‘আস্সালামূআলাইকুম’-কেমন আছেন সবাই। আজ একটি সাধারন অথচ গুরূত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব।
‘নাম’ এমন একটি বিষয় যা অনেক গুরুত্ব বহন করে ।আপনি চাইলেই বিভিন্ন নামের Script File সহজেই তৈরি করতে পারেন ।এজন্য আপনি
প্রথমে আপনার কম্পিউটারে Notepad Open করুন(Start>All Programs>Accessories>Notepad) ।এরপর লিখুন
msgbox (“shakil“)
msgbox লেখার পরে 1টি স্পেস দিয়ে ( চিন্হের পর ডবল কোটেশন চিন্হ, তারপর আপনার Message.
এবার *.vbe নামে File-টি Save করুন ।
এখানে shakil এর স্থলে যা লেখা হবে,তাই Message হিসেবে Show হবে ।
(*) এর বদলে যেকোন নামে File -টি Save করা যায়। তবে নামের শেষে .vbe অবশ্যই যুক্ত করতে হবে।
এখন Save করা File টিতে ডবল ক্লিক করলে Messege টি দেখা যাবে ।
shakil এর পাশে/নিচের লাইনে একই উপায়ে আরো Message লেখা যায় এবং VB Script File তৈরি করা যায় ।
ইন্টারনেটে আমার লেখা থেকে Copy করবেন না। কারন নেটে (“) চিন্হটি vrinda ফন্টে পরিবর্তিত হয়ে যায়। [msgbox এর পরে shakil এর দু'পাশে দেখুন। ] আপনি আপনার PC –তে message লিখা শুরু করার সময় (“) চিন্হটি কম্পিউটারের Default Mode-এ নিজ হাতে Type করবেন।
আপনি চাইলে বিভিন্ন উৎসবে কাউকে গিফট হিসেবে কোন Message লিখে VB Script File তৈরি করে পাঠাতে পারেন ।আপনার পাঠানো File টি Open করলেই Message টি দেখা যাবে ।
আবার, Software এর সিরিয়াল Key এভাবে তৈরি করে রাখতে পারেন ।
এছাড়াও আরো অনেক কিছু আপনি করতে পারেন VB Script File তৈরি করে । সময়ের অভাবে লিখলাম না।
অনেকে এটা আগেও জানতে পারেন ।যারা জানেন না, তাদের জন্য লিখলাম ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন