আসসালামু আলাইকুম

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

উইন্ডোজ ৮ কাজ করতে সক্ষম কিনা সেটা জানতে হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটি চেক করুন

আপনার পিসির সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাথে উইন্ডোজ ৮-এর সামঞ্জস্য(কম্প্যাটিবিলিটি) আছে কিনা দেখে নিন। অর্থাৎ আপনার পিসি উইন্ডোজ ৮-এর সাথে কাজ করতে সক্ষম কিনা সেটা আপনি জানতে পারবেন কম্প্যাটিবিলিটি চেক করার মাধ্যমে। খুব সহজেই এই কাজটি করতে পারবেন নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে।
প্রথম ধাপঃ
প্রথমে আপনার ব্রাউজার থেকে মাইক্রোসফটের এই সাইটে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপঃ
আপনি টপ বার-এ বিশেষ কোন প্রোডাক্ট খুঁজতে পারেন আর সাইড বারে ‘প্রোডাক্ট ক্যাটাগরি’ নির্বাচন করতে পারেন।
তৃতীয় ধাপঃ
যখন ফলাফল দেখাবে তখন আপনি দেখতে পারবেন কোন নির্দিষ্ট ডিভাইস বা প্যাকেজ আপনার পিসির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। উপরে ডানদিকে অপশন থাকবে, সেখান থেকে সিলেক্ট করুন আপনার পিসিটি ৩২বিট না ৬৪বিট ভার্সনের।
Compatibility Center 500x300 উইন্ডোজ ৮ কাজ করতে সক্ষম কিনা সেটা জানতে হার্ডওয়্যারের কম্প্যাটিবিলিটি চেক করুন
চতুর্থ ধাপঃ
আপনি যদি আপনার পিসিতে সংযুক্ত হার্ডওয়্যারগুলির নাম এবং মডেল নিশ্চিতভাবে না জানেন, সেক্ষেত্রে কন্ট্রোল প্যানেল থেকে “হার্ডওয়্যার এন্ড সাউন্ড” সিলেক্ট করুন। তারপর সিলেক্ট করুন “ডিভাইস ম্যানেজার”। তাহলে আপনি পিসিতে সংযুক্ত সবগুলি ডিভাইসের লিস্ট দেখতে পাবেন।
এবার লিস্টের সবগুলি ডিভাইস এবং হার্ডওয়্যার উইন্ডোজ ৮-এর সাথে কাজ করার জন্য সামঞ্জস্যপূর্ণ কিনা (কম্প্যাটিবিলিটি আছে কিনা) দেখে নিন উপরের ধাপগুলি অনুসরণ করে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More