Virtual Private Network কে সংক্ষেপে VPN বলা হয়। একটি VPN, অথবা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নির্মাণ ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে আপনার ডাটা আপনার কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। UCR এ VPN হার্ডওয়্যার হিসাবে কাজ করবে. মনে করুন ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। একটা কম্পানির অনেক গুলো কম্পিউটার এর মাঝে নেটওয়ার্কিং করা থাকলে খুব সহজেই সবাই একে অপরকে ইমেইল, ফাইল ইত্যাদি তথ্য আদান প্রদান করতে পারে। প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্কের মধ্যে মূল পার্থক্য হল প্রাইভেট নেটওয়ার্কে শুধুমাত্র ওই নেটওয়ার্কের সদস্যগণ একজন আরেকজনের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে কিন্ত পাবলিক নেটওয়ার্কে পৃথিবীর যে কেউ যে কারো সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থেকে যায়। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়।
ফ্রীতে VPN (Virtual Private Network) কানেকশন তৈরি করুন
সুরক্ষা, গোপন এবং অনব্লক থাকুন ৯টি ফ্রী VPN দিয়ে
আজ আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি তা উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ এর উপর। কিভাবে এটি সেটআপ করবেন তা এখান থেকে দেখে নিন “ফ্রীতে VPN (Virtual Private Network) কানেকশন তৈরি করুন”। কিন্তু কিভাবে আপনি আপনার উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ এ এর কানেকশান কনফিগারেশান করবেন, তাই দেখুন আমার এই টিউটোরিয়ালটিতে।
VPN কানেকশান কনফিগারেশান করা
________________________________________________________________________________________________
নতুন কানেকশান তৈরি করা
- প্রথমে এখানে যানঃ Control Panel —> Network and Sharing Center
- এবার এখানে ক্লিক করুনঃ “Change adapter settings”.
- এবার এখানে যানঃ File —> “New Incoming Connection”.
- কনফিগারেশানের প্রথম উইজার্ড এটি। এখান থেকে আপনি আপনি কোন কোন ইউজারকে অ্যাকসেস দিতে চান তা সিলেক্ট করুন।
- এবার “Through the internet” সিলেক্ট করে Next করুন।
- এবার আপনার ইন্টারনেট প্রোটোকল সিলেক্ট করুন ও “Internet Protocol Version 4 (TCP/IPv4) এ ডাবল ক্লিক করুন।
- এবার নিচের ছবির মতো সেটিং করে OK করুন।
- আপনি সেটআপের শেষ উইজার্ডে চলে আসলেন। এবার Finish বাটনে ক্লিক করে শেষ করুন। তবে অবশ্যই আপনার পিসির নামটা মনে রাখবেন। নিচের মতো দেখাবে।
এই মাত্র আমরা আমাদের VPN connection সেটআপের কাজ শেষ করলাম। এবার আসুন আমরা উইন্ডোজ ফায়ারওয়াল কনফিগারেশান করি।
উইন্ডোজ ফায়ারওয়াল কনফিগারেশান
- প্রথমেই এখানে যানঃ Control Panel —> Windows Firewall.
- বামপাশের মেনু থেকে “Advanced Settings” এ ক্লিক করুন।
- এবার “Inbound Rules” এ ক্লিক করুন।
- এবার “Actions” —> “New Rule…” এ ক্লিক করুন।
- তাহলে একটি নতুন উইজার্ড আসবে।
- এখান থেকে Port সিলেক্ট করে Next করুন।
- এবারের উইজার্ড থেকে “TCP” সিলেক্ট করুন ও “Specific remote ports” এ “1723” লিখুন ও Next করুন।
- এবার “Allow the connection” সিলেক্ট করে Next করুন।
- এবার প্রত্যেকটি অপশান সিলেক্ট করে Next করুন।
- এবার Description ফিল্ডে আপনার ইচ্ছা মতো আজাইরা যত প্যাঁচাল আছে লিখুন :P ও Finish বাটনে ক্লিক করুন।
- এবার আপনার Router configuration টা করে নিন। কিভাবে করবেন? কষ্ট করে একটি পিপি ভাইকে বলবেন আমি এখনও এটা শিখতে পারি নি :( :cry:
ব্যস আপনার কাজ শেষ। এবার ব্যবহার করতে থাকুন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন