আসসালামু আলাইকুম

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১২

আপনার USB Pen-drive কে Wiidows 7 দ্বারা Bootable করে ফেলুন খুব সহজে

বর্তমানে নতুন যত কম্পিউটার ব্যবহারকারী আছেন তার বিরাট অংশই Laptop অথবা Notebook/Netbook  PC ব্যবহার করেন। কোন কারনে যদি কম্পিউটারের CD/DVD Rom নষ্ট হয়ে যায় তখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটাপের প্রয়োজন হলে ব্যবহারকারীর মাথায় পড়ে হাত, আর সেটা যদি হয় নোটবুক তবেত আর কথায় নাই।
আজ এই সমস্যার সমাধান দেব আপনাদেরকে। আমি আপনাদেরকে শেখাব কিভাবে কোন software ব্যবহার না করেও Pen-drive দ্বরা Windows setup দেওয়া যায়।
এর জন্য আপনার প্রয়োজন হবে একটি 8 GB (৮ জিবি) Pen drive. ও windows 7 PC.
কার্যপ্রণালী:
১. প্রথমে ৮ GB Pen-drive টাকে পিসির USB port-এ লাগান। Pen-drive কে NTFS দিয়ে format করুন।
২. এখন Command Prompt মনেুতে যান। Start menu >>  All Programs>> Accessories>> Command Prompt (Open it). নিচের মত ছবি আসবে।
৩. এখন লিখুন >diskpart  এবং enter চাপুন।
৪. DISKPART> list disk  লিখে enter চাপুন।
৫. DISKPART> select disk 1  লিখে enter চাপুন।(এখানে আপনার Pen-driveকে select করুন, এটি সাধারনত disk 1 হয়ে থাকে।
৬. DISKPART> clean   লিখে enter চাপুন।
৭. DISKPART> Create partition primary   লিখে enter চাপুন।
৮. DISKPART> active    লিখে enter চাপুন।
9. DISKPART> format quick লিখে enter চাপুন।
       100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১০. DISKPART> assign  লিখে enter চাপুন। Successful দেখালে বরে হয়ে আসুন।
এখন এই Pen-driveএ সিডি থেকে Setup file গুলো কপি করুন। তাহলেই কাজ শেষ।
এখন এটি দিয়ে যেকোন পিসিতে Windows setup দিতে পারবেন।
কোন সমস্যা হলে যানাবেন।

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২

ডাউনলোড করুন IDM For download 7.1Full Varson

আজ আমি আপনাদের সামনে IDM এর নতুন ভারশন 7.1 নিয়ে হাজির হলাম যার যার দরকার এখনি ডাউনলোড করে নিন কারন আমরা জানি IDM ছাড়া আমাদের এক দিনও চলে না
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের সবার কাছেই খুব পরিচিত তাইনা? এক্টূ বেশী যদি না বলে হয়ে থাকে তাহলে বলতে পারি, ডাউনলোডের অপর নাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। icon smile ডাউনলোড করুন IDM For download 7.1Full Varson
Internet Download Manager Free Downloa Ennsoft ডাউনলোড করুন IDM For download 7.1Full Varson
আর সিরিয়াল জনিত সমস্যার কারনে আমরা বেশীদিন এটা ব্যবহার করতে পারিনা, আবার প্যাচ ফাইল দিয়ে করলেও নানা রকম সমস্যা দেখা দেয়।
এইবার সমস্যাগুলোকে ঝেটীয়ে বিদায় দ্যেন। ইচ্ছেমতন ব্যবহার করুন IDM এর নতুন প্রিএক্টীভেট ভার্সন idm 7.1 full । শুধুমাত্র ডাউনলোড করে নিন আর ইন্সটল করুন আপনার কম্পিউটারে তারপর ব্যবহার করুন নিশ্চিন্তে।
ডাউনলোড

যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

আজ আমি যে সফট্ওয়ার নিয়ে বলব তা এত মারাত্তক  কাজের যাদের নেই তারা বুজে কি নেই, হ্যা আমি ড্রইভারের কথাই বলছি, গত কিছু দিন আগে আমার hard disc হঠাৎ করে অসাবধানতা বসত ফরমেট হয়ে যায়।কিন্তু আমার ড্রইভার গুলি ছিল hard disc এ এখন পরে গেলাম মহা বিপদে কি করি ? চলে গেলাম গুগুলে, খুজতে খুজতে এমন একটি জটিল সফট্ওয়ার এর খোজ পেয়ে গেলাম যার সাইজ মাত্র  ১.১ MB . কিন্তু এটি এত সহজে, যে কোন কম্পিউটারের (কম্পানির) ড্রইভার গুলি কে খোজে দেয় তা না দেখলে বোঝা যায় না। সফট্ওয়ার টির নাম হচ্ছে   3DP chip.


ডাউনলোড লিংক http://www.filedwon.com/p1xnvoowt68k/3DP_Chip_v1212.exe.html

ডাউনলোড শেষ হলে তা রান করুন এবং
এই সফট্ওয়ার্টি দিয়ে যে ভাবে ড্রইভার ডাউনলোড করবেন তা নিচে দেখুন
CPU ড্রইভার ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন

sshot 3 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

মাদার বোড ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 4 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

VGA ড্রইভার ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 5 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

Audio ড্রইভার ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 6 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

Ethernet card ডাউনলোড করার জন্য নিন্মের চিন্নিত ঘরে ক্লিক করুন
sshot 7 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)
যখন আপনি এক এক টি ঘরে ক্লিক করবেন তখন আপনাকে একটি সাইডে নিয়ে যাবে, তখন আপনি sshot 10 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট) লেখা অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার প্রয়োজন মত নিন্মের চিন্নিত যে কোন অপশনে ক্লিক করুন।
sshot 9 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)

ক্লিক করার পর আপনাকে ডাউনলোড করার অপশন দিবে, সেখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে
sshot 8 যে কোন কম্পিউটারের ড্রইভার ডউনলোড করুন খুব সহজে (আপডেট)
সফট্ওয়ার টি এত মজর একটি সফট্ওয়ার যা ওপেন করার সাথে সাথে আপনার চিপের কি আবস্থা সব দেখা যাবে
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন …………………………………….
ধন্যবাদ সবাইকে।

বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

ড্রাইভার লাগবে ড্রাইভার ? হরেক রকম ড্রাইভার?(Exclusive Tune)

আশা করি সবাই ভাল আছেন ।
আজ আপনাদের সামনে একটা ছোট টিউন নিয়ে হাজির হলাম ।টিউন টি যদিও ছোট কিন্তু অনেক উপকারি । আশা করি সবার কাজে লাগবে ।
আমরা অনেকই অনেক সময় Motherboard এর Driver CD/DVD হারিয়ে ফেলি । এতে করে  windows এর পর ড্রাইভার সেটাপ আমরা দিতে পারিনা । বিভিন্ন জায়গায় ড্রাইভার এর জন্য দৌড়াতে হয় । বাজারে ড্রাইভার পাওয়া জায় কিন্তু দাম খুব চড়া ।আবার অনেকে Laptop এর ড্রাইভার খুজে পায়না । ড্রাইভার এর ভয়ে অনেকে  Laptop এ Windows  সেটআপ করে না । আসলে  ড্রাইভার  যে কি দরকারি জিনিস যার হারায় সে বুঝে ।
আজ আপনাদের এমন একটি Software দিব যা দ্বারা আপনি সব ধরনের Laptop & Desktop Driver সেটাপ করতে পারবেন ।
ড্রাইভার  খোজার ঝামেলা নেই । Just Click & Setup ।
বেশি কথা কম বলা ভাল । নিচের ধাপ গুলা অনুসরন করুন । আশা করি আমার চেয়ে ভাল বুঝবেন ।
8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-)
নিচের Link থেকে Software টি Download করে নিন । ৩ টি পার্ট এ ভাগ করে দেওয়া আছে ।
winrar  দিয়ে software টি unrar করে নিন ।
ফোল্ডার টি  ওপেন করুন ।
** [win xp .86] Easy Driv এ ডাবল ক্লিক করুন ।
Step -1
** নিচের Image  এর মত Scanning হবে , একটু অপেক্ষা করুন ।
Step -2
**Scanning হওয়ার পর আপনার কম্পিউটার এর সব ড্রাইভার এর লিস্ট দেখাবে । সব সিলেক্ট করে স্টার্ট এ ক্লিক করুন ।
Step -3
** কিছুক্ষণ অপেক্ষা করুন । আপনার সিলেক্ট করা সব ড্রাইভার সেটআপ  হবে ।
Step -4
** সেটআপ  শেষ হলে  নিচের মত স্ক্রিন আসবে , তখন Reboot এ ক্লিক করুন ।
Step -5
ব্যাস হয়ে গেল আপনার ড্রাইভার সেটআপ । এটা শুধু মাত্র Windows xp 32 bit এর জন্য । এটা আপনি Laptop & Desktop দুটার ই ড্রাইভার সেটআপ করতে পারবেন ।
তবে খুব হাই কনফিগারেশন Laptop & Desktop (such as core i3, i5, i7) এর  ড্রাইভার নাও পেতে পারেন । সেই ক্ষেত্রে ড্রাইভার  সার্চ করে  নামাতে হবে ।
 Download Link
Part - 1
Part - 2
Part - 3
ভবিষ্যতে Windows 7,32 bit *& Windows 7,64 bit এর জন্য  ড্রাইভার আপলোড করব ইনশাআল্লাহ ।
আমার এই খুদ্র প্রয়াস আপনাদের যদি এতটুকু কাজে আসে তবে আমি সার্থক ।

বিনা মূল্যে ড্রাইভার ডাউনলোড করুন………

অনেক সময় কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের (মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, মডেম, প্রিন্টার) সঙ্গে থাকা মূল ড্রাইভার হারিয়ে যায়। তবে মূল ড্রাইভার হারিয়ে গেলেও অনলাইন থেকে বিভিন্ন যন্ত্রাংশের ড্রাইভার পাওয়া সম্ভব। এ জন্য http://www.drivers.com সাইটে প্রবেশ করে বিনা মূল্যে প্রয়োজনীয় যন্ত্রাংশের ড্রাইভার ডাউনলোড করা যাবে।
আপনার প্রয়োজন মতো ডাউনলোড করুন এখন ই...
ধন্যবাদ।

চায়না মোবাইলের পিসি সুইট ও ড্রাইভার, সাথে নিয়ন্ত্রন করুন mobiledit দিয়ে!

MOBILedit সম্পর্কে বলেছিলাম। এটি দিয়েও আপনি আপনার চায়না সেটকে নিয়ন্ত্রন করতে পারবেন,তবে চালক বা ড্রাইভার লাগবে। নিচের লিঙ্ক এ পিসি সুইট এর RAR. ফাইল পাবেন,এর ভিতর আবার তিনটি আলাদা আলাদা পিসি সুইট এর RAR. পাবেন।
চায়না পিসি সুইট
যেভাবে মোবাইল এডিট (mobiledit) দিয়ে চায়না সেট নিয়ন্ত্রন করবেনঃ
এবার প্রথম rar. ফাইলটি এক্সট্রাক্ট করে রাখুন।এরপর ফোল্ডারটি খোলে সেটআপ এ ক্লিক সেটআপ করে নিন পিসি সিঙ্ক, এরপর আপনার চায়না সেটটি ডাটা কেবল দ্বারা কম্পিউটারের সাথে কনেক্ট করুন,মোবাইলে কয়েকটি অপশনের মধ্যে  সিলেক্ট করুন COM port (চিত্রঃ ১)



চিত্রঃ ১
এরপর Found New Hardware Wizerd আসলে নিচের চিত্রের মত সিলেক্ট করুন Yes this time only এরপর Next এ ক্লিক করুন।

এরপরের Wizerd এ নিচেরটাতে অর্থাৎ Install from a list or specified location (advanced)
সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।

এর পরের Wizerd এ Include this location in the search এ টিক চিহ্ন দিয়ে Browse এ China pc suite_Driver_2k_XP_Com পথ দেখিয়ে দিন।

এরপর Next ক্লিক করলেই প্রয়োজনীয় ফাইল কপি করে নিবে এবং সম্পন্ন হলেই আপনি আপনার চায়না সেটটি মোবাইল এডিট দিয়ে নিউন্ত্রন করতে পারবেন।
চায়না মোবাইলের পিসি সুইট এর তিনটা সফট এর মধ্যে প্রথমটিতে ব্যর্থ হলে এরপরের গুলোতে ট্রাই করুন। আমার ছোট ভাইয়ের চায়না সেটটি আমি কমিউটার দিয়ে নিয়ন্ত্রন করতে পারছি পুরাপুরি,ঠিক যেভাবে পিসি সুইট কাজ করে।
আপ্নাদের কোন সমস্যা হলে জানাবেন।

ডাউনলোড করুন all in one মোবাইল ড্রাইভার সফটওয়্যার ।

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন আপনারা সকলে। আশাকরি আল্লাহ্‌র রহমতে ভালোই আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মোবাইল ড্রাইভার যা দ্ভারা আপনারা যে কোন মোবাইল কে কম্পিউটারের এর সাথে সংযুক্ত করতে পারবেন। এই মোবাইল ড্রাইভার টা পৃথিবীর নামি দামী মোবাইল ব্যান্ড ছাড়া চায়না অনেক ব্যান্ড এর মোবাইল ড্রাইভার পাবেন এখানে।
কিছু ব্যান্ড এর নাম নিচে দেওয়া হলঃ
Beyond support for common mobile phone brands like HTC, Nokia, Sony Ericsson, Samsung, LG, and Motorola, MOBILedit is also at the forefront of supporting the many different smartphone operating systems including Android, iPhone, Blackberry, Symbian, Windows Mobile, Windows Phone and Bada.আরও জানতে এখানে আসেন।

ডাউনলোড লিংক
পাসওয়াডঃwww.patoghu.com

সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

যারা NOD32 Antivirus পছন্দ করেন তারা ডাউনলোড করে নিন NOD32 KEYS 5.11.2012।

আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আসেন আমিও আপনাদের দোয়াতে ভাল আসি।আমরা অনেকেই NOD32 Antivirus ডাউনলোড করি কিন্তু ১ মাস পর মেয়াদ শেষ হয়ে যায় তখন upgrade করতে গেলে KEYS চায়।তখন কেমন লাগে বলুন তখন KEYS পাওয়া যায় না।আবার নেট থেকে NOD32 ডাউনলোড করতে হয় এখন আর NOD32 ডাউনলোড করতে হবে না।এক সাথে অনেক KEY আসে এখানে আপনার যত লাগে নিয়ে নিন।এখানে এক সাথে অনেক KEY আছে ডাউনলোড করে নিন।যারা NOD32 Antivirus পছন্দ করেন তারা ডাউনলোড করে নিন NOD32 KEYS 5.11.2012।
নামঃ NOD32 KEYS 5.11. 2012



ডাউনলোড লিঙ্কঃ

Download 

ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন।

আপনার জিপি সিমের FnF নাম্বার যোগ, পরিবর্তন অথবা লিস্ট দেখুন বিনামূল্যে।

আশাকরি সবাই ভাল আছেন। আপনারা সবাই জানেন যে, জিপি সিমের FnF নাম্বার যোগ এবং পরিবর্তন করতে ২.৩০ টাকা খরচ হয়। তাই আজকে আমি একটি সফটওয়ারের খোঁজ দেব যার মাধ্যমে আপনারা খুব সহজেই FnF নাম্বার যোগ অথবা পরিবর্তন করতে পারবেন। এই সফটওয়ারটি জাভা এবং সিম্বিয়ান দুই ধরনের মোবাইলেই চলে। এজন্য নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১। আপনার মোবাইল থেকে নিচের অ্যাড্রেস থেকে GP APPS সফটওয়ারটি ডাউনলোড করুনঃ
অথবা
http://www.ziddu.com/download/20837711/GP_App.jar.html
২। ডাউনলোড শেষ হলে সফটওয়ার ইন্সটল করুন।
৩। এবার সফটওয়ারটি ওপেন করুন (সফটওয়ারটি ওপেন করার সময় অবশ্যই যে সিমের FnF পরিবর্তন করবেন সেটি ভরে ওপেন করবেন)।
৪। ওপেন করার দেখুন Self Service নামের একটি অপশন আছে।
৫। Self Service > FnF  অপশনে ক্লিক করুন। এখানে দেখবেন যে, View FnF List, Add FnF এবং Change FnF অপশন গুলো আছে। যার যেটা দরকার সেটাতে ক্লিক করুন।

বি.দ্রঃ আপনার সিমে MB কেনা না থাকলে ১/২ পয়সা কাটতে পারে। কোন ভুল হলে ক্ষমা করবেন।

ইউন্ডোজ-৭ (সেভেন) জেনুইন না ডুপ্লিকেট জানতে চাইলে এখানে দেখুন সরাসরি সার্ভার থেকে

আচ্ছালামু আলাইকুম
সবাইকে আমার প্রিতি এবং শুভেচ্ছা
প্রথমে এই লিঙ্ক টি তে গুঁতো দিন http://www.microsoft.com/genuine/diag/ এবার অপেক্ষা করুন সাইট টি লোড হওয়া পর্যন্ত লোড হয়ে গেলে এবার বাম পাশে দেখুন Start Diagnostics  এ ক্লিক করুন এবং রেজাল্ট এর জন্য অপেক্ষা করুন,উইন্ডোজ জেনুইন হয়ে থাকলে নিচের ছবির মত আসবে


আর জেনুইন যদি না থাকে তাহলে জেনুইন কি ভাবে বানাবেন সেই টিপস টা ও দিয়ে দিলাম
প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করে লোডার টি ডাউনলোড করে ফেলুন সাইজ ১এমবির কিছুটা বেশি
ডাউনলোড শেষে সফটওয়্যার টি রান করুন নিচের ছিএের মত আসবে

http://www.mediafire.com/?6ugdo3h8mwcdi4c



ক্লিক করুন ইন্সটল এ এবং ইন্সটল শেষে সিস্টেম রিস্টার্ট চাইবে
সিস্টেম রিস্টার্ট শেষে দেখুন আপনার ইউন্ডোজ জেনুইন হয়ে গেছে
তাহলে আজ এ পর্যন্তই সবাই ভাল থাকুন
আমার আল্লাহ আপনাদের সহায় হউক
ফি আমানিল্লাহ

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More