আসসালামু আলাইকুম

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

ভুলে যান সব কিছু Search Everything আছে না!!! (৫০০জিবি-১টেরা কোন ব্যাপার না)

আস্‌সালামূআলাইকুম’-কেমন আছেন সবাই? আমি আজ যে সফটয়ার টির কথা আপনাদের কে বলব তার নাম হলো Search Everything . বর্তমানে হার্ড ডিস্কের জায়গার পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে সমুদ্রের সাথে তুলনা করা চলে। ৫০০জিবি , ১ টেরা এখন ছেলে খেলায় পরিনত হয়েছে।কম্পিউটারের এই বিশাল পরিমাণ স্পেস যখন ফাইলে, মুভিতে পরিপূর্ণ তখন কাংখিত ফাইল খুজে বের করা খড়ের গাদায় সুই খোজারই নামান্তর। ডিফল্ট সার্চ ইঞ্জিন যেটা থাকে তা দিয়ে ফাইল খোজা আর কচ্ছপ দিয়ে রেস খেলা একই কথা।তাহলে উপায়? হ্যা উপায় একটা আছে। আর তা হলো Search Everything নামের ছোট কিন্তু অসাধারণ একটা সফটওয়্যার ব্যবহার করা।কি এমন আছে যা অন্য সফটওয়্যারে নেই?

আপনি একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা।

Everything search engine এর সিম্পল ফিচারঃ
ডাউনলোড
Download Everything for Windows 2000, XP, 2003, Vista, 2008 and Windows 7
ছোট ইন্সটলেশন ফাইল। (পোর্টেবলও আছে)
পরিস্কার পরিচ্ছন্ন ইন্টারফেস।
কুইক ফাইল ইনডেক্সিং। ( সেকেন্ডে ২০০০০ ফাইল)
কুইক সার্চ ইঞ্জিন।
অল্প রিসোর্স লাগে।
সব চেয়ে বড় কথা হলো সম্পুর্ন ফ্রী।
কিভাবে ব্যবহার করবেন? খুব সিম্পল। শুধু আপনার প্রয়োজনিয় ফাইলের নাম লিখবেন আর নিমিষেই সেই ফাইল চলে আসবে। আপনি ইচ্ছা করলে সেখান থেকেই ঐ ফাইল ওপেন করতে পারবেন। Tools থেকে আপনার প্রয়োজনমতো কাস্টমাইজ করে নিন।
তাহলে এত কষ্ট করে ফোল্ডার লোকেশন মনে রাখার কি দরকার? Everything search engine আছে না!
ইন্সটল করার পর কিছুক্ষন সময় দিন ইনডেক্স করার জন্য। তারপর কম্পিউটার আপনার হাতে মুঠোয়!
আশা করি সবার কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More