আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

এখন 10 মিনিটে Xp ইনস্টল করেন

খন 10 মিনিটে Xp ইনস্টল করেন
আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা প্রায়ই কারনে / অকারনে Xp ইনস্টল করেন।আর Xp ইনস্টল করতে গেলে ঝামেলাও কম নয়। সময় ও লাগে অনেক। আজ আমি যে টিপসটি দিতে যাচ্ছি সেটা হয়ত অনেকেই জানেন! কিন্তু যারা জানেন না আশাকরি তাদ ের খুব উপকারে আসবে! সাধারণত Xp ইনস্টল করতে 40 মিনিট লাগে, কিন্তু আপনি যদি আমার পদ্ধতিতে ইনস্টল করেন তাহলে আশাকরি আপনি 10 মিনিটে করতে পারবেন! কি ভাবতেই অবাক লাগছে তাইনা?তো কথা না বাড়িয়ে কাজে চলে আসলাম: • Windows Xp সিডি সিডি-রম এ প্রবেশ করান। • এবার ঐ সিডি দিয়ে বুট করান। • সব ফাইল গুলো লোড হবার পর আপনি পার্টিশন নির্বাচন Option পাবেন। • তারপর আপনার পছন্দের ড্রাইভ নির্বাচন করুন। • এবার পার্টিশানটির Format System- NTFS অথবা FAT সিলেক্ট করুন। • Format করা হয়ে গেলে ইনস্টলেশনের জন্য প্রয়োজনীয় সব ফাইল সয়ংক্রীয়ভাবে আপনার সিস্টেমে কপি করতে থাকে। • কপি হয়ে গেলে কম্পিউটার Restart নিবে বা আপনি নিজেই Enter টিপে Restart করুন। এখন 10 মিনিটের ব্যাপারটা দেখুন: • পুনরায় বুট হবার পর আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন।সেখানে লেখা আছে আপনার উইন্ডোজ সেটআপ নিতে 40 মিনিট সময় লাগবে। • এখন আপনার কি-বোর্ডের Shift+F10 কী প্রেস করুন। • এখন কমান্ড প্রম্পট প্রর্দশিত হবে। • Enter “Taskmgr” কমান্ড দিলে উইন্ডোতে একটি টাস্ক ম্যানেজার খুলবে। • Process ট্যাবে ক্লিক করুন। • এখানে setup.exe লেখাটি খুজে বের করুন। • Setup.exe উপর রাইট ক্লিক করুন। • তারপর Set Priority ক্লিক করুন। • সেখান থেকে High অথবা Above Normal লেখাটি নির্বাচন করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More