আসসালামু আলাইকুম

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে – দেখে নিন কিভাবে ব্লক ফেসবুক সহ সকল সাইট ভিজিট করবেন


বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। বেশির ভাগ আইএসপি থেকেই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। তবে আইএসপি ভেদে কোথাও কোথাও ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। সরকারি ভাবে এ ব্যাপারে এখনো কোন তথ্য জানানো হয়নি। বিটিআরসি’র সাথে যোগাযোগ করা হলে, তারা এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। একই সাথে টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করা হলে, তারা বলেন এই বিষয়টি তিনি আমাদের কাছেই প্রথম শোনেন। সেক্ষেত্রে আশা করা হচ্ছে, সরকারের উচ্চ মহল কিংবা আইন প্রয়োগকারী কোনও সংস্থা ফেসবুক বন্ধের বিষয়টি দেখছে। দৈনিক ডেইলী স্টারের অনলাইন ভার্সনে দেখা যাচ্ছে, বিটিআরসি বিয়ষটি নিশ্চিত করেছে। কিন্তু আমাদের সাথে বিটিআরসি’র বেশ কিছু কর্মকর্তার কথা হয়েছে। তারা এই বিষয়ে কিছু জানেন না বলেই জানিয়েছেন।
Tajikistan-blocks-Facebook

দেখে নিন কিভাবে ব্লক ফেসবুক সহ সকল সাইট ভিজিট করবেন

আজ থেকে হঠাৎ করে কোন ঘোষণা ছাড়াই বাংলাদেশে ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক সাইট অফিস থেকে অথবা ক্যাম্পাসে ফেসবুক সাইট দেখা যায় না। কিন্তু তাই বলে কি ফেসবুক তারা কেউ ব্যাবহার করে না? করে। আপনি চাইলে খুব সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এখানে কয়েকটি উপায় বলে দেওয়া হলো।
০১. ফেসবুকে ঢুকতে এই প্রক্সি লিংক ব্যবহার করতে পারবেন।
০২. মোবাইলে ফেসবুক ব্যবহার করতে এই লিংকে গেলেই হবে।
০৩. অথবা প্রথমে এই লিংকে গিয়ে বক্সে টাইপ করুন https://www.facebook.com/ তারপর এনটার প্রেস করুন। যদি কোন এড অপশন আসে তাহলে ডানদিকে কোনায় skip add এ click করেন। দেখবেন ঢুকতে পারছেন।
০৪. কয়েক কিলোবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। প্রতিবার ফেসবুক ব্রাউজ করার আগে শুধু এটা ওপেন করে নেবেন, তাইলেই হবে। ডাউনলোড লিংক এখানে
০৫. এই সমস্যার আরেকটি সমাধান হল টর ব্রাউজার। প্রক্সি সাইট ব্যবহার করা থেকে এইটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। এইটা পোর্টেবল ফায়ারফক্স ও টর বান্ডেল মিলে একটা ব্রাউজার যা দিয়ে সাধারণ ফায়ারফক্স-এর মত করেই ব্রাউজ করা যাবে। আপনার মনেই থাকবে না যে আপনি ব্লকড সাইট ভিজিট করছেন নাকি আনব্লকড। আর এইটা অবশ্যই পোর্টেবল। এখান থেকে টর ব্রাউজারটি ডাউনলোড করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More