আমি আজকে পেন ড্রাইভের কিছু ট্রিকস শেয়ার
করব সবার সাথে। আজকে আমার প্রথম পোস্ট এবং পর্ব এ সবাইকে স্বাগতম জানাই।
আমরা কমবেশি সবাই পেনড্রাইভ ব্যবহার করি, কিন্তু জনপ্রিয় এই মিডিয়া বিভিন্ন
সময় আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় নানা কারণে। এসব সমস্যা খুব সহজেই
সমাধান করা যায়। পেনড্রাইভসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সমাধান নিচে উপস্থাপন
করা হলো :
পেনড্রাইভের সুরক্ষা নিশ্চিত করুন
পেনড্রাইভের সুরক্ষা নিশ্চিত করুন
ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভকে সুরক্ষিত
রাখার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open বা Explore করে না খুলে My
Computer-এ গিয়ে Address Bar থেকে ড্রাইভ লেটার লিখে পেনড্রাইভ খুলুন।
এছাড়া Tools Folder Options-এ গিয়ে View অপশনে থাকা Show Hidden Files and
Folders, Hide Extensions for Known File Types, Hide Protected Operating
System Files চেকবক্সে টিকমার্ক দিয়ে হিডেন ফাইল শেষ করুন এবং কোনো
সন্দেহজনক হিডেন (.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে
একটি ফোল্টার তৈরি করে রাখুন। ফলে এতে autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল
তৈরি করতে পারবে না।
নষ্ট ফাইল ফিরে পাওয়া
পেনড্রাইভ ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময়
দেখা যায় প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার খুলছে না। এ অবস্থায় আমরা সাধারণত
আপডেট করা অ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ স্ক্যান করে থাকি। স্ক্যান শেষে
অনেক সময় প্রয়োজনীয় ফাইল ও ফোল্ডার খুঁজে পাওয়া যায় না। কারণ
অ্যান্টিভাইরাস সেটিকে ভাইরাস হিসেবে চিহ্নিত করে ডিলিট করে দেয়। এই হারানো
ফাইল বা ফোল্ডার ফেরত পেতে চাইলে প্রথমেই পেনড্রাইভ আইকনে মাউস পয়েন্টার
রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ ক্লিক করলে পেনড্রাইভের কিছু তথ্য
পাবেন। কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফাইল দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য
My Computer-এর মেনুবারের Tools থেকে Folder Options সিলেক্ট করে View-তে ক্লিক করুন।
এবার Show hidden files and folders-এ টিকমার্ক দিন এবং Hide extensions… ও Hide Protected… বক্স থেকে টিকমার্ক তুলে দিয়ে ok করুন।
এবার দেখুন পেনড্রাইভে আপনার ফাইল ও ফোল্ডারগুলো হিডেন অবস্থায় দেখা যাচ্ছে।
পেনড্রাইভের তথ্য জিপ করা
পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য
কোনো কমপিউটারে নিতে চাইলে সেগুলো জিপ বারে নেয়া আবশ্যক। জিপ করা ফাইল বা
ফোল্ডারে সাধারণত ভাইরাস আক্রমণ করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে
চাইলে সেটিতে মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed-এ
ক্লিক করলে সেই ফাইলটি বা ফোল্ডারটি জিপ হবে। আবার আনজিপ করতে চাইলে
সেটিতে মাউস পয়েন্টার রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পর
পর দুইবার Next-এ ক্লিক করলে আনজিপ হবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন