আসসালামু আলাইকুম

রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট রিভিউ এবং কনফিগারেশন

দেশের অনেকগুলো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। সবাই সতন্ত্রতা এবং ভাল মন্দ নিয়েই চলছে শুরুর থেকে। বলা বাহুল্য আমাদের মত সল্পউন্নত দেশের মধ্যে এতোগুলো ইন্টারনেট সার্ভিস দাতা প্রতিষ্ঠান থাকলেও আমরা ভাল সার্ভিস কারো থেকেই পাই না। যাহোক…. সম্প্রতি আমি গ্রামীনফোন এর নেট পরিহার করে বিটিসিএল এর ব্রডব্যান্ড লাইন ব্যবহার করছি প্রায় ১ মাস হচ্ছে। আর মাত্র ১ মাসের সামান্য অভিজ্ঞতা নিয়েই আজকের পোষ্টি…

যেভাবে সংযোগের আবেদন করবেনঃ
১. আপনার শহরের নিকটস্থ বিটিসিএল অফিসে যেয়ে তাদের দেয়া নির্দিষ্ঠ আবদেন ফর্মে আপনার যে নামে টিএনটি(বর্তমান বিটিসিএল) এর টেলিফোন লাইন আছে সেই সব প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
২. টেলিফোন লাইনের এক কপি ফটোকপি।
৩. তারপর, যার নামে টেলিফোন লাইন তার ভোটার আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি, এক কপি কালার পাসপোর্ট সাইজ ছবি সত্যায়িত।
৪. বিটিসিএল এর এডিএসএল মডেম মূল্য ২৫০০টাকা সাথে সার্ভিস চার্জ ৪০০টাকা। এই সর্বমোট ২৯০০টাকা এর তিন পেজের একটি ডিমান্ড নোট তারাই লিখে দিবে। ডিমান্ড নোট+২৯০০টাকা তাদের বলা মত ব্যাংকে গিয়ে জমা দিবেন। (শুধু টাকা আর ডিমান্ড নোট জমা দিবেন।)
৫. সেই ব্যাংক টাকা সহ ডিমান্ড নোটের এক কপি জমা নিয়ে বাকী ২কপি আপনাকে দিবে।
৬. বাকী দুই কপি ডিমান্ড নোট, আবেদন ফর্ম, ছবি এবং ভোটার আইডি কার্ডটি এবার বিটিসিএল অফিসে জমা দিবেন।
৭. বাকী দু কপি ডিমান্ড নোট এর মধ্যে বিটিসিএল অফিস এক কপি রেখে আপনাকে এক কপি দিয়ে দিবে। এবং খুব বেশি হলে তিন দিনের মধ্যে আপনার একাউন্ট তৈরী করে আপনাকে জানানো হবে। না জানালে ২/৩ দিন পরে খোঁজ নিতে ভুলবেন না।
বাস! আবেদনের কাজ শেষ!
নোট: বিটিএল এর এই সার্ভিষ বাংলাদেশের অনেক জেলাতে এখনও পৌছায় নাই।
সুবিধা-অসুবিধাঃ
১. সুবিধা বা অসুবিধা বলতে আমি এখনো তেমন জটিল কোন অসুবিধা পাই নাই। যেখানে জিপি-তে আমার দৈনিক ১০-১৫ বার লাইন কেটে যেত অটোমেটিক। সেখানে গত একমাসেও এমন সমস্যায় একবারো পড়তে হয় নাই।
২. মাত্র ৩০০ টাকায় ১২৮ কেবিপিএস এর আনলিমিটেড সংযোগ। প্রোয়োজন অনুযায়ী লাইন স্পীড পরিবর্তণ করতে পারবেন। তবে মাইগ্রট করতে হলে স্থনীয় অফিসে প্রতিমাসের ২০ তারিখের মধ্যে আবদেন করে জানাতে হবে। আবেদন করাটা কারও কারও কাছে সমস্যাও মনে গতে পারে।
৩. সময় মত বিল না দিতে পারলে প্রায় সব নেট সার্ভিসের লাইন কেটে যায়, তবে বিটিসিএল এর ক্ষেত্রে এমনটা হবে না কারন, আপনার টেলিফোন বিলের সাথে ইন্টারনেট বিল পাবেন। তাই আপনার সুবিধামত সময় বিল জমা দিতে পারবেন। তবে, সময়মত বিল দেয়াই আদর্শ নাগরিকের কাজ!
৪. একই সাথে টেলিফোনে কথা বলা এবং নেট চালাতে পারবেন। তবে একটি সমস্যা হতে পারে, আপনার মূল টেলিফোন সংযোগ আপনার মডেমের সাথে হতে হবে। সেথানে থেকে হাব এর মাধ্যমে একাধিক সংযোগ বরে করতে পারবেন। এমনটা লা করলে কখনও কল আসলে বা করতে চাইলে মেডেমের লাইন পাবেন না।
৫. লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কার্ডের মাধ্যমে এবং ইউএসবি ক্যাবলের মাধ্যমেও মডেমকে সিপিউ এর সাথে লাগাতে পারবেন।
৬. সর্বোচ্চ ১২টি পিসিতে একই সংযোগ দিয়ে চালাতে পারবেন। তবে, ভাল গতির জন্য কম পিসি ব্যবহার করাই উত্তম।
পিসিতে সেটআপ পদ্ধতিঃ
আর অন্যান্য হার্ডওয়্যারের যেমন সফটওয়্যার ইন্টল করতে হয়। তেমনি আপনি যদি সরাসরি ল্যান কার্ড দিয়ে ব্যাবহার করতে ইচ্ছুক না হন অথবা সমস্যা ফেস করে তবে, সরাসরি ইউএসবি ক্যাবল দিয়েও মডেম চালাতে পারবেন। তার জন্য মডেমের দেয়া সফটওয়্যার ইন্সটল করে নিবেন। নয়তো ল্যান দিয়েই চালাবেন।
লাইন কনফিগার করবেন যেভাবেঃ
১. উইন্ডোজ কন্ট্রোল প্যানেল থেকে Network Connections এ প্রবেশ করুন।

২. Network Connections এর বাম প্যানেল উইন্ডো থেকে Create a new connection এ ক্লিক করুন।

৩. Create a new connection এ ক্লিক করলে নতুন একটি উইন্ডে ওপেন হবে নিচের মত। সেখানে থেকে Set up my connection manually সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

৪. পরের ধাপে, Connect using a broadband connection that requires a username and password সিলেক্ট করে Next করুন।

৫. পরের ধাপে, ISP Name এ BTCL লিখে দিন এবং Next করুন।

৬. এবার বিটিসিএল থেকে আপনাকে দেয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। তারপর নিচের চেক বক্সগুলো চেক করুন এবং Next করুন।

৭. এবার পরের ধাপে, Add a shortcut to this connection to my desktop এর বাম পাশের চেক করুন এবং Finish করুন।

৮. এবার বিটিসিএল নেট এ লগইন/কানেক্ট করার উইন্ডো পাবেন। Connect বাটনে ক্লিক করুন। ২/৩ সেকেন্ডর মধ্যে কানেক্টেড হবে। তারপর উপভোগ করুন ব্রডব্যান্ড সার্ভিসের মজা!!

কিছু সংযুক্তিঃ
১. সংযোগ একটিভ করে দিতে আপনার বাসায় বা প্রতিষ্ঠানে বিটিসিএল এর প্রতিনিধি আসবে। তাদের সংযোগ সেটআপ এর কাজ তাদেরকেই করতে দিবেন। কারন আপনি এসবের জন্য অতিরিক্ত ৪০০টাকা জমা দিয়েছেন মডেমের সাথে। ভুলেও অতিরিক্ত অর্থ প্রদান করতে যাবেন না। তবে, যদি মনে করেন ৫০/১০০ টাকা চা-নাস্তা খেতে দিতে পারেন, সেটা আপনার মানবতা মাত্র!
২. আগামী ১৫ জানুয়ারী থেকে সকল বিটিসিএল প্যাকেজের স্পীড দ্বীগুন করা হবে বলে জানানো হয়েছে! বিস্তারত এখানে!
আজ এই পর্যন্তই!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২

নতুন বছরে বদলে ফেলুন কম্পিউটারের Hard Disk Drive-এর ব্যাকগ্রাউন্ড

আপনার কম্পিউটারের হার্ডডিস্কের ড্রাইভগুলো Open করে ড্রাইভে থাকা ফোল্ডারগুলোর পেছনে, ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখবেন আপনারই পছন্দের কোন ছবি তবে তা করতে পারেন সহজেই Notepad-এর ছোট্ট‌ একটি প্রোগ্রামের সাহায্যে।

এজন্য আপনাকে Notepad Open করে নীচের সংকেতটি লিখতে হবে।

[ExtShellFolderViews]

{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}

[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]

Attributes=1

IconArea_Image=Turjo\Background.jpg

এখন, ৫ লাইনের এই প্রোগ্রাম File-টি desktop.ini নামে Save করুন।
তবে উক্ত‌ ছবিটি আপনার কম্পিউটারের Resolution অনুযায়ী হলে ভাল হয়। (যেমন:1724×768)

আপনার কম্পিউটারে মনিটরের Resolution জানতে হলে Desktop -এর ফাঁকা স্থানে ডান ক্লিক করে Properties –এ গিয়ে Settings ট্যাবে ক্লিক করে বা’দিকের নীচে লক্ষ করুন।

আর হ্যা, হালকা ধরনের ছবি সিলেক্ট‌ করবেন। নয়তো অন্যান্য Folder –এর নাম পড়তে অসুবিধা হতে পারে।

চাইলে ছবি ও Folder-এর নাম পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে, Notepad Program-এ সংশ্লিষ্ট‌ অংশটুকু পরিবর্তন করতে হবে।

Documents-এ Save করতে অসুবিধা হলে, ডেস্কটপেই Save করতে পারেন। কারন, My Documents-এ একই নামে অন্য একটি ফাইল থাকার কথা।

এবারে, আপনি আপনার কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভে (ফোল্ডারে নয়) desktop.ini নামের ফাইলটি Copy করুন এবং একই Drive গুলিতে Turjo নামের একটি ফোল্ডার তৈরি করুন।

এখন, আপনি যে ছবি আপনার Drive গুলোর ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে চান তা jpg ফরম্যাটে নিয়ে Background (File Extention সহ Background.jpg/.Jpeg নয় ) নাম দিয়ে Turjo নামের ফোল্ডারে Save করুন।

আপনার Refresh দেয়ার অপেক্ষা মাত্র। রিফ্রেস করার সাথে সাথে আপনি আপনার পছন্দের ছবিটি ড্রাইভের ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে পাবেন।

উক্ত‌ ফোল্ডারে যে ছবি রাখবেন, তাই Background ইমেজ হিসেবে Show হবে।

কম্পিউটারে আপনি আপনার কন্ঠ (Voice) সরাসরি (Live) শুনতে চান ??!!

অনেকে জানেন আবার অনেকের কাছে হয়তো অজানা। তবে এটা সত্য যে আপনি আপনার Pc-কে ব্যবহার করে Live কনসার্ট করতে পারেন।আপনার যদি ভাল গানের গলা থেকে থাকে তবে ঘরোয়া কোন অনুষ্ঠানে, ছড়িয়ে দিতে পারেন আপনার সুর।

কি করে? আপনার কম্পিউটারকে অ্যাম্পিলিফায়ার হিসেবে ব্যবহার করে।

কিভাবে কম্পিউটারকে Amplifier হিসেবে ব্যবহার করা যায়?

এজন্য আপনার প্রয়জন-

#Speaker

#Microphone

#Converter (If any)

#Instruments (If any)

#& You

১। প্রথমে কম্পিউটারের Volume Option -এ Double Click করে Master Volume Control Open করুন ।

২।এরপর Option-এ যেয়ে Properties >Output(Mixer Device)/Playback >Check All Options বা All Options-এ টিক চিন্হ দিন।


৩।তারপর পূনরায় Option-এ যেয়ে Advance Controls-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)

৪।এখন সকল Volume Option -এর Level বৃদ্ধি করুন এবং সকল Mute Off থেকে টিক চিন্হ তুলে দিন (Uncheck)।


৫।এরপর Advance Option-এ যেয়ে 1 Microphone Boost-এ টিক চিন্হ দিন। (চিত্রে দেখুন)


৬।এরপর Option-এ যেয়ে Properties >Input(Mixer Device)Recording – Check করুন।


পূনরায় সকল প্রক্র্রিয়া পরিক্ষা করুন এবং Speker-Microphone এর Connection যথাস্থানে লাগানো কি’না দেখুন।

স‌র্বশেষে আপনার কম্পিউটার Amplifier হিসেবে কাজ করছে ভাই।এখন মাইক্রোফোনে কথা বলার সাথে সাথে আপনি আপনার Voice, Live শুনতে পাবেন।

আমি Windows XP (Sp2) কে আদর্শ ধরে লিখেছি। Windows 7 এর ক্ষেত্রেও প্রায় এক। Windows 7 এর Users দের চিন্তার কারন নেই।

Live কনসার্ট এবং ইন্সট্রুমেন্ট যুক্ত করতে হলে আপনাকে ইন্সট্রুমেন্টের Driver Software Install করতে হবে। Instrument এবং Heavy Speaker System PC-তে যুক্ত করতে Converter –এর প্রয়জন পড়বে।ভালোমানের Soundcard–এরও প্রয়জন হবে। এ বিষয়ে বিস্থারিত লিখব অন্যকোন সময়ে। রাত হয়ে গেছে। আপনার PC, Amplifier হল কি’না জানাবেন। কোন সমস্যায় Helpline Experts-রা তো আছেনই।

Screen শট নেয়া ছবিগুলো Upload -এ সমস্যা হওয়ায় আপনাদের বোঝার সুবিধার জন্য মোবাইল দিয়ে ছবি তুলে দিয়েছি। ছবির Resolution খারাপ হওয়ার জন্য দু:ক্ষিত।

আর হ্যা, এতক্ষন যা করলেন তার বিপরীত অর্থাৎ টিকচিন্হগুলি তুলে দিয়ে আপনি আপনার কম্পিউটার পূনরায় Normal করতে পারেন। নতুবা Media File চালালে Sound কোয়ালিটি ভাল আসবে না। নয়েজ level বেড়েযাবে। আজ এপর্যন্ত।

সাবধানে পথ চলুন এবং অপরকে সতর্ক করুন। ধন্যবাদ।

Computer এর যে কোন Hardware এর Properties দেখুন Temperature সহ।


আসসালামু আলাইকুম,

আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।আমি খুব ছোট ১টা Software এর কথা বলতে চাই।যার নাম Speecy.হয়ত ইতোমধ্যে অনেক এই জানেন।মাত্র ৪.১৮MB Free এই ছোট্ট Software টি মাঝে মাঝে অনেক বড় কাজ করে ফেলতে পারে।Computer এর যে কোন Hardware এর Properties খুব ভাল ভাবে দেখতে পারেন সাথে Temperature তো আছেই।Download করুন আর মজা দেখুন।

http://www.piriform.com/speccy

আপনি হয়তো অনেক সুন্দর একটি থিম ইনস্টল করেছেন আপনার পিসিতে। অথবা একটি সুন্দর গেম ইনস্টল করেছেন খেলার জন্য। কিন্তু ইনস্টল করার কিছুন পর দেখা গেল আসল সমস্যা। আপনার পিসিটা আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে। তখন হয়তো মেজাজ টাই বিগড়ে যায়। তাই আপনাদের এই সমস্যার সমাধানে আমার আজকের এই পোষ্ট।

আজ আমি দেখাবো কিভাবে কোন সফ্টওয়ার কে পোর্টেবল করতে হয়।
পোর্টেবল করে সফ্টওয়ার চালালে আপনার পিসি থাকবে একদম নতুন কম্পিউটার এর মতো। মানে স্পীড একদম ঠিক থাকবে, কমবে না।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে করতে হবে।
আপনি যে সফ্টওয়ার টি পোর্টেবল করতে চান সেটি ইনস্টল করুন।
এখন My Computer ওপেন করে C ড্রাইভ ওপেন করুন।
দরুন আপনি Moto GP 2 গেমটি ইনস্টল করেছেন।
নিচের স্কিন শটটি দেখুন।

দেখুন Moto GP 2 নামে একটি নতুন ফোল্ডার এসেছে।
ফোল্ডারটি কপি করে আপনার পিসির অন্য কোন ড্রাইভে সেভ করুন।
এরপর গেমটি আনইনস্টল করে দিন।
এখন আপনি যে ড্রাইভে Moto GP 2 নামে ফোল্ডারটি সেভ করেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করুন।
এখানে আপনি চিত্রে দেখানো আইকন (motogp2) এ ডাবল কিক করলে গেম টি খেলতে পারবেন।

অনুরুপ ভাবে Ms. Word এর ক্ষেেত্র C Drive- Program files – Microsoft Office – Office 10 (ভার্সন অনুযায়ী) – WINWORD (একদম সবার নিচে)
নিচের ছবিটি দেখুন।

এভাবে যে কোন সফ্টওয়ার ক্ষেেত্র একই পদ্বতি অনুসরণ করুন।
এখানে লক্ষনীয় যে, সফ্টওয়ার গুলো সি ড্রাইভ ওপেন করলেই পাবেন, তা না হলে Program files এ পাবেন। তবে Program files এ সাধারনত সব সফ্টওয়ার ইনষ্টল হয়।
বিঃ দ্রঃ সব সফ্টওয়ার ঠিক মতো কাজ নাও করতে পারে।
মানুষ মাত্রই ভূল করে । আমি ও ভুলের উর্ধ্বে নয়। আমার এই লেখার মধ্যে যদি কোন প্রকার ভূল ত্র“টি লনীয় হয়, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন আশা করি।
আর একটু কষ্ট করে ভূল গুলো ধরিয়ে দিবেন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
“আল্লাহ হাফেজ”

বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

হ্যাক করুন জিমেইল খুব সহজে !

ভিডিও হ্যাকিং



http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

http://www.youtube.com/watch?v=OH22kZpFMMo&feature=mfu_in_order&list=UL

মোবাইল দিয়ে facebook এ উল্টো করে status দিয়ে ভড়কে দিন বন্ধুদের


আমার পোষ্টে আপনাদের স্বাগতম।কেমন আছেন সবাই ??? নিশ্চয় ভালো।আজ আমি আপনাদের এমন একটি ট্রিক দিতে চলেছি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়েই উল্টো করে status দিয়ে ভড়কে দিতে পারবেন বন্ধুদের।

প্রথমে এই সাইটে যান।
সেখানে দেখবেন ২ টি বক্স আছে।প্রথম বক্সে আপনি যে লেখাটি উল্টা করে লিখতে চান সেটি লিখুন।১ম বক্সের নিচেই দেখবেন লেখা আছে flip text.Flip text এ ক্লীক করুন।তারপর দেখবেন ২য় বাক্সতে আপনার লেখাটি উল্টো হয়ে আছে।লেখাটি কপি করে নিয়ে আপনার কাঙ্খিত স্থানে বসিয়ে দিন।

মোবাইল দিয়ে facebook এ উল্টো করে status দিয়ে ভড়কে দিন বন্ধুদের

আমার পোষ্টে আপনাদের স্বাগতম।কেমন আছেন সবাই ??? নিশ্চয় ভালো।আজ আমি আপনাদের এমন একটি ট্রিক দিতে চলেছি যার মাধ্যমে আপনি আপনার মোবাইল দিয়েই উল্টো করে status দিয়ে ভড়কে দিতে পারবেন বন্ধুদের।

প্রথমে এই সাইটে যান।
সেখানে দেখবেন ২ টি বক্স আছে।প্রথম বক্সে আপনি যে লেখাটি উল্টা করে লিখতে চান সেটি লিখুন।১ম বক্সের নিচেই দেখবেন লেখা আছে flip text.Flip text এ ক্লীক করুন।তারপর দেখবেন ২য় বাক্সতে আপনার লেখাটি উল্টো হয়ে আছে।লেখাটি কপি করে নিয়ে আপনার কাঙ্খিত স্থানে বসিয়ে দিন।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

আইপি হাইড করুন ফ্রীতে (full and final)

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু................

আজ আপনাদের জন্য আমি একটি সফটওয়্যার নিয়ে এসছি.................

এর মাধ্যমে আপনি আপনার আইপি থেকে বিভিন্ন দেশের আইপিতে পাল্টাতে পারবেন...............

ডাউনলোড করার জন্য এখনই ক্লিক করুন...........

Full and Final with crack........unlimited.............

Auto ip hider download link

Windows7 এর ঘষাপেটা Logon Screen বাদ দিয়ে নিজের মত সাজিয়ে নিন


পিসিটাকে নিজের মত সাজিয়ে নিতে কে না চায়? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডতো সবাই বদলায়। আজকে না হয় বদলে নিলেন আপনার Logon Screen। খুব সহজেই আপনি আপনার Windows7 এর Logon Screen বদলাতে পারেন। নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

► প্রথমে Run চালু করুন। (Shortcut: Windows+R)

► এরপর Regedit লিখে OK করুন।

এরপর নিম্নোক্ত ফোল্ডারে যানঃ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\ CurrentVersion\Authentication\ LogonUI\Background

এবার মাউসের রাইট বাটন ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন এবং নতুন ফাইলটি OEMBackground নামে সেভ করুন। যদি ফাইলটি আগে থেকেই থাকে তাহলে এই ধাপতি প্রয়োজন নেই।

OEMBackground ফাইলটি ডাবল ক্লিক করুন এবং Value Data তে 0 এর পরিবর্তে 1 লিখে OK করুন।

এবার আপনার লোকাল ডিস্ক (default C drive) এর Windows > System32 > oobe ফোল্ডারে যান এবং info নামক ফোল্ডার তৈরী করুন। info ফোল্ডারের ভেতর backgrounds নামক ফোল্ডার তৈরী করুন। যদি info ও তার ভেতর backgrounds ফোল্ডারটি আগে থেকেই তৈরী থাকে, তবে নতুন করে বানানোর প্রয়োজন নেই।

► এবার আপনি আপনার কাঙ্ক্ষিত JPEG ইমেজটি সিলেক্ট করুন এবং নাম দিন backgroundDefault। ইমেজটি যেন 1024 X 768 এর মধ্যে হয়।

► ইমেজটিকে পূর্ববর্তী ধাপে প্রস্তুত backgrounds ফোল্ডারে কপি-পেস্ট করুন।

এবার কম্পিউটার রিস্ট্যার্ট করুন এবং উপভগ করুন Windows 7 কে নতুনভাবে।

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More