অনেকেই জানতে চেয়েছেন এক শব্দের ফেসবুক নাম কিভাবে দেওয়া যায়। তাই অনেক দিন পর আবার লিখতে বসলাম।
এক শব্দের আইডি তৈরির জন্য আপনার একটি ইন্দোনেশিয়ান প্রক্সি সার্ভার ইউজ করতে হবে। প্রক্সি সার্ভার খুজে না পেলে কমেন্টে বলবেন, আমি দিব। নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
(১) অন্য ব্রাউজার দিয়েও করা যায়। তবে আমি Mozilla Firefox ইউজ করি বলে সেটা দিয়েই উদাহারন দিলাম। প্রথমে Mozilla Firefox ওপেন করে Option > Advanced > Network > Settings এ যান।
(২) সেখানে Manual Proxy Configuration সিলেক্ট করে HTTP Proxy তে আপনার প্রক্সিটি সেট করুন।
(৩) তারপর ফেসবুকের Language Settings-এ Bahasa Indonesia সেট করুন।
(৪) এবার Name Settingsস-এ গিয়ে First Name-এ আপনার পছন্দের নামটি দিন। এবং Last Name খালি রাখুন। যদি আগে ৫ বার নাম পরিবর্তন না করে থাকেন, তাহলে হয়ে যাবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন