VLC Player সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমার ব্যাবহার করা সেরা Media Player. কিন্তু যারা কালো Skin টি দেখতে দেখতে বিরক্ত, তাদের জন্য আনলাম 120 টি VLC Player Skin। প্রথমে <এই লিঙ্ক> এ ক্লিক করে জিপ ফাইল টি নামান ও Extract করুন। তারপর VLC Player এর Tools>Preferences এ ক্লিক করুন.
![সংগ্রহে আছে 120 টি VLC Player Skin !? Download করুন এখনি (Tutorial সহ) Untitled6 সংগ্রহে আছে 120 টি VLC Player Skin !? Download করুন এখনি (Tutorial সহ)](http://s.driver.tunerpage.com/wp-content/uploads/2012/05/Untitled6.png)
এবার আপনার Player বন্ধ করে আবার চালু করুন। দেখুন জাদু!!! আগের অবস্থায় যেতে Tools>Preferences>Use Native Style এ ক্লিক করে Save করে বের হয়ে আসুন।
কেমন লাগ্ল জানাবেন Comment er maddhome।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন