আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ।
আপনাদের অনেকেরই ব্লগারে ব্লগ ও ওয়েবসাইট আছে তবে ট্যাগ মেঘ নামের এই উইজেটের কাজ ক্যাটাগরি , লিবেল গুলোকে 3D এফেক্ট দিয়ে সাজানো । এই উইজেটের ব্যাবহারে আপনার ব্লগের ভিজিটরদের জন্য সহজ ভাবে বিভাগ বের করতে সাহায্য করবে
কি ভাবে এড করবেন 3D Spherical Animated Tag Cloud আপনার ব্লগারে ???
1. প্রথমে Dashboard > যান Design যান তারপর Edit HTML.
2. এই কোডটি খুজে বের করুন
<b:section class=’sidebar’ id=’sidebar’ preferred=’yes’>
3. তার পর এই লাইনটির নিচে কোডটি পেস্ট করুন
<b:widget id=’Label99′ locked=’false’ title=’Tag Cloud’ type=’Label’>
<b:includable id=’main’>
<b:if cond=’data:title’>
<h2><data:title/></h2>
</b:if>
<div class=’widget-content’>
<script src=’http://sites.google.com/site/bloggerustemplatus/code/swfobject.js’ type=’text/javascript’/>
<div id=’flashcontent’>Blogumulus</div>
<script type=’text/javascript’>
var so = new SWFObject("http://sites.google.com/site/bloggerustemplatus/code/tagcloud.swf", "tagcloud", "160", "200", "7", "#ffffff");
// uncomment next line to enable transparency
//so.addParam("wmode", "transparent");
so.addVariable("tcolor", "0x800060");
so.addVariable("mode", "tags");
so.addVariable("distr", "true");
so.addVariable("tspeed", "100");
so.addVariable("tagcloud", "<tags><b:loop values=’data:labels’ var=’label’><a expr:href=’data:label.url’ style=’12‘><data:label.name/></a></b:loop></tags>");
so.addParam("allowScriptAccess", "always");
so.write("flashcontent");
</script>
<b:include name=’quickedit’/>
</div>
</b:includable>
</b:widget>
4. তারপর Preview করুন আপনার ব্লগটি
5. যদি আপনি দেখেন 3D Spherical Animated Tag Cloud আপনার ব্লগারে কাজ চলছে তাহলে সেভ করে রাখুন
Configuration:
যদি এই কোড গুলো এডিট করে চেঞ্জ করতে চান তাহলে কোড গুলো খুজে বের করে এডিট করতে পারেন ____
Text color: 800060 (purple in as default in the code above)
Height: 200 px
Width: 160 px
Font size: 12
আমি আশা করবো এই উইজেট আপনার ব্লগে খুব সুন্দর ভাবে চলবে ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন