অনেকেই হয়তো কাজটা করতে চান, কিন্তু ফটোশপে কিভাবে করা হয়, নতুনরা তা
জানেন না ! একটা ছবিতে হয়তো আপনার শার্টের কালার কালো আছে, আপনি সেটাকে
ছাই কালার করতে চান, ফটোশপে কাজটা অনেক সহজে করা যায়। চলেন দেখা যাক।
১// প্রথমে ফটোশপে ছবিটি ওপেন করুন।
২// Image>>Adjustments>>Replace Color এ ক্লিক করুন।
![ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে tune1 ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে](http://www.friendsblog.net/wp-content/uploads/2012/08/tune1.png)
৩// নিচের ছবির মত একটা উইন্ডো ওপেন হবে, আপনি যেখানে কালার চেঞ্জ করতে চান, সেখানে মাউস দিয়ে ক্লিক করেন, সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে উইন্ডো তে।
![ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে tune2 ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে](http://www.friendsblog.net/wp-content/uploads/2012/08/tune2.png)
৪// এবার নিচের ছবিতে দেখানো অপশনগুলোর মত চেঞ্জ করে দেখেন, প্রিভিউ দেখাবে, তাই আপনি ইচ্ছেমত সবকিছু বাড়িয়ে/ কমিয়ে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে।
![ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে tune3 ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে](http://www.friendsblog.net/wp-content/uploads/2012/08/tune3.png)
৫// এবার দেখুন চেঞ্জ হল কিনা।
১// প্রথমে ফটোশপে ছবিটি ওপেন করুন।
২// Image>>Adjustments>>Replace Color এ ক্লিক করুন।
![ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে tune1 ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে](http://www.friendsblog.net/wp-content/uploads/2012/08/tune1.png)
৩// নিচের ছবির মত একটা উইন্ডো ওপেন হবে, আপনি যেখানে কালার চেঞ্জ করতে চান, সেখানে মাউস দিয়ে ক্লিক করেন, সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে উইন্ডো তে।
![ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে tune2 ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে](http://www.friendsblog.net/wp-content/uploads/2012/08/tune2.png)
৪// এবার নিচের ছবিতে দেখানো অপশনগুলোর মত চেঞ্জ করে দেখেন, প্রিভিউ দেখাবে, তাই আপনি ইচ্ছেমত সবকিছু বাড়িয়ে/ কমিয়ে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে।
![ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে tune3 ফটোশপ টিপ::: ছবির যে কোনও জায়গার রঙ পরিবর্তন করুন সহজে](http://www.friendsblog.net/wp-content/uploads/2012/08/tune3.png)
৫// এবার দেখুন চেঞ্জ হল কিনা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন