
আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয়।কাজের ও ভাইরাসের কারনে কম্পিউটারে সমস্যা হওয়ার কারনে প্রায়শ আমাদের উইন্ডোজ সেটআপ দিতে হয়।কিন্তু অনেকেরই সিডি/ডিভিডি ড্রাইভ নষ্ট।আবার ইউএসবি দিয়েও সেটআপ দেওয়া যায় উইন্ডোজ।কিন্তু মাঝে মাঝে প্রয়োজনের সময় সেই কাজের পেনড্রাইভটিও থাকে না আমাদের কাছে।এটা যে কি রকম বিরক্তিকর তা আমার মত যারা এ সমস্যায় পড়েছে তারা বুঝতে পারবে।কিন্তু অনেকেই আছে যারা জানে না যে সিডি/ডিভিডি ড্রাইভ অথবা পেনড্রাইভ ছাড়াও উইন্ডোজ সেটআপ দেয়া যায়।উইন্ডোজ ৮ এবং এর আগের উইন্ডোজ...