আসসালামু আলাইকুম

শুক্রবার, ৩০ মে, ২০১৪

windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই

অনেক সময় windows 7 এর পাসওয়ার্ড ভুলে গেলে দারুণ বিড়ম্বনায় পোহাতে হয়। তাই আজ এমন একটা কোশল দেখাবো যার দ্বারা কোন সফটওয়্যার ব্যাবহার করা ছারাই windows 7 এর পাসওয়ার্ড ভাঙতে পারবেন। তো কথা আর না বারিয়ে কাজের কথায় আসাজাক ।
যা লাগবে :  windows 7 এর একটি সেটআপ ডিস্ক (বুটেবল) ।
১. প্রথমে কম্পিউটার অপেন করার পর windows 7 এর একটি সেটআপ ডিস্ক টি ঢুকিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন ।

২. সেটআপ ডিস্ক টি বুটাবেল করেন । তারপর NEXT দিন ।
21 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
৩. এখন repair your computer এ ক্লিক করুন ।system recovery option না আসা পর্যন্ত  একটু অপেক্ষা করুন ।
31 500x375 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
৪. system recovery option আসার পর NEXT এ ক্লিক করুন ।
41 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D 51 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
৫. command prompt এ ক্লিক করুন । এখন ” copy C:windowssystem32sethc.exe C: ” লিখে Enter এ হিট করেন ।
61 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D 7 500x314 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D 8 500x240 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
৬. এখন command prompt এ আবার লিখেন ” copy C:windowssystem32cmd.exe C:windowssystem32sethc.exe ” লিখে Enter এ হিট করেন এবং “y” লিখে আবার Enter এ হিট করেন । exit লিখে Enter এ হিট করে command prompt কেটে দিন ।
91 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D 101 500x181 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D 112 500x164 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
৭. RESTART করুন ।
122 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
৮. কম্পিউটার চালু হবার পর “Shift” এ ৫ বার হিট করেন ( চাপ দেন)।  এখন “No” তে ক্লিক করুন ।
132 500x66 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D 142 500x261 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
৯. এখন  লিখেন ” net user (user name)<< যেমন আমার user name SHAMS >> ( any password)” তারপর Enter এ হিট করেন । আবার exit লিখে Enter এ হিট করে বের হয়ে আসেন ।
151 500x210 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D 162 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D
১০. এখন আপনি আপনার user name টি দিন আর password এর যায়গায় 123456( আপনি যা দিয়েছেন ) তা দিয়ে আপনার কম্পিউটার এ প্রবেশ করুন ।
171 500x265 windows 7 এর পাসওয়ার্ড খুলে ফেলুন কোন সফটওয়্যার ছারাই :D

__________(0_0)__________
আমি জা জানি তাই সবার সাথে শেয়ার করতে চেস্টা করি আর সেই জানার মাঝে যদি ভুল থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরধ সেই ভুলটি শুধরে দেবার জন্য আমাকে সাহায্য করবেন ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More