আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

১ কিলোবাইট ফাইল দিয়ে পেনড্রাইভ পোর্ট ঠিক করুন

আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের একটি গুরুত্বপুর্ন টিপস দিতে আসলাম। এটি মূলতঃ পেনড্রাইভ পোর্ট কে নিয়ে

অনেক সময় আমাদের কম্পিউটার এর সামনের অথবা পিছনের পেনড্রাইভ এর পোর্ট সঠিক ভাবে কাজ করে না। আবার অনেক সময় পায় । পেনড্রাইভ পোর্ট নিয়ে গুতোগুতি করতে কার ভালো লাগে? কিন্তু এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। মাত্র ১ কিলোবাইট এর একটি ফাইল দিয়ে। ভাবছেন কিভাবে? হ্যাঁ ,বলছি।

১।প্রথমেই আপনার start অপশন থেকে run এ যান।
২। এরপর এক এক করে prefetch, recent, %temp% ফাইল ডিলিট করুন।
৩। এরপর নিচের Pen Drive port Fixer ফাইল টি ডাউনলোড করে সেটি তে ডাবল ক্লিক করুন
৪। yes বাটনে ক্লিক করুন
৫। ok করুন ।
ব্যাস এরপর কোন ঝামেলা করবে না আপনার কম্পিউটার এর পেন্ড্রাইভ পোর্ট।
ডাউনলোড লিঙ্কঃ Pen Drive port Fixer

ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন।

সর্বোচ্চ গতির ভিডিও কনভার্টার

আমরা অনেকেই বিভিন্ন পোর্টেবল মিডিয়া প্লেয়ার বা মোবাইল ফোনের জন্য ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে যা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এমন অনেক সফটওয়্যারই আছে যেগুলো মোটামুটি কার্যকর। এগুলোর মধ্যে আমার দৃষ্টিতে সেরা হল সাইবারলিঙ্ক মিডিয়াএসপ্রেসো ৬.৫ ।

এটির একমাত্র সীমাবদ্ধতা হল 3gp ফরম্যাটে মিডিয়া কনভার্ট করা যায় না। এটার সাহায্যে আপনি খুব সহজে ভিডিও ফাইলকে অডিও রূপান্তর করতে পারবেন। এছাড়াও আরেকটি জনপ্রিয় ভিডিও কনভার্টার হল জিলিসফট ভিডিও কনভার্টার আল্টিমেট ৭ যা সব ধরণের ফরম্যাট সাপোর্ট করে। এটিও যথেষ্ট দ্রুতগতির ভিডিও কনভার্টার। নিচের লিঙ্কগুলো থেকে আপনার পছন্দসই কনভার্টারটি ডাউনলোড করে নিন।

স্ক্রীনশটঃ

CyberLink MediaEspresso 6 5 1229 33995


Xilisoft Video Converter Ultimate 7 0 0 Build 1121
Crack and Serial(প্রয়োজনে)

নিয়ে নিন all windows keygen 1.0.0.0 for windows xp, vista&7

Windows Keygen 1.0.0.0
WINDOWS XP, VISTA, SEVEN & SERVER এর জন্য

সফটওয়্যার টি ওপেন করে আপনার প্রয়োজনীয় উইন্ডোজ সিলেক্ট করে Generate বাটনে ক্লিক করুন। ব্যাস । কাজ শেষ।
এইটা দিয়ে আপনি আপনার উইন্ডোজ XP, VISTA, SEVEN এর Genuine Product Key পাবেন।

Windows Keygen 1.0.0.0
সাইজ : মাত্র 1.3 Mb
উপভোগ করুন.....

নিয়ে নিন windows 7 crack


আসসালামু আলাইকুম,

আসা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন,

অনেকেই আমরা যারা windows 7 ব্যাবহার করি তাদের পিসির মনিটর কাল হয়ে যায়,বা দেখায় this copy of window is not genuine

বার বার আপডেট চায়,তাদের জন্য বলছি আজকের পর থেকে আপনার পিসি তে windows 7 এর জন্য আর এমন টি দেখাবেনা বা হবে না,কারন আজকে

আপনাদের জন্য নিয়ে এলাম windows 7 crack ,

windows 7 crack ইন্সটল করার পর আপনার windows 7 টি হয়ে যাবে একদম GENUINE আর আপডেট

চাবেনা,

আর মনিটর বার বার কাল হয়ে যাবেনা......তার জন্য আপনাদের যা করতে হবে তা হল নিচের মিডিয়া ফায়ার লিঙ্ক থেকে windows 7 crack টা

ডাউনলোড করে নিতে হবে।

মিডিয়া ফায়ার লিঙ্ক: windows 7 crack

ডাউনলোড করা শেষ এ windows 7 loader.exe ফাইল টা ইন্সটল করে নিন ব্যাস হয়ে গেল আপনার windows 7 genuine

সিকুরিটি এখন তুঙ্গেঃ পাসওয়ার্ড প্রটেক্টেড ই-মেইল করুন

অনেকদিন পরে ইন্টারনেট এ ফিরে আসলাম। আছেন কেমন সবাই? ভাব্লাম অনেকদিন যাবত পোস্ট করি নাই তাই ছোট একটি পোস্ট করে ফেলি এই ফাকে। যাই হক, আজকে দেখাবো কিভাবে আপনার বেক্তিগত সুরক্ষার জন্য আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড ই-মেইল ব্যবহার করতে পারবেন । মনে করুন আপনি যাকে মেইল করবেন সে যে আপনার পাস ওয়ার্ড ছাড়া সেই মেইলটি না পরতে পারে। যখন সে আপনার দেয়া পাস ওয়ার্ড টি দিবে তখন সে মেইল পরতে পারবে। আবার হতে পারে আপনি চাইছেন আপনার খুব দরকারি কোন জিনিস আপনি লক করে রাখবেন ই মেইলের মাঝে এটাচ করে সেতাও করতে পারবেন। এছারাও নানান কারনে এটি আপনার দরকার হবেই আমি সিউর।

১। প্রথমে এখানে যাবেন

২। নিচের ছবির মত একটি ফর্ম দেখতে পারবেন যেখানে যা দেখছেন সেই ইনফর্মেশন গুলো দিয়ে মেসেজ সেন্ড করে দিন।


৩। সাবমিটে ক্লিক করলেই আপনার মেসেজ টি সেন্ড হয়ে যাবে।

৪। তারপর যার কাছে মেইল করবেন তার কাছে একটি লিংক যাবে সেই লিংক এ ক্লিক করলে নিচের ছবির মত আসবে।মানে যতখন আপনি আপনার নিরদ্রিশট পাসওয়ার্ড টি না দিবেন তখন এই মেইল টি কেউ খুলতে পারবে না পড়তে পারবে না।

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

ক্যাপচ সলভিং জব ও কিছু কথা।(আপডেট)

অনেক দিন পর টিজেতে পোস্ট করছি, কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি অনেক দিন থেকেই ফ্রিল্যান্সিং নিয়ে খুব কৌতুহলী। আর এজন্যই কয়েকটি সাইটে রেজিস্ট্রেশন করি। এবং সময় পেলে কাজের জন্য আবেদন করি।

এভাবে একদিন ফ্রিল্যান্সার থেকে একটি মেসেজ পাই ক্যাপচা সলভ সম্পর্কে।আমি তো মহা খুশি। কাজ পেয়েছি, কাজ কর শুরু করলাম। একে একে ৫k সলভ করলাম।

কিন্তু পেমেন্ট পেলাম না, বুঝলাম ধরা খেয়েছি। তাই হতাশ হয়ে কিছুদিন আর ঘাটাঘাটি করলাম না।

পরে আবার চেস্টা করলাম। কিন্তু কোনো কাজ পেলাম না, হয়তো আমার অজোগ্যতার কারনেই। কাজ না পেলেও যা জেনেছি যা শিখেছি তা অনেক!!!!!।

তবে আমি আশা করি এই পোস্ট পড়ার পরে কউ এই ধরনের প্রতারনায় ধরা দিবেন না।

তবে হ্যা, যারা এই ধরনের যারা কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। এটি কোন বায়ার হতে প্রাপ্ত নয়, গুগোল সার্চ করে পেয়েছি।

সুবিধা:

১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট

২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট

৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট

৪. রেফারেল সুবিধা

৫. সাপোর্ট Alertpay, paypal

৬. সার্ভার = ফাস্ট

৭. সাপোর্ট multiple account.

৮. ১০০% পে আউট গ্যরান্টি.

তাই দেরি না করে সাইন আপ করুন

এখানে!!!

এর সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট পাইনি। তাই ট্রাই করতে পারেন।

আর হয়তো বা পোস্টটি ভালো করে সাজাতে পারিনি বা ভাল হয়নি। যা-ই মনে করেন। কিন্তু কোন ব্যাড কমেন্ট করবেন না।

উইন্ডোজ এক্সপির জন্য চরম কিছু থিম

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি উইন্ডোজ এক্সপি এর নতুন কিছু থিম। সবগুলো থিমই এই বছরের। আমাকে অনেকই অনুরোধ করেছেন যে, উ্‌ইন্ডোজ এক্সপির থিম শেয়ার করার জন্য। তাই্ আজ শেয়ার করছি।


C Dark XP Style

OS : Windows XP | Year : 2011 | 16.98 MB

ডাউনলোড লিংক

25 Themes for Windows XP | 20.77 MB

ডাউনলোড লিংক

Muin - curvy Theme for Windows XP | 1.57 MB

ডাউনলোড লিংক

পাসওয়ার্ড চাইলে দিবেনঃ moviesnhacks

ওয়েব সাইট হ্যাকিং এর সফটওয়্যার havij 1.14 pro ফুল ভার্সন

হ্যাকিং এর জগতের এক অসাধারণ সফটওয়্যার এর নাম হাভিজ। আমি এটার প্রো ফুল ভার্সন শেয়ার করলাম। এস কিউ এল ইঞ্জেকশনের জন্য অনেকেই havij pro 1.14 ব্যাবহার করে থাকেন। যারা হ্যাকিং এর উপরে হাতে ঘড়ি নিতে চান তারা অবশ্যই এটি ব্যাবহার করে দেখবেন। সাধারণত এটির মুল কাজ যে কনো ওয়েব সাইটের ভুলনেরবল খুঁজে পাবার পরে সেই ওয়েব সাইটের ডাটা ব্যাস খুঁজে বের করে ডাটাবেস থেকে সেই সাইটের টেবিল খুঁজে বের করে টেবিল থেকে এডমিন এর ইউসার নেম ও পাস ওয়ার্ড এর হ্যাস খুঁজে বের করা। যাদের হ্যাকিং এর মটামটি ধারনা আছে তারা সবাই অবশ্যই হাভিজ কে চিনেন।




মিডিয়া ফায়ার লিংক এ আপলোড করে দিলাম। পাস ওয়ার্ড হল tunerpage.com আসা করছি যারা এই হ্যাকিং সফটওয়্যার টি খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য উপকার হবে। আসা করি টিউনারপেজের লিখক যখন বাড়বে তখন হ্যাকিং ক্লাস শুরু করে হবে এবং তখন হ্যাকিং এর ধারাবাহিক টিউটোরিয়াল সবাই পাবেন। আপাতত সংগ্রহ করে রেখে দিতে পারেন নতুন হ্যাকার গন।

ডাউনলোড করুন এখানে
Password: tunerpage.com

ডাউনলোড করে নিন havij 1.5 pro full version licence 2099

আমার পক্ষ থেকে সকল TJ ভাইদের আসসালামুয়ালাইকুম।আসা করি সবাই ভাল আছেন। tunerpage এ হ্যাকিং ক্লাস চালু হয়েছে আরি মধ্যে আমারা website হ্যাকিং এর ওপর কিছু পোস্ট ও পেয়েছি।

আমার মনে হয় সবাই কম বেশি havij software সম্পরকে জানেন..........................................

havij এর সম্বন্ধে যারা না জানেন তারা এই পোস্ট টি পড়তে পারেনঃhttp://www.tunerpage.com/archives/10581

এই সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে link: http://www.mediafire.com/?hrpddah4casclcq

পছন্দের গান কেটে বানিয়ে ফেলুন রিংটোন।




সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরো একটা পোস্ট । আজকে দিলাম একটা সফটওয়্যার ।নাম mp3 cutter ।যারা পছন্দের গানের কোন অংশ রিং টোন করে রাখতে চান তারা খুব সহজেই এর সাহায্যে তা করতে পারবেন বিট অপরিবর্তিত রেখেই । স্ক্রীনশট দেখে সহজেই এখন শুরু করুন পছন্দের রিংটোন বানানো ।

**প্রথমে অপেন এ গিয়ে একটা ফাইল ওপেন করুন ।
**যেখান থেকে কাটতে চান ক্লিক Set start.
**যে পর্যন্ত কাটতে চান ক্লিক Set end
**সেভ করুন Save selection।

ডাউনলোডের জন্য ক্লিক নীচে ক্লিক করুন।

সাইজ ৬.৬ মেগাবাইট।

ফ্রী সফটয়ার।

ডাউনলোড

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More