আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

কিভাবে Windows Genuine Advantage Notifications Nag Screen ডিজেবল/আনইন্সটল করবেন

Windows Genuine Advantage Notifications Nag Screen এই প্রবলেমটা অনেকরই বিরক্ত বোধ মনে হয়। তাই আমি একটি সহজ সমাধান দেওয়ার জন্য চেষ্টা করলাম মাত্র। যাদের প্রয়োজন লাগবে তারা দেখতে পারেন।

কার্যপ্রণালী:

১. ধাপ: কিবোর্ড থেকে Clt + Alt + Del চেপে Windows Task Manager ওপেন করুন, তারপর Process ট্যাবে ক্লিক করে wgatray.exe তে ক্লিক করে End Process এ ক্লিক করুন এবং ইহা ক্লোজ করুন।
২. ধাপ: কম্পিউটার Restart দিয়ে Safe Mode ওপেন করুন (safe mode এ ওপেন করার জন্য কম্পিউটার চালু হওয়ার সময় F8 চাপতে থাকেন)
৩. ধাপ: C:\Windows\System32 এই ডাইরেক্টরীতে গিয়ে WgaTray.exe ডিলিট করে ফেলি ডিলিট ।
৪. ধাপ: C:\Windows\System32\dllcache এই ডাইরেক্টরীতে গিয়েও WgaTray.exe ডিলিট করে ফেলি ডিলিট ।
৫. ধাপ: Start \ Run: regedit টাইপ করুন, তারপর HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\Current Version\Winlogon\Notify তে গিয়ে WgaLogon ফোল্ডারটি Delete করে দিই।
৬. ধাপ: কম্পিউটার Restart দিই। ব্যস হয়ে গেল! ভালো লাগলে Comment  করতে ভূলবেন না।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More