আসসালামু আলাইকুম

বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

কিভাবে উইন্ডোজ ৭ হতে অটো রান বন্ধ করবেন

কিভাবে উইন্ডোজ ৭ হতে অটো রান বন্ধ করবেন
How to stop auto run from windows7
কিভাবে উইন্ডোজ ৭ হতে অটো রান বন্ধ করবেন
আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ছোট একটি টিপস নিয়ে হাজির হলাম যেটা অনেক দিন আগে পত্রিকায় দেখেছিলাম । আমরা সবাই যারা উইন্ডোজ 7 চালাই তারা লক্ষ করবেন যে কোন পেনড্রাইভ পিসি তে দেয়ার সাথে সাথে অটো রান হয়ে যাই যার ফলে ওই পেনড্রাইভে কোন ভাইরাস থাকলে সহজেই আপনার পিসি তে প্রবেশ করে । বিশেষ করে shortcut virus বেশী বিরক্তিকর এটা সহজেই প্রবেশ করে । আজকের পোস্ট পরার পর আপনার আর অটো রান হবে না আপনি চাইলে ।
কথা বাড়িয়ে লাভ নাই কাজের কথাই আসা যাক নিচের ধাপ গুলো অনুসরন করুন
১. প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন
২. তারপর system & security তে ক্লিক করুন
৩. তারপর administrative tools এ ক্লিক করুন
৪. এরপর service এ ডাবল ক্লিক করুন
৫. তারপর shell hardware detection এ ডাবল ক্লিক করুন
৬. এবার startup type automatic থেকে disable করে দিন এবং service status stop করে দিন
৭. সবশেষে apply করে ok করে বের হয়ে আসুন
এখন থেকে আর কোন পেনড্রাইভ আপনার পিসি তে অটো রান হবে না । আপনি এই সেবা বন্ধ করতে চাইলে startup type disable থেকে automatic করে দিন এবং service status stop থেকে start করে apply করে ok করে বের হয়ে আসুন ।
আপনাদের সুবিধার জন্য নিচে screenshoot দেয়া হল।
step 1
step 2
step 3
step 4
step 5
step 6
পোস্ট টি প্রথম প্রকাশিত এখানে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More