান্ত সাইট ঠিকঠাক করা হয়েছে।

অনলাইনের তথ্য অনুযায়ী, গতকাল রাত পর্যন্ত ভারতীয় প্রায় ১০ হাজার ওয়েবসাইটে হামলা চালানো হয়েছে বলে হ্যাকাররা দাবি করেছেন। এ ছাড়া হ্যাকাররা গতকাল বিএসএফের বিকল্প ওয়েবসাইট (bsf.nic.in) দখল করে সেটির প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) উন্মুক্ত করে দেন। অপরদিকে ভারতীয় হ্যাকারদের দাবি অনুযায়ী বাংলাদেশের ৩০০ সাইটে আক্রমণ করা হয়েছে।

বাংলাদেশের ‘বাংলাদেশ সাইবার আর্মি’, ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’, ‘এক্সপায়ার সাইবার আর্মি’—এই তিনটি হ্যাকার দল এই সাইবার-যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। কয়েকজন হ্যাকার এই প্রতিবেদককে জানান, ‘বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার দল ‘অ্যানোনিমাস’। এ ছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের শক্তিশালী হ্যাকাররা বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়ে গতকাল থেকে ভারতীয় সাইটে আক্রমণ করছেন।


অপরদিকে ভারতের ‘ইন্ডিশেল’ হ্যাকার দল বাংলাদেশি সাইটগুলোতে আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। ইন্ডিশেল অনেকগুলো ভারতীয় ওয়েবসাইট থেকে বাংলাদেশি হ্যাকারদের হটিয়ে দিয়ে রোববার রাত পর্যন্ত সময় দিয়েছে। এই সময়ের মধ্যে ভারতের সাইটগুলোতে আক্রমণ বন্ধ না করলে বাংলাদেশের ওয়েবসাইটগুলো আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দেওয়া হবে বলে ইন্ডিশেল হুমকি দিয়েছে।
প্রথম আলোয় পাঠানো ব্ল্যাকহ্যাট হ্যাকারস দলের একটি ই-মেইলে বলা হয়েছে, এই আক্রমণ চলতেই থাকবে। ওই ই-মেইলে বাংলাদেশের কোনো সাইট আক্রান্ত হলে বা আক্রমণ ঠেকাতে ওয়েবমাস্টারদের কী করতে হবে, তার পরামর্শও দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাইবার-যুদ্ধের মতো কোনো ঘটনার কথা আমাদের জানা নেই। আমাদের সরকারি পাঁচটি সাইট গত শনিবার ঘণ্টা দেড়েকের জন্য বন্ধ ছিল, তবে তা হ্যাকিং কি না, নিশ্চিত নই।’ সচিব আরও বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় রক্ষণাবেক্ষণ করে। আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে অনেক সময় বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকি।’

তথ্যপ্রযুক্তির নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা বিডি সার্টের (কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম) চেয়ারম্যান সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব হ্যাকিংয়ের ঘটনা মূলত তরুণ প্রজন্মের প্রোগ্রামাররা ঘটিয়ে থাকেন। তবে যেহেতু পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে, তাই আমাদের দিক থেকে সতর্ক থাকতে হবে। আর এই হ্যাকিংকে রাজনীতির সঙ্গে জড়ানো ঠিক হবে না। হ্যাকারদের অন্য কোনো উপায়ে দমন না করে সচেতন করতে হবে। তাঁদের বোঝাতে হবে, এসব করে কোনো ইতিবাচক ফল আসে না।’

ছদ্মনামধারী বাংলাদেশি কয়েকজন হ্যাকার প্রথম আলোকে জানান, এখন বিচ্ছিন্নভাবে ভারতীয় ওয়েবসাইটে আক্রমণ চালানো হচ্ছে। সারা বিশ্বে এখন প্রায় এক হাজার হ্যাকার এতে সক্রিয় আছেন। তিনি হুমকি দিয়ে বলেন, ‘১০ হাজার ওয়েবসাইটে আক্রমণ কিছুই না। আমাদের আসল আক্রমণ শুরুই হয়নি।’

আরও কয়েকজন হ্যাকার জানিয়েছেন, বিএসএফ সীমান্তে হত্যা বন্ধ করছে না। বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। তাই এই আক্রমণ। ভারতের সাইট হ্যাক করলে দুনিয়াজুড়ে বাংলাদেশের দাবিদাওয়া ছড়িয়ে যাবে। তাই আক্রমণ চলছে। ভারত সরকার দাবি মেনে নিলে আক্রমণ বন্ধ হবে।

হ্যাকিং শিখার ১০০টির বেশী ই-বুকস ফ্রী ডাউনলোড

আবারো এই সিরিজের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। এর আগে ৭ পর্বে মোট ৭০টি হ্যাকিং এ বুক শেয়ার করেছি আমি। আজকের আরো ১০টি হ্যাকিং ই বুক নিয়ে হাজির হয়ে গেলাম। দুনিয়ার সব থেকে ভালো ভালো হ্যাকিং বই গুলো বেছে বেছে আপনাদের জন্য মিডিয়া ফায়ারে আপলোড করেছি আমরা। পার্ট বাই পার্ট করা হয়েছে যেনো সবাই সহজে ডাউনলোড করতে পারেন। আসলে ভাইয়া দেখুন, কিছুটা পড়াশুনা ছাড়া হ্যাকার হওয়া কনো দিন ও পসিবল না, আপনি হয়ত জানেন না। নিচে মিডিয়া ফায়ার ডাউনলোড লিংক আছে ডাউনলোড করে নিন এখুনি একদম ফ্রী অবশই।

আজকের পার্ট ৯ এ আপনারা পাবেন ১০টি বই। সব এক সাথে দিলে লাভ নাই জগা খিচুড়ি লেগে যাবে। হাহাহহা

এখানে ক্লিক করুন ফ্রী ডাউনলোড করতে

মিডিয়া কনভার্টার এর সিরিয়াল কী নিয়ে মহা বিপদে আছেন……এসে পড়েছি বিপদ থেকে উদ্ধার করতে!!!!

বিভিন্ন ধরণের মিডিয়া ফাইল বিভিন্ন কাজে আমাদের এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করা প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় যে সব কনভার্টার আমরা ব্যবহার করি তার অধিকাংশই ট্রায়াল ভার্সন, ফলে কিছুদিন পর সিরিয়াল কী নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়……

অনেক সময় পাওয়া ও যায় না, তখন কি করা???

আর চিন্তা নয়! নিয়ে এসেছি এমন একটি কনভার্টার, যার কোন সিরিয়াল কী লাগে না। এবং সফটওয়্যার টি একদম ফ্রী!!! যার নাম “Format Factory”.

এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ধরণের ভিডিও, অডিও, পিকচার যে কোন ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন। তাই এখন আর কনভার্টার নিয়ে বা ট্রায়াল ভার্সন এর জন্য সিরিয়াল কী নিয়ে চিন্তার কোন দরকার আছে বলে আমি মনে করি না। নিশ্চিন্তে ব্যবহার করুন “Format Factory”.

ভাল থাকুন সবাই।

ধন্যবাদ।

Download Link: http://download.cnet.com/FormatFactory/3000-2194_4-10968547.html

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

task managerছাড়াই এক ক্লিকে বন্ধ করুন হ্যাং হয়ে যাওয়াprogram

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর বিভিন্ন বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি হল প্রোগ্রাম রেসপন্স না করা অর্থাৎ হ্যাং হয়ে যাওয়া। র‌্যাম এর স্বল্পতা, ভাইরাস, নিম্নমানের প্রোগ্রাম ডিজাইন ইত্যাদি বিভিন্ন কারনে এই সমস্যা হতে পারে। যখন কোন সফটওয়্যার হ্যাং হয়ে যায় তখন আমরা সাধারনত Alt+Ctrl+Del চেপে টাস্ক ম্যানেজার ওপেন করে সেই সফটওয়্যার বন্ধ করে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে টাস্ক ম্যানেজার খুলতেও যথেস্ট সময় লাগে, কারন এটি শুধু সেই হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম নয় বরং আরও অনেক কিছু নিয়ে লোড হয়। আর তাই টাস্ক ম্যানেজার ওপেন না করে এক ক্লিকে হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম বন্ধ করে দিলে কেমন হয় ? দেখা যাক এটি কিভাবে করা যায়।
***প্রথমেই ডেস্কটপ এ রাইট ক্লিক করে New > Shortcut সিলেক্ট করুন।

***এবার একটি ডায়ালগ বক্স দেখা যাবে যেখানে আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে। সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
taskkill.exe /f /fi “status eq not responding”

***শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এখন কোন প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে শুধু এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই সেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। টাস্ক ম্যানেজার ওপেন করার আর কোন ঝামেলা থাকল না।

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

How You Can Test Your Internet Speed With Your PC

অনেকেই একটি বিষয় লক্ষ করে থাকবেন যে আমরা বিভিন্ন ভাবে ইন্টারনেটের গতি বৃদ্ধিকরন নিয়ে অনেক ধরনের লেখা পড়ে থাকি। অনেক সময় সেগুলো অনুসরণ করে ইন্টারনেটের গতি বৃদ্ধিকরার চেষ্টা করি। কিন্তু কিভাবে আপনি পরীক্ষা করে দেখবেন যে এই টিপসগুলো সত্যিকার অর্থে কাজ করে? বিষয়টি আপনি এখন খুব সহজেই বুঝতে পারবেন।
নিন্মের লেখা গুলো মনযোগ সহকারে পড়ে দেখুনঃ
১. প্রথমে আপনি ইন্টারনেটের গতি বিষয়ক টিপসগুলো অনুসরনের পূর্বে আপনার পিসিতে ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় যেকোন বড় আকারের ফাইল ডাউনলোড শুরু করুন। এটি হতে পারে 1MB বা অন্যকোন আকারের যাতে কিছু সময় অতিবাহিত হয়।
২. এখন, উক্ত সময়ের মধ্যে Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার সক্রিয় করুন।
৩. এবার সেখান থেকে Networking ট্যাবটিতে যেয়ে দেখুন, আপনি আপনার provider -এর কাছথেকে কতটা সার্ভিস পাচ্ছেন বা আপনার সিষ্টেম, আপনার ইন্টারনেট সার্ভিসকে কতটা Utilize করতে পারছে। সেটি নিশ্চই 50% এর বেশি নয়?
খুব সুন্দরভাবে গ্রাফে চিত্রের মাধ্যমে সেটি কি দেখতে পেয়েছেন?
৪. এবার ডাউনলোড cancel করে ইন্টারনেটের গতি বিষয়ক টিপসগুলো অনুসরন করুন এবং একটি রিষ্টার্টের পরে পূনরায় টিপসের নিয়মগুলি মেনে ইন্টারনেট ব্যবহার আরাম্ভ করুন।
৫. এখন পূনরায় সেই বড় আকারের ফাইল ডাউনলোড শুরু করুন। তারপর, Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন এবং এবার সেখান থেকে Networking ট্যাবটিতে যেয়ে দেখুন, আপনার নেটওয়ার্কের Utilization কতটা বৃদ্ধি পেয়েছে!
এছাড়া ইন্টারনেটের মাধ্যমেও আপনি আপনার নেটওয়ার্কের গতি পরিমাপ করতে পারেন। এটি করতে www.speedtest.net ঠিকানায় যেয়ে সেখানের পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজগুলো সম্পন্ন করুন।

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২

বাংলাদেশী PTC সাইট । এইবার টাকা নগদ পাবেন।

বাংলাদেশী PTC সাইট । এইবার টাকা নগদ পাবেন।

এই সাইট এ আপনি প্রতিদিন ০.১০ ডলার কামাতে পারবেন।

আপনার ২ ডলার হলে আপনি Hand Cash & BKash অথবা ALERTPAY আইগুলোর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

MORE DETAILS

Package Details:
Package Name:P1*
Membership For : Lifetime
Daily Links : 1 ~ 100
Duration : 10 Sec~30 Sec/Per Link
Monthly Income : Unlimited BDT +Paid To Read Bonus BDT
Reference Click Bonus : $10% (You Will Get $ 10% For Each Click By Your Members)
Reference : Unlimited
Registration Fee : FREE (For Limited Time Only)
Summary “You Don’t Have To Pay Any Money Just Register,Click,View & Earn” Instantly + Minimum Payout Is $ 2 !!
Payment Via : Hand Cash & BKash

তাহলে আর দেরি কেন এখনি রেজিস্টার করুন এখান থেকে।

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১২

সিম না খুলেই জিপি মডেমে টাকার ব্যালেন্স দেখুন!!!!!!!!

কেমন আছেন সবাই>>>>আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি। পোষ্টটি গ্রামীণফোন মডেম ব্যবহারকারীদের জন্য।

গ্রামীণফোন মডেমে আপনার অবশিষ্ট ডাটার পরিমাণ আপনি ৫০০০ তে মেসেজ করেই জানতে পারবেন। But টাকার (*৫৬৬#) ব্যালেন্স জানতে হলে আপনাকে মডেম থেকে সিম টি খুলতেই হত! সিমটি খুলে মোবাইলে ভরে তারপর এতদিন ব্যালেন্স চেক করতেন। বারবার মডেম থেকে সিম খুলার কারণে বহু মডেম নষ্ট হয়ে গেছে। আসলে আমার মা’র অফিসের মডেমটি কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল বার বার সিম খুলার কারণে। এরপর মাথায় বুদ্ধি এল যে গুগলে সার্চ দিয়ে এর কোন সমাধান বের করতে পারি কিনা। অবশেষে সমাধান পেয়ে গেলাম। এখন সমাধানটি আমি আপনাদের সাথে শেয়ার করবো।

আর কোন মডেম নষ্ট হবে না>>>>>>সিম খোলার ঝামেলা অবশেষে শেষ>>>>>>>আমি আজ এমন একটি টিপস নিয়ে এলাম যার সাহায্যে সিম না খুলেই মডেমেই টাকার ব্যালেন্স সহ যেকোন ব্যালেন্স দেখতে পারবেন!!!!!!!!

এজন্য আপনাকে যা যা করতে হবেঃ

প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে USSD Activator Plugin নামক একটি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/?26q071b0qqf9ltg

(বিঃদ্রঃ আপনার মডেম এর মডেল জানতে মডেম এর পিছনের দিকে লক্ষ্য করুন। সেখানে মডেল নম্বরটি জানতে পারবেন।)

ডাউনলোড এর শেষে সফটওয়্যারটি আনজিপ করে আপনার পিসিতে Install করুন।

এবার আপনার মডেম টি রির্ষ্টাট দিন। (জিপি ইন্টারনেট সফটওয়্যার বন্ধ করে মডেম টি আপনার পিসি থেকে খুলুন এবং তারপর আবার লাগান)

পুনরায় জিপি ইন্টারনেট সফটওয়্যারটি চালু করুন। এবার উপরের দিকে টুলবারের শেষে নতুন একটি টুল USSD যুক্ত হয়েছে। এখন ওই টুলে ক্লিক করেই আপনি *৫৬৬# ডায়াল করে ব্যালেন্স জেনে নিতে পারেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে যে সমস- কাজ করা যায় সেগুলোও আপনি এই টুলের সাহায্যে করতে পারবেন।

আশা করি এই পোষ্টটি আপনাদের উপকারে আসবে।

ধন্যবাদ।।।।।।।।।।।।

যুক্তরাজ্যে ভর্তি ও আবেদনের নির্দেশিকা বাংলায়

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য ও দরকারি নির্দেশিকা এখন থেকে বাংলাতেই পাওয়া যাবে। ভর্তি তথ্য, আবেদন, বৃত্তি, বিষয়ভিত্তিক ভর্তি যোগ্যতা, খরচ কেমন হবে- সব তথ্যই পাওয়া যাবে বাংলায়। বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য এসব তথ্য ও নির্দেশিকা সরবরাহ করছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইনে নির্দেশিকা পেতে ক্লিক করুন এ লিংকে- http://www.britishcouncil.org/bangladesh-education-study-in-uk-education-information-sheets-bangla.htm
শিক্ষাবিষয়ক এমন আরো তথ্য পেতে চোখ রাখুন এ সাইটে- www.studentcarebd.com

খোকাবাবু ( ইন্ডিয়ান বাংলা মুভি) [ Resume capability সহ]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর পোস্ট করতে বসলাম। মনে চাইল তাই বসে পরলাম। আমরা যারা কলকাতার বাংলা মুভি দেখি তারা অবশ্যই খোকাবাবু মুভিটির জন্য অবশ্যই অপেক্ষা করছি। আর অপেক্ষা নয়। এখুনি ডাউনলোড করে নিন আপনার পছন্দের মুভি। নিচে লিঙ্ক দেওয়া হল ঃ


ডাউনলোড লিঙ্ক



ভাল লাগলে কমেন্ট করতে ভুল্বেন না।

[লক্ষ্য করুন]এবার আপনিও হতে পারবেন একটি Social Network এর মালিক! (কিংবা সোজা কথায় শেয়ারহোল্ডার!)


ফেসবুকের মাধ্যমে মার্ক জুকারবার্গ আজ বিলিয়নিয়ার।(17.5 Billion !!)

ভাবতে পারেন বাংলাদেশী টাকায় কত?

Peter Thiel
যিনি প্রথম ফেসবুকে তার টাকা ইনভেস্ট করেছিলেন তখন তিনি কি ভেবেছিলেন যে তার ৫ লক্ষ ডলার এর বিনিময়ে তিনি পরবর্তীতে ১০ মিলিয়ন ডলার আয় করবেন?

কি? এখন নিশ্চ্য আপনি ভাবছেন যে,ইশ ! এইরকম কোনো সুজুগ যদি আপ্নিও পেতেন। একটি সোশ্যাল নেটওয়ার্ক এর মালিক যদি হতে পারতেন,তাই না?

যদি এমন হয় একটি ওয়েবসাইট যেখানে আপনি জয়েন করার সাথে সাথে আপনাকে ownership অফার করে, চমৎকার হয় তাই না?

“Zurker” – A New Social Network owned By You

(যার মালিক এর সদস্যরা)

এই ওয়েবসাইটটির সাথে আমার প্রথম পরিচয় হয় John Chow এর একটি টুইটার টুইটের মাধ্যমে।
অন্যান্য social networking website এর মতই এই ওয়েবসাইট । ফারাক শুধু একটাই এই ওয়েবসাইট আপনাকে ওয়েবসাইটটির মালিক হতে সুযোগ দিচ্ছে।

ইউনিক আইডিয়া,তাই না। ব্যপারটা নিয়ে গুগল বাবাজির কাছে হাজির হলাম। দেখলাম নাহ ব্যাপাটা সত্যি এবং zurker এর Founder খুবই সিরিয়াস।

“If you ask zurker “What’s the point of Zurker since we already have Facebook and Google+?” their answer is, “Zurker is fundamentally better than FB. FB and G+ are driven by corporations with their corporate goals. Zurker is owned by its members. Its product is designed to do just one thing, work well for the members, and corporate revenue is passed on to the members.”

অর্থাৎ এই ওয়েবসাইটের মালিক হবেন আপনি,আমি আর সাধারণ ইউজার।

ব্যাপারটা আরো পরিস্কার করে বলছি—

ওয়েবসাইটটি এখন বেটা টেস্টে আছে। অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই শুধু আপনি সেখানে জয়েন করতে পারবেন। তখন আপনি যদি অন্য কাউকে ইনভাইট করেন (আপনার ফ্রেন্ড/ ফ্যামালি সদস্য), তারা যদি আপনার লিঙ্ক এ ক্লিক করে সরাসরি জয়েন করেন আপনি পাবেন 1 Vshare । আপনি চাইলে সরাসরি ক্যাশ টাকার মাধ্যমে শেয়ার কিন্তে পারবেন সেক্ষেত্রে 1 Vshare = 1 USD সমমূল্যের । প্রতি মেম্বার ৫০০ শেয়ার সংগ্রহ করতে কিংবা কিনতে পারবেন।
এই ব্যাপারটা কিছুটা জটিল, সরাসরি তাই লিংকটা দিয়ে দিলাম।

About Vshare

ওয়েবসাইটটি uk,us,india,Philippines, New Zealand, Australia এবং Canada এর ইউজারদের জন্য আলাদা ওয়েব পোর্টাল খুলেছে। সেইসাথে বাদবাকি দেশের ইউজার রা শুধু মাত্র জয়েন করতে পারবেন Worldwide পোর্টালের সাহায্যে । তবে ভিন্ন ভিন্ন পোর্টালের মাধ্যমে জয়েন করলেও আপনি Zurker Worlwide এর মেম্বার হয়ে সহজেই Zurker Uk কিংবা US, India এর মেম্বার সাথে কানেক্ট হতে পারবেন।

Zurker কি তবে User Owned Facebook Type Social Network? YES.

তাদের সাইট থেকে-
“Facebook is dominant right now, but it started off as a small startup nobody had ever heard of. Facebook had a clever strategy for growing quickly, and replaced the dominant social networks of the time (MySpace and Friendster). Zurker is starting off as a small startup nobody has ever heard, but we have a clever strategy for growing quickly and developing an awesome product until we replace the dominant social network of our time.”

মনে প্রশ্ন আস্তে পারে এই ওয়েবসাইট কি SCAM?

এখন পর্যন্ত না। তারা একটি ওপেন অ্যাকাউন্ট বই এর মাধ্যমে তাদের হিসাব নিকাশ সবার সাথে প্রকাশ করছে। তাই একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনি সবকিছু মনিটর করতে পারবেন।

যেহেতু zurker এ জয়েন করা free তাই আমার দৃষ্টিতে এখানে হারানোর কিছু নেই। তাই আপনি ও জয়েন করে দেখতে পারেন। এমন সুযোগ হাতছাড়া করবেন কেনো?

http://www.zurker.net/i-1818-stbsgmvynx

DISCLAIMER: zurker এ এখন শুধুমাত্র অন্যের কাছ থেকে ইনভাইট পেলেই জয়েন করা যায়। তাই আমি আমার রেফারেল লিংকটা এখানে শেয়ার করলাম। আপনি যদি এই রেফারেল লিঙ্ক এ ক্লিক করে জয়েন করেন আমি এর বিনিময়ে ১ টি Vshare পাবো (যা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে যখন আপনি কাউকে ইনভাইট করবেন।) ্যদি আপনার এখনও কোনো কনফিউশন থেকে থাকে তাহলে

Zuker FAQ পড়ুন।

জয়েন করার পর অবশ্যই

Zurker Guide টি পড়ে নিবেন ,তাহলে সাইটটির বিভিন্ন ফাংশন ,নেভিগেশন ইত্যাদি সম্পর্কে ধারণা পাবেন।

সবশেষে একটি প্রশ্ন আপনাদের জন্য,
আপনারা কি মনে করেন, এই google plus,facebook ,twitter এর মাঝে Zurker এর মত অন্য ধাঁচের social network কি জনপ্রিয়তা পাবে? আপনার মতামত কি?

প্রথম প্রকাশ >আমার সামহ্যোয়ার ইন ব্লগে

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More