আসসালামু আলাইকুম

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

পেনড্রাইভ লক করে রাখুন সফটওয়্যার ছাড়া

প্রথমে পিসির সাথে আপনার পেনডাইভটি সংযোগ করুন, যেটি আপনি লক করবেন। আমি আমারটা করলাম।
এবার My Computer ঢুকে Pendrive এর উপর রাইট বাটন এ ক্লিক করে Turn on BitLocker এ ক্লিক করুন ।
01
তাহলে নিচের মত আসবে।
03
এবার Use a Password to unlock the drive এ টিক চিহ্ন দিয়ে Type your Password এবং Retype your Password এর ঘরে একই পাসোয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন।
04
এবার Save the Recovery key to a file এ ক্লিক করে ফাইলটি সেভ করে রাখুন।
05
এবার Use Encrypting বাটনে ক্লিক করুন।
06
তারপর ১০০ % হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
07
এবার পিসি থেকে Pendrive টি খুলে আবার লাগান দেখুন আপনার পেন ড্রাইভ টি লক হয়ে নিচের মত শো করছে।
10
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More