আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

পেনড্রাইভের কিছু সমস্যার সমাধান নিয়ে এই পোস্ট


আসসালামুওয়ালাইকুম সবাইকে,

দীর্ঘদিন ধরে দেখছি অনেকে অনেক সমস্যার কথা উল্লেখ করছে, তবে সবচেয়ে বেশি যে সমস্যাটি মানুষের কাছ থেকে শুনছি, সেটি পেন-ড্রাইভ নিয়ে সমস্যা। এই পোস্টে আমি কিছু উল্লেখযোগ্য সমস্যার সমাধান দিতে চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং সমস্যা অনুযায়ী সমাধান দিতে চেষ্টা করছি।



প্রয়োজনীয় যা যা লাগবেঃ

১. ভালো এন্টি-ভাইরাস নতুন আপডেটসহ (এই ক্ষেত্রে আপনার পছন্দসই এন্টি-ভাইরাস নিতে পারেন)

২. ভালো Malware/Adware/Spyware/Trojan Removal Tool নতুন আপডেটসহ (আমার ক্ষেত্রে Malwarebytes’ Anti-Malware)

৩. আপনার কম্পিউটারের regedit.exe (Registry Editor)

৪. ভালো ফরমেট করার সফটওয়্যার (আমার ক্ষেত্রে HP USB Disk Storage Format Tool)

৫. সবচেয়ে জরুরীঃ

রিপেয়ার টুলঃ (সব মডেলের পেন-ড্রাইভের জন্য)
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?2v4k3t4ez73bsg3
অনলাইন ফিক্স টুলঃ (ট্রান্সসেন্ড মডেলের পেন-ড্রাইভের জন্য)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.transcendusa.com/Products/online_recovery_1.asp
৬. এবং, আপনার সাবধানতা (নির্দেশাবলীতে যা বলা হয়েছে তা সঠিকভাবে অনুসরণ করা)
সমস্যাঃ

১.
২.
৩.
উপরের সমস্যাগুলোর ৩টি ৩ কারণে হয়ে থাকেঃ

১ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার পেন-ড্রাইভ রাইট-প্রটেকসন সুইচ অন থাকার কারনে অথবা, আপনার কম্পিউটারে “StorageDevicePolicies” না থাকার কারনে।

২ নম্বর ছবির সমস্যা সাধারণত হয়ে থাকে আপনার কম্পিউটারে Registry (regedit.exe) তে ‘WriteProtect’ on থাকার কারনে।

৩ নম্বর ছবির সাধারণত হয়ে আপনার কম্পিউটার থেকে পেন-ড্রাইভ সঠিকভাবে Eject করার কারনে অথবা, আপনার পেন-ড্রাইভ-এ Firmware-গত সমস্যার কারনে।

সমাধানঃ

ছবি ১ এবং ২ –এর জন্য প্রযোজ্যঃ
১) ক্লিক Start-> Run.
২) টাইপ regedit.exe এবং enter চাপুন

৩) এখন HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> StorageDevicePolicies (এখন আপনার রেজিস্ট্রিতে যদি StorageDevicePolicies না থাকে ৬ নম্বর নির্দেশনাতে চলে যান।

৪) Right-Click ‘WriteProtect’ -> Modify

৫) এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
ছবিটি ১-৫ এর জন্য প্রযোজ্যঃ

৬) কিভাবে StorageDevicePolicies তৈরি করবেন?

Start -> Run -> regedit.exe -> HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control key
এখন Control key এর উপর Right-Click করুন।
New -> Key (Menu থেকে)
টাইপ “StorageDevicePolicies”
এই অবস্থায় উপরের Menu থেকে Edit > New > DWORD Value সিলেক্ট করুন।
নতুন Value-টিকে ‘WriteProtect’ নাম দিন।
Right-Click ‘WriteProtect’ -> Modify
এখন আপনার Value-তে 1 থাকে তাহলে 0 করে দিন। OK করুন।
Regsitry Editor থেকে বেরিয়ে আসুন এবং কম্পিউটার Restart দিন।
ছবিটি ৬ নম্বরের জন্যঃ

সতর্কতাঃ

আপনি ControlSet001 এবং ControlSet002, ‘Control’-এ দেখতে পেলে, সেই খেত্রে আপনাকে একইভাবে ‘WriteProtect’ Value পাল্টাতে হতে পারে।

একইভাবে আপনি যেকোনো External Hard-drive, USB-Drive-এর Write Protection উঠাতে পারবেন।

৩ নম্বর সমস্যার জন্য আপনাকে এই রিপেয়ার টুলঃ (সব মডেলের পেন-ড্রাইভের জন্য)

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?2v4k3t4ez73bsg3 করলেই হবে।
রিপেয়ার করার আগে সব ডাটা ব্যাকআপ করে নিবেন।

আর সমস্যার সমাধান নিয়ে হাজির হচ্ছি খুব শিগ্রই।

ধন্যবাদ সবাইকে।

ফেইসবুকের পেন্ডিং রিকুয়েষ্ট এবং আনফ্রেন্ড কারীদের চিনে রাখুন

হ্যা বন্ধুরা কিভাবে চিনবেন ? ছোট্ট একটি এড অন এর মাধ্যমে আপনি সবসময় দেখতে পারবেন । আপনার ফ্রেন্ডলিষ্ট, পেন্ডিং রিকুয়েষ্ট লিষ্ট ও আনফ্রেন্ডকারীদের। তো কথা না বাড়িয়ে চলুন আসল কাজ শুরু করে দেওয়া যাক।
১) প্রথমে এখানে ক্লিক করে Add to Firefox বাটনে ক্লিক করুন।

২) এরপর একটি উইন্ডো ওপেন হলে সেখান থেকে Install Now বাটনে ক্লিক করুন।

৩) ইনস্টল শেষ হলে ফায়ারফক্স রিস্টার্ট দিন।



৪) এবার আপনি আপনার ব্রাউজার এর Navigation Toolbar এ বানরের মুখের একটি আইকন দেখতে পাবেন। শুধু তাই নয় আপনার Tools মেনুতেও যোগ হয়েছে Greasemonkey অপশন। সেখানে enable, disable এবং check options আছে।

৫) এবার এখান থেকে আনফ্রেন্ড ফাইন্ডার স্ক্রীপটি ইনস্টল করে ফেলুন।



৬) এর পর পপআপ নোটিফিকেশন সো করলে সেখান থেকে Install বাটনে ক্লিক করুন।



৭) ব্যাস ইনস্টল হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার ফেইসবুকে লগ ইন করে দেখুন। আপনি ইচ্ছা করলে Settings Page থেকে কাষ্টোমাইজ করতে পারবেন।

ওহ, আরেকটি কথা; আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে এখান থেকে আনফ্রেন্ড ফাইন্ডার স্ক্রীপটি ইনস্টল করুন।

ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান।

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

ডেস্কটপে recycle bin আইকন সরিয়ে দিতে হয় কিভাবে

আপনি মুছে ফেলা হয়েছে উইন্ডোজ ফাইল সংরক্ষণ করতে

আপনার ডেস্কটপ Recycle bin ব্যবহার করেন ।যদি আপনি Recycle bin ব্যবহার করতে না চান তাহলে আপনি আপনার ডেস্কটপ থেকে এইটি সরিয়ে দিতে চেতে পারেন।

এইটি সরিয়ে দিতে একটি দ্রুত trick এখানে।

১।ক্লিক করুন Start –> Run –> লিখুন Regedit

২।নিচে নিম্নলিখিত ব্রাউজ করুন।

HKEY_LOCAL_MACHINE/SOFTWARE/Microsoft/Windows/CurrentVersion/explorer/Desktop/NameSpace

৩।ক্লিক করুন Recycle Bin ডানপাশে তারপর ডিলিট প্রেস করে মুছে ফেলে

৪।আপনার ডেস্কটপের Recycle Bin আইকনে বিদায় বলবে।

অভ্র এর সম্পূর্ণ লিখা কে বিজয়ে কনভার্ট করুন

অভ্র দিয়ে সম্পূর্ণ document লিখা কে বিজয়ে কনভার্ট করার জন্য আপনাকে অভ্র এর ৫.১ লাগবে।

না থাকলে http://omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe থেকে download করে নিতে পারেন।

ইন্সটল করুন।

ইন্সটল করা হলে অভ্র টি screen এ আসবে।

তারপর

উপরের ছবি এর মত Unicode to Bijoy text conveter এ ক্লিক করুন। তাহলে নিচের ছবি এর মত একটি Dialog Box আসবে

এখানে Type or Paste Unicode text here এর box আপনার লিখা লিখুন বা MS Word এর অভ্র দিয়ে লিখা সম্পূর্ণ document copy করে paste করুন।

তারপর Convert to Bijoy enciding>> বোতাম এ ক্লিক করুন।

তাহলে আপনি সম্পূর্ণ লিখাটি bijoy এ পাবেন। সেখান থেকে আপনি copy করে MS Word অথবা অন্য কোথাও paste করতে পারবেন।

MS Word এ কপি করলে আপনাকে MS word এর font, বিজয় এর বাংলা font সিলেক্ট করে দিতে হবে

৩৭৫ টাকা বা যতো খুশী বোনাস নিন আপনার যে কোন মোবাইলে

আজকাল অনেকেই অনলাইনে মোবাইল আ্যাকাউন্ট রিচার্জ করে থাকেন । আমার দেখা একটি জনপ্রিয় ও বিশ্বস্ত কোম্পানী হলো ইন্সট্যান্ট রিচার্জ ।
সর্বনিন্ম ৫ ডলার রিচার্জ করা যায় ।
চলতি সপ্তাহে এরা ১০ ডলার বা এর চেয়ে বেশী যে কোন এমাউন্ট রিচার্জে দিচ্ছে অতিরিক্ত ৫০% বোনাস ।
ডলারের আন্তর্জাতিক রেটে এরা দাম দিয়ে থাকে ।
যেমন ধরুন ১০ ডলার রিচার্জ করলে ৭৫০ টাকা ।বর্তমানে বোনাস সহ ১১২৫ টাকা ।

গতকাল আমি ১০ ডলার দিয়ে আমার মোবাইলে ১১২৫ টাকা এনেছি ।

যেভাবে বোনাস পাবেনঃ

এই লিঙ্কে ক্লিক করুন
আ্যালার্টপে / মানিবুকার্স / লিবার্টিরিজার্ভ যে কোন একটি নির্বাচন করুন ।
কান্ট্রি সিলেক্ট করুন, তাহলে অটোমেটিক ভাবে কান্ট্রি কোড সিলেক্ট হয় যাবে ।
আ্যামাউন্ট অর্থাৎ যে পরিমান রিচার্জ করতে চান তা সিলেক্ট করুন ।
পে বাটনে ক্লিক করুন এবং পে করে দিন ।
আপনার মোবাইলের মেসেজ ইনবক্স ও আ্যাকাউন্ট চেক করুন ।

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১১

the dirty picture




মুক্তি পেলো বহুল আলোচিত মুভি The Dirty Picture. আর এই মুভিতেই Vidya Balan এবং Nasir Uddin Shah ২য় বারের মতো একত্রিত হয়েছেন। Nasir Uddin Shah এর সাথে Vidya Balan প্রথম মুভি ছিল Ishqiya যা বক্স অফিস যথেষ্ট সাড়া জাগিয়ে ছিল। আর এই মুভিতেই প্রথম বার এর মতো vidya কে আবেদনময়ী করে তুলে ধরা হয়েছে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন Imran hashmi এবং Tushar kapoor।The Dirty Picture মুভিটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে…

এসে গেলো যা USB DISK EJECT 1.2 Beta যা আপনার USB পোর্টকে নিয়ন্ত্রণ করবে মাত্র একটি ক্লিক এর মাধ্যমে


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবার শুরুতে পরুম করুনাময় আল্লাহ্‌র নাম স্মরণ করছি।

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহু, আশা করি সবাই আল্লাহ্‌র অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন।

আজকে আপনাদের আমি একটি টিপস শেয়ার করবো যা আপনাদের পিসি এর জন্য অনেক উপকারী হবে। আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো তা হল USB DISK EJECT। আমরা আমাদের কম্পিউটারের জন্য নানারকম দরকারি জিনিস যেমনঃ পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই জানি না, পেন ড্রাইভ, কার্ড রিডার ও মডেম এর ব্যবহারের শেষে এটিকে সরাসরিভাবে ভাবে না খুলে এটিকে বিশেষ পদ্ধতির মাধ্যমে Disable করে নিয়ে তারপর এটিকে খুলতে হয়। এই সফটওয়্যারটিতে আপনি একটি ক্লিক এর মাধ্যমে আপনি আপনার ইউএসবি পোর্টকে সহজেই মাত্র একটি ক্লিকে Enable বা Disable করতে পারবেন। Disable করার পর আপনি আপনার পেন ড্রাইভ নিরাপদে খোলার মাধ্যমে আপনার ইউএসবি পোর্টকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনি আপনার ইউএসবিকে কেন নিয়ন্ত্রণ করবেন?

অবশ্যই আপনি আপনার ইউএসবি পোর্টকে নিয়ন্ত্রণ করবেন। পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি ব্যবহারের শেষে আপনি এটিকে এই সফটওয়্যার এর সাহায্যে disable করবেন। ইউএসবি পোর্টকে যদি নিয়ন্ত্রণ না করলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ

১.আপনার পেন ড্রাইভটি অতিরিক্ত খোলা বা বন্ধ করলে মাঝে মাঝে অপ্রত্যাশিতভাবে হ্যাং করতে পারে যা আপনার মূল্যবান কাজকে বাধাগ্রস্থ করবে।

২. মাঝে মাঝে আপনার পেন ড্রাইভটি সম্পুরনভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। এতে আপনি বিরক্ত হতে পারেন।

৩. আপনার পেন ড্রাইভ, কার্ড রিডার ও যেকোনো মডেম ইত্যাদি যেকোনো সময়ে নষ্ট হয়ে যেতে পারে ।

এসব দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই এই ছোট্ট সফটওয়্যারটি ব্যবহার করি

ধন্যবাদ আপনাদের আমার মূল্যবান পোস্টটি পরার জন্য।

এই সফটওয়্যারটির যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করা ভুলবেন না।

ডাউনলোড লিঙ্কঃ

http://www.loadly.com/fh63fgg050yb/Usb_Disk_Ejector1.2_Beta_By_Shah_MD._Salim.rar

ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। খোদা হাফেজ

এক কনভার্টার দিয়েই সব ধরনের ফরম্যাটে কনভার্ট করুন খুবই সহজে

যারা প্রায়ই কনভার্ট করার ঝামেলায় পড়ে থাকেন তারা আজ থেকে আর কোন ঝামেলায় পড়বেন না কারন আমি এখন যে সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা এমন একটা সফটওয়ার যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মত যে কোন ফরম্যাটের ভিডিও ফাইলকে অন্য যে কোন ভিডিও ফরম্যাটে নিতে পারবেন এমন কি আপনি এমপিথ্রি ফরম্যাটেও রুপান্তর করে নিতে পারবেন খুবেই সহজ পদ্ধতিতে। 3g2, 3gp, mp3, mp4, vob,dat,flv,avi,wmv,mkv, ipad,mpeg4,ps3,psp,zune,ogg theora প্রভৃতি ফরম্যাটে নিতে পারবেন।

এবার প্রথমেই আপনি ফ্রি এই ফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল শেষ হলে ওপেন করুন ঠিক নিচের মত করে একটা ইন্টারফেস পাবেন।

এবার এড ফাইলে ক্লিক করে ভিডিও টি এড করে নিতে হবে এবং নিচের বক্স থেকে আপনার পছন্দের যে কোন ফরম্যাটে ক্লিক করে কনভার্ট করতে পারবেন। তাছাড়া output format এর পাশে presets এ ক্লিক করে আপনি আরও মজার মজার মেনু পাবেন এবং এখান থেকেও আপনি আপনার পছন্দ মত নির্বাচন করে নিতে পারবেন ও কনভার্ট করতে পারবেন।

উইন্ডোজ XP কে Customize করুন নিজের মত করে

আপনি যদি Windows XP -র CD নিজের মত করে (Customize ) বানিয়ে নিতে চান তবে প্রতিবার ইন্সটল করার সময় সিরিয়াল নং এডমিনেস্টর পাসওয়ার্ড কম্পিউটারের নাম ইত্যাদি এসব তথ্য দিতে হবে না। আপনার তৈরি করা CD থেকে আপনা আপনি এসব তথ্য অব্যবহিত হবে।

এনলাইট সফটওয়্যার দিয়ে Windows XP -র Customize CD তৈরি করতে পারেন। ২.৫ মেগাবাইট আকারের বিনামুল্যের এই সফটওয়্যার www.nliteos.com ঠিকনা থেকে নামিয়ে ইন্সটল করতে হবে।তবে কম্পিউটারে মাইক্রোসফট ডট নেট ২.০ সংকস্করন থাকতে হবে।

এনলাইট > ইংলিশ ভাষা নির্বাচন করে+Next > Location the Windows installation উইন্ডো থেকে Browse এ কিল্ক করে আপনার কম্পিউটারের অবস্থান (সরসরি সিডি থেকে হবে না) দেখিয়ে দিন। তবে উইন্ডোজের সকল তথ্য চলে আসবে। + Next করুন।

এবার Task Selection এ All বাটনে ক্লিক করে Next ক্লিক করুন। Service Pack উইন্ডোতে আপনি চাইলে এক্সপির Service Pack যুক্ত করতে পারেন। Select বাটনে ক্লিক করুন।

এবার Next করে Hotfixes, Add-ons and Update Packs উইন্ডো থেকে Advance করে Enable করতে পারেন।

এবার Next করে Drivers উইন্ডো থেকে প্রয়োজনীয় Driver ( Printer, Lan, Graficks, Sound Card ইত্যাদি ) Insert করতে পারেন। Next করে Components উইন্ডো থেকে প্রয়োজনীয়Components গুলো নির্বাচন করুন এবং Next করুন।

এরপর Unsttended উইন্ডোর বিভিন্ন ট্যাব থেকে আপনার ইচ্ছামতো Customize করুন ( Them, Serial no, এডমিনেস্টর পাসওয়ার্ড, কম্পিউটারের নাম,সময় ইত্যাদি। এখন Next করে Options উইন্ডো থেকে প্রয়োজন বোধে বিভিন্ন Options পরিবর্তন করতে পারেন।

এবারNext করে Tweaks উইন্ডো থেকে প্রয়োজনীয় টোয়িক ও সার্ভিস নির্বাচন করে Next বাটনে ক্লিক করলে Do you want to the Process?আসবে।

Yes করলে Process শুরু হবে।

Process শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে।

এখান থেকে আপনি সরসরি CD রাইট করতে পারবেন বা Bootable Image তৈরি করতে পারবেন পরবর্তীকালে রাইট করার জন্য।

Bootable Image তৈরি করতে Mode -এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন। এবার নির্দিষ্ট লোকেশন দেখিয়ে Save করুন।

ঐ Image CD তে রাইট করলেই হয়ে গেল আপনার Customize Windows XP.

ISO Image file কে বার্ন করার জন্য এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করে তা দিয়ে সিডি তে রাইট করুন http://www.ntfs.com/iso-burning.html

Speedy Torrent Download পর্ব ১: কীভাবে টরেন্ট ফাইল IDM দিয়ে Download করবেন?

আমার প্রথম পোস্ট এ আমি টরেন্ট নিয়ে যতটুকু জানি তাই শেয়ার করেছি http://www.pchelplinebd.com/?p=27409 ইচ্ছা করলে দেখতে পারেন । অনেকে হয়তো টরেন্ট এর স্পীড দেখে টরেন্ট দিয়ে Download এর ইচছা হারিয়ে ফেলেছেন ।যে ভাইরা টরেন্ট এর স্পীড দেখে বিরক্ত তাদেরকে বলছি আমি আছি আপনাদের জন্য । Speedy Torrent Download নিয়ে মোট তিনটি পোস্ট করার ইচ্ছা আছে তারই আজ দিলাম প্রথম পর্ব । এবার শুরু করি-

প্রথমে এই http://torrific.com/ লিঙ্ক এ যান সেখানে সাইন আপ করেন । ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিলেই হবে কোন activation লাগবেনা । তারপর কোন টরেন্ট সাইট এ যান, আমার পছন্দ http://thepiratebay.org/

এখানে আপনার পছন্দের জিনিসটি সার্চ দিন, আমি একটি ছিনেমা সার্চ দিলাম The Sorcerer And The White Snake 2011 720p তারপর নিচের মত আসবে


আমি দুই নাম্বর লিঙ্ক (লাল দাগ) এ ক্লিক করলাম কারন এর seeder ও lecher বেশি । এরপর নিচের মত আসবে

লাল দাগ দেওয়া জায়গায় mouse দিয়ে right click করুন । এরপর নিচেরে মত আসবে

এবার copy link location এ ক্লিক করুন তারপর http://torrific.com/ এ গিয়ে sign in করে সেখানে সার্চ এর ফাকা জায়গায় ( ১ নং ) paste করুন এবং get এ ক্লিক করুন নিচের মত আসবে
তারপর initiate bittorrent transmission(২ নং) ক্লিক করুন এরপর নিচের মত আসবে
এবার লাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করুন অথবা আপনার যে যে ফাইল আপনি দরকার সেটা সেটা download করুন আর মজা নেন । নিচের মত হবে

Start Download এ ঘুতা মারেন, তারপর বাকিটা আপনি নিজে বুজবেন । পড়ার জন্য ধন্যবাদ । দোয়া করবেন আমার জন্য ।

বিঃ দ্রঃ এই সিস্টেম এর কিছু সীমাবদ্ধতা আছে তার মধ্যে একটি হল টরেন্ট সফটওয়্যার দিয়ে সব ধরনের টরেন্ট ফাইল নামান যায় কিন্তু এখানে সব পাবেন না ।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More