আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন? আমি আবার আরেকটা পোস্ট নিয়ে আসছি। এটা আমার তৃতীয় পোস্ট।
আজ আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়া আসছি আপনাদের মনটা জয় করে ছাড়ব। আপনি যদি আপনার ডেস্কটপ আরেকজনকে আর আর আরেকজনের টা নিজে দেকতে পারেন তাহলে কেমন হয়?
আর যদি তার সাথে সাথে তার কম্পিউটার কন্ট্রোল করতে পারেন তাহলে কেমন হয়? আমার মনে হয় আপনারা ভাবছেন পাগলটা বলে কি। আমি আমার রুমে বসে আমার মাউস দিয়া কি করে আরেকজনের পিসি কন্ট্রোল করব।
হা আজ আমি তাই নিয়া আসছি আপনাদের জন্য। এখনি সুরু করছি। প্রথমে ১ টা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কি ভাবছেন না জানি কত বর। চিন্তা করার কারন নাই ১.৪৯ মেগাবিট। িচে ক্লিক করে ডাউনলোড করে নিন ফ্রী।
http://www.mediafire.com/?9cuas9baxhb7lzu
ডাউনলোড হয়ে জাবার পর রান করতে হবে। রান করার পর আপনার ডেস্কটপ এর উপরে একটা আইকন আসবে। সেই আইকন এর উপরে দেকবেন join.me/993-050-233 এরকম কোড নাম্বার দেয়া থাকবে। যদি না থাকে তাহলে আইকন এর বাম দিকে দেকবেন ফোন এর মত একটা চিহ্ন আছে তার সামনে মাউস এর কারসার নিয়ে ধরলে দেকবেন Get conference number লিখা আসবে। তার উপরে ক্লিক করলে দেকবেন উপরে খালি জায়গাতে কোড আসছে। কোড টা কপি করে আপনার ফ্রেন্ড কে দিবেন। আপনার ফ্রেন্ড সেই কোড টা কপি করে নিচের ওয়েব সাইট এ ক্লিক করে সাইট ওপেন হবে নিচের ফটোর মতঃ
https://join.me/
এখানে আপনার ফ্রেন্ড কে join লেখার পাশে খালি ঘরে paste করতে হবে আপনার দেয়া কোড টা। তাহলে আপনার ফ্রেন্ড আপনি আপনার কম্পিউটার এ কি করছেন সব দেকতে পারবে। এবার ঠিক আগের মত আপনার ফ্রেন্ড এর কোড টা আপনি আপনার কম্পিউটার এ আগের দেয়া সাইট এ গিয়ে ঠিক সেখানে paste করবেন। তাহলে আপনি আপনার ফ্রেন্ড এর ডেস্কটপ দেকতে পারবেন।
এখন দেকা যাক কি করে পিসি কন্ট্রোল করা যায়। তার জন্য আপনাকে আপনার ডেস্কটপ এর যে উপরে আইকন টা আছে তার ডান দিকে দেকবেন নিচে মাউস এর মত চিহ্ন আছে তার উপরে ক্লিক করলে দেকবেন আপনার ফ্রেন্ড এর কম্পিউটার এ request গেয়াছে । আপনার ফ্রেন্ড ইয়েস ক্লিক করলে আপনি তার মাউস কন্ট্রোল করতে পারবেন। ঠিক এভাবে আপনার ফ্রেন্ড আপনাকে request পাঠালে আপনি ইয়েস করে দিবেন এখন আপনার ফ্রেন্ড আপনার মাউস কন্ট্রোল করতে পারবে।
কি খুব মজা না? আপনাদের ভাল লাগছে কি না জানিনা কিন্তু আমার কাছে কুব ভাল লাগছে।
আসলে আমি কোন tune কপি paste করি না। আপনারা কি মনে করেন জানিনা। আর আমি বাংলাদেশ থাকি না তাই বেশি পোস্ট দিতে পারি না। আমি মালায়সিয়া থাকি তাই কাজ করার পর রুমে আসার পর জা সময় পাই তখনি পোস্ট করার চেষ্টা করি।
যাক আর কি লিখব।
আর আমার জন্য দোয়া করবেন। জেন পরবর্তীতে আপনাদের জন্য আরও ভাল কিছু আনতে পারি।
আল্লাহ্ হাফেজ।
আমাকে ফেসবুক এ পেতে নিচে ক্লিক করুনঃ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন