পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সাহায্যে ইচ্ছে করলে automatic ফেসবুকের হালনাগাদ তথ্য জানতে পারেন।এজন্য আপনার ফেসবুক টুলবার নামের একটি অ্যাডঅন প্রোগ্রাম লাগবে।এই প্রোগামটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/3794 ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স পুনরায় চালু করুন।লক্ষ্য করুন ব্রাউজারের এ্যাড্রেসবারের নিচে নতুন একটি টুলবার এসেছে।ডানপাশের Log in to facebook অপশন থেকে ফেসবুকে লগইন করে নিন।এরপর অন্য কোন সাইটে প্রবেশ করলেও ফেসবুকে আপনার প্রোফাইলের সর্বশেষ হালনাগাদ তথ্য ওপরের টুলবারে দেখতে পারবেন।কোন কোন তথ্য আপনি automatic জানতে চান তা আপনি নিজেই ঠিক করে নিতে পারেন। GRb¨Tools/addon/extensions/facebook toolbar/option-G গিয়ে যে তথ্যগুলো automatic হালনাগাদ জানতে চান তাতে টিক চিহ্ন দিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন