আসসালামু আলাইকুম

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

সিকিউরিটি ISO BackTrack নিয়ে কিছু কথা ……

নতুন করে backtrack নিয়ে কিছু বলার নেই । এই  টিউন এ আমি দেখাব উবুন্টু লিনাক্স প্রধান অপারেটিং সিস্টেম (default ) হিসেবে ব্যবহার করা ছাড়া আপনার উইন্ডোজ এ virtual machine ব্যবহার করে ব্যাক ট্র্যাক ইন্সটল করা । যারা এসব নতুন  শুন ছেন  তাদের জন্য বলতে চাই ব্যাক ট্র্যাক ও ভার্চুয়াল মেশিন কি ?
VIRTUAL MACHINE
এটি এমন এক ধরনের কম্পিটার সিস্টেম যেটি আপনার হার্ডওয়্যার কে ভিন্ন অপারেটিং সিস্টেম চালনার জন্য উপযোগী করে কোন ধরনের ত্রুটি ছাড়া । আপনি এই ভার্চুয়াল মেশিন এ অপারেটিং সিস্টেম চালাতে পারবেন ।  আবার অন্য যে কোন সফটওয়্যার চালাতে পারবেন । আর বলে নেই আপনি যখন কোন সিকিউরিটি বা হ্যাকিং টুল নিয়ে গবেষণা করেন তাদের কম্পিউটার এ ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে ।  এই ভার্চুয়াল মেশিন এ কাজ করার সময় এরকম কোন ভয় থাকে না । কারন আপনি প্রোগ্রাম এর মাঝে প্রোগ্রাম চালাচ্ছেন ।
BACK TRACK
এই সিস্টেম  টি সাধারন হ্যাকার রা ব্যবহার করে থাকেন । বিশেষ ভাবে Certified Ethical Hacking নিয়ে যারা পড়েন তারা এটি ব্যবহার করেন । এটি একটি penertesting টুল হিসেবে কাজ করে । আপনাকে উইন্ডোজ এ যেমন কনও কিছু ডাউনলোদ করে ইন্সটল করতে হয় তেমনি এখানে সব ধরনের নিরাপত্তা বিষয়ক টুল দেয়া থাকে । সুধু আপনাকে ইন্সটল করে নিতে হবে । এর জন্য আলাদা extension এর দরকার হয় না ।
আমি ব্যাক ট্র্যাক ইন্সটল করেছিলাম । সেটি ই আপনাদের দেখাব ।
আসল কথায় আসি
আমি দেখাব আপনারা কিভাবে back track 5r3 ইন্সটল করবেন ।

Stage 1
Requirements
প্রথমে এখান থেকে backtrak iso ডাউনলোড  করুন ।
এখন vmware wrokstation বা vemware যে কোন একটি ভার্চুয়াল মেশিন ডাউনলোড করুন ।
এখন উপর এর দুটির যে কোন একটি নামিয়ে ইন্সটল করুন ।
Stage 2
Installation
নতুন একটি ভার্চুয়াল মেশিন তৈরি করুন ।
Installing backtrack 5 R3 in virtual machine step by step  [ how to ]
এবার ইন্সটলার iso নির্বাচন  করে দিন ( choose backtrack 5 ISO )
Installing backtrack 5 R3 in virtual machine step by step  [ how to ]
এবার guest operating system এ লিনাক্স এবং ভার্সন হিসেবে ubuntu নির্বাচন করুন ।

Installing backtrack 5 R3
এবার আপনার ব্যাক ট্র্যাক এর জন্য ড্রাইভ নির্বাচন করুন । সি তে যেহেতু উইন্ডোজ থাকে তাই E,F আপনার যে ড্রাইভ একদম খালি সেটি নির্বাচন করুন ।

Installing backtrack 5 R3 কিন্তু একটা জিনিশ আপনার ড্রাইভ এ কমপক্ষে ২০ যিবি জায়গা থাকতে হবে । ৬৪ বিট এর জন্য
Installing backtrack 5 R3
vm window তৈরি করার জন্য ফিনিশ ক্লিক করুন ।
Installing backtrack 5 R3
এবার বুট স্ক্রিন এ যাবার জন্য enter চাপুন । default boot text mode নির্বাচন করে আবার এন্টার চাপুন ।
Installing backtrack 5 R3
মানে এই পয়েন্ট এ এন্টার চাপুন ।
Installing backtrack 5 R3 এবার gui (Grapic User Interfes ) এর জন্য startx
এবার ইন্সটল ব্যাক ট্র্যাক এ ক্লিক করুন । এবার টার্মিনাল ওপেন করে sh -c “ubiquity”  টাইপ
করুন ।
Installing backtrack 5 R3
এবার নরমাল installation এর মত এগিয়ে যান । যদি সুধু ব্যাক ট্র্যাক ইন্সটল করেন তাহলে পুরো ডিস্ক ব্যবহার করুন । আর অন্য অপারেটিং সিস্টেম থাকলে পার্টিশন করে দিন । আমি কিন্তু এই টিউটরিয়াল এ ভার্চুয়াল হার্ড ড্রাইভ ব্যবহার করছি ।
Installing backtrack 5 R3
click on forward and click on install
Installing backtrack 5 R3
ইন্সটল শেষ হয়া পর্যন্ত অপেক্ষা করুন
সাধারনত ৩০ মিনিট লাগে ।
Installing backtrack 5 R3
Stage 3
Network Configuration
virtualbox guest audition installation
vmware tools installation
backup and recovery
snapshots
আসলে আমি লেখা এই পর্যন্ত শেষ করে দিলাম । কিন্তু VMWARE TOOL কিভাবে ইন্সটল করবেন টা নিয়ে আবার এর ২ নম্বর পর্ব নিয়ে আসব ।
আর উইন্ডোজ ৭ আর ৮ এ এটি  পরীক্ষিত । এক্সপি তে চলবে… তবে ৩২ বিট নিয়ে সঙ্কা থাকতে পারে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More