কম্পিউটারে বিজয় ব্যবহার করে বাংলা লিখেননি এমন কম্পিউটার ব্যবহারকারী মনে হয় খুঁজে পাওয়া কষ্টকর হবে। আমরা বর্তমানে কম্পিউটারে যে বাংলায় লিখতে সক্ষম তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে এই বিজয়ের তথা মোস্তফা জব্বারের। এই বিজয় কিছু দিন পর পর আপডেট হয়ে বাজারে আসে। এরই ধারাবাহিকতায় বর্তমান সাল ২০১২ উপলক্ষে বের হয়েছে “বিজয় বায়ান্ন ২০১২”। বিজয়ের অন্যান্য ভারশনগুলোর তুলনায় এই ভারশনে অনেক কিছু নতুন আপডেট করা হয়েছে। পূর্বের বিজয় এর বিভিন্ন ভারশনগুলো উইন্ডোজের সাম্প্রতিক সংষ্করণ উইন্ডোজ সেভেন সাপোর্ট না করলেও এই ভারশনটিকে
সম্পূর্ণভাবে উইন্ডোজ সেভেন সমর্থিত করে তৈরি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ফন্টগুলোকে আপডেট করা হয়েছে। সাথে আছে শক্তিশালী ইউনিকোড ইঞ্জিন। যার মাধ্যমে খুব সহজেই ইন্টারনেটে বাংলা লিখতে পারবেন।
তাই এক্ষুনি ডাউনলোড করে নিন বিজয়ের এই লেটেস্ট ভারশনটি। আর হ্যাঁ। এই ভারশনটিব্যবহার করতে হলে কম্পিউটারে অবশ্যই ডট নেট ফ্রেমওয়ার্ক আপডেট (কমপক্ষে ৩.৫) থাকতে হবে। না থাকলেএই লিঙ্ক হতে ডাউনলোড করে নিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন