আসসালামু আলাইকুম

বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট হয়ে থাকলে কি করবেন ??






হ্যা বন্ধুরা; অনেক সময় দেখা যায় ডেস্কটপের আইকন গুলো সিলেক্ট/ব্লক হয়ে যায়। অর্থাৎ আইকন গুলোর লেখার ব্যাকগ্রাউন্ড নীল বা আকাশী রং এর হয়ে আছে। সেখেত্রে এটা সমাধান করার কয়েকটি উপায় আমার কাছে আছে । চেষ্ট করে দেখুনতো কাজে লাগে কিনা ?
উপায় – ০১

> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করুন।

> কনটেক্স মেনু থেকে Arrange Icons By ক্লিক করুন।

> Lock Web Items on Desktop এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।

এবার Refresh করে দেখুন।



উপায় – ০২

> আপনার ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

> Desktop ট্যাব থেকে Customize Desktop বাটনে ক্লিক করুন।

> সেখান থেকে Web ট্যাবে ক্লিক করুন।

> সেখান থেকে My Current Home Page ছাড়া সকল কনটেক্স ডিলিট করে দিন।

> এবং My Current Home Page ও Lock desktop items এ টিক মার্ক দেওয়া থাকলে তা তুলে দিন।

> এবার OK করুন > Ok……..

তার পর Refresh করে দেখুন।



উপায় – ০৩

> আপনার My Computer উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

> তারপর Performance সেকশন থেকে Settings এ ক্লিক করুন।

> সেখান থেকে Drop Shadows অপশনের টিক মার্ক তুলে দিন।



Ok করে Refresh করে দেখুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More