আসসালামু আলাইকুম

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

Autorun.inf Virus বন্ধ করুন একটি সুন্দর Software দিয়ে

Softwareটির পরিচিতি?

Softwareটির নাম হল Rising Pc Doctor. নাম শুনেই বুঝতে পারছেন Softwareটির কাজ কি ধরনের। এই Softwareটি ব্যবহার করলে আপনার PC-তে autorun virus ডুকতে পারবে না। এছাড়াও আপনি Softwareটি দিয়ে আপনার PC-তে কোন Spyware বা Trojan Virur আছে কিনা তা Scan করে দেখতে পারবেন এবং থাকলে Delete করতে পারবেন। Softwareটি দিয়ে Pc এর Temporary File গুলোও Delete করা যায়। এছাড়াও এর বেশ কিছু কাজ আছে।



কিভাবে ব্যবহার করব?

Download শেষে Softwareটি করে Setup দিয়ে নিন।

1.এরপর Softwareটি Open করুন Desktop এর Rising PC Doctor Shortcutটিতে Click করে।

2.Softwareটি Open হলে আপনি Common Functions এ থাকবেন। এখন আপনি এখান থেকে Spyware বা Trojan Virus Scan করতে পারবেন।

3.এখন যদি Spyware Virus Scan করে পাওয়া যায় তাহলে Select All এ Click করে Remove Now Button এ Click করুন।

4.যদি Trojan Virus Scan করতে চান তাহলে Scan For Trojans Button এ Click করুন। এরপর Scan Object থেকে Select All এ Click করে Start Scan Button এ Click করুন।

যদি Virus পাওয়া যায় তাহলে Select All এ Click করে Kill Now Button এ Click করুন।

5.আপনি যদি Temporary File Delete করতে চান তাহলে Expert Tools এ Click করে Empty Bin Button এ Click করুন। এরপর নিচের দিকে Select All এ Click করে Start Scan Button এ Click করুন।

এখন Scan শেষ হলে আপনি Temporary File গুলোর Size এবং Location দেখতে পারবেন। Temporary File গুলো Delete করার জন্য Clear All Button এ Click করুন।

6.আপনি যদি চান কোন ধরনের Device যেমনঃ Pendrive/Removal Disk থেকে যেন autorun.inf virus আপনার PC-তে আসতে না পারে সেজন্য আপনাকে Automatic Protection এ Click করতে হবে। এখান থেকে Local Protection এ Click করুন এবং Immunize USB Media Enable করে দিন Enable Button এ Click করে।

যদি Enable হয়ে যায় তহলে তা ছবিতে Mark করা অংশটির মত দেখা যাবে। এরপর যদি আপনার Pc কোন Drive লাগানো হয় তাহলে Softeareটি autorun.inf নামে একটি Folder Driveটিতে খুলে দিবে autorun.inf virus থাকুক আর না থাকুক। যদি থাকে তাহলে তাকে Delete করে কাজটি করবে। আপনি অনেক সময় দেখবেন যে আপনর লাগানো Drive-টিতে Autorun.inf নামের Folder দেখা যাচ্ছেনা তাতে কোন সমস্যা নেই । যদি ঐ Drive-টিতে আগে থেকেই autorun.inf Virus বা Autorun.inf নামের Folder থাকে সে ক্ষেত্রে Softwareটি Virusটি Delete করে বা Autorun.inf নামের Folderটি Delete করে নতুন করে Autorun.inf নামের Folder খুলবে এবং তখন Folderটিকে Hidden করে রাখবে। আপনি Hidden File Show দিলেই তা দেখতে পারবেন।


7.এই Softwareটি আপনাকে Internet Protection দিবে। এটির দ্বারা আপনি URl Alert, IE Protection এবং Trojan Download Bloker Protection পাবেন যা কিনা Softwareটি নিজে নিজেই Enable করে নেবে।

8. আপনি Softwareটি দিয়ে Start Up Contorl করতে পারবেন। System Repair করে পারবেন। এজন্য আপনাকে Expert Tools এ যেতে হবে। এখান থেকে আপনার প্রয়োজন মত অন্যান্য Tools গুলো ব্যবহার করতে পারবেন।

Rising PC Doctor Download করব কোথায় থেকে?



http://www.softpedia.com/progDownload/Rising-PC-Doctor-Download-122985.html এই Link থেকে Softwareটির Latest Version Freeতে Download করতে External mirror 1 [EXE] তে Click করুন। Softwareটির Memory হল 9.08MB । আমি Softwareটি ব্যবহার করছি এটা বেশ কাজের।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More