আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

উইন্ডোজের আইকন ব্যাবহার


উইন্ডোজের অনেক লোগোই খুব সুন্দর, আর এই সুন্দর লোগো বা আইকনগুলো প্রেজেন্টেশন বা অন্য নানা কারণে আপনার প্রয়োজন হতে পারে। এগুলো সংগ্রহ করতে পারলে দারুণ হয় তাই না? এই সুন্দর আইকনগুলো কিন্তু উইন্ডোজের অনেক প্রোগ্রামের মধ্যেই থাকে, তবে সেগুলোকে বের করাটা একটু কঠিন, বিশেষ করে ২৫৬x২৫৬ আকারটি। এক্ষেত্রে বিসাইক্লোন গ্র্যাবার নামের একটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপটি ফাইল থেকে আইকনগুলো টেনে বের করতে পারে।
BeCyIconGrabber 01 500x300 উইন্ডোজের আইকন ব্যাবহার
প্রথমে ডাউনলোড করুণ বিসাইক্লোন গ্র্যাবার
যখন আপনি কোন আইকন বের করতে চাইবেন তখন প্রোগ্রামটি চালু করুন। যেই সফটওয়্যারটির আইকন আপনার প্রয়োজন হবে সেই ফোল্ডারে অথবা যেখানে আইকনগুলো থাকতে পারে বলে মনে করছেন সেখানে এই অ্যাপ ব্যবহার করে ব্রাউজ করুন এবং যে কোন ফাইল নির্বাচন করে দেখতে পারেন ভেতরে কোন আইকন রয়েছে কিনা। বিভিন্ন আকারের আইকনের জন্য বেশ কয়েক ধরণের ট্যাব দেখতে পাবেন ডিসপ্লেটিতে।
যে আইকনটি আপনার পছন্দ সেটির উপর রাইট ক্লিক করে সেভ করুন।
কোন আইকন যদি আপনারকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করতে ফেবারিট ট্যাবটি।
ডাউনলোড

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More