আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

যারা Adsense Account করার জন্য ছুটছেন কিন্তু হচ্ছেনা ? তারা এই ভাবে একবার ট্রাই করে দেখুন

সবাই কেমন আছেন ? আমরা সবাই কষ্ট করে একটা সাইট বানাই কিছু আয়ের জন্য আর আয়ের সব চাইতে ভাল মাধ্যম হল Google Adsense ।
গত কিছু দিন হল বাংলাদেশে Adsense Approve হয়না তার কারন আমরা নিজেরাই । ভাজে কন্টেইন, কপি পেস্ট, আর নিজের এডে নিজে ক্লিক করা, Fake Ip । আমি নিজে Google এ অনেক খুঁজাখুঁজি করে একটা Way পেলাম Adsense Account Approve করার, তাও আবার 100% revenue shares । তাই ভাবলাম এই রকম একটা Great News আপনাদের সবাইকে জানাই । আসুন তাহলে দেখি কি করতে হবে ? ।
প্রথমে এই লিঙ্ক এ যান তার পর সাইনআপ করে লগইন করুন ।
১. আপনার প্রোফাইল ৬০% পর্যন্ত পিলাপ করুন
২. Photo আপলোড করুন ১০ টি
৩. ভিডিও আপলোড করুন ৩ টি
৪. দুই থেকে পাঁচটি ব্লগ লিখুন , কপি পেস্ট থেকে বিরত থাকুন
৯. এবার প্রোফাইল এ গিয়ে Earnings (Google AdSense) এ ক্লিক করুন তার পর Create Google AdSense ক্লিক করে আপনার নতুন gmail আইডি দিয়ে Next করুন দেখবেন একটা মেইল আসবে Google AdSense থেকে সেই লিঙ্ক এ যান আপনার ডিটেইলস দিন আর অপেক্ষা Approve এর জন্য ।
আজকে এখানেই শেষ করলাম সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ । account পেলে অবশ্যই জানাবেন ধন্যবাদ,
পর্বে প্রকাশিত : banglatechnologyblog.blogspot.com

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More