আসসালামু আলাইকুম

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

গ্রামীনফোনের মডেম দিয়ে ব্যবহার করুন Teletalk সহ যেকোন অপারেটরের 3G

দেশীয় অপারেটর Teletalk সহ আরো ৪টি অপারেটর 3G নিয়ে এসেছে, সোশ্যাল ওয়েবসাইট গুলোতে চলছে Teletalk 3G স্পীডের জয়গান, যারাই Teletalk 3G ব্যবহার করছে তাদের প্রশংসা করে চলেছে  দেশীয় অপারেটর টেলিটকের, থ্রিজি আমাদের দেশে নতুন তাই হয়তো আমরা অনেকেই দ্বিদায় আছেন হয়তো থ্রিজির জন্য আলাদা মডেম কিনতে হবে অথবা আলাদা অপারেটরের জন্য আলাদা মডেম কিনতে হবে, বাস্তবে ধারনা ভুল ২০০৯ সালের পরে কেনা গ্রামীনফোনের সকল মডেম দিয়ে যেকোন অপারেটরের থ্রিজি ব্যবহার করা যাবে ।
আসুন দেখে নেই কিভাবে করবেন ?
আমি প্রথম থেকেই গ্রামীনফোনের মডেম দিয়েই সিটিসেল ব্যতিত সকল অপারেটরের ইন্টারনেট ব্যবহার করে আসতেছি, এজন্য কোন সেটিং পরিবর্তন করার দরকার হয়নি তবে থ্রিজি ব্যবহার করা ক্ষেত্রে সামান্য সেটিং পরিবর্তন করার দরকার হবে,
আসুন দেখে নেই কিভাবে করবেন,
প্রথমে আপনি যে অপারেটরের 3G ব্যবহার করতে চান তার যেকোন একটি প্যাকেজ চালু করে মডেমে উঠিয়ে নিন ।
এবার আপনার ব্যবহৃত ডিভাইসের সাথে সংযুক্ত করে নিন ।
তারপর নিচের চিত্রগুলো ফলো করুন
প্রথমে Tools ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে Option সিলেক্ট করুন ।
option
Option সিলেক্ট করার পর যে পেজ আসবে সেখানে Network সিলেক্ট করুন,
option 1
Network সিলেক্ট করার পর দেখুন WCDMA Preferred বা অন্য কিছু সিলেক্ট করা থাকলে WCDMA Only ও All Bands সিলেক্ট করে Apply>Ok করে বের হয়ে আসুন ।
w only
এবার আপনার মডেম থেকে ২জি Network চলে যাবে ও থ্রিজি নেটওয়ার্কে প্রবেশ করলে WCDMA বা HSDPA দেখাবে
3g 3
এবার আপনার মডেম কানেক্ট করে থ্রিজি উপভোগ করতে থাকুন ।
নোটঃ আপনাকে ২জিতে ফিরে যেতে আবার আগের মত Network সেটিং করতে হবে এজন্য WCDMA Preferred সিলেক্ট করে Apply>Ok করে বের হয়ে আসতে হবে

শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

Google Play Store থেকে সরাসরি পিসি তে ডাউনলোড ।।। কোন বেপার ই না ।।।

কম্পিওটার এ Google Play Store থেকে ফ্রি এবং Trail App গুলো Download করার জন্য সবচেয়ে সহজ উপায়।
প্রথমে Google Chrome Browser টি Install দিন। ডাউনলোড এর প্রয়োজনে লিন্কঃ Google Chrome
অতঃপর এই Extension টি ডাউনলোড দিন এবং Unzip করুন। লিন্কঃ Google Play Store Downloader  Extension
Manually ডাউনলোডকৃত Extension টি Browser এ Add করুন ।
Manually Add করার পদ্ধতী পর্যায়ক্রমেঃ
Setting > Extension > Developer Mode > Load unpacked extension > Browse And Select the Unzip Folder > Ok
অতঃপর Extension Enable করুন। Allow in incognito লেখাটিতে টিক মার্ক দিন এবং এর পাশে থাকা Option এ ক্লিক করুন। একটি Tab আসবে। সেখনে আপনি আপনার Email Id এবং Android Device Id এবং Sim Operator দিয়ে Log in করে Save Setting দিন।
Android Device Id দুটি পদ্ধতীতে নির্নয় করতে পারেনঃ
১. *#*#8255#*#* Dial করলে পেয়ে যাবেন।
২. Android Device Id এই Software টি দিয়ে দেখতে পারেনঃ লিন্ক(Android Device Id Detector)
Log in করতে Device Id ব্যবহারের কারন, অনেক সফ্টওয়্যার Device ভেদে ভিন্ন Version এবং Size এর হয়।
কাজ শেষ। এবার Google Play Store এ আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যারটির ফ্রি অথবা Trail Version এর লিন্ক টি Address Bar কপি করে এই লিন্ক এ পেষ্ট করে Generate Download লিন্ক এ ক্লিক করুন এবং মনের সুখে ডাউনলোড করুনঃ আমি লিন্ক
উপরের সব ‍Step বাদ দিয়ে সরাসরি Google Play Store এ আপনার প্রয়োজনীয় সফ্টওয়্যারটির ফ্রি অথবা Trail Version এর লিন্ক টি কপি করে ঐ লিন্ক এ পেষ্ট করে Mozilla বা, অন্য যে কোন Browser দিয়ে ডাউনলোড করতে পারবেন,তবে Software টি আপনার Device এ Support দিবে কিনা Sure হতে পারবেন না।
ভাল লাগলে জানাবেন।

Google Play Store কে মামা বানান + চির মুক্তি লাইসেন্স Verify এর ঝামেলা থেকে :) !!!!! Bonus আমি Power Amp Full…

android-devices
মামা বাড়ি আর মধুর হাড়ি একই কথা অনেকের জন্য। তাই আজ আমরা Google Play Store কে মামা বানাব  ।
অনেক সফ্টওয়্যার আছে যা নেট এ লাইসেন্স সহকারে পাওয়া যায়। কিন্তু লাইসেন্স Verify হয় না।
তেমন একটি সফ্টওয়্যার হল Power Amp Music Player । যদিও lucky patcher ব্যাবহারে তা ব্যাবহার করা যায়, কিন্তু মাঝে মাঝে সমস্যা দেয়। বিশেষ করে Unroot করলে।
Power Amp সম্পর্কে বলার কিছু নেই। এটিতে সকল ফরমেট Support করে, যা অন্য Player গুলোতে করে না।
বিস্তরিত : Power Amp
Google play store কে মামা বানাতে লাগবে Modify Google play store. আজকের পর মামা সব Verify করে দিবে।
আপনার সেটটি অবশ্যই Root করা থাকতে হবে।
1. প্রথমে Modified Google Play Store (GooglePlay.Installer.apk) টি Install দিন।
2. অতঃপর এটি  “Installer cracked GooglePlay” মেনু থেকে Run করুন।
3.” Modded Google Play 4.2.9 (Android 2.2 or Up)” Select করে “Install and Reboot” এ ক্লিক করুন।
4. Restart হবার পর Internet Enable করুন।
5. “PowerAMP Unlocker.apk” Install দিন। Run করবেন না।
6. Install “PowerAMP v2.0.9.apk” এবং Run করুন লাইসেন্স Verify এর জন্য।
আপনি চাইলে এখন Power Amp unlocker টি রান করে হাইড Option ব্যাবহার করতে পারেন।
আর একটি কথা,অতঃপর কখনো সেট Factory Reset দিলেও আর Modded Google Play Install দিতে হবে না। শুধু লগইন করুন।
কাহিনি খতম  । Hi, Goolge play store Mama.What’s Up ?
সবার সুবিধার্তে সংক্ষেপে পদ্ধতিটি দিলামঃ
1.) Install “GooglePlay.Installer.apk”
2.) Run “Installer cracked GooglePlay” and press “Install and Reboot”.
3.) Enable Internet.
4.) Install “PowerAMP Unlocker.apk”
5.) Install “PowerAMP v2.0.9.apk”
6.) Run “PowerAMP”. Done.
কেও যদি Lucky Patcher ব্যাবহার করতে চান নিম্নের পদ্ধতি অনুসরন করুনঃ
1. Install Poweramp Music Player (Trial) v2.0.7 build-510 APK And Lucky Patcher  . Don’t Run.
2. Install Poweramp Full Version Unlocker v1.1-build-12 APK . Don’t Run.
3. Run Poweramp Music Player
4. Run LuckyPatcher > Apply ‘Custom patch’ > select ‘patch.by.sanx_com.maxmpz.audioplayer. Reboot and Lunch Power Amp again.
5. Don’t Run The unlocker.
Download এর জন্যঃ আমি এখানে

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন

আপনারা title দেখে নিস্চয় বুঝতে পেরেছেন যে আজ আমি আপনাদের কি শিখাবোবর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের অধিকাংশরই ফেসবুক আইডির পাসাপাসি ১ টি বা তার অধিক blog রয়েছেআর এর বেশিরভাগই ফ্রী তে তৈরী করাফ্রীতে তৈরী করতে সাধারণত WordPress, Blogspot, Weebly & Tumblar ব্যাবহার করা হয়আর বাংলাদেশে এই গুলোর মধ্যে WordPress & Blogspot বেশী পপুলারআমি আজ ২ বছর জাবত Tunerpage Regular Readerবাংলা লিখায় কাঁচা বলে কুনো post করতে পারিনি।আমি আজ পর্জন্ত সুধু দেকছিসবাই সুধু WordPress এর Backup অথবা Blogspot এর template backup সম্পর্কে লিখেকেউই post গুলো backup সম্পর্কে লিখে না আর হয়তো বা লিখে থাকতে পারে কিন্তু কুনো কারনে আমি হয়তো নাও দেখতে পারি(আর যদি এমনটিই হয় তবে আমাকে মাফ করবেন অযথা গালি দিবেন নাকারণ আপনার  প্রতিটি গালির মুল্য অনেককেননা আমাদেরপুর্ব পুরুষেরা বলে গেছেন “আমরা যতো কথা বলি তার সাথে সাথে আমাদের আয়ু কমতে থাকে ” তো অযথা গালি দিয়ে আয়ু কমিয়ে লাভ কি? :p ) ওই সব কথাবাদ দি চলুন কাজের কথাই আসিআমাদের মধ্যে অনেকে আছেন যারা অনেক কষ্ট করে Blog তৈরী করে Customize করেন। কিন্তু নানান কারণে আমাদের এই প্রিয় Blog টি নষ্ট বা Delete হয়ে যেতে পারে। যেমন ধরুন আপনার Email ID টা কেউ Hack করল বা কুনো কারণে Copyright Case পড়েAutomatically delete হয়ে গেল যা Google এখন নিজেই তা করে থাকে। আর এই রকম যদি হয় তা হলে আপনার অবস্তা ঠিক ২ বার Heart Attack গ্রস্ত ব্যাক্তির মত হবে যদি আপনার মনোবল মজবুত থাকে তা হলে আপনি বেঁচে জাবেন অর্থাৎ আপনার Blog এর Backup নেওয়া না থাকে তাহলে আপনি তা সহজে ফীরে পাবেন।আর যদি আপনার মনোবল দুর্বল থাকে তা হলে হায় হায় করা ছাড়া উপায় থাকবে না অর্থাৎ যদি আপনার Blog এর Backup নেওয়ানা থাকে তা হলে এতো কষ্ট সব বৃথা। তো আমাদের সবারই Backup নিয়ে রাখা উচিৎ।  Blogspot এরblog কে Backup নেয়ার জন্যআমাদের ৯টি Step follow করলেই হইয়াযাবে
প্রথমে Blogspot এ গিয়ে emailআর password দিয়ে login করেন

১)এই বার dashboard এ আসার পর আপনার যে blog টি backup নিবেন সেটি select করুনঠিক নিচের চিত্রের মতো যেমনঃ আমি Otaku’s Junction select করব।
২) এবার settingsclickকরুন
 

2 আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন
৩) তারপর otherএ যান।
3 আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন
) এখন নিচে নামুন ২নং Arrow মতন ।

4 আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন
৫)এখন Export blogclickকরেন
5 আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন
৬)তারপর Download Blogclick করেন
6 আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন
৭)এখন Okতে clickকরেন
7 আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন
) এই বার downloadচালু হবেpost যতো বেশি হবে file ও ততো বড় হবে
8 আপনার Blogspot blog টির Post গুলোর সম্পূর্ণ Backup নিন
) এবার download complete হলে আপনার computer এর download folder এগিয়ে দেখুন fileটি save হয়ে গেছে

১০)ব্লগটি RecoverকরতেImport BlogClickকরে,File টিপুনঃরাই Upload করেদিন।

উইন্ডোজ ৮ কাজ করতে সক্ষম কিনা সেটা জানতে হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটি চেক করুন

আপনার পিসির সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাথে উইন্ডোজ ৮-এর সামঞ্জস্য(কম্প্যাটিবিলিটি) আছে কিনা দেখে নিন। অর্থাৎ আপনার পিসি উইন্ডোজ ৮-এর সাথে কাজ করতে সক্ষম কিনা সেটা আপনি জানতে পারবেন কম্প্যাটিবিলিটি চেক করার মাধ্যমে। খুব সহজেই এই কাজটি করতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে।
প্রথম ধাপঃ
প্রথমে আপনার ব্রাউজার থেকে মাইক্রোসফটের এই সাইটে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপঃ
আপনি টপ বার-এ বিশেষ কোন প্রোডাক্ট খুঁজতে পারেন আর সাইড বারে ‘প্রোডাক্ট ক্যাটাগরি’ নির্বাচন করতে পারেন।
তৃতীয় ধাপঃ
যখন ফলাফল দেখাবে তখন আপনি দেখতে পারবেন কোন নির্দিষ্ট ডিভাইস বা প্যাকেজ আপনার পিসির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। উপরে ডানদিকে অপশন থাকবে, সেখান থেকে সিলেক্ট করুন আপনার পিসিটি ৩২বিট না ৬৪বিট ভার্সনের।
Compatibility Center 500x300 উইন্ডোজ ৮ কাজ করতে সক্ষম কিনা সেটা জানতে হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটি চেক করুন
চতুর্থ ধাপঃ
আপনি যদি আপনার পিসিতে সংযুক্ত হার্ডওয়্যারগুলির নাম এবং মডেল নিশ্চিতভাবে না জানেন, সেক্ষেত্রে কন্ট্রোল প্যানেল থেকে “হার্ডওয়্যার এন্ড সাউন্ড” সিলেক্ট করুন। তারপর সিলেক্ট করুন “ডিভাইস ম্যানেজার”। তাহলে আপনি পিসিতে সংযুক্ত সবগুলি ডিভাইসের লিস্ট দেখতে পাবেন।
এবার লিস্টের সবগুলি ডিভাইস এবং হার্ডওয়্যার উইন্ডোজ ৮-এর সাথে কাজ করার জন্য সামঞ্জস্যপূর্ণ কিনা (কম্প্যাটিবিলিটি আছে কিনা) দেখে নিন উপরের ধাপগুলি অনুসরণ করে।

উইন্ডোজের আইকন ব্যাবহার


উইন্ডোজের অনেক লোগোই খুব সুন্দর, আর এই সুন্দর লোগো বা আইকনগুলো প্রেজেন্টেশন বা অন্য নানা কারণে আপনার প্রয়োজন হতে পারে। এগুলো সংগ্রহ করতে পারলে দারুণ হয় তাই না? এই সুন্দর আইকনগুলো কিন্তু উইন্ডোজের অনেক প্রোগ্রামের মধ্যেই থাকে, তবে সেগুলোকে বের করাটা একটু কঠিন, বিশেষ করে ২৫৬x২৫৬ আকারটি। এক্ষেত্রে বিসাইক্লোন গ্র্যাবার নামের একটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপটি ফাইল থেকে আইকনগুলো টেনে বের করতে পারে।
BeCyIconGrabber 01 500x300 উইন্ডোজের আইকন ব্যাবহার
প্রথমে ডাউনলোড করুণ বিসাইক্লোন গ্র্যাবার
যখন আপনি কোন আইকন বের করতে চাইবেন তখন প্রোগ্রামটি চালু করুন। যেই সফটওয়্যারটির আইকন আপনার প্রয়োজন হবে সেই ফোল্ডারে অথবা যেখানে আইকনগুলো থাকতে পারে বলে মনে করছেন সেখানে এই অ্যাপ ব্যবহার করে ব্রাউজ করুন এবং যে কোন ফাইল নির্বাচন করে দেখতে পারেন ভেতরে কোন আইকন রয়েছে কিনা। বিভিন্ন আকারের আইকনের জন্য বেশ কয়েক ধরণের ট্যাব দেখতে পাবেন ডিসপ্লেটিতে।
যে আইকনটি আপনার পছন্দ সেটির উপর রাইট ক্লিক করে সেভ করুন।
কোন আইকন যদি আপনারকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করতে ফেবারিট ট্যাবটি।
ডাউনলোড

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More