কেমন আছেন সবাই ।।।
আসা করি ভালই আছেন ।।।
কেমন কাটলো আজকের দিনটা ।।।
তো সুরু করা জাক ।।।
উইন্ডোজ এর শুরুতে নিজের বার্তা দেখা যাবে ??? হ্য। যাবে ।।।
আর এর জন্য আমরা RUN কমান্ড ব্যবহার করবো ।।।
RUN এ গিয়ে Regedit লিখে enter চাপতে হবে ।।।
নতুন WINDOW আসবে ।।।
এখান থেকে HKEY_LOCAL_MACHINE click করতে হবে ।।।
software আসবে সেখানে Microsoft এ গিয়ে Windows NT তে ক্লিক করলে নতুন মেনু আসবে ।।।
সেখান থেকে Current Version এ ক্লিক করে সবসেশে WINLOGON এ ক্লিক করতে হবে ।।।
এবার ডান দিকের BOx থেকে Legal Notice Caption এ দুবার ক্লিক করতে হবে ।।
নতুন বক্স এ আপ্নের বার্তার শিরোনাম লিখে ok করতে হবে ।।।।
এরপর Legal Notic Text এ আপ্নের পুরা বার্তা লিখে ফেলুন ।।।
এবার OK করে বের হয়ে আসুন ।।।
আগের অবস্থায় যেতে Legal Notice Caption & Legal Notic Text এ ঢুকে আগের লিখা বার্তা গুলো মুছে
OK করে বের হয়ে আসুন।।।।
ভালো থাকুন অথবা ভালো থাকার চেষ্টা করুন ।।।।।।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন