প্রথমে পিসির সাথে আপনার পেনডাইভটি সংযোগ করুন, যেটি আপনি লক করবেন। আমি আমারটা করলাম।
এবার My Computer ঢুকে Pendrive এর উপর রাইট বাটন এ ক্লিক করে Turn on BitLocker এ ক্লিক করুন ।
এবার My Computer ঢুকে Pendrive এর উপর রাইট বাটন এ ক্লিক করে Turn on BitLocker এ ক্লিক করুন ।
![01](http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2014/12/01.jpg)
তাহলে নিচের মত আসবে।
![03](http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2014/12/03.jpg)
এবার Use a Password to unlock the drive এ টিক চিহ্ন দিয়ে Type your Password এবং Retype your Password এর ঘরে একই পাসোয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন।
![04](http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2014/12/04.jpg)
এবার Save the Recovery key to a file এ ক্লিক করে ফাইলটি সেভ করে রাখুন।
![05](http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2014/12/05.jpg)
এবার Use Encrypting বাটনে ক্লিক করুন।
![06](http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2014/12/06.jpg)
তারপর ১০০ % হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
![07](http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2014/12/07.jpg)
এবার পিসি থেকে Pendrive টি খুলে আবার লাগান দেখুন আপনার পেন ড্রাইভ টি লক হয়ে নিচের মত শো করছে।
![10](http://tp.media.tunerpage.com/wp-content/uploads/2014/12/101.jpg)
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন