Acronis True Image Home নিয়ে দুইটি পোস্ট লিখেছিলাম এর আগে। পোস্ট থেকে অনেকের উপকার হয়েছে বলে আমি আশাকরি। তার পূর্বে Acronis True Image Home সম্পর্কে যারা জানেন না, তাদের উদ্দ্যেশে কয়েকটি কথা বলে রাখি। আমার দুইটি লেখার প্রথমটির শিরোনাম হল “Acronis true image home 2011 ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে উইন্ডোজ ইন্সটল” ও অপরটি “লুফে নিন “Acronis true image home2012”। আজ লিখছি “Acronis true image home 2011 নিয়ে। কেননা আপনাদের জন্য উপহার হিসেবে দিতে যাচ্ছি, “Acronis true image home 2011 যার কোন সিরিয়াল কিংবা ডাউনলোড করে আর অন্য কোন ঝামেলায় যেতে হবে না আপনাকে। শুধু এখান থেকে ডাউনলোড করবেন এবং একটিভ ISO বারনার দিয়ে সিডি তে রাইট করবেন। ব্যাস কাজ শেষ।
আমি বেশ উপভোগ করি Acronis True Image ব্যবহার করে। কেন জানেন, সেই যে কবে Acronis True Image এর ডিস্ক তৈরি করে আমার উইন্ডোজ
ব্যাকআপ করে রেখেছি, প্রয়োজনে মাত্র কয়েক মিনিটের মধ্যে ব্যাকআপ উইন্ডোজ
কে রিষ্টোর করে ফেলি। আমাকে আর ঘন ঘন সেটআপ দিতে হয় না। আমি বেশ তৃপ্ত।
আরও বলে রাখি, শধু একটি অপারেটিং সিস্টেম ব্যাকআপ করিনি, উইন্ডোজ এক্সপি ও
উইন্ডোজ ৭ ব্যাকআপ করে রেখে যখন যেটা মনে করি,তখন সেটা রিষ্টর করে ফেলি।
একি সাথে ফরম্যাট ও সেটআপ। দারুন জিনিস। সময় বেচে যায়। আপনারাও ব্যবহার
করতে পারেন।
বন্ধুরা
মুল ফাইলটি ১১৫ মেগা বাইট। কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে মাত্র ১০১
মেগাবাইট। ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিন pchelplinebd ডাউনলোড করার পর উইন রার সফট দিয়ে একে এক্সট্রাক্ট করলে আপনি Acronis.2011.pchelplinebd.iso নামের একটি ফাইল পাবেন। একে আপনি Active ISO Burner নামের সফটটি ব্যবহার করে সিডিতে রাইট করে নিন। এখান থেকে http://www.mediafire.com/?cq3aqti3ke9c6kyActive ISO Burner নামের সফটটি ডাউনলোড করে নিন। যদি পেন ড্রাইভ এ আপনি একে বুটেবল হিসেবে রাখতে চান তবে ও টিউটেরিয়াল টি দেখতে চান তবে এখানে দেখুন http://www.pchelplinebd.com/?p=2829 । সতর্কতা যারা উইন্ডোজ সেটআপ দিতে পারদর্শী নন তারা আগে সেট আপ দেয়া শিখে নিয়ে Acronis True Image ব্যবহার করুন। কারণ আপনার ভুলের কারণে হার্ড ডিস্কের সমুহ ফাইল নষ্ট হয়ে যেতে পারে। আজ এই পর্যন্ত। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন