আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

করাপ্ট রেজিস্ট্রির সমাধান ! প্রত্যেক উইন্ডোজ ইউজারের জেনে রাখা ভালো !

কম্পিউটার যারা চালাচ্ছেন, মাথা ব্যথার মতই মাঝে মাঝে পিসিতে একটা রোগ দেখা দেয়। সমস্যার নাম করাপ্ট রেজিস্ট্রি ! কোন সফটওয়্যার বা কোন ড্রাইভার ইন্সটলেশনের সময় কম্পিউটারে পাওয়ার সাপ্লাই কমে যায়, হার্ডডিস্ক ড্রাইভ স্বল্প সময়ের জন্য হলেও কার্যক্ষমতা হারায় । ফলাফল ? কম্পিউটার রিস্টার্ট !
(হয়তো এইবার লাফিয়ে উঠেছেন,হ্যা হ্যা আমার হয় আমার হয় বলে ! ) তারপর এইটা করেন সেইটা করেন, ৫-৬ ঘন্টা কোন সমস্যা ছাড়াই কম্পিউটার চলে। তারপর যেই লাউ,সেই কদু  ! ইচ্ছে করে নিজের মাথার চুল ছিড়ি । :P
আসুন এই সমস্যার ঝটপট সমাধান করি ।প্রথমেই এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । ভয় পাবেন না, সাইজ মাত্র 10.89 MB ।
ডাউনলোড লিংকডাউনলোডেড ফাইলটি আনজিপ করুন, সেটআপ ফাইল পেয়ে যাবেন। এইবার উইন্ডোজ সেভেন রান করান। দেখুন বামপাশে ইনফরমেশন , অপটিমাইজেশনসহ আরো অনেক টুলস আছে। নিচের চিত্রটি লক্ষ্য করুন।
ক্লিনার অপশনটি সিলেক্ট করুন। বেশকিছু সাবমেনু পাবেন, তারমধ্যে রেজিস্ট্রি ক্লিনার সিলেক্ট করুন। রেজিস্ট্রি ক্লিনার সিলেক্ট করার পর যে ডায়ালগ বক্সটি ওপেন হবে, ডায়ালগ বক্সের বামপাশে রেজিস্ট্রি এন্ট্রিজ পাবেন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।

সবগুলো অপশনে টিক চিহ্ন দেওয়া আছে কী না দেখে নিন। এরপর ডায়ালগ বক্সের উপরে বামপাশে লক্ষ্য করুন, স্ক্যান রেজিস্ট্রি নামের একটি অপশন পাবেন। ক্লিক করুন। শুরু হয়ে যাবে রেজিস্ট্রি স্ক্যান।

কিছুক্ষন অপেক্ষা করুন, উইন্ডোজ সেভেন ম্যানেজার রেজিস্ট্রি এরর সংখ্যা বের করে দেবে।

এবার ডায়ালগ বক্সের উপরে লক্ষ্য করুন, ডিলিট বাটন পেয়ে যাবেন।

ডিলিট বাটনের ঠিক পাশেই পাবেন ব্যাকআপ রেজিস্ট্রি বাটন। যদি রেজিস্ট্রি ব্যাকআপ রাখতে চান তাহলে ব্যাকআপ রেজিস্ট্রি বাটনে ক্লিক করুন। অবশ্য ডিলিট বাটনে ক্লিক করলেও আপনাকে রেজিস্ট্রি ব্যাকআপের কথা বলবে। ইয়েস করুন।

রেজিস্ট্রি ব্যাকআপ সম্পন্ন হয়ে গেলে আপনি তা দেখতে পারবেন। দেখতে চাইলে ইয়েস বাটনে ক্লিক করুন, না দেখতে চাইলে নো বাটনে ক্লিক করুন।

নো বাটনে ক্লিক করলে সকল ধরনের এরর এবং ফলস এন্ট্রি ডিলিট হয়ে যাবে।

এবং আপনি রেজিস্ট্রি ক্লিনার ডায়ালগ বক্সে আবার ফিরে যাবেন। এইবার লক্ষ্য করে দেখুন,ডায়ালগ বক্সের ডানপাশের লগ খালি ! হয়ে গেল করাপ্ট রেজিস্ট্রর সমাধান। আরও কিছু কথা বলার বিশেষ প্রয়োজন মনে করছি। আপনার উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের জন্য আরও অনেক অনেক কারণে উইন্ডোজ সেভেন ম্যানেজার প্রয়োজনীয়। সেগুলো নিয়ে আরেক পোষ্টে আলোচনা করা যাবে ।
পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল eLogBD ব্লগে ।

পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড করাপ্টেড হয়ে গেছে? সমাধান নিন এখুনি

ভাইরাসের কারনে অনেক সময় পেন ড্রাইভ মেমোরি কার্ডে প্রবেশ করতে গেলে করাপ্টেড দেখায়। এমতাবস্থায় আমাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট দেয়া ছাড়া আর কোন গতি থাকে না।
cmd
আমরা ‘চেক হার্ড’ নামের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে এ সমস্যার সমাধান করতে পারি কোন রকম ডেটার ক্ষতি ছাড়ায়।
এখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে প্রবেশ করলে কমান্ড প্রমটে একটি কালো স্ক্রিনের পর্দা দেখবেন। এখানে আপনার যে ড্রাইভ এ সমস্যা সে ড্রাইভ লেটার লিখে কিবোর্ড থেকে enter প্রেস করুন।
এবার আপনাকে কমান্ডটি সম্পূর্ণ করার জন্য একটি মেসেজ দিবে আপনি Y প্রেস করে কিবোর্ড থেকে Enter প্রেস করুন তাহলে কমান্ডটি এক্সিকিউট করবে।
আশা রাখি আপনার পেন ড্রাইভ মেমোরি কার্ডের সমস্যার সমাধান হবে। তবে আপনার ফ্লাশ ড্রাইভ যদি একে বারে নষ্ট হয়ে যায় তবে এ ক্ষেত্রে তেমন কোন ভাল ফলাফল না পাবার সম্ভাবনা বেশী।

কম্পিউটারের ফাইল বা ফোল্ডার ডিলেট হচ্ছে না? সমাধান নিন

যখন কোন ফাইল বা ফোল্ডার ডিলেট করতে চাই তা অনেক সময়ই ডিলেট হতে চায় না বা ডিলেট হয় না। অবাঞ্ছিত এসব ফাইল বা ফোল্ডার বিভিন্ন এরর রিপোর্ট কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করে আমাদের বিরক্তির কারন হয়।
Cannot delete file: Access is denied.
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user.
Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

সাধারণত এই ধরনের ম্যাসেজগুলো দেখায়। তখন আপনি কি করেন? হয়তো বা কোন উপায় খুঁজে পান না।
এমতবস্থায় আপনার সমাধান আনলকার।
যে ফাইল বা ফোল্ডারটি ডিলেট হচ্ছে না, প্রথমে তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং তা আনলক করুন। নিচের স্ক্রিনশটটি দেখুন।
224248_tutorial1.png
আনলক করার পর আনলককৃত ফাইলগুলো দেখতে পাবেন।

এখন শুধু Unlock All বাটনটিতে ক্লিক করলেই সব ডিলেট হয়ে যাবে।
মাত্র ২৩৭ কিলোবাইটের সফটওয়্যারটি পেতে এখানে ক্লিক করুন।

মাউসের রাইট বাটন মেনুতে যুক্ত করুন Empty Recycle Bin অপশন

মাউসের রাইট বাটন মেনুতে Empty Recycle Bin থাকে না । আপনি চাইলে খুব সহজেই Empty Recycle Bin যুক্ত করতে পারেন
এই কাজটি করার জন্য আপনাকে নিচের পদক্ষেপগুলো অনুসরন করতে হবে—
১)Notepad ওপেন করুন এবং এখানে নিচের লেখাগুলো কপি-পেষ্ট করুন ।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT*shellexContextMenuHandlers{645FF040-5081-101B-9F08-00AA002F954E}] @="Empty Recycle Bin" [HKEY_CLASSES_ROOT*shellexContextMenuHandlersEmpty Recycle Bin] @="{645FF040-5081-101B-9F08-00AA002F954E}" [HKEY_CLASSES_ROOTDirectoryBackgroundshellexContextMenuHandlersEmpty Recycle Bin] @="{645FF040-5081-101B-9F08-00AA002F954E}" [HKEY_CLASSES_ROOTDirectoryshellexContextMenuHandlersEmpty Recycle Bin] @="{645FF040-5081-101B-9F08-00AA002F954E}" [HKEY_CLASSES_ROOTFoldershellexContextMenuHandlersEmpty Recycle Bin] @="{645FF040-5081-101B-9F08-00AA002F954E}"
৩) এরপর EmptyRecyclebin.reg নামে ফাইলটি ডেস্কটপে Save As করুন ।
৪) ডেস্কটপে যেই Registry Key তৈরী হবে তাতে ডাবল ক্লীক করে Yes > Ok করুন ।
৫) এবার দেখুন মাউসের রাইট বাটন মেনুতে Empty Recycle Bin যুক্ত হয়েছে ।
প্রথম ধাপ
130103_02
দ্বীতিয় ধাপ

এবার দেখুন হয়ে গেছে।

হার্ড ড্রাইভ ডবল ক্লিকে ওপেন হচ্ছে না

অনেক সময় দেখা যায় ভাইরাসের কারনে আপনি পিসিতে কোন ড্রাইভ যেমন- c,d,e,f মাউসের ডাবল ক্লিকে ওপেন করতে যাচ্ছেন অথচ open With অপশন আসছে অথবা ইরর মেসেজ দিচ্ছে। হঠাৎ এ ধরনের সমস্যা আপনার জন্য সত্যি বেশ একটা বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।
আবার অনেক সময় দেখা যায় আপনার ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভে অটোরান(autorun.inf) ফাইল রান করছে ডিলিট করতে যাচ্ছেন কিন্তু ডিলিট হচ্ছে না।
কমান্ড প্রমোট এর সাহায্যে আপনি নিজেই এ ধরনের সমস্যার খুব সহজে একটি সমাধান করতে পারেন।
আসুন দেখা যাক কিভাবে আপনি কোন ভাইরাস সম্পৃক্ত অটোরান ফাইল ডিলিট করে ড্রাইভ ওপেন না হওয়ার সমস্যার সমাধান করা যায়।
ধাপ গুলো লক্ষ্য করুন:
  • windows menu+R প্রেস করে Run যান তারপর cmd টাইপ করুন।
  • এবার cd\ টাইপ করে ইন্টার চাপুন ।
  • এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি D ড্রাইভ হয় তাহলে D: লিখে ইন্টার দিন ।
  • এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf
  • তারপর টাইপ করুন del autorun.inf
attrib_del_autorun4
দেখুন আপনার পিসির হার্ড ড্রাইভ ডাবল ক্লিকে ওপেন না হওয়ার সমস্যাটি ঠিক হয়ে গেছে। এভাবে ইচ্ছে করলে আপনার ফ্ল্যাশ ড্রাইভ থেকেই autorun.inf ফাইল ডিলিট করতে পারবেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More