ব্যক্তিগত হিসাব নিকাশ এর জন্য একটি জনপ্রিয় সফটওয়ার হোমব্যাংক । যাতে টেকনিক্যাল জ্ঞান ছাড়াও সহজেই যেকেউ এটি ব্যবহার করতে পারে
এই উদ্দেশ্য নিয়ে ওপেন সোর্স এর এই সফটওয়ারের ইউজার ইন্টারফেসটি সাজানো হয়েছে।এর পাওয়ারফুল ফিল্টারিং সিস্টেম ও গ্রাফ ব্যবহার করে সহজেই বিশ্লেষন করতে পারবেন আপনার আর্থিক লেনদেন এর দৈনিক, মাসিক বা বাতসরিক তথ্য । প্রায় ১৪ বছর ধরে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের উপর ভিত্তি করে এই সফটওয়ারটি আপডেট হয়ে আসছে । ১৯৯৫ সালে অ্যামিগা কম্পিউটার নামক একটি কোম্পানী এর উন্নয়নের জন্য কাজ শুরু করেছিল, বর্তমানে প্রায় ৫০টিরও বেশী ভাষায় এটি পাওয়া যায় ।
ওপেনসোর্স হওয়ার কারনে কেউ ইচ্ছে করলে নিজের প্রয়োজনে এটিকে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। সি ও জিটিকে প্লাস এর সাহায্যে উন্নয়নকৃত এই সফটওয়ারটি জিন্যু জেনারেল পাবলিক লাইসেন্স এর অধীনে সবার জন্য উন্মুক্ত হয় । লিনাক্সের বিভিন্ন অপারেটিং সিস্টেম এর পাশাপাশি ফ্রিবিএসডি ,মাইক্রোসফট উইন্ডোজ,ম্যাক ওএসএক্স সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম এমনকি নকিয়া এন সিরিজের সেট গুলোতেও একে চালানো যায় । আপনি যদি সহজেই দৈনন্দিন আর্থিক লেনেদেন এর হিসাব নিকাশ এর জন্য কোন সমাধান খুজে থাকেন তাহলে নিসন্দহে এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন।এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিভিন্ন ট্রানসেকশন এর তথ্য সিএসভি,কিউআইএফ ও ওএফওক্স ফরম্যাট এ এতে ইমপোর্ট ও এক্সপোর্ট করতে পারবেন,লেনদেন এর জন্য বিশেষ ট্যাগ বৈশিস্ট্যও যোগ করতে পারবেন,প্রতিটি কলামে একাধিক লেনদেনের তথ্য যোগ করার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ।এছাড়াও এর বিশ্লেষন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডায়নামিক্যালি সহজ উপায়ে গ্রাফিক্যাল চার্ট এর মাধ্যমে বিভিন্ন তথ্য প্রর্দশনের সুযোগ,প্রতিটি ট্রানসেকশনের জন্য আলাদা আলাদা ফিল্টারিং ব্যবস্থা ইত্যাদি। মাল্টি অ্যাকাউন্ট ব্যবস্থাপনা,ট্রানসেকশনের জন্য পেইই এবং ক্যাটাগরি ও সাবক্যাটাগরি নির্ধারন করে দেওয়া এবং সহজেই বার্ষিক বাজেট প্রকাশ করার সুবিধা রয়েছে এর সাধারন বৈশিষ্ট্যের তালিকায়।
হোমব্যাংক জনপ্রিয় সফটওয়ারটির জন্য অভিজ্ঞ ডেভেলাপারদের নিয়ে রয়ছে একটি অনলাইন হেল্প সেন্টার ,যেখানে আপনি আপনার এই সফটওয়ার ব্যবহার সংক্রান্ত সমস্যা সমাধানের সুযোগ এছাড়াও পারবেন এর উন্নয়নের এর জন্য এর বাগ গুলো চিহ্নিত করে রিপোর্ট করতে । জনপ্রিয় এই সফটওয়ারটির সর্বশেষ স্ট্যাবল সংস্করন ৪.৪ এর অফিসিয়াল সাইট www.homebank.free.fr থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন