আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

হার্ড ড্রাইভ ডবল ক্লিকে ওপেন হচ্ছে না

অনেক সময় দেখা যায় ভাইরাসের কারনে আপনি পিসিতে কোন ড্রাইভ যেমন- c,d,e,f মাউসের ডাবল ক্লিকে ওপেন করতে যাচ্ছেন অথচ open With অপশন আসছে অথবা ইরর মেসেজ দিচ্ছে। হঠাৎ এ ধরনের সমস্যা আপনার জন্য সত্যি বেশ একটা বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।
আবার অনেক সময় দেখা যায় আপনার ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভে অটোরান(autorun.inf) ফাইল রান করছে ডিলিট করতে যাচ্ছেন কিন্তু ডিলিট হচ্ছে না।
কমান্ড প্রমোট এর সাহায্যে আপনি নিজেই এ ধরনের সমস্যার খুব সহজে একটি সমাধান করতে পারেন।
আসুন দেখা যাক কিভাবে আপনি কোন ভাইরাস সম্পৃক্ত অটোরান ফাইল ডিলিট করে ড্রাইভ ওপেন না হওয়ার সমস্যার সমাধান করা যায়।
ধাপ গুলো লক্ষ্য করুন:
  • windows menu+R প্রেস করে Run যান তারপর cmd টাইপ করুন।
  • এবার cd\ টাইপ করে ইন্টার চাপুন ।
  • এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন , যদি D ড্রাইভ হয় তাহলে D: লিখে ইন্টার দিন ।
  • এবার টাইপ করুন attrib -r -h -s autorun.inf
  • তারপর টাইপ করুন del autorun.inf
attrib_del_autorun4
দেখুন আপনার পিসির হার্ড ড্রাইভ ডাবল ক্লিকে ওপেন না হওয়ার সমস্যাটি ঠিক হয়ে গেছে। এভাবে ইচ্ছে করলে আপনার ফ্ল্যাশ ড্রাইভ থেকেই autorun.inf ফাইল ডিলিট করতে পারবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More