আসসালামু আলাইকুম

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১২

আপনার কম্পিউটার কে অ্যাকুরিয়ামে পরিনত করুন

আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভাল আসেন । আপনাদেরকে এখন একটি চরম সফটওয়্যার এর কথা বলব যার সাহায্যে অ্যাকুরিয়াম না কিনেই তৈরি করতে পারবেন নিজে নিজেই ।

আমি আপনাদের এমন এক সফ্ট এর কথা বলতে যাচ্ছি যা আপনাকে দিবে অ্যাকুরিয়ামের বাস্তব অভিজ্ঞতা! মনে হবে আপনার সামনে একটি জলজ্যান্ত, বাস্তব একটি অ্যাকুরিয়াম আছে যাতে কিনা 9-10 টা মাছও চলাফেরা করছে।

আমাকে বিশ্বাস করে এখনি ডাউনলোড করে নিন সফ্টটা। এটা ইন্সটল করার কোনো দরকার হয় না। তবে রেজিষ্ট্রেশান কি দেয়া আছে ঐটা একটু বসিয়ে নিবেন। তা না হলে 9/10টা মাছের বদলে আপনাকে মাত্র 2 টা মাছ দেয়া হবে। দারুন এই চোখ ঝলসানো অ্যাকুরিয়াম দেখে আপনি নিশ্চয় আশ্চর্যান্ত্বিত হবেন!!

ভাল লাগলে জানাবেন ।
ধন্যবাদ ।

আপনার কম্পিউটার কে অ্যাকুরিয়ামে পরিনত করুন

আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভাল আসেন । আপনাদেরকে এখন একটি চরম সফটওয়্যার এর কথা বলব যার সাহায্যে অ্যাকুরিয়াম না কিনেই তৈরি করতে পারবেন নিজে নিজেই ।

আমি আপনাদের এমন এক সফ্ট এর কথা বলতে যাচ্ছি যা আপনাকে দিবে অ্যাকুরিয়ামের বাস্তব অভিজ্ঞতা! মনে হবে আপনার সামনে একটি জলজ্যান্ত, বাস্তব একটি অ্যাকুরিয়াম আছে যাতে কিনা 9-10 টা মাছও চলাফেরা করছে।

আমাকে বিশ্বাস করে এখনি ডাউনলোড করে নিন সফ্টটা। এটা ইন্সটল করার কোনো দরকার হয় না। তবে রেজিষ্ট্রেশান কি দেয়া আছে ঐটা একটু বসিয়ে নিবেন। তা না হলে 9/10টা মাছের বদলে আপনাকে মাত্র 2 টা মাছ দেয়া হবে। দারুন এই চোখ ঝলসানো অ্যাকুরিয়াম দেখে আপনি নিশ্চয় আশ্চর্যান্ত্বিত হবেন!!

ভাল লাগলে জানাবেন ।
ধন্যবাদ ।

গেমের সিরিয়াল খুঁজছেন>>>>>>এদিকে আসুন!!!

গেমের সিরিয়াল খুঁজছেন>>>>এদিকে আসুন!!!

আপনি কি আপনার পছন্দের গেমের সিরিয়াল খুঁজছেন>>>>>> এখানে আসুন>>>>>>

আজ আমি আপনাদের জন্য ৮০০ টির বেশি গেমের সিরিয়াল এনেছি।

যেহেতু নীতিমালায় সিরিয়াল পোষ্ট করতে মানা করা হয়েছে তাই ডাউনলোড লিংক দিলাম। যার লাগবে তিনি যেন ডাউনলোড করে নেন।

এখানে গেমের লিস্ট দেওয়া হলঃ

1503 A.D.: A New World

1503 A.D.: Treasures, Monsters and Pirates

Age of Mythology

Age of Mythology: The Titans

Axis and Allies

Battlefield 1942
----------------

Battlefield 1942: Secret Weapons of WWII
----------------

Battlefield 1942:The Road to Rome

Battlefield Vietnam
----------------

Big Scale Racing

Black and White
----------------

Black and White: Creature Isle
----------------

Breed
----------------

Call of Duty
----------------

Call of Duty 4 [Only for Single Player,]

Call of Duty: United Offensive

Catwoman
----------------

Chrome
----------------

Command & Conquer Generals
----------------

Command & Conquer Generals: Zero Hour
----------------

Command & Conquer Red Alert 2
----------------

Command & Conquer Red Alert 2:Yuri's Revenge
----------------

Command & Conquer Renegade

Command & Conquer Tiberian Sun

Comanche 4
----------------

Counter Strike
----------------

Counter Strike:Condition Zero
----------------

Delta Force 2
----------------

Delta Force: Black Hawk Down
----------------

Delta Force: Black Hawk Down Team Sabre
----------------

Delta Force:Land Warrior
----------------

Delta Force:Task Force Dagger
----------------

Diablo 2
----------------

[/B]Call of Duty:

C & C Generals: Zero Hour:

C & C Generals: Zero Hour:

C & C Generals: Zero Hour:

Diablo 2: Lord of Destruction
----------------

Doom 3
----------------

Doom 3: Resurrection of Evil

Dope Wars
----------------

Drome Racers
----------------

Empires: Dawn of The Modern World

Empire Earth

Empire Earth: Art of Conquest

Emperor: Battle For Dune

Emperor:Rise of the Middle Kingdom
----------------

F1 2001
----------------

F1 2002
----------------

F1 Challenge 99-02
----------------

FIFA 2002
----------------

FIFA 2003
----------------

FIFA 2004
----------------

FIFA 2005
----------------

FIFA World Cup 2002
----------------

Freedom Fighters
----------------

+ more over 700 games…………..

Download Link: (PDF)

http://www.mediafire.com/?bwrx7dv7chb7ojz

আপনার আই,পি হাইড করুন(hide ip easy v5.0.4.2 with crack)

আই পি হাইড সফটওয়্যার নিয়ে অনেকেই লিখেছে কিন্তু কোনটাই এখন আর সার্ভারের মধ্যে নাই।

ডাওনলোড করতে গেলে বলে এটা পাওয়া যাচ্ছে না। তাই নিজেই লিখতে বসে গেলাম।প্রথমে সার্চ করে দুই দিন এর মাথায় ক্র্যাক ভার্সন খুজে

যাক এখন কি করতে হবে তাই বলছি।

প্রথমে নিচের লিঙ্ক থেকে Zip file টি ডাউনলোড (মাত্র 11.5 MB (1,21,12,853 bytes)) করে নিন।এরপর extract করে নিন। এবং সেখান থেকে Application file টি double ক্লিক করুন ।

সেখানে দেখবেন উপরের দিকে ইন্সটল ফাইল আছে ।সেখানে ক্লিক করে install করুন।কিন্তু রান করবেন না। প্রয়জনে install এর শেষের দিকে run this থেকে টিক উঠিয়ে দিন।

এবার প্রথম দিকে যেখান থেকে ইন্সটল করেছিলেন সেখানে নিচে ক্র্যাক লিখা আছে। সেখান ক্লিক করুন ।

দেখবেন সেখানেও একটি installer আছে। সেটা কপি করে নিন।

প্রথমে install করেছিলেন সেখনে peste করুন। একি নাম থাকার কারনে আপনাকে reaplace করার জন্য বলবে। আপনি reaplace করুন।

এবার সেখানে double ক্লিক করুন। তাহলে আপনার সফটওয়্যার run হবে।

রান করার পর hide IP তে ক্লিক করুন।

install করার নিয়ম জিপ ফাইলেও দেওয়া আছে।

ডাউনলোড করতে লিঙ্ক এ ক্লিক করুন।

Download from here

অচল (নষ্ট) কীবোর্ড সচল (ভালো) করুন এবং টাকা বাঁচান ।

আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভাল আসেন । Tunerpage এ এইটা আমার দ্বিতীয় পোস্ট । যারা জানেন না তাদের অনেক কাজে আসবে আসা করতেসি । সাধারনত আমাদের কম্পিউটার বা এর কোন পার্টস এর কিছু হলে রিপেয়ার করার জন্য বা নতুন তি কেনার জন্য বাবার কাসে ঘেন ঘেন করতে হই । তো নিজেই ঠিক করলে হই । আজ আমি আপনাদের কীবোর্ড ঠিক করার একটি চরম সফটওয়্যার এর কথা বলব এবং এতে দ্বারা কিভাবে কাজ করতে হই টা জানাবো ।

এমন সমস্যার কথা অনেকের মুখেই শুনেছি যে, কী বোর্ডের(keyboard) সব কী(Key)ই ঠিক আছে কিন্তু দুই একটা কী(key) কাজ করছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নতুন একটা কীবোর্ড কিনতে হয়েছে। কিন্তু এখন থেকে আমরা কীবোর্ড রিমাপিং করে কীবোর্ড ঠিক করতে পারি । রিম্যাপিং এমন একটা ফ্যাংশন যার মাধ্যমে আপনি আপনার নষ্ট কী বোর্ডের ফাংশন বা কাজ অন্য একটা কী বোর্ড দিয়ে করতে পারবেন। উদাহরণস্বরুপ- কীবোর্ডের ডিলিট কী যদি নষ্ট হয়ে যায় আপনি কীবোর্ড রীম্যাপিংয়ের মাধ্যমে অন্যযেকোন একটা কী দিয়ে ডিলিট কীর কাজ চালিয়ে যেতে পারেন।

কীবোর্ড রীম্যাপিংয়ের অনেক সফটওয়ার ফ্রিতে পাওয়া যায় তার মধ্যে আমার প্রথম পছন্দ MapKeyboard সফটওয়ারটি। মাত্র ৩০কেবির এর ছোট্ট সফটওয়ার যা আপনি ডাউনলোড করতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং যা দিয়ে খুব সহজেই আপনি কীবোর্ড ম্যাপিং করতে পারবেন। আপনাকে কোন ইন্সটলেশনের ঝামেলাও যেতে হবে না। শুধু এখান থেকে MapKeyboard সফটওয়ারটি ডাউনলোড করে আনজিপ করে নিলেই হবে।

আসুন একপলক দেখে নিই কিভাবে কীবোর্ড রীম্যাপ করবেন। আপনি যে কী রীম্যাপ করতে চাচ্ছেন সেই কীটি সিলেক্ট করুন এবং Remap selected key to থেকে নতুন একটা কী সিলেক্ট করুন। মনেকরি, আপনি নষ্ট Delete কী এর কাজ Left Shift দিয়ে করতে চাচ্ছেন। এখন প্রথমে Delete কী সিলেক্ট করুন এবং Remap selected key to থেকে Left Shift সিলেক্ট করে Save Layout এ ক্লিক করুন। এখন সহজেই Delete কী এর ফাংশন আপনি কীবোর্ডের Left Shift দিয়ে করতে পারবেন।

আমার পোস্ট আপনাদের ভাল লেগে থাকলে জানাবেন।
ধন্যবাদ ।
ভাল থাকবেন সবাই ।

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

১ কিলোবাইট ফাইল দিয়ে পেনড্রাইভ পোর্ট ঠিক করুন

আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের একটি গুরুত্বপুর্ন টিপস দিতে আসলাম। এটি মূলতঃ পেনড্রাইভ পোর্ট কে নিয়ে

অনেক সময় আমাদের কম্পিউটার এর সামনের অথবা পিছনের পেনড্রাইভ এর পোর্ট সঠিক ভাবে কাজ করে না। আবার অনেক সময় পায় । পেনড্রাইভ পোর্ট নিয়ে গুতোগুতি করতে কার ভালো লাগে? কিন্তু এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। মাত্র ১ কিলোবাইট এর একটি ফাইল দিয়ে। ভাবছেন কিভাবে? হ্যাঁ ,বলছি।

১।প্রথমেই আপনার start অপশন থেকে run এ যান।
২। এরপর এক এক করে prefetch, recent, %temp% ফাইল ডিলিট করুন।
৩। এরপর নিচের Pen Drive port Fixer ফাইল টি ডাউনলোড করে সেটি তে ডাবল ক্লিক করুন
৪। yes বাটনে ক্লিক করুন
৫। ok করুন ।
ব্যাস এরপর কোন ঝামেলা করবে না আপনার কম্পিউটার এর পেন্ড্রাইভ পোর্ট।
ডাউনলোড লিঙ্কঃ Pen Drive port Fixer

ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন।

সর্বোচ্চ গতির ভিডিও কনভার্টার

আমরা অনেকেই বিভিন্ন পোর্টেবল মিডিয়া প্লেয়ার বা মোবাইল ফোনের জন্য ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে যা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এমন অনেক সফটওয়্যারই আছে যেগুলো মোটামুটি কার্যকর। এগুলোর মধ্যে আমার দৃষ্টিতে সেরা হল সাইবারলিঙ্ক মিডিয়াএসপ্রেসো ৬.৫ ।

এটির একমাত্র সীমাবদ্ধতা হল 3gp ফরম্যাটে মিডিয়া কনভার্ট করা যায় না। এটার সাহায্যে আপনি খুব সহজে ভিডিও ফাইলকে অডিও রূপান্তর করতে পারবেন। এছাড়াও আরেকটি জনপ্রিয় ভিডিও কনভার্টার হল জিলিসফট ভিডিও কনভার্টার আল্টিমেট ৭ যা সব ধরণের ফরম্যাট সাপোর্ট করে। এটিও যথেষ্ট দ্রুতগতির ভিডিও কনভার্টার। নিচের লিঙ্কগুলো থেকে আপনার পছন্দসই কনভার্টারটি ডাউনলোড করে নিন।

স্ক্রীনশটঃ

CyberLink MediaEspresso 6 5 1229 33995


Xilisoft Video Converter Ultimate 7 0 0 Build 1121
Crack and Serial(প্রয়োজনে)

নিয়ে নিন all windows keygen 1.0.0.0 for windows xp, vista&7

Windows Keygen 1.0.0.0
WINDOWS XP, VISTA, SEVEN & SERVER এর জন্য

সফটওয়্যার টি ওপেন করে আপনার প্রয়োজনীয় উইন্ডোজ সিলেক্ট করে Generate বাটনে ক্লিক করুন। ব্যাস । কাজ শেষ।
এইটা দিয়ে আপনি আপনার উইন্ডোজ XP, VISTA, SEVEN এর Genuine Product Key পাবেন।

Windows Keygen 1.0.0.0
সাইজ : মাত্র 1.3 Mb
উপভোগ করুন.....

নিয়ে নিন windows 7 crack


আসসালামু আলাইকুম,

আসা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন,

অনেকেই আমরা যারা windows 7 ব্যাবহার করি তাদের পিসির মনিটর কাল হয়ে যায়,বা দেখায় this copy of window is not genuine

বার বার আপডেট চায়,তাদের জন্য বলছি আজকের পর থেকে আপনার পিসি তে windows 7 এর জন্য আর এমন টি দেখাবেনা বা হবে না,কারন আজকে

আপনাদের জন্য নিয়ে এলাম windows 7 crack ,

windows 7 crack ইন্সটল করার পর আপনার windows 7 টি হয়ে যাবে একদম GENUINE আর আপডেট

চাবেনা,

আর মনিটর বার বার কাল হয়ে যাবেনা......তার জন্য আপনাদের যা করতে হবে তা হল নিচের মিডিয়া ফায়ার লিঙ্ক থেকে windows 7 crack টা

ডাউনলোড করে নিতে হবে।

মিডিয়া ফায়ার লিঙ্ক: windows 7 crack

ডাউনলোড করা শেষ এ windows 7 loader.exe ফাইল টা ইন্সটল করে নিন ব্যাস হয়ে গেল আপনার windows 7 genuine

সিকুরিটি এখন তুঙ্গেঃ পাসওয়ার্ড প্রটেক্টেড ই-মেইল করুন

অনেকদিন পরে ইন্টারনেট এ ফিরে আসলাম। আছেন কেমন সবাই? ভাব্লাম অনেকদিন যাবত পোস্ট করি নাই তাই ছোট একটি পোস্ট করে ফেলি এই ফাকে। যাই হক, আজকে দেখাবো কিভাবে আপনার বেক্তিগত সুরক্ষার জন্য আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড ই-মেইল ব্যবহার করতে পারবেন । মনে করুন আপনি যাকে মেইল করবেন সে যে আপনার পাস ওয়ার্ড ছাড়া সেই মেইলটি না পরতে পারে। যখন সে আপনার দেয়া পাস ওয়ার্ড টি দিবে তখন সে মেইল পরতে পারবে। আবার হতে পারে আপনি চাইছেন আপনার খুব দরকারি কোন জিনিস আপনি লক করে রাখবেন ই মেইলের মাঝে এটাচ করে সেতাও করতে পারবেন। এছারাও নানান কারনে এটি আপনার দরকার হবেই আমি সিউর।

১। প্রথমে এখানে যাবেন

২। নিচের ছবির মত একটি ফর্ম দেখতে পারবেন যেখানে যা দেখছেন সেই ইনফর্মেশন গুলো দিয়ে মেসেজ সেন্ড করে দিন।


৩। সাবমিটে ক্লিক করলেই আপনার মেসেজ টি সেন্ড হয়ে যাবে।

৪। তারপর যার কাছে মেইল করবেন তার কাছে একটি লিংক যাবে সেই লিংক এ ক্লিক করলে নিচের ছবির মত আসবে।মানে যতখন আপনি আপনার নিরদ্রিশট পাসওয়ার্ড টি না দিবেন তখন এই মেইল টি কেউ খুলতে পারবে না পড়তে পারবে না।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More