আসসালামু আলাইকুম

রবিবার, ১১ মার্চ, ২০১২

আপনার pc তে Security র ব্যাপারে আপনি কতটা জানেন?

হঠাৎ করে আজ একটা নতুন সফটওয়্যার পেলাম, এটার নাম Security Analyzer 2.0, আপনার কম্পিউটারে Security কেমন আছে সেটা Analyzer করে দেখাবে। এটা সম্পূর্ণ ফ্রী এবং প্রটেবেল।প্রথমে ডাউনলোড করে ডবল ক্লিক করে আপনি যেখানে extract করবেন সেটা সিলেক্ট করে extract প্রেস করুন

এবার দেখাবে successfully extracted 3 file (s) , ওকে করুন, exit করে বেরিয়ে আসুন এবং সেই লোকেশান টি ওপেন করুন যেখানে আপনি extract করলেন।

এবার ওপেন করুন এবং Security Analyzer 2.0 এর উপর ডবল ক্লিক করুন , প্রথম বার ওপেন করলে license ok করে continue করুন, English সিলেক্ট করে save করুন, এবার আপনার কম্পিউটারের Security কেমন আছে তা দেখাবে।

একটা কথা তো বলাই হল না এটা কিন্তু কোন অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম নয়(It is not an ant-virus or security software)। ডাউনলোড লিঙ্ক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More