আসসালামু আলাইকুম

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

মজার ৭টি ফেইসবুক স্ট্যাটাস টিপস !!

ফেইসবুক কখনো কখনো কারো জন্য যোগাযোগের জন্য অত্যাবশ্যকীয় মাধ্যম আবার কখনো এটা বিরক্তকর অনুরোধ আর স্প্যামারের আক্রমন । আর ফেইসবুকে নিজের অবস্থানের উপর রয়েছে অনেকের অনেক ধরনের মার্কেটিং ঝড় ঝাপটা। আর এ সবকে একটু বুদ্ধি খাটিয়ে অনেকটা নিয়ন্ত্রন করা যায়। তাহলে শুরু হোক ফেসইবুক টিপস।

১. Dislike বাটন যোগ করা
Like বাটনটি সব জায়গায়ই আছে কিন্তু আপনার স্ট্যাটাস কেউ অপছন্দ করলে সেটা জানার কোন উপায় সাধারনভাবে নেই। একটু বুদ্ধি করে বিনামূল্যে পাওয়া Status Magic এপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এই এপ্লিকেশনের মাধ্যমে প্রকাশিত সব স্ট্যাটাসেই “love,” “hate,” “disagree” এমনকি “LOLs.” বাটন যুক্ত করতে পারবেন।

২. সুনির্দিষ্ট কোন ব্যক্তিকে স্ট্যাটাস দেখানো বন্ধ করা

Account থেকে Privacy Setting এ গিয়ে কাদেরকে আপনার স্ট্যাটাস দেখাবেন কাদের দেখাবেন না তার তালিকা লিখে দিতে পারেন।

৩. সয়ংক্রিয় স্ট্যাটাস আপডেট

এটা নেটওয়ার্কারদের কাজে লাগতে পারে। তাছাড়া ব্যস্ততার কারনে ফেসবুকে অবস্থান না করতে পারলে আপনি এই এপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন। নির্দিষ্ট সময় সয়ংক্রিয়ভাবে আপনার স্ট্যাটাস আপনার প্রোফাইলে পৌছে দিবে।

৪. কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে স্ট্যাটাস
বিগত সেপ্টেম্বর থেকে ফেসবুক এ পদ্ধতিটি চালু করেছে। টুইটারের কাউকে উদ্দেশ্য করে যেভাবে স্ট্যাটাস লেখা যায় ঠিক তেমনটাই আপনি করতে পারেন @ দিয়ে বন্ধুর নাম লিখলেই তাকে উদ্দেশ্য করে পোস্ট করা হলো।

৫. স্ট্যাটাসে প্রতীক দেখানো
আপনি চাইলে সুন্দর সুন্দর সিম্বল দেখাতে পারেন আপনার স্ট্যাটাসে। আর এজন্য সিম্বলের তালিকা দেখে নিন। আশা করা যায় এই প্রতিকের মাধ্যমে আপনার স্ট্যাটসের মান আরো সমৃদ্ধ হবে।

৬. স্ট্যাটাস পরিসংখ্যান

এই এপ্রিকেশনটি ব্যবহার করে আপনার ফেসবুকের স্ট্যাটাসের সংখ্যা, গড় শব্দের সংখ্যা,প্রথম স্ট্যাটাসের তারিখ ইত্যাদি তথ্য পেতে পারেন।

৭. একটু মজা করা
আপনার বন্ধুকে একটি ফেসবুক প্রোফাইল লিংক দিয়ে বললেন এই লোকটি কত বাজে …দেখেছো..? আর লিংকটি হলো: http://facebook.com/profile.php?=73322363 আপনার (বন্ধু যদি বেপারটা না জানে তাহলে ) লিংকটিতে ক্লিক করলে তার নিজের প্রোফাইল পাতায় চলে যাবে । হা হা হা…। সে হয়তো প্রথমতো হতবাক হবে..।

তৈরি করুন সারপ্রাইজ File ?? (New)


‘আস্‌সালামূআলাইকুম’-কেমন আছেন সবাই। আজ একটি সাধারন অথচ গুরূত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করব।

‘নাম‍‌‌’ এমন একটি বিষয় যা অনেক গুরুত্ব‌ বহন করে ।আপনি চাইলেই বিভিন্ন নামের Script File সহজেই তৈরি করতে পারেন ।এজন্য আপনি

প্রথমে আপনার ক‌ম্পিউটারে Notepad Open করুন(Start>All Programs>Accessories>Notepad) ।এরপর লিখুন

msgbox (“shakil“)

msgbox লেখার পরে 1টি স্পেস দিয়ে ( চিন্হের পর ডবল কোটেশন চিন্হ, তারপর আপনার Message.

এবার *.vbe নামে File-টি Save করুন ।

এখানে shakil এর স্থলে যা লেখা হবে,তাই Message হিসেবে Show হবে ।

(*) এর বদলে যেকোন নামে File -টি Save করা যায়। তবে নামের শেষে .vbe অবশ্যই যুক্ত করতে হবে।

এখন Save করা File টিতে ডবল ক্লিক করলে Messege টি দেখা যাবে ।

shakil এর পাশে/নিচের লাইনে একই উপায়ে আরো Message লেখা যায় এবং VB Script File তৈরি করা যায় ।

ইন্টারনেটে আমার লেখা থেকে Copy করবেন না। কারন নেটে (“) চিন্হটি vrinda ফন্টে পরিবর্তিত হয়ে যায়। [msgbox এর পরে shakil এর দু'পাশে দেখুন। ] আপনি আপনার PC –তে message লিখা শুরু করার সময় (“) চিন্হটি কম্পিউটারের Default Mode-এ নিজ হাতে Type করবেন।

আপনি চাইলে বিভিন্ন‌‌ উৎ‌সবে কাউকে গিফট হিসেবে কোন Message লিখে VB Script File তৈরি করে পাঠাতে পারেন ।আপনার পাঠানো File টি Open করলেই Message টি দেখা যাবে ।

আবার, Software এর সিরিয়াল Key এভাবে তৈরি করে রাখতে পারেন ।

এছাড়াও আরো অনেক কিছু আপনি করতে পারেন VB Script File তৈরি করে । সময়ের অভাবে লিখলাম না।

অনেকে এটা আগেও জানতে পারেন ।যারা জানেন না, তাদের জন্য লিখলাম ।

কিভাবে বিনামূল্যে ফেসবুক Fans, টুইটার Followers ওয়েবসাইট Hits বাড়াবেন?

ব্লগ বা ওয়েবসাইট promote করার সবচেয়ে গুরুত্ব পূর্ণ একটি ক্ষেত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। অনলাইনে হাজার হাজার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, তার মধ্যে ফেসবুক, টুইটার, মাইস্পেস, ইউটিউব এবং ডিগ হচ্ছে সবচেয়ে সেরা। আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক fans, টুইটার followers মাইস্পেস friends,গুগল friends circle, ইউটিউব subscribers, এবং ডিগ followers বাড়াবেন। এই সব সেবা একসাথে যে সাইটটি দেয় তার নাম হচ্ছে Youlikehits.com.

Youlikehits.com একটি ব্রোকার সাইট। এটি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটের ইউজারদের কে একত্রিত করে এবং একজনকে দিয়ে অন্যজনকে follow বা subscribe করিয়ে দেয়।

Follow বা subscribe এর মাপকাঠি নির্ভর করে Points এর উপর। যার যত বেশী পয়েন্ট সে তত বেশী followers পাবে।

পয়েন্ট সংগ্রহ করার দুটি উপায়ঃ

১) অন্যদের follow বা subscribe করে।

২) টাকা দিয়ে পয়েন্ট কিনে।

Youlikehits.com এর সেবা সমুহঃ

ফেসবুক fans,
টুইটার followers
মাইস্পেস friends.
গুগল friends circle
ইউটিউব subscribers.
Stumbleupons followers
ডিগ followers.
ওয়েবসাইট hits ( ২০ সেকেন্ড)।
কিভাবে শুরু করবেন?

প্রথমে Registration করুন।
লগিন করুন।
Password দিতে হবে এইরকম bidROHI123 অর্থাৎ Small Letter, Capital Letter এবং Number mixed করে দিতে হবে্‌
এবার মনিটর এর বাঁ দিকে “your setting” এ ক্লিক করে আপনার নিজের Face book account, twitter account, My space account, you tube account, Google + , digg account , website url জুক্ত করুন।
এবার Payout value set (আপনাকে follow বা subscribe করতে কত পয়েন্ট খরচ করতে চাইছেন) করুন।
এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পয়েন্ট সংগ্রহ করা। মনিটর এর মাঝ বরাবর “Get started tabs” থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
আরও কিছু তথ্যঃ

প্রতিদিন ৫০ পয়েন্ট আপনাকে ফ্রী দেওয়া হবে।
প্রতি ৩০ দিন অন্তর, অব্যাবহার করা পয়েন্ট Reset হয়ে যায়।
এখানে রেফারেল পদ্ধতি রয়েছে। প্রতি active referral এর জন্য আপনি পাবেন ৫০ পয়েন্ট।
যা করবেন নাঃ

একাধিক অ্যাকাউন্ট খোলা।
অ্যাকাউন্ট কেনা বেচা করা।
ভাল সাইট এর নামে রিপোর্ট ।
Bots, Scripts ব্যবহার।
এটা কি Scam? :

না, এখন পর্যন্ত অনলাইনে যতগুলো রিভিউ দেখেছি , তাতে মনে হয় এটি scam নয়।

পোষ্টটি কপি করা

মুল পোস্ট এইখানে

Skylancers bd free account offer

If any one want to join in our group then you will be sign up free.
For some conditions:
You need to ready for join at least 10 members .
At every leader join in first time offer is valid.
So don,t waste time . Join biggest team in Dhaka.

If any one want to join in our group then you will be sign up free.
For some conditions:
You need to ready for join at least 10 members .
At every leader join in first time offer is valid.
So don,t waste time . Join biggest team in Dhaka.


For Bogra Office: 01916162333,01737161066

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১


আজ আমি আপনাদের কে মডেম বিষয়ে একটি ছোট্ট টিপস দিব।আশা করি কাজে লাগবে।
আমরা অনেকেই আমাদের মডেম নিয়ে সমস্যাই পড়ি।অনেক সময় এটি ইন্সটল করার পর ও সঠিকভাবে কাজ করতে চায় না।তখন মনে হয় মাথার চুল ছিড়ে ফিলি।ভয় নেই।আর মাথার চুল ছিড়তে হবে না।এবার আপনার মডেম ঠিক ই আপনার কথা শুনবে ।নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
১। প্রথমেই start থেকে run কমান্ড এ যান এবং লিখুন regedit.
২। এরপর HKEY_LOCAL_MACHINE এ ক্লিক করুন।
৩। এরপর system এ ক্লিক করুন
৪। এরপর currentcontrolset এ ক্লিক করে service এ ক্লিক করুন
৫। এরপর modem এ ক্লিক করে parameter এ ক্লিক করুন
৬। ডান দিকে default এ ক্লিক করে Value 1 করে দিন।

ok করে বের হয়ে আসুন।ব্যাস কাজ শেষ ,এরপর থেকে আপনাকে আর মডেম ঝামেলায় পড়তে হবে না।
ভালো থাকবেন।


আমরা অনেকেই আমাদের কম্পিউটার এর গতি নিয়ে খুব বিপাকে পড়ি ।আমার তো আগে কম্পিউটার এ কাজ করতে গেলেই অনেক সময় লাগতো।এখন আমি সর্বোচ্চ গতি সম্পন্ন Processor বানিয়ে নিয়েছি আমার Processor কে।

আমি একা কেন এই সুবিধা ভোগ করবো??? আমার সারা বাংলাদেশের মানুষ যাতে এই সুবিধা ভোগ করতে পারে তাই আমি আমার সব ব্লগ এবং ওয়েব এ দিয়ে দিয়েছি। আসুন জেনে নেই এর পদ্ধতি।

প্রথমেই start থেকে run এ যান এবং নিচের coding লিখুন
Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks

এরপর ok করুন । ব্যস হয়ে গেল,এরপর কম্পিউটার একাই কাজ করে নিবে।কাজ হয়ে গেলে কম্পিউটার restart করুন।

ভাল লাগলে জানাবেন।

আপনার ইন্টারনেট কানেকশন আছে কি না তা জেনে নিন

প্রিয় টিউনার/ভিজিটরগন,

অনেক দিন পর আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে । জানিনা আমার পূর্বের পোষ্ট গুলো কেমন লেগেছে!! আর টিপি(টিউনারপেজ) কে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তারা একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে করে অনেক নতুন টিউনার আমরা খুজে পাবো। আর প্রতিযোগিতা হলে সেখানে অংশগ্রহন না করে পারিনা ।তাই আমি শত ব্যস্ততার মাঝে আবার ফিরে আসলাম।

আজ আমি আসলাম ভিন্ন জিনিস নিয়ে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ইন্টারনেট কানেকশন আছে কি নাই। মাঝে মাঝে প্লাগ-ইন থাকলেও বুঝা যায় না সত্যিকারে কানেকশন আছে কিনা। তাই এ সমস্যা থেকে পরিত্রান পেতে আপনাদের জন্য আমি একটি সফটওয়্যার বানিয়েছি যেটি আপনাকে বলে দিবে আপনার নেট কানেকশন আছে কি নেই। ডাউনলোড লিঙ্ক ঃ সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ভাইরাস নিয়ে ভাবনা? আর না আর না

কম্পিউটারে ভাইরাস আর না আর না
এসে গেল registry file
আর নেই ভাবনা ।।

হ্যা ভাই ।আজ আমি ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হবার পদ্ধতি শিখাবো । আর এ জন্য আপনার হাতিয়ার হিসাবে লাগবে registry file.
তবে ভাইরাস আমাদের এই হাতিয়ার কেড়ে নেয় । এই registry file অনেক সময় disable থাকে। তাই আগে আমাদের registry file এক্টিভ করে নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে ফাইল টি ডাউনলোড করে নিন.

এটি আপনার কম্পিউটার এ নিম্নোক্ত ফাইল গুলি enable করবে :

1.Registry file
2.Task manager
3.MSCONFIG

ডাউনলোড হলে unzip করে xp_emergencyutil.exe ফাইল টি ডাবল ক্লিক করুন ।
create copies এ ক্লিক করুন ।

ব্যাস হয়ে গেল task manager & registry file এনাবল করা ।

এবার আসুন আসল যুদ্ধে নামা যাক ।

1. FOLDER OPTION ফিরিয়ে আনার যুদ্ধ :-
start থেকে run এ যান & লিখুন regedit

এরপর ক্লিক করতে থাকুন সিরিয়াল অনুযায়ী
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer

এবার রাইট ক্লিক করে new—>dword value তে ক্লিক করুন


এবার এটির নাম দিন NoFolderOptions
এবার এটিকে ডাবল ক্লিক করুন & ভ্যালু দিন 0

ok করুন
এরপর নিচের প্রগ্রাম টি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr.reg নামে

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USERSoftwarePoliciesMicrosoftInternet ExplorerRestrictions]
“NoBrowserOptions”=dword:00000000

এরপর ফাইল টিকে ডাবল ক্লিক করুন & yes + ok চাপুন।

ব্যাস ভাইরাসের যুদ্ধে আপনি হয়ে গেলেন জয়ী।আপনার folder option আর hidden হবে না।

ভাল থাকবেন।আগামিতে ভাইরাসের সাথে আরো যুদ্ধ নিয়ে হাজির হব

পূর্বে এখানে প্রকাশিত

পাল্টে ফেলুন ফেসবুকের থিম


আমরা সবাই জানি এবং সবাই মানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সামাজিক যোগাযোগের এই সাইটে সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু ফেসবুকের একই রকমের চেহারা দেখতে দেখতে প্রতিদিন আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। তাই খুঁজতে লাগলাম কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়। খুঁজতে খুঁজতে পেয়ে ও গেলাম । খুব মজা পেয়েছিলাম তখন। তাই ভাবলাম এই মজাটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনারা ও এই মজাটুকু উপভোগ করবেন। আসা যাক কি ভাবে ফেসবুকে এটা করা যায়। আপনি ও পারবেন কঠিন কিছু নয়, খুব শহজ। প্রথমে এই লিংকে যান http://www.chameleontom.com/ দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। SKIP THIS STEP এ CLICK করুন। এরপর Done এবার Facebook Login Page আসবে । Login করুন । দেখতে পাবেন Facebook এ অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। View তে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না। আমি Mozilla Firefox এ ব্যবহার করেছি। Internet Explorer এ ডিস্টার্ব করে । আরেকটা কথা, অন্য কে‌উ আপনার প্রোফাইলে ঢুকলে থিম দেখতে পাবেনা শুধু আপনিই লগিন করেই আপনার Modified Facebook দেখতে পাবেন। এতটুকু করতে পারাটাও অনেক বড় ব্যপার, কি বলেন?

মডেম কম স্পীড?এবার বাংলাদেশে তৈরি হল modem speed developer

কথা দিয়েছিলাম মডেম এর স্পীড বাড়ানোর সফটওয়্যার নিয়ে হাজির হব।তাই আবার এলাম আপনাদের আর একবার জ্বালাতন করতে। আমরা অনেকেই মডেম ব্যাবহার করি ,তবে ভালো স্পীড পাইনা। অনেকে অনেক সফটওয়্যার ব্যাবহার করি,কিন্তু কোন ফলাফল পাইনা। তাই একবার এই মডেম,একবার ঐ মডেম ব্যাবহার করে বিরক্ত হয়ে যাই।

আবার অনেকে ব্রডব্যান্ড কানেকশন ব্যাবহার করি। কিন্তু ভালো স্পীড পাইনা, কিন্তু আর কোন গ্রাহক কে অসুবিধায় পড়তে হবে না।

প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন

এরপর .exe ফাইল টি কে ডাবল ক্লিক করুন, এবার আপনার সামনে আসবে গ্লোবাল আইটি এর ব্যানার। এরপর এটি কে ডাবল ক্লিক করুন

এরপর আপনি যেই কানেকশন ব্যাবহার করুন সেটি কে চিহ্নিত করুন (ছবির মত)।এরপর

windows XP select করুন

এরপর Time to Alive এ default সেট করুন

apply changes এ ক্লিক করুন। ok করুন । PC রিষ্টার্ট দিন ।ব্যাস বেড়ে গেল আপনার মডেম স্পীড।
পূর্বে এখানে প্রকাশিত

ডাউনলোড লিঙ্কঃ
ভালো লাগলে এই পেজ টি কে লাইক করবেন প্লীজ ITzone

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More