আসসালামু আলাইকুম

শুক্রবার, ৩০ মে, ২০১৪

আপনার পিসির ইউএসবি বন্ধ করুন কোন সফটওয়্যার ছাড়াই

পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি । পিসির ইউএসবি হল এমন একটি ইনপুট মিডিয়া যার মাধ্যমে আমারা পিসিতে অনেক প্রয়োজনেই ডিভাইস ব্যবহার করে থাকি। ইউএসবি একটি দরকারি মিডিয়া কারন এখন সব রকম কম্পিউটার সকল আনুসাংগিক জিনিস ইউএসবি মিডিয়াদারা তৈরি হচ্ছে । ইউএসবি যেমন দরকারি জিনিস তেমনি ক্ষতিকর একটি মিডিয়া হয়া দাড়াই যখন আপানার পিসির ইউএসবি মিডিয়া দিয়ে কেও আপনার পিসিকে হ্যাক বা ক্ষতি করার চেষ্টা করবে। আজ আমি আপনাদের এমন একটি জিনিস শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনার পিসির ইউএসবি বন্ধ রাখতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই ।
প্রথমে আপনার পিসির রান কমান্ড এ লিখুন regedit
এরপর সিলেক্ট করুন HKEY_LOCAL_MACHINE
এরপর সিলেক্ট করুন SYSTEM
এরপর সিলেক্ট করুন CURRENT CONTROL SET
এরপর সিলেক্ট করুন SERVICES
এরপর সিলেক্ট করুন USB TOR
এবার এখানে START নামে অপশন থাকবে। আপনি যদি ইউএসবি অফফ করতে চান তাইলে start এ ডবল ক্লিক করে ৩ কে ৪ করে দিন তাইলে ইউএসবি অফফ হবে আর অন করতে চাইলে ৪ কে ৩ করে দিন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More