সালাম সবাইকে, আসা করি সবাই ভালো আছেন। হার্ডডিস্কের পার্টিশন সংক্রান্ত কাজের জন্য Partition Magic সফটওয়্যারটি অদ্বিতীয়। এই সফটওয়্যার ব্যবহার করে কোন রকম ডাটা নস্ট না করেই পার্টিশনের সাইজ বড়/ছোট করা, FAT/NTFS এ কনভার্ট করা সহ আরো অনেক কিছু করা যায়।
Partition Magic এর পারফরম্যান্স আরো বাড়ানো যায় যদি এটাকে উইন্ডোজের অধীনে ইনস্টল না করে আলাদাভাবে সিডি/পেন ড্রাইভ থেকে বুট করে চালানো যায়। বুটেবল পেন ড্রাইভ থেকে কিভাবে Partition Magic চালু করবেন তা এখন আপনাদেরকে শেখাবো। প্রথমে এই লিংক থেকে এক্সিকিউটেবল rar ফাইলটি ডাউনলোড করুন। ফাইলটির সাইজ ২.৬৮ মেগাবাইট। ফাইলটি চালু করলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হবে cae.com.bd। আনজিপ করার পর 1_USB_Format, 2_DOS_System_Files এবং 3_Partition_Magic_8.05 নামে তিনটা ফোল্ডার পাবেন। কম্পিউটারে একটা খালি পেন ড্রাইভ সংযুক্ত করুন। 1_USB_Format ফোল্ডারের ভেতরে HP USB Format for Windows চালু করুন। Cerate a DOS startup disk এ টিক চিহ্ন দিন। using DOS system files located at: এ ব্রাউজ করে 2_DOS_System_Files ফোল্ডারটি দেখিয়ে দিয়ে OK দিন। Start বাটনে ক্লিক করুন। একটা সতর্কতামূলক মেসেজ আসবে Yes ক্লিক করুন। ফরম্যাট শেষ হয়ে গেলে OK -> Close ক্লিক করুন। এবার 3_Partition_Magic_8.05 ফোল্ডারের সব ফাইল কপি করে পেন ড্রাইভে পেস্ট করুন। তৈরী হয়ে গেল বুটেবল Partition Magic পেন ড্রাইভ। মনে রাখবেন, পেন ড্রাইভ থেকে বুট করার জন্য আপনার পিসিতে অপশন থাকতে হবে নয়ত বুট করতে পারবেন না। তবে চিন্তার কিছু নেই বিগত ২/৩ বছর থেকেই মাদারবোর্ডে এই অপশন দেওয়া শুরু হয়ে গেছে। আপনার পিসি যদি আরো পুরনো হয় সেক্ষেত্রে হয়ত নাও থাকতে পারে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন