আসসালামু আলাইকুম

রবিবার, ৬ নভেম্বর, ২০১১

মোবাইল দিয়ে মডেম বানানোর উপায় ।

>

মোবাইল দিয়ে মডেম বানানো পদ্ধতি আগে আমার অনেক গুরু অনেক ভাবে বলেছেন,সেই পোষ্ট গুলো অসম্পূর্ণ বিধায় আমি একটি পূর্নাঙ্গ পোষ্ট লেখার চেষ্টা করবো ,কারন অসম্পূর্ন টিউনস পড়ে আমি চেষ্টা করেছিলাম মোবাইল দিয়ে মডেম কিন্তু সফল হতে পারিনি ।

প্রথমে লাগবে যেকোনো ইন্টারনেট ও

ব্লুটুথ সার্পোটেড নকিয়া সেট এবং

একটি ব্লুটুথ ডিভাইসঃ

এ বার দেখুন কিভাবে এটিকে মডেম হিসাবে ব্যবহার করবেন :

প্রথমে আপনার পিসিতে আপনার ব্লুটুখ ডিভাইসটি লাগান । তারপর নিচের চিত্রের মত Taskbar এ ব্লুটুথ চিহ্নটি দেখতে পাবেন এটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে Add a Bluetooth Device ক্লিক করুন ।

তারপর আপনার মোবাইলে ব্লুথট ডিভাইসটি চালু করুন । এবং নিচের চিত্রের মত Next বাটনে ক্লিক করুন ।

তারপর আপনার ব্লুটুথ ডিভাইসটি আপনার পিসি খুজবে খুজা শেষ হলে নিচের চিত্রের মত আসবে আপনি Next বাটনে ক্লিক করুন :

তারপর একটা Passkey দেন আমি ১ দিয়েছি :

তারপর আপনার মোবাইলে আবার আপনার দেয়া Passkey টি দেন এবং Next বাটনে ক্লিক করুন ।

সর্বশেষ Finish বাটনে ক্লিক করুন ।

এই ধাপ গুলো শেষ হওয়ার পর Nokia পিসিসুইট সফটওয়্যারটি ইনষ্টল করুন ।ইনষ্টল হয়ে যাবার পর নিচের চিত্রের মত Click Here to Connected এ ক্লিক করুন তারপর একটি ব্লক্স আসবে এতে Next বাটনে ক্লিক করুন ।

তারপর ব্লুটুথ কানেকশন এ ক্লিক করুন এবং নেক্সট দিন ।

তারপর যা আসে সবগুলোতে নেক্সট সিলেক্ট করুন এবং নিচের চিত্রের মত ইন্টারনেট কানেক্ট দেন ।

এবার চিত্রের মত আসবে :
এটা আসার পর সেটিং চিহ্নটিতে কীক্ল করুন এবার নেক্সট তীর চিহ্নটিতে চাপুন তারপর আপনি যে মোবাইল অপারেটরের সেবা গ্রহন করছেন সেটি সিলেক্ট করে ok ক্লীক করুন (যদি বাংলালিংক অপারেটরের সেবা গ্রহন করে থাকেন সেক্ষেত্রে ম্যানুয়াল সেটিং করতে হবে.এজন্য আপনার কাষ্টমার ম্যানেজারের সাথে কথা বলুন)
ব্যস হয়ে গেল ।এবার Nokia pc suite ওপেন করে ইন্টারনেট কানেক্ট করে উপভোগ করুন ইন্টারনেট সেবা ।আশা করি এতক্ষণে জেনে গেছেন কিভাবে মোবাইল দিয়ে মোডেম বানানো যায় .আর স্পীড পাবেন ১১৫.২ ।


Verify Your Blogspot Blog In Google Webmaster Tools

Hello Everyone, How are you all? I hope you all are fine. Today in this post I will tell you how to you can verify your blogspot.com blog in Google Webmaster Tool. Google Webmaster Tools will help you is Optimizing your blog for SEO in Google Search.

Ok, Let’s see the
· Verification step- 1

1. Go to- Google Webmasters Tools
2. Login your Google account or (you can use your Blogger.com ID and Password to login)
3. Click on Add a site… button
4. Type your Blog Site URL
Then click on -> Continue button

· * Step-2

* Now you need to verify that you are the owner of that blog

· If you are using the same account in Google Webmaster Tools and that you are using in your Blogger.com blog ,Then you don’t need to verify
· If you are using different account then
· Or If you don’t see Verified

(a) After adding your blogspot URL you will see some option to verify,
(b) Select Add a meta tag to your site’s home page radio button.
(c) Then you will see a META tag copy that META tag
(d) And go to Blogger.com and login to your account
(e) Click on-- Design--> Edit HTML
(f) Press Ctrl+F
(g) Search for
(h) Just below HEAD tag () past the META tag you copied from Webmaster Tools page.
(i) to save Template click on SAVE TEMPLATE button
(j) Now again go to http://google.com/webmasters/tools/
(k) login Google Webmaster Tools account
(l) If you can’t see your blog, you see something text like this
Use the table below to manage verified owners of your sites or add new sites to your account. Additional information about your verified sites is available at Webmaster Tools.
Click on Webmaster Tools link
(l) Now click on Verify this site button (at the right-hand side)
(m) Then again select Add a meta tag to your site’s home page radio button
(n) Then click -> Verify button

Ok Now your blog is verified for Google Webmaster Tools.
Thanks to all.

যেভাবে আপনার wordpress blog কে blogger এ এবং blogger কে wordpress blog এ ট্রান্সফার করবেন।

সবাই কে আমার সালাম ও ঈদ মোবারাক জানিয়ে আমার টিউন টি শুরু করছি।

আমরা জানি যে WordPress ব্লগিংয়ের জন্য একটি সেরা প্ল্যাটফরম। কিন্তু আমাদের কিছু প্রয়োজনীয় সাধারন কাজ WordPress এর ফ্রি ইউজারদের জন্য সীমিত , যেমন- JavaScript and Ad sense ব্যাবহার জা শুধু মাত্র প্রিমিয়াম ব্লগারদের জন্য ।

যাইহোক আপনি চাইলে আপনার WordPress blogs এর সকল পোস্ট এবং কমেন্ট খুব সহজেই Blogger এ সফলভাবে ট্রান্সফার করতে পারেন।

নিচের ৩ টি সহজ ধাপ আনুসরন করুন-

আপনার WordPress account এ Login করুন ->Dashbord >Tools>Export> এখন Download Export File button এ ক্লিক করুন। ফাইল টি হার্ডডিস্ক কে Save করুন।
এখন WordPress2Blogger এই সাইট টি তে যান->Choose file button ক্লিক করুনàপূর্বে সংরক্ষিত ফাইলগুলো Browse করে Convert এ ক্লিক করুনà আবার ফইল টি Save করুন।
Blogger এ Login করুন Dashbord>Settings>Blog Tools> Click on Import blog and browse to the location of converted file এবং ইমপোর্ট করুন।


একইভাবে Blogger কে WordPress Blog এ ট্রান্সফার করুন-

Blogger এ সাইন ইন করুন
WordPress account এ যান যেখানে পোস্ট গোলো সরাবেন->Dashboard->Tools-> Import->Click on Authorize button-> Click on Grant Access button–>এখন আপনি আপনার ব্লগার ব্লগ এর পোস্ট গুলো দেখতে পাবেন -> click the Import button and you are done!
ধন্যবাদ সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।

শনিবার, ৫ নভেম্বর, ২০১১

সার্ভার হ্যাক করে ইন্টারনেট স্পিড আপ করুন পর্ব ১


আমি কথা দিলাম এই ট্রিকস টা করে সবাই থ হয়ে তাকিয়ে থাকবেন।নিজেই দেখে নিন তাহলে।হেকিং করা আমি খারাপ কিছু মনে করি না যদি সেটা যদি হয় ভালোর জন্য।এই টপিক নিয়ে আমি অনেক গুলো পোস্ট দিবো, সবাই নিয়মিত থাকবেন। আরেকটা কথা আমি সিউর দিয়ে বলতে পারি এমন ট্রিকস আগে কথাও দেখেন নি।তবে সাইটে কিছু মোহা গিয়ানি লোক আছে তাদের কথা বাদ।আমার মত নরমান মানুষ হলে উপকার হবেন। আজকে আমরা ইন্টারনের এর সার্ভার হেক করে আমাদের ইন্টারনেটের স্পিড বারাবো।এত গুলো টাকা খরচ করেন ইন্টারনেটের জন্য সেটা যদি পেয়সা উসুল না হয় কনো মজা আছে? আমার কথা হলো টাকা যখন দিবই তাহলে এচ্ছা মত আগে মজা নিয়া নেই।হাহাহাহহা.।কি বলেন?খুব সহজে কাজটা করা যায়।

১। run এ ক্লিক করে regedit টাইপ করে enter দিন।

২। এখানে যান
HKEY_CURRENT_USER\Software\microsoft\Windows\CurrentVersion\InternetSettings

৩। ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে নিউ DWORD Value নিন সেটার নাম দিন MaxConnectionsPerServer
এখন এটা ডাবল ক্লিক করে অপেন করে Hexadecimal ক্লিক করে value data জায়গায় 000000a দিন OK দিয়ে বের হয়ে আসুন।

৪। আবার ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে নিউ DWORD Value নিন সেটার নাম দিন MaxConnectionsPer1_0Server
এখন এটা ডাবল ক্লিক করে অপেন করে Hexadecimal ক্লিক করে value data জায়গায় 0000000a দিন OK দিয়ে বের হয়ে আসুন।

৫। আপনার ব্রাউসার বন্ধ করে আবার অন করুন অথবা পিসি রিস্টার্ট দিন।

কিছু পিসি টিপস

বিসমিল্লাহির রহমানির রাহিম সবার শুভকামনায় হাজির হয়েছি আরেকটি একটি পোস্ট নিয়ে …যা বলতে পারেন কম্পিউটারের ছোট কাট টিপস…হয়ত আপনাদের কাজে লাগবে………দেখুন…..

1. Security:

USB Drives are one of the major tool through which data transfer takes place. In order to protect your data from getting stolen from you computer with the help of a USB drive you can make the USB drives read only.

Go to ‘HKLM\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies‘ and create a new DWORD value ‘WriteProtect‘ and set its value to 1. This will enable you to read from USB drives, but you won’t be able to copy data to it.

2. Sorting Files:

Quite often you want the files to appear according to their names in explorer. In order to restore the ASCII file ordering, perform the following hack :

Go to ‘HKLM\Software\Microsoft\Windows\Currentversion\Policies\Explorer’ and create a new DWORD value called as ‘NoStrCmpLogical’ and set its value to 1.

3. Speeding Up Menu loading time:

In order to make your menus load faster, perform the following tweak.

Go to ‘HKEY_CURRENT_USER\ Control Panel\Desktop‘ and right click ‘MenuShowDelay’ and click ‘Modify’. Change the string value to some nearby 100 value.

4. Reducing Folder Accessibility Time:

To speed up the access to any folder that is pinned to start menu, perform the following hack

Go to ‘HKCR\Folder\shellex\ContextMenuHandlers’ and right click ‘ContextMenuHandlers‘ and click ‘New|Key‘. Type ” (blank space and no quotation marks) and press Enter. Select any folder and right click on it to select ‘Pin to Start Menu’ while holding Shift key.

5. Multiple Logins in Messenger:

By default you are allowed only a single login at a time on Live Windows Messenger. You can override this by

Go to ‘HKLM\Software\Microsoft\WindowsLive\Messenger’ and create a new DWORD value ‘Multiple Instances’ and its values as 1.



6. Eliminate Startup Delay

To get faster boot up speeds, you can cut the boot delay to 0. The delay is in place to allow your startup processes some breathing room during loading. Your default delay is 30 seconds. So, you can eliminate it for faster boot up times.

1. Open your Start menu.
2. Click Run
3. In the command screen, type msconfig
4. In the system configuration utility, click either BOOT tab.
5. In the boot menu, change the default setting for the Time Out from 30 to 5 seconds.



বি:দ্র: এই তথ্যগুলো একটি ইংরেজি সাইট থেকে সংগ্রীহিত………….ধন্যবাদ সবাইকে

ফেসবুকের গোপন তরিকা-একসাথে লগইন করুন একাধিক আইডিতে


ফায়ারপক্সের এডঅনস সেটাপ করে একসঙ্গে একাধিক ফেসবুক আইডিতে লগ-ইন করা সম্ভব…প্রথমে লিঙ্ক থেকে Cookpie Firefox addons টি ইনস্টল করুন…ব্রাউজারটি আবার খুলে ফেসবুকে লগ-ইন করুন…এবার নতুন ট্যাব খুলুন…নতুন খোলা ট্যাবের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করুন…Toggle on/off cookpie নির্বাচন করে অন্য আইডিতে লগ-ইন করুন

লিঙ্ক

download করুন idm 6.7 build 14 full version with patch

Download করুন IDM 6.7 Build 14 Full Version With Patch And Crack
আজ আপনাদের সাথে হাজির হয়েছি Internet Download Manager 6.7 Build 14 Full Version নিয়ে।
এই ভার্সনটি রিলিজ হয় 25 October 2011
এই ভার্সনটি Firefox, Google Chorme এবং Internet Explorer এর নতুন ভার্সন সাপোর্ট করে।

To Download Click Here
How To Install And Apply Patch or Crack:

1. Uninstall Any Previous Version
2. Now Install idman607
3. Exit IDM From Taskbar.
4. Run Patch
5. Click On Patch Button
6. Now Click Registration
7. All Done.
8. Enjoy

***If You Cannot Apply Patch Tool then just Copy IDMan File And Past it to…
C:\Program Files\Internet Download Manager
Just Replace it.
Note: Before Doing This You Must Exit IDM from Taskbar.

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর জন্য জনপ্রিয় সফটওয়ার অরেন্জ এইচআরএম


হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর জন্য যেসকল সফটওয়ার রয়েছে তার মধ্যে অরেন্জ এইচআরএম একটি গুরুত্বপূর্ন স্থান দখল করে আছে। এটি একটি নেতৃস্থানীয় ওপেন সোর্স এইচআর সমাধান । ২০০৫ সালে শুরু করা ইউএসএ ভিত্তিক অরেন্জ এইচআরএম এর সফটওয়ার কোম্পানীটি ইউরোপ ও এশিয়াসহ বিভিন্ন মহাদেশে তাদের এই সফটওয়ারের সেবা দিয়ে আসছে ।ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য তৈরি করা এই সফটওয়ারটি প্রতিষ্ঠানদেরকে একটি সুনির্দিষ্ট ও সুবিধা জনক এইচআরএম সিস্টেম প্র্রদান করে আসছে । জিন্যু জেনারেল পাবলিকের লাইসেন্স এর অধীনে মুক্তি পাওয়া সফটওয়ারটি প্রথম ২০০৬ সালের জানুয়ারীতে এর বেটা সংস্করন মুক্তি দিয়ে সবার নজরে আসে ।

বর্তমানে,অরেন্জ এইচআরএম ওপেনসোর্স এইচআরআইএস সমাধানের অন্যতম অংশীদার ও বিশ্বব্যাপী বহুল প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত একটি সফটওয়ার ।মূলত এর দক্ষ ডেভেলাপারদের প্রফেশনাল সাপোর্ট ও সেবাই এদের ভিত্তিকে শক্ত করতে সাহায্য করছে ।

অরেন্জ এইচআরএম এর সর্বশেষ সংস্করণটি তে নিম্নলিখিত মডিউল রয়েছে:

অ্যাডমিন মডিউল – এই মডিউল এইচআর ম্যানেজার বা অন্যান্য প্রশাসনিক সদস্যদের তাদের নিজ নিজ অবস্থান থেক প্রয়োজনীয় প্রশাসনিক কর্ম সঞ্চালনের জন্য সুবিধা প্রদান করে । তার জন্য এডমিন কোম্পানীর গঠন,পে গ্রেডস ও অন্যান্য তথ্য এর সিস্টেমের ব্যাকবোনে জমা রাখতে পারবেন।
ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা – এর পিআইএম মডিউল কোম্পানীর কর্মচারীদের বিভিন্ন তথ্য যেমন, ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা এবং কাজের সম্পর্কিত তথ্য ইত্যাদি এর ঝুলিতে জমা রাখ ।.

লিভ মডিউল – এই মডিউল কোম্পানীর ছুটি সম্পর্কিত যাবতীয় কাজ যেমন, ব্যবহারকারীদের ছুটি নির্ধারণ, কাজ ছেড়ে দেওয়ার তারিখ, আবেদন ইত্যাদি সম্পাদন করে থাকে ।

ইএসএস মডিউল – এই মডিউলটি প্রত্যেক ব্যবহারকারীকে তার ব্যক্তিগত তথ্য রাখতে এবং এইচআর এর অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে। প্রয়োজনে যে কোন জায়গা থেকেই ব্যবহারকারীরা তাদের তথ্য হালনাগাদ করতে পারেন।

বেনিফিট মডিউল – ব্যবহারকারীরা যাতে তাদের সুবিধা সংক্রান্ত কাজ যেমন চিকিৎসা ও কল্যাণ সুবিধা সংক্রান্ত কর্ম পরিচালনা করতে পারে সেসুবিধা প্রদান করে । এছাড়াও নতুন নতুন বৈশিষ্ট্যের সুবিধা যোগ করার সুবিধাও এতে রয়েছে।

এছাড়াও নিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য রয়েছে রিক্রয়েটমেন্ট মডিউল,কর্মকর্তাদের কাজের পারফরমেন্স বিশ্লেষণ করার জন্য পারফরমেন্স মডিউল সহ আরও অনেক মডিউল।

এসব ফিচার ছাড়াও কেউ যদি আরও ফিচার সংযুক্ত করতে চায় তার জন্য রয়েছে থিম পরিবর্তনের জন্য, আয়ব্যয় ট্রেকার,টাইম শীট ,নটিফিকেশন এডঅনস সহ প্রচুর এডঅনস।

এই সফটওয়ারটি ডাউনলোড ও এর ডেমো দেখার জন্য এর অফিসিয়াল সাইট www.orangehrm.com ভিজিট করতে পারেন।

ব্যক্তিগত হিসাব নিকাশ এর জন্য জনপ্রিয় সফটওয়ার হোমব্যাংক

ব্যক্তিগত হিসাব নিকাশ এর জন্য একটি জনপ্রিয় সফটওয়ার হোমব্যাংক । যাতে টেকনিক্যাল জ্ঞান ছাড়াও সহজেই যেকেউ এটি ব্যবহার করতে পারে
এই উদ্দেশ্য নিয়ে ওপেন সোর্স এর এই সফটওয়ারের ইউজার ইন্টারফেসটি সাজানো হয়েছে।এর পাওয়ারফুল ফিল্টারিং সিস্টেম ও গ্রাফ ব্যবহার করে সহজেই বিশ্লেষন করতে পারবেন আপনার আর্থিক লেনদেন এর দৈনিক, মাসিক বা বাতসরিক তথ্য । প্রায় ১৪ বছর ধরে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতের উপর ভিত্তি করে এই সফটওয়ারটি আপডেট হয়ে আসছে । ১৯৯৫ সালে অ্যামিগা কম্পিউটার নামক একটি কোম্পানী এর উন্নয়নের জন্য কাজ শুরু করেছিল, বর্তমানে প্রায় ৫০টিরও বেশী ভাষায় এটি পাওয়া যায় ।

ওপেনসোর্স হওয়ার কারনে কেউ ইচ্ছে করলে নিজের প্রয়োজনে এটিকে কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন। সি ও জিটিকে প্লাস এর সাহায্যে উন্নয়নকৃত এই সফটওয়ারটি জিন্যু জেনারেল পাবলিক লাইসেন্স এর অধীনে সবার জন্য উন্মুক্ত হয় । লিনাক্সের বিভিন্ন অপারেটিং সিস্টেম এর পাশাপাশি ফ্রিবিএসডি ,মাইক্রোসফট উইন্ডোজ,ম্যাক ওএসএক্স সহ বিভিন্ন অপারেটিং সিস্টেম এমনকি নকিয়া এন সিরিজের সেট গুলোতেও একে চালানো যায় । আপনি যদি সহজেই দৈনন্দিন আর্থিক লেনেদেন এর হিসাব নিকাশ এর জন্য কোন সমাধান খুজে থাকেন তাহলে নিসন্দহে এই সফটওয়ারটি ব্যবহার করতে পারেন।এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিভিন্ন ট্রানসেকশন এর তথ্য সিএসভি,কিউআইএফ ও ওএফওক্স ফরম্যাট এ এতে ইমপোর্ট ও এক্সপোর্ট করতে পারবেন,লেনদেন এর জন্য বিশেষ ট্যাগ বৈশিস্ট্যও যোগ করতে পারবেন,প্রতিটি কলামে একাধিক লেনদেনের তথ্য যোগ করার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা ।এছাড়াও এর বিশ্লেষন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডায়নামিক্যালি সহজ উপায়ে গ্রাফিক্যাল চার্ট এর মাধ্যমে বিভিন্ন তথ্য প্রর্দশনের সুযোগ,প্রতিটি ট্রানসেকশনের জন্য আলাদা আলাদা ফিল্টারিং ব্যবস্থা ইত্যাদি। মাল্টি অ্যাকাউন্ট ব্যবস্থাপনা,ট্রানসেকশনের জন্য পেইই এবং ক্যাটাগরি ও সাবক্যাটাগরি নির্ধারন করে দেওয়া এবং সহজেই বার্ষিক বাজেট প্রকাশ করার সুবিধা রয়েছে এর সাধারন বৈশিষ্ট্যের তালিকায়।
হোমব্যাংক জনপ্রিয় সফটওয়ারটির জন্য অভিজ্ঞ ডেভেলাপারদের নিয়ে রয়ছে একটি অনলাইন হেল্প সেন্টার ,যেখানে আপনি আপনার এই সফটওয়ার ব্যবহার সংক্রান্ত সমস্যা সমাধানের সুযোগ এছাড়াও পারবেন এর উন্নয়নের এর জন্য এর বাগ গুলো চিহ্নিত করে রিপোর্ট করতে । জনপ্রিয় এই সফটওয়ারটির সর্বশেষ স্ট্যাবল সংস্করন ৪.৪ এর অফিসিয়াল সাইট www.homebank.free.fr থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ।

লেটেস্ট RA. One (2011) হিন্দি মুভি

অনেক রাত হয়ে গেছে ।
অনেক খোজাখুজি অবশেষে DVDScr ফরম্যাটে মুভি পেলাম ।
মুভি নাম হলো - RA. One (2011)
আসলে অনেক জায়গাতেই পেয়েছিলাম কিন্তু ফরম্যাট দেখে পছন্দ হয় নাই ।
যাই হোক । কথা বাড়াচ্ছি না । মুভিপ্রেমিরা ডাউনলোড শুরু করে দিতে পারেন এখনই ।


ডাউনলোডঃ

পার্ট - ১
পার্ট - ২
পার্ট - ৩

শুভ রাত্রি ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More