আজকে ছোট কিন্তু কার্যকারী একটি টিউন নিয়ে এসেছি আপনাদের মাঝে। মিনি
টিউন করতে মাঝে মাঝে বেশ মজা লাগে যদিও চেষ্টা করি বড় কিছু লিখার। যাক,
আজকের টিপস হল আপনার পাসওয়ার্ড protected মেমোরি কার্ড আনলক করতে পারবেন
সহজেই। তাহলে চলুন কোন চিত্র ছাড়া একটি মিনি পোস্ট।
প্রথমেই আপনার ছোট একটি মোবাইল সফটওয়্যার প্রয়োজন হবে ডাউনলোড করুন এখান থেকে
এবার আনলক করুন:
- এবার কার্ড প্রবেশ করুন মোবাইল এর মাঝে। (তবে অবশ্যই কার্ড টি ওপেন করবেন না কোন ক্লিক করবেন না।)
- এখন FExplorer সফটওয়্যার ওপেন করে এখানে যান path C:\system.
- এবার দেখুন mmcstore নামের একটি ফাইল আছে সেটির নাম পরিবর্তন করে নতুন নাম দিন mmcstore.txt
- এবার (mmcstore.txt) এটি কপি করে আপনার কম্পিউটার এ নিয়ে আসুন এবং notepad.দিয়ে ফাইল্টি ওপেন করুন।
- এবার দেখুন এটির ভিতরে আপনার সেই পাসওয়ার্ড টি জল জল করে জলছে। মানে আপনার পাসওয়ার্ড টি দেখে যাবে এখানে। মোবাইল এর পাসওয়ার্ড গুলো এই ফাইলের মাঝে সেভ হয়। এবার আপনি নিজের পাসওয়ার্ড জেনে নিলেন তাহলে আনলক করতে দেরি কেন?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন